নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৭



২০১৭ সালের ২৭শে জানুয়ারি ফেইবুক ভিত্তিক হেরিটেজ লাভার গ্রুপ Save the Heritages of Bangladesh এর ২৮তম ট্রিপের সাথে আমি গিয়েছিলাম চাঁদপুর। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সব পরিচিত-অপরিচিত-অর্ধপরিচিত ঐতিহাসিক স্থাপনা ঘুরে-ঘুরে খুঁজে-খুঁজে বের করে দেখা হচ্ছে গ্রুপটির একটি বিশেষ দিক। ২০১৪ সালের ১লা মে তারিখে গ্রুপটি তাদের প্রথম ডে ট্রিপ শুরু করে। আমি গ্রুপটির সন্ধান পাই তাদের ২৫তম হেরিটেজ ট্যুরে। সেটি ২০১৬ সালের ২৮ অক্টোবরের কথা। মূলত প্রতি মাসের শেষ শুক্রবার গ্রুপটি থেকে ডে ট্রিপের আয়োজন করা হয়। ভোর ৬ টায় ঢাকা থেকে রওনা দিয়ে সারা দিনে নির্দিষ্ট এলাকার পুরনো বাড়ি, দূর্গ, মসজিদ, মন্দির, মঠ, মাজার ইত্যাদি ঘুরে ঘুরে দেখা হয়। হেরিটেজ সম্পর্কে আগ্রহ থাকলে আপনিও যোগ দিতে পারেন Save the Heritages of Bangladesh এর সাথে।

যাইহোক, ২৮তম ট্রিপে গিয়েছিলাম চাঁদপুরে। সারাদিন ঘুরে ঘুরে চাঁদপুরে কয়েকটি পুরনো স্থাপনা দেখেছিলাম। দূরুত্ব ও পথের অতি করুন অবস্থা এবং অনেকটা পথ হাঁটার কারণে এই ট্রিপে খুবই কম স্থাপনা দেখার সুযোগ হয়েছিলো আমাদের। নিচে সেদিনকে দেখা পুরনো স্থাপনা গুলির আমার তোলা ছবি রইলো।


০০ : রক্তধারা

GPS coordinates : 23°13'51.3"N 90°38'25.1"E
ছবি তোলার স্থান : বড় স্টেশন, চাঁদপুর, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৭/০১/২০১৭ ইং
এটি পুরনো কোনো স্খাপনা না হলেও তালিকায় রইলো।




০১ : পুরান বাজার জামে মসজিদ

GPS coordinates : 23°13'36.4"N 90°38'25.8"E
ছবি তোলার স্থান : পুরান বাজার, চাঁদপুর, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৭/০১/২০১৭ ইং




০২। লোহাগড়া মঠ

ছবি তোলার স্থান : লোহাগড়া, চাঁদপুর, বাংলাদেশ।
GPS coordinates : 23°11'23.0"N 90°43'35.7"E
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং




০৩। লোহাগড়া জমিদার বাড়ি

ছবি তোলার স্থান : লোহাগড়া, চাঁদপুর, বাংলাদেশ।
GPS coordinates : 23°11'12.6"N 90°43'42.1"E
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৭ ইং




০৪। হাজীগঞ্জ বড় মসজিদ

GPS coordinates : 23°15'05.9"N 90°51'15.1"E
ছবি তোলার স্থান : হাজীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৭/০১/২০১৭ ইং



=================================================================

হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================
আরো দেখুন -
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ

আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২

=================================================================
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
সিলেট ভ্রমণ : হযরত শাহজালাল ও শাহপরান দরগাহ, চাষনী পীরের মাজার, বিছনাকান্দি, লালাখাল, জাফলং, হরিপুর পরিত্যাক্ত গ্যাস ফিল্ড
শ্রীমঙ্গল ভ্রমণ : লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক,
খাগড়াছড়ি ভ্রমণ : আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, শতবর্ষী বটগাছ, ঝুলন্ত সেতু, অপরাজিতা বৌদ্ধ বিহার
রাঙ্গামাটি ভ্রমণ : সুভলং ঝর্ণা ও কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবাড়ি ও রাজবন বিহার
বান্দরবান ভ্রমণ : নীলগিরি, শৈলপ্রপাত, নীলাচল, মেঘলা, স্বর্ণ মন্দির
কক্সবাজার ভ্রমণ : রঙ্গীন মাছের দুনিয়া, আগ্গ মেধা ক্যাং, বিজিবি ক্যাম্প মসজিদ, ভুবন শান্তি ১০০ সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি, রামু কেন্দ্রীয় সীমা বিহার, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, ইনানী সৈকত, টেকনাফ সৈকত, মাথিনের কুপ, টেকনাফ জেটি, সেন্টমার্টিন, ছেড়া দ্বীপ
নারায়ণগঞ্জ ভ্রমণ: ১নং ঢাকেশ্বরী দেব মন্দির, টি হোসেন বাড়ি, কদম রসুল দরগাহ, সোনাকান্দা দূর্গ, হাজীগঞ্জ দূর্গ, বাবা সালেহ মসজিদ, বন্দর শাহী মসজিদ, সিরাজ শাহির আস্তানা, কুতুববাগ দরবার শরিফ, বালিয়াপাড়া জমিদার বাড়ী, পালপাড়া মঠ, বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি, মহজমপুর শাহী মসজিদ
দিনাজপুর ভ্রমণ: রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি, স্বপ্নপুরী, কাঠের সেতু, সীতাকোট বিহার
=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৮

পোড়া বেগুন বলেছেন:
আপনি খুব সুখেই আছেন!
নগরে বন্দরে ছুটে চলেন অনবরত।

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
সুখটা আপেক্ষিক জিনিস, অনেক কিছুর সাথেই এর মিথক্রিয়া হয়। নির্জাসটুকু নিতে না পারলে সুখ সুদূরপরাহত।

২| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৪

শূন্য সারমর্ম বলেছেন:



মঠে প্রার্থনা হয় নিয়মিত?

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
মঠ বলতে এখানে যা আছে সেটি স্মৃতি স্তম্ভ। ফলে এখানে পূজা-আর্চনা-প্রার্থণার কোনো বিষয় নাই।
সেই সময় সম্ভ্রান্ত কোনো হিন্দু মারা গেলে তার স্মৃতির উদ্দেশ্যে এইসব স্তম্ভ তৈরি করা হতো। পরে অবশ্য অনেক মঠে শিব মন্দির হয়েছে।

৩| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই জিন্দবাদ। অনেক দিন বেঁচে থাকুন আর
আমাদের দেখিয়ে যান পুরাকীর্তি!


৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
মেলাদিন বেঁচে থাকার আমারও খুব ইচ্ছে, কতো কিছু দেখা বাকি রয়ে গেছে!!
তবে সুস্থ ভাবে বাঁচতে হবে।
আপনার জন্য শুভকামনা রইলো।

৪| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ। চাঁদপুর আমি বহুবার গেসি।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কয়েক বার গেছি। তবে তেমন ভাবে কিছু দেখা হয়নি।

৫| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৩

জুল ভার্ন বলেছেন: পড়ে ভালো লাগলো

চাঁদপুর জেলায় কোথাও এক জমিদার বাড়ি আছে যেই বাড়িতে এখনও এক হাজার পরিবার বাস করে..... সেই বিষয় কিছু জানলে লিখবেন।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
কোথাও একটা ভুল হচ্ছে।
এক হাজার পরিবার তো একটি গ্রামেও বাস করে না!!

৬| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার চাঁদপুর ভ্রমণের অভিজ্ঞতা।
চাঁদপুর ভ্রমণ

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার একটি ট্রিপ ছিলো বলা গেলো।

৭| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩০

কামাল৮০ বলেছেন: দুই এবং তিন কেই প্রাচীন মনে হলো।ঘুরাঘুরির মধ্যেই আছেন।অবশ্য অনেক আগের।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
হে ঐ দুটিই সবচেয়ে পুরনো।
ঘুরাঘুরি মধ্যে সব সময়ই আছি সময় সুযোগ মিলাতে পারলে। প্রতি মাসের শেষ শুক্রবারেই বেরিয়ে পরি। অন্ততো চেষ্টা করি বেরিয়ে পরতে।

৮| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: বাহ, দারুন একটা খোজ দিলেন তো । এমন ডে ট্যুর তো দেওয়াই যায় ! সামনের মাসের ৩০ তারিখ একটা ট্যুর আসে দেখছি । দেখা যাক যাওয়া যায় কিনা !

৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সেপ্টেম্বরের ৩০ তারিখ যাওয়া হবে গোপালগঞ্জ।

Heritage Tour 69 : Gopalgonj
30 September 2022 Friday
Tour will start at 6:00 am from Aarong Lalmatia /Kakoli Bus Stop Banani
Reporting : Aarong Lalmatia 5:45 am Kakoli Bus Stop Banani 5:45 am, PWD Gate, Segunbagicha at 6:00 am
Registration Fee 2100/- including Lunch, light BF, 2 Bottle mineral water.
BKash -01711520004 (personal)
Transport - ac Micro
Last Date of Registration : 26 September 2022 Monday 6:00 pm

Sites of Gopalgonj will be visited :
Bhuiyan/ Mondir Bari, Uttar Narayanpur, Moksudpur, Gopalgonj

Bhuiyan Bari, Choto Bonogram, Moksudpur, Gopalgonj

Ujani Rajbari, Moksudpur, Gopalgonj

Orakandi Thakur Bari Mondir, Kashiyani, Gopalgonj

Shuktail Mondir, Gopalgonj sadar, Gopalgonj

Chowdhury Bari, Paikkandi, Gopalgonj Sadar, Gopalgonj

Arpara Munshi Bari, Gopalgonj Sadar,Gopalgonj

Ulupur Jomidar Bari, Gopalgonj Sadar,Gopalgonj

Ulupur Purna Chandra School, Gopalgonj Sadar,Gopalgonj

Jela Judge Court, Gopalgonj Sadar, Gopalgonj

Court Masjid, Gopalgonj Sadar,Gopalgonj

Post Office,Gopalgonj Sadar,Gopalgonj

Bishwa Shuk Seba Aashrom, Pachuria, Gopalgonj Sadar, Gopalgonj

Rai Rosoraj Seba Aashrom, Pachuria, Gopalgonj Sadar, Gopalgonj

Jomidar Girish Chandro Sener Bari, Bhatiapara, Gopalgonj

Ancestral Home of Bangabandhu Sheikh Mujibur Rahman, Tungipara, Gopalgonj

if Time Permits
Jomidar Sakhi Charan Sener Bari, Kashiani, Gopalgonj

৯| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৮

ঢাবিয়ান বলেছেন: মসজিদ , মন্দির, পুরানো জমিদারবাড়ি ছাড়া আর তেমন কোন দর্শনীয় স্থান নেই চাঁদপুরে ?

৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আছেতো!
পার্ক আছে, তিন নদীর মোহনা আছে, ইলিশ আছে, আইসক্রিম-মিষ্টি আছে, মিনি কক্সবাজার আছে।
আমাদের ট্রিপটা হয় হেরিটেজের উপরে, শত বছরের পুরনো স্থাপনা দেখার মিশন বলতে পারেন।

১০| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন:
কোথাও একটা ভুল হচ্ছে।
এক হাজার পরিবার তো একটি গ্রামেও বাস করে না!!


না, আমি কোথাও একটুও ভুল করিনি। আমি বিষয়টা নিয়ে আজই একটা পোস্ট দেবো।

৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, আপনার পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

১১| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫০

জুল ভার্ন বলেছেন: Click This Link

৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখেছে ভাই।
এই বাড়ির একটি প্রতিবেদ অনেক বছর আগে কোনো একটি টিভিতে দেখেছিলাম মনে পড়ছে। ধন্যবাদ আপনাকে এটি শেয়ার করার জন্য।

১২| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: একদিনে অনেক জায়গা ঘুরেছেন দেখা যাচ্ছে। লোহাগড়া মঠটা ভাল লগেছে বেশি। রক্তধারা দেখে আর্চয্য হলাম, এটার ইতিহাস একটু ঘেটে দেখতে হবে।

৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
হেরিটেজ ট্যুরের ইতিহাসে ঐদিনই সবচেয়ে কম স্পট দেখা হয়েছিলো।
রক্তধারা অতি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। এর পিছনে তেমন কোনো ইতিহাস নেই সম্ভবতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.