নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সামুর কবিতা ও কবিগণ

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৮


আমি কবিতা খুব একটা ভালো বুঝি না, পড়িও খুবই কম। আমার পর্যবেক্ষণ ক্ষমতা খুবই কম, বলতে পারেন ফোল্ড ফিসের কাছাকাছি। (অতএব এই লেখাটি গুরুত্বহীন) সেইটুকুতে দেখতে পেয়েছি মোটামুটি ৫ রকম কবি সামুতে আছেন।

১। ছড়াকার : বেশ ভালো এবং চমৎকার ছড়া ইনারা লেখেন ছন্দবদ্ধ ভাবে। যেকোনো বিষয়ে বা টপিকে ইনারা ছড়া লিখতে উস্তাদ।

২। সাধারন কবি : ভালো, বেশ ভালো ভালো কবিতা ইনারা লিখেন। শব্দে কাঠিন্য থাকলেও মর্ম বুঝা যায়। যদিও লিখেছি সাধারন কবি, আসলে ইনারা সাধারন নন।

৩। সরল কবি : এদের কবিতা হয় আকারে বড়। তেমন কোনো কঠিন শব্দ থাকে না। কবিতা হয় সহজ-সরল। নির্দিষ্ট বিষয়বস্তু থাকে কবিতায়। বিষয়বস্তুর বাইরে কবিতা যায় না।

৪। কঠিন কবি : কঠিন কঠিন শব্দ ব্যবহার করেন। লাইন গুলি ভেঙ্গে-চুড়ে অসমাপ্ত রাখেন। কবিতার কোনো মর্ম পাঠক উদ্ধার করতে পারেন না বেশীর ভাগ সময়। ইনারা হচ্ছেন আধুনিক কবি।

৫। অতি আধুনিক কবি : ইয়ে-মানে। যেকোনো গদ্যকে ইনারা উপর-নিচে লাইন বাই লাইন লিখে দিয়ে কবিতা বালে চালিয়ে দিতে পারেন। কবিতা ইনাদের কাছে কোনো বিষয়ই না।

পাঁচ রকম কবি ও তাদের কবিতার ধরন সম্পর্কে বলা শেষ। এদের বাইরে বিশেষ আরেক রকম কবি আছেন, যারা কবি নন, আবার কবির চেয়ে কমও নন। তিনারা হচ্ছেন - না কবি

৬। না কবি : ইনারা লিখেন গদ্য। কিন্তু সত্যি বলছি, সেই গদ্যাংশগুলি গদ্য নয়, বরং কবিতাই। বলা ভালো গদ্যাংশ গুলি অতি উত্তম কবিতা হতে পারতো।

বিশেষ ঘোষণা - ২ : ইচ্ছে করেই কবি ও কবিতার উদাহর দেয়া হলো না।
বিশেষ ঘোষণা - ১ : উপরের কোন অংশের সাথে আপনার লেখার মিল খুঁজে পেলে তার পুরো দায় লেখকের। মিল খুঁজে না পেলে দোষ আপনার নিজের।

বিশেষ ঘোষণা - উৎসর্গ : এই পোস্টের সকল দায় জটিল ভাই এর মন্তব্যের প্রতি উত্তরের।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

জুল ভার্ন বলেছেন: =p~ আমিও কবিদের সাথে শামিল হতে চেষ্টা করবো =p~

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অলরেডি ৩ খানা কবিতা পোস্ট করেছি। :-B
আর একখানি কয়েক মাসের চেষ্টায় অর্ধেক লিখেছি। B:-)

২| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ভাললাগা থেকে কবিতা লিখি।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এইটা হওয়া উচিত।

৩| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৬

জ্যাক স্মিথ বলেছেন: জটিল শব্দের সমাহারে অনেক কঠিন করে কবিতা লিখতে হবে যার মর্মার্থ কেউ উদ্ধার করতে পারবে না, তাহলেই কালজয়ী কবি হওয়া যাবে। B-)

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
কেউ কেউ এমনটাও লিখতে পারেন সামুকে।

৪| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৭

জটিল ভাই বলেছেন:
১. আমি কবিতা খুব একটা ভালো বুঝি না, পড়িও খুবই কম। আমার পর্যবেক্ষণ ক্ষমতা খুবই কম, বলতে পারেন ফোল্ড ফিসের কাছাকাছি।
২. বিশেষ ঘোষণা - উৎসর্গ : এই পোস্টের সকল দায় জটিল ভাই এর মন্তব্যের প্রতি উত্তরের।
৩. ইচ্ছে করেই কবি ও কবিতার উদাহর দেয়া হলো না।

১. তবুওতো কবি-কবিতার উপর বেশ বড়-সড়ই একটা থিসিস করে ফেললেন। =p~
২. শুধু উৎসর্গ করেই দায় এড়ানো যায় না। আমি মুখ্খ সুখ্খ মানুষ বাবু কিছুই বুঝিনা। :(
৩. ইচ্ছে করে যেহুতু জটিল ভাইকে টেনে এনেছেন তখন গালি দিলেন না হাততালি দিলেন তাতো বুঝিয়ে দিতেই হবে। আপনার পোস্ট তেমন না পড়ায় অতীত স্মৃতিবলে আপনার পোস্ট দুর্বোধ্যই ঠ্যাকে। তাই অন্যদের উদাহরণ না দিলেও, আমার কবি ও কবিতার উদাহরণ পেশ করতে অনুমতি নয়, আকুল অনুরোধ জানাচ্ছি।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
কোনো একজনের কবিতার উদাহরন দিলে সেটি দৃষ্টি কটু ও পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভবনা থাকে। তাই সেদিকে যাওয়া গেলো না।

৫| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কবিদের অত্যাচার থেকে মুক্তি চাই। ঘনঘন কবিতা প্রসব বন্ধে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা হোক।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেরেছে!!
সামুতে কবিতার অত্যাচার খুব প্রবল মনে হয়নি আমার।
এই মুহূর্তে প্রথম পাতায় ১৫টি পোস্টের মধ্যে কবিতা আছে ৩টি। এটিকে অত্যাচার বলা যায় না।
তবে কেউ যখন ধুম ধুম করে একাধীক কবিতা পোস্ট করে দেয় সেটা অবশ্যই সমস্যা।

৬| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: একতা সময় গেছে যখন সামু কবিতার অত্যাচারে। প্রথম পাতা ঠাসা থাকত কবিতায়

২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
এখনো মাঝে মাঝে কবিতার ঝাপটা আসে। তখন এক সাথে ৮-১০টা কবিতা প্রথম পাতায় এসে যায়। তবে এই ঝপটার বেগ এখন কম। :`>

৭| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪

স্প্যানকড বলেছেন: হঠাৎ কবি লইয়া নাড়াচাড়া ! আমি কিন্তু কিছুই না। ভালো থাকবেন।

২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ইহা জটিল মিয়ার সরল মন্তব্যের ফল।




মরুভূমির জলদস্যু বলেছেন: ছন্দ মিলিয়ে ছড়া লেখা ভিষণ জটিল কাজ

লেখক জটিল ভাই বলেছেন:
কিন্তু আজ-কাল লেখকেরা ছন্দ, ভাব, অর্থ এসবের ধার ধারছে?
খালি কয়েকটা জটিল শব্দ জোড়া লাগাতে পারলেই ভাবে কত্তো বড় কবি হয়ে গেছি।

৮| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

পোড়া বেগুন বলেছেন:
বাহ! যথার্থ মূল্যায়ন।
তবে একটু নিরাপদে থাকবেন। কবিদের সংখ্যা কিন্তু কাক থেকে বেশী।
একটা কাকের কিছু হলে হাজার কাক জড়ো করে,
কবিদের কিছু বললে পরে আপনাকে আনবে ধরে।

২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিতো কবিদের বিরুদ্ধে কিছু লেখি নাই!!
তাই আমার কোনো ভয় নাই।

৯| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আগের দিনে গ্রামে গঞ্জে কবির লড়াই হত।

তাইরের সাথে নাইরে, ভাই এর সাথে ছাই, ছাই এর সাথে খাই, হাই মাই যাই মানুষের গন্ধ পাই টাইপ। :P

হায় রে হায় ........
সবে কোথায় যায়!!!
কোথায় গেলে এমন সকল ছড়া সবে পায়!
সেই খুশিতে আজকে মোরা নাচ্ছি তাধিন তায় ......
এইটা হলো সকল কবিতা ছড়িতার সবচেয়ে অশিক্ষিত ভাই। :P

২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
স্বভাব কবি বলেও এক ধরেন কবি ছিলো আগে। তারা সম্ভবতো কথা না বলে শুধুই কবিতা বলতো। মানে যা বলতো তাই কবিতা!! =p~

১০| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৫

কামাল৮০ বলেছেন: আমিও একজন কবি।কিন্তু নিরব কবি।ঐ যে বলে না,”ফুলেরও জলসায় নীরব কেন কবি”

২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
তাহলে সামুতে নিরব কবি বলেও আরেক ধরেনের কবি আছেন!!

১১| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা লেখা খুব কঠিন কাজ।অন্তত আমার সেটাই মনে হয়।ব্লগে বেশ কয়েকজন ভালো কবিতা লেখেন। আমার পছন্দের কয়েকজন আবার ব্লগ বিমুখ হয়ে গেছেন। যাইহোক বুঝলে বা না বুঝলেও কবিতা পাঠ চালিয়ে যেতে হবে।নুতনরাও একদিন ভালো কবিতা লিখবেন এই আশা করি।
ভালো থাকবেন।
শুভেচ্ছা আপনাকে।

২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
অনেকেই ভালো কবিতা লিখেন তাতে কোনো সন্দেহ নেই।

১২| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে জীবনে এক খানা কবিতাও প্রসব করতে পারলাম না

২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
চেষ্টা করেন হয়েও যেতে পারে। ;)

১৩| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি গণ ভালো থাকুক।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সকল ব্লগার ভালো থাকুন

১৪| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৫

অপু তানভীর বলেছেন: সামুতে সব মিলিয়ে দুই কি তিনটা কবিতা পোস্ট করেছি । শেষ কবে লিখেছি সেটা মনেও নেই । ২০১৪ সালের আগে সম্ভবত ! আমি কোন দলে পড়বো ? :D

একটা কবিতার ব্যাপারে একটা মজার ব্যাপার শেয়ার করি । সামুরই একজন ব্লগারের সাথে কবিতা অদল বলদ করে পোস্ট করেছিলাম । মানে, কবিতা লিখে আমি তাকে দিয়েছি সে আমাকে নিজের লেখা একটা কবিতা দিয়েছিলো মেইল করে । তারপর দুইজন নিজেরা সেই কবিতা পোস্ট করেছিলাম । আজ পর্যন্ত এই রহস্য ফাঁস হয় নি । আজকে ফাঁস করে দিলাম !

২২ শে আগস্ট, ২০২২ রাত ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
এএ...!
আমাদের অগোচড়ে এই সব হচ্ছে!!
আইডিয়াটা মন্দ না।

আমিও সামুতে ৩টি কবিতা লিখেছি।
আর একখানি কবিতা কয়েক মাসের চেষ্টায় অর্ধেক লিখেছি। এখনো শেষ করতে পারি নাই।

১৫| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: কারো কবিতা দিয়ে গীত বাধা যায়-আমাদের 'সোনা ভাই' যা অহরহ করেন। :)

ভাল লিখেছেন। তবে আমার মতে সামুতে গদ্য সাহিত্য ও কবিতার জন্য আলাদা পাতা করা উচিৎ।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আহারে!! গাতক কবি নামে আরেকটি অপশন দিয়ে দিতে পারতাম!!

এই বুদ্ধিটা ভালো, গল্প-উপন্যাসের জন্য একটি পাতা আর কবিতার জন্য আলাদা একটি পাতা।
কবিতার জন্য আলাদা একটি পাতা হলে ভালো হয় এই কথা অনেক আগে বারবার মনে হতো, যখন প্রথম পাতা কবিতায় সায়লাব হয়ে গেতো। এখন কবিতার ঝর কিছুটা কমে গেছে।

১৬| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: কতিপয় কাক এবং কাকমনস্করাই কবিদেরকে কাকের সাথে তুলনা করে থাকেন। তাদের জানা নেই, মানব সভ্যতা, সাহিত্য এবং এমনকি ইতিহাসও বিস্তার লাভ করেছে কবিদের মুখে মুখে, কলমে কলমে। তা না হলে বিশ্বের সকল ভাষায় কবিগণ এতটা নমস্য হতেন না।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
সকলের চিন্তা ভাবনা, রুচিবোধ, পছন্দ এক হবার নয়। আমি নিজেই কবিতার সমজদার নই। তাই বলে কবিতা বা কবিদের হেও করার মানুসীকতাই আমার নেই। তবে এ কথা সত্য সামুতে খুব ভালো ভালো কবিতার আসার পাশাপাশি খুবই কাঁচা হাতের কবিতাও আসে। এবং এটাই স্বাভাবিক। সেই কবিতার অপছন্দ হলে সেটিও আমি আপনি জানাতেই পারি। তবে অবশ্যই তা শালীন ভাবে হতে হবে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৭| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিদের শ্রেণিবিভাজন করা হয়েছে।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিদেরই বলতে পারেন। কবিতারটা করা কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.