নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৬


ভাল্লুক বা ভল্লুক বা ভালুক বা ভালু হচ্ছে শ্বাপদ বর্গের স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে আট রকম ভাল্লুক পাওয়া যায় ।

১। সূর্য ভাল্লুক।
২। কালো ভাল্লুক।
৩। বাদামি ভাল্লুক।
৪। মেরু ভালুক।
৫। আমেরিকান কালো ভাল্লুক।
৬। এশীয় কালো ভাল্লুক।
৭। পান্ডা।
৮। চশমাছোপ ভাল্লুক।

সাধারণত ভালুকের চেহারা ভারী এবং পা ছোট আর মোটা হয় । ভালুকের মুখ লম্বাটে, গায়ে বড় বড় লোম, থাবায় পাঁচটি আঙ্গুল আর ধারালো আঙ্গুলে নখ থাকে ।

সব ভাল্লুকের গায়ের রঙ একরকম নয়। আমেরিকান কালো ভাল্লুকের গায়ের রঙ কালো, বাদামি, নীলাভ কালো ইত্যাদি হয়ে থাকে। সূর্য ভাল্লুকের (sun bear) বুকের রঙ ধূসর এবং মুখে বিভিন্ন রকমের দাগ থাকে। মেরু ভালুক হয় সাদা রঙের।

মা ও শাবক ছাড়া বাকি সব ভালুকই একা বাস করে। তবে মাঝে মাঝে তারা দল বেঁধে খাবার খোঁজে। অধিকাংশ ভালুকই গাছে চড়তে পারে। ঝগড়া করার সময় ভালুক প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য দুই পায়ে দাঁড়িয়ে যায়।
- উইকিপিডিয়া


বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। বিগত কয়েক মাসে আমি সামুতে বিষয় ভিত্তিক প্রবাদ-প্রবচন-বাগধারা নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছি। তারই ধারাবাহিকতায় এবারে ভালুক নিয়ে ২৪ টি প্রবাদ-প্রবচন-বাগধারা খুঁজা বের করেছি। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে এবার দেখে নেই ভালুক নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।



১ । বুড়ো ভালুককে সহজে নাচ শেখানো যায় না।

২ । ভালুক নাচতে চায় না, কিন্তু সকলেই তার নাকে দড়ী দিয়ে টানে।

৩ । ভাল্লুক কি নাচতে চায়, নাকে দড়ি দিয়ে নাচায়।

৪ । ভালুকটা নাচে আর বেদেটা টাকা পায়।

৫ । গাধার বন্ধুত্ব মানেই লাথি মারা। গোলাপের বন্ধু কাঁটা। বোকার বন্ধুত্ব ভালুকের কোলাকুলি। ভালুকের বন্ধুত্ব জেনো আঁচড়ানো আর কামড়ানো।

৬ । ভালুক শিকারী, শিকারের সময় ঘুমোয় না। (বিপদজনক কাজে সতর্ক থাকতে হয়।)

৭ । ভালুক মরার পূর্বেই তাহার চামড়া বিক্রী করিও না। (কাজের আগেই ফল ভোগের চিনা করা ঠিক নয়।)

৮ । ছাল বিক্রি করার আগে ভালুকটিকে ধরো। (কাজের আগেই ফল ভোগের চিনা করা ঠিক নয়।)

৯ । আল ভেঙে জল যাচ্ছে, ভালুকে তালি মারছে। (একজনের ক্ষতিতে অন্যজনের আনন্দ প্রকাশ।)

১০ । এক তালুকে দুই ভালুক থাকে না।

১১ । এক গর্তে দুই ভালুকের জায়গা হয় না।

১২ । ভালুকে মারিল বাপে। পোড়া কাঠ দেখে পুচ্ছ কাপে॥

১৩ । নেকড়ের হাত থেকে পালিয়ে ভালুকের থাবায় পড়িল।

১৪ । ভালুক কখন গোরুর সহোদর নয়।

১৫ । ভালুকের সঙ্গে সখ্যতা পাতাও, কিন্তু টাঙ্গি হাতে রাখ।

১৬ । বাঘ-ভালুকের রাজ্যে থাকি, মনের কথা মনেই রাখি। (প্রবলের ভয়ে জড়সড়।)

১৭ । ভালুক চেনে শালুক ফুল।

১৮ । ভালুকের হাতে খন্তা।

১৯ । ভাল্লুকের জ্বর। (কম্প দিয়ে আসে, আবার অল্পক্ষণে ছেড়ে যায়। ক্ষণস্থায়ী অসুস্থতা।)

২০ । ভালুকের মত রোয়া গায়।

২১ । ভালুকের গায়ে লোমের দুর্ভিক্ষ ।

২২ । শ্বশুরকে বিয়ে করালে ভালুকের সঙ্গে শুতে হবে।

২৩ । গায়ে ভালুকের জোড়।

২৪ । বন-বাদাড়ে বাঘের বাসা, ভালুক চায় ভালবাসা।




সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল


=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন

ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য

ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:৩৩

মীর ভাই বলেছেন: খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ।।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৭

পোড়া বেগুন বলেছেন:
ভালো লাগলো ভল্লুক প্রবাদ।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৫

কামাল৮০ বলেছেন: ভাল্লুক দেখলেই চাঁদগাজীর কথা মনে পড়ে যায়।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
মনে পড়াটাই স্বাভাবিক। ভাল্লুক, গাধা আর টেক্টর ছিলো উনার সিগনেচার পিক।

৪| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩৭

বিটপি বলেছেন: ছবি দেখে ভাবলাম সোনাগাজী ফিরে এসেছে। উনি কোথায় এখন?

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
উনি আপাততো হীম ঘরে আছেন। উনার সমর্থকরা পোস্ট করে করে ক্লান্ত হয়ে যাচ্ছেন তবুও এডু-মুডুরা পজেটিভ সারা দিচ্ছেন না। আমার মনে হয় সোনাগাজী নতুন নিক নিয়ে আবার হাজির হওয়ার সময় হয়ে গেছে।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


খালুক একা থাকতে পছন্দ করে, অনেকটা পাখিদের মধ্যে চিলের মত।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশীর ভাগ পাখিরাই মনে হয় দল বেধে থাকতে পছন্দ করে।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

জুল ভার্ন বলেছেন: চমতকার! ভাল্লুক সম্পর্কে অনেক কিছু জানা হলো।

তবে এতটুকুন পোস্টের জন্য এক ডজন বইয়ের রেফারেন্স দেখে বলতেই হয়- "এক হাত বাঙ্গির তের হাত বিচী"! =p~

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ঐ ডজন খানেক বই থেকেই খুঁজে খুঁজে ২৪টি ভালুকের সন্ধান পেয়েছি।
সব বইতে যে ভালুক ছিলো তাও না। তবুও খুঁজেছি যখন তাই নামও দিয়ে দিয়েছি। যারা ভালুক না খুঁজে গাধা খুঁজতে চাইবে তাদেরও কাজে লেগে যাবে। ;)

৭| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই দাদা অসাধারণ

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য লিটনদা।

৮| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ম ছবি দেখে শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী কে মিস করলাম।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেটাই স্বাভাবিক। ভাল্লুক, গাধা আর ট্রাক্টর ছিলো উনার সিগনেচার পিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.