নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আশ্রমের মিলন মেলায় প্রায় শতভাগ তৃপ্তি

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০১

গত ৫ তারিখে আশ্রমে আগামীকাল মিলন মেলা পোস্টো জানিয়েছিলাম আশ্রমে মিলন মেলার আয়োজন চললছে। ঠিক তার পরদিন অর্থাৎ ৬ই আগষ্ট ২০২২ রোজ শনিবার মিলন মেলাটি প্রায় শতভাগ সফলাতার সাথে সমাপ্ত করা গেছে।

প্রথমে লোক সংখ্যা ৩৫ থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দেখা গেলো দাওয়াতীর সংখ্যা ৫০+ হয়ে গেছে। আমাদের ট্রলারের ধারন খমতা ৪৫+। আমাদের ১৫ জন যাবে মটর সাইকেল-প্রাইভেট কারে। ফলে কোনো সমস্যা হওয়ার কথা না। ট্রলার আগেই ঠিক করে রাখা হয়েছে।

কথা ছিলো সকাল ৯টায় সবাই বেরাইদ বোট ঘাটে উপস্থিত থাকবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি ঝিরি ঝিরি বৃষ্টি পরছে। ৯টা পার হয়ে গেলো এলাকাতেই। যাওয়ার পথে বাজার থেকে ৫ কেজি পেয়ারা কিনে নিলাম। কোক-পানি-খাবার সব কিছু নিয়ে যখন বোট ঘাটে পৌছেছি তখন দেখা গেলো অনেকেই আসেনি। এমনকি ট্রালার ওয়ালারও খবর নেই। ১০ মিনিট পরে ট্রলার আসলে দেখা গেলো ট্রলারের উপরে চান্দিনা থাকলেও চেয়ার নেই। আমি তখন আরেকজনকে সঙ্গে নিয়ে ডেকেরেটরের লোকের সাথে যোগাযোগ করে তার গোডাউন থেকে তালা খুলে ২টি রিক্সায় করে ২৫টি চেয়ার নিয়ে এলাম। সবাই যখন ট্রলারে উঠেছে তখন গুনে দেখা গেলো মাত্র ২৭ জন। বৃষ্টির কারণে বেশ কয়েকজন বাদ পড়েছে। বাকিরা চলে আসবে নিজ নিজ বাহনে চেপে আশ্রমে।















প্রায় ঘন্টা দেড়েকের যাত্রা শেষে আমরা পৌছে গেলাম উলুখোলা ঘাটে। সামনের দিকে আর যাওয়ার চেষ্টা করলাম না। কারণ গতকাল সেখানে আমাদের আরেক টিম যাওয়ার চেষ্টা করে ফেরত এসেছে। অনেকটা পথ কচুরি পানায় ভরে আছে। কোনো ভাবেই যাওয়া সম্ভব না। তাই আমরা ট্রলার থেকে নেমে ইজি বাইকে করে রওনা হলাম আশ্রমের পথে। ১৫ মিনিট গ্রামের গাছপালা ঘেরা পথে ছুটে পৌছতে হয় আশ্রমের সামনের রাস্তায়। সেখান থেকে নেমে ১০মিনিটে পাঁয়ে চলা মেঠো পথে এগুতে হয় শশ্মান পেরিয়ে, মাঠ পেরিয়ে আশ্রমে।



সকলেই সহি-সালামতে পৌছে যাই আশ্রমে। সকালে বুষ্টি হয়েছে, যদিও এখন রোদ, তাই মাটি অনেকটাই শুকিয়ে গেছে। অলরেডি যোহরের ওয়াক্ত হয়ে গেছে। নামাজীরা ওযু করে নামাজে দাঁড়িয়েছেন। আশ্রমের চাচী তখন লেবু চিপে এক বালতি লেবুর শরবত তৈরি করে ফেলেছেন। ছোট ছোট ওয়ান টাইম গ্লাসে প্রতিজন কয়েক গ্লাশ করে লেবুর শরবত পান করলেন তৃপ্তি সহকারে।

একদল দুপুরের কড়া রোদে নেমে গেছেন ফুটবল খেলতে। দুই দল বসেছে তাস নিয়ে। যদিও আশ্রমে তাস খেলা নিষিদ্ধ তবুও আমরা কিছু বলি নাই, কারণ টাকা ছাড়া খেলা হচ্ছিলো। সিনিয়ারদের এক গ্রুপ অনেক বছর পরে একসাথে হয়ে জম্পেস আড্ডা শুরু করেছে। ৩০-৩৫ বছরের পুরনো গল্পে মজে আছেন তারা। গ্রাম ঘুরে দেখার কথা বেমালুম ভুলে গেছেন।



চুলায় তখন ৫ সের গরুর দুধ জাল করে ঘন করে পায়েস রান্না হচ্ছে। এরই মধ্যে সালাদ তৈরির চাপে পায়েস নাড়া দিতে ভুলে যাওয়ায় তলায় বেশ খানিকটা লেগে যায়। পুড়ে যাওয়া অংশ টুকু ধীরে ধীরে ফেলে দেয়ার পরে আমি খেয়ে চেখে দেখলাম পোড়া গন্ধ নেই। আমি যখন পোড়া গন্ধ পাইনি তখন অন্য কেউও পাবে না সেটা শিওর। পায়েসের পর্ব হবে সব শেষে এখন শুরু খাওয়ার পর্ব। মাঠে থাকা খেলোয়ারদের বাদে বাকিদের বিফ কাচ্চি পরিবেশন করা হলো। সাথে সালাদ, কোমল পানীয়। উপর নিচ মিলিয়ে প্রায়৩০ জন একসাথে লাঞ্চ সরলো।






খেলোয়ার গ্রুপ ঘন্টা দেড়েক খেলে একটিও গোল দিতে পারলো না। আকাশে তখন চকচকে রোদ। এই রোদের মধ্যে খেলে সকলেই ঘেমে একাকার। এরা মাঠ ছেড়ে ফিরে এসে ১৭০ ফুট নিচ থেকে তোলা শীতল জলে গোসল করে খাবার খেয়ে নিলো।






এর আগেই শুরু হয়েছে পায়েস খাওয়া। দেখতে দেখতে আছরের সময় হয়ে এলো। এর মধ্যে পেয়ারা পরিবেশনের সময় দেখা গেলো যার কাশুন্দী আনার কথা তার ব্যাগে সেটি নেই। অনেক খুঁজেও কাশুন্দী না পেয়ে কাচা মরিচ আর লবন দিয়ে মাখা হলো। পেয়ারা শেষে আসলো আমড়া মাখা। তারপরে এলো গাছ পাঁকা কাঁঠাল। আমড়া শেষ হয়ে গেলেও পেয়ারা আর কাঁঠাল রয়ে গেলো অনেকটাই। টান পরলো পায়েসে। কেউ কেউ একাধিকবার নিয়েছে, খুব বেশী স্বাদ হওয়ার ফল এটি।









আছরের নামাজ শেষে পরিবেশন করা হলো ৫ সের গরুর দুধের কফি। অসাধারণ স্বাদ হয়েছিলো। এটাও প্রায় শেষ হয়ে গিয়েছিলো।



এবার ফেরার পালা, ফোন করে ৫টি ইজি বাইক আসতে বলা হলো। সেগুলিতে করে উলুখোলা বাজারে। সকলে মিষ্টি-দই- রস মালাই- আমিত্তি কিনে ট্রলারে উঠে বাড়ির পথে রওনা হলাম।





বিশেষ ঘোষণা : ঐদিন বেশ ব্যস্ত থাকার কারণে আমি ছবি তোলার সময় পাইনি। শুধু মাত্র দ্বিতীয় ছবিটি ও ফুটবল খেলার ২টি মোট এই ৩টি ছবি আমি তুলেছি। বাকি ছবিগুলি অন্যদের ফেসবুক থেকে নেয়া। অসতর্কতা হেতু প্রতিটি ছবিতেই মরুভূমির জলদস্যু ছাপ পরে গেছে।


=================================================================
আশ্রমের কথা :
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
আশ্রমে গিয়ে বিপাকে
আশ্রমে দিন-রাত্রি
আশ্রমে আগামীকাল মিলন মেলা

আশ্রম ভ্রমণ ও একটি ভৌতিক অভিজ্ঞতা - অপু তানভীর
=================================================================

মন্তব্য ৪৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩০

ঢিসুম বলেছেন: ভাই, আপনার আশ্রম কি একদিন একরাতের জন্য ভাড়া দেবেন? আমরা কয়েক বন্ধু মিলে একটু কোয়ালিটি সময় কাটিয়ে আসতাম!

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
না ভাড়া দিবো না।
তবে কয়েকটি নিয়ম মানলে আপনি বিনা পয়সায় ১ দিন ১ রাত থেকে আসতে পারেন।
কোনো সমস্যা নেই।

২| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৯

জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার আশ্রমানুষ্ঠান!

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
হে, বেশ ভালই ছিলো

৩| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার একটা দিন ছিল বুঝা যাচ্ছে।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী চমৎকার ছিলো সব মিলিয়ে।

৪| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, ছবিতে যাদেরকে দেখছি তাদেরকে মনে হয় প্রায় সবাইকে দেখছি (উত্তর বাড্ডা-মধ্য বাড্ডা-মেরুল বাড্ডা-সাতারকুল এলাকায়)। বাজারে,দোকানে অথবা মসজিদে ।

যদি সুযোগ হয় তাহলে একবার ইচছা আছে আপনার আশ্রমে যাওয়ার।

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: উত্তর বাড্ডা-মধ্য বাড্ডা-মেরুল বাড্ডা-সাতারকুল এলাকারই প্রায় সকলে।
নিমন্ত্রণ রইলো আশ্রমে।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

পোড়া বেগুন বলেছেন:
আপনারা খেয়ে তৃপ্ত ; আমি দেখে তৃপ্ত!
ঘৃানে অর্ধ ভোজন!

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
তৃপ্তি তো খেয়ে আসে নি গুরু!! তৃপ্তি এসেছে আয়োজন সকলে উপভোগ করেছে বলে।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

কামাল৮০ বলেছেন: মাঝে মাঝ এমন আনন্দের দরকার আছে।খরচ বহন করলো কে?

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
যাত্রা পথের ট্রলার ভাড়ার খরচ আমাদের কয়েকজন বড় ভাই মিলে দিয়ে দিয়েছেন।
দুপুরের কাচ্চি খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আমাদের মামু হাজী মোঃ দুলাল মিয়া মামু।
বাকি খরচ আশ্রম বহন করেছে।

৭| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যতিক্রমী আশ্রমে ব্যতিক্রমী আয়োজন।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেটা বলতেই পরেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

অ.ট. আপনার কিছু লেখা ও মন্তব্য আপনার নাম উল্লেখ করে আমার একটি পোস্টের জন্য কি ব্যবহার করতে পারি?

৮| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: অবশ্যই আপনি আমার লেখা ও মন্তব্য আপনার পোস্টে ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নাই। ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
অনুমোতির জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৯| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এই আশ্রমে কি শুধুই খানাপিনাই হয়?

আর কিছু নাই?

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
শুধুই খানাপিনা হয়।
নাচ-গান-ডিজে পার্টির ব্যবস্থা নাই।

১০| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৬

অপ্‌সরা বলেছেন: আমি ভেবেছিলাম আশ্রমে ভোজন কীর্তন আধ্যাত্মিক কার্য্যকলাপও হয়। জনকল্যান হয়। :)

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
হা হা হা
এটি ঐ টাইপের আশ্রম নয়। ধর্মের সাথে আশ্রমের কোনো সম্পর্ক নেই।
এটি হচ্ছে বন্ধুত্বের আশ্রম, ভালোবাসার আশ্রম, ভালো লাগার আশ্রম, স্বপ্নের আশ্রম।
এই আশ্রম স্বপ্নকে আশ্রয় দেয়।

১১| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! দারুণ মিলন মেলা।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুব চাপের মধ্যে থাকলেও সকলের আনন্দে আমরাও আনন্দিত ছিলাম।

১২| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

শেরজা তপন বলেছেন: দাড়ি রেখেছেন দেখছি :) কাচা-পাকায় মানিয়েছে বেশ!
চমৎকার একটা দিনের গল্প। শোনার অপেক্ষায় ছিলাম

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: দাড়ি তো মোটামুটি প্রায় ২ বছর হয় আছে। প্রথম দিকে বেশ বড় ছিলে। পরে কিছু ছোট করেছি। এখন আরো ছোট করে ফেলেছে, আর একটু বড় করবো। দাড়ি রেখেছি বলে ব্লগের একজন শ্রেষ্ট ব্লগার আমাকে বিপদজন প্রাণী হিসেবে বিবেচনা করে সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

দিনটি বেশ ঝামেলায় কেটেছে। প্রথমে বৃষ্টির ঝামেলা, পরে কড়া রোদ। তবোও সব মিলিয়ে নিমন্ত্রত্রিতরা সন্তুষ্ট বলে আমরাও তৃপ্ত।

১৩| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩২

আরাফাত হোসেন বলেছেন: This is the Latest design shirt for intelligent people
1: Latest Design
2: Reasonable price
3: High-quality Fabric
4: 100% color guarantee
contact
website: Click This Link

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি আউট হলেন বলে

১৪| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৬

কাছের-মানুষ বলেছেন: দারুন লাগল ছবিগুলো দেখে। গ্রামীণ পরিবেশ আমার ভাল লাগে।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
গ্রামীণ পরিবেশে কিছু সময় নিজের মতো করে ভোগ করার জন্যই এই আশ্রমের আয়োজন।

১৫| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৩

শাওন আহমাদ বলেছেন: মাঝে মাঝে এমন ভ্রমন মনকে ফুরফুরে করে। কিন্তু মানুষেরা দিনদিন এতো যান্ত্রিক হচ্ছে যে তারা আর এসবের জন্য ফুরসত করে ঊঠতে পারেনা!

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি সঠিক বলেছেন।
‌আমরা সময় সুযোগ পেলেই গ্রামের দিকে ছুটে যাই।

১৬| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ একটা সময় পার করেছেন। শুভকামনা রইলো। খেলার যায়গাটি কি আশ্রমের অংশ?

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আশ্রমের সামনে এই জমিটুকু। এখানেই তালগাছে দোলনা বেঁধেছিলাম। এই জমি টুকু কেনার ইচ্ছে থাকলেও কাগজ ও মালিকানার ঝামেলা আছে বলে কিনতে পারছি না।

১৭| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খেলার যায়গাটুকু দেখে মনটা ভরে গেলো; প্রকৃতি কত সুন্দর!!

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
দুদিন আগে নাকি এই যায়গাটা কিছু চাষ করার জন্য কুপিয়ে প্রস্তুত করেছে।

১৮| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২১

অপু তানভীর বলেছেন: বোটে করে যাওয়ার ব্যাপার দারুন । এই ছবি গুলো দেখে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল । বর্ষাকালে সেখানে বোট ছাড়া উপায় নেই ।

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
একটা সময় আমার এলাকার কাছেই ছিলো সুবিশাল ধানি জমি। বর্ষায় সেগুলি জলে থৈ থৈ করতো। আমরা প্রায়ই বিকেলে ট্রলার ভাড়া করে বেরিয়ে পরতাম। এখন সেখানে ১০ তলার নিচে কোনো দালান নাই।

১৯| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

মিরোরডডল বলেছেন:




বিফ কাচ্চিতে কোন বিফ দেখলাম না যে :``>>

সেই অমৃত পায়েসের ছবি কোথায় ?




২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
বিফ আছে বাসমতির নিচে, তাই দেখা যাচ্ছে না।

পায়েসের ছবি কেউ ফেসবুকে দেয় নাই। তাই আমিও পাই নাই।

২০| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

মিরোরডডল বলেছেন:




আশ্রমে যারা গিয়েছে ওরা কি সবাই নারী বিদ্বেষী ? :)
মেয়েদেরকে দেখলাম নাহ যে !
শুধুই মুরুব্বী ।
নাকি সেখানে ভালো ওয়াশরুমের ব্যবস্থা নেই ?
এটা একটা কারন হতে পারে । :)




২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আশ্রমে মোটামুটি মানের ওয়াশরুমের ব্যবস্থা আছে।
পাকা ওয়াশরুম, হাই কমোড, তবে টাইল্স করা হয়নি।

এই ট্রিপে শুধুই পুরুষদের জন্য। এলাকার বড় ভাই মুরুব্বীদের নিয়ে আয়োজন। তাই নারী আর শিশু নাই।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আশ্রমে নারী আর শিশুরাও যায়-
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)

২১| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬

মিরোরডডল বলেছেন:




ছবিতে দেখলাম অনেকেই ওখানে অর্ধপরিহিত ।
আগেও একটা পোষ্টে এরকম দেখেছিলাম ।
কারন কি !!!
আশ্রমে গেলে অনেকেই পোশাক খুলে ফেলে কেনো ?
#:-S



২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
অর্ধ বস্ত্রে যাদের দেখছেন এরা প্রায় সকলেই দেড় ঘন্টা চকচকে রোদে ডিগবল খেলে এসেছে। বেচারারা কোনো পক্ষই একটিও গোল দিতে পারে নাই।

সমস্যা হচ্ছে আশ্রমে এখনো সিলিং ফ্যান লাগানো হয়নি। ন্যাচারালি বেশ বাতাস থাকে। ২টি স্ট্যান্ড ফ্যানেই আমাদের কাজ চলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে লোক বেশি হলে এবং টিনের চাল বলে দিনের বেলা বেশ গরম থাকে। তাই অনেকেই আশ্রমে গেলেই বস্ত্র ত্যাগের মহরায় নামে। :P

২২| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: ওয়াও!! দারুণ লেগেছে আপনাদের ভ্রমণ ব্লগ, আমি ২০১৭ তে একবার কালীগঞ্জ, উলুখোলা বাজারের ওদিকে গিয়েছিলাম।
ছবিগুলু অনেক সুন্দর হয়েছে, আমারও এমন স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যেতে মন চায়।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রাকৃতিক পরিবেশে নিজের মতো করে কিছুটা সময় কাটানোর জন্যই এই আশ্রম তৈরি করেছি আমরা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.