নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির খেয়াল - ০১

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১২

১ : তিমির বাচ্চার দুগ্ধপান

কখনো ভেবেছেন কি সমুদ্রের মাঝখানে একটি মা তিমির পক্ষে কীভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো সম্ভব?
যখন তিমির বাচ্চা দুধ খাওয়ার জন্য তার মায়ের কাছে আসে তখন মা মিতি তার সন্তানের কাছে দুধ সরাসরি পানিতে ছেড়ে দেয়। তিমির দুধে প্রচুর চর্বিযুক্ত উপাদান থাকায় সেটি পানিতে দ্রবীভূত হয় না। তখন এই ঘন ও আঠালো দুধটুকু তিমির বাচ্চাটি গিলে নেয়।
ফটোগ্রাফার : মাইক কোরোস্তেলেভ




২ : ফড়িং বা ড্রাগনফ্লাইয়ের ডানা

আপনি দেখছেন পাচ্ছেন মোবাইল ক্যামেরায় ম্যাক্রো লেন্স লাগিয়ে খুব কাছ থেকে তোলা ফড়িং বা ড্রাগনফ্লাইয়ের ডানার ছবি। ফড়িং বা ড্রাগনফ্লাই উড়ার সময় এই ডানাগুলি প্রতি সেকেন্ডে ৩০ বার হিসেবে প্রতি মিনিটে ১,৮০০ বার ঝাপটায়!
ছবি : মরুভূমির জলদস্যু




৩ : ইমপালার নৃত্য

পশু রাজ্যের মধ্যে সেরা পালায়ন শিল্পী হচ্ছে ইমপালা। ইমপালাদের লাফানোর দক্ষতা তাদের এই শ্রেষ্ঠত্ব দিয়েছে। জল পান করতে আসা ইমপালারা কুমিরের আক্রমণ থেকে পালাতে এভাবেই লাফিয়ে উঠে।
ফটোগ্রাফার : জন মুলিনাক্স




৪ : তুষার চিতা

উপরের ছবিটিতে একটি তুষার চিতার (snow leopard) ছবি রয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন?
ফটোগ্রাফার : সৌরভ দেশাই




৫ : মৌমাছি

একটি মৌমাছি ৭ সপ্তাহে ৮,০০০ কিলোমিটার ভ্রমণ করে ৫০,০০০ ফুলের পরাগায়ন ঘটিয়ে ১ গ্রাম মধু সংগ্রহ করে।
ছবি : মরুভূমির জলদস্যু

মন্তব্য ৪২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২১

টোকাই রাজা বলেছেন: :-B :-B

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: B-)

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্য ছবি গুলো নিঃসন্দেহে সুন্দর। আপনার তুলা মৌমাছির ছবিটিও দারুণ। তথ্য গুলো অজানা ছিল। জানানোর জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এগুলি হচ্ছে ফাঁকিবাজি পোস্ট।
ফটোব্লগ মানেই ফাঁকিবাজি পোস্ট।
অল্প তেলে মচমচে ভাজা।
ধন্যবাদ আপনাকে মন্তব্য ও + এর জন্য।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

নতুন বলেছেন: আপনার তোলা ছবি দুটিতে +++

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্য ও + এর জন্য।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,



"ফটোব্লগ মানেই ফাঁকিবাজি পোস্ট।
অল্প তেলে মচমচে ভাজা।"

আমি্ও ভাবছি অল্প তেলে মচমচে কিছু ভেজে ফেলবো কিনা.... B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভেজে ফেলেন। আমরাও স্বদ নেই।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

কামাল৮০ বলেছেন: অনেক ছবিতে দেখার এবং শেখার অনেক কিছু থাকে।ভাষার সীমাবদ্ধতার জন্য অনেক কিছু ছবিতে বা অংকে প্রকাশ করা যায়।দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো নিয়ে কি একটা ভাব সম্প্রসারণ ছিল এখন মনে নাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো বলেছেন আপনি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার তোলা দুটো ছবিই খুব সুন্দর হয়েছে, তথ্যসহ। আমাদেরর কাছে এসব প্রকৃতির বিচিত্র খেয়াল বলে মনে হলেও, সষ্টা তার আপন জ্ঞানে হিসেব কষেই এসব সৃষ্টি করেছেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
স্রষ্টার সৃষ্টি রহস্য আর হিসাব নিকাষ খুবাই জটিল জিনিস।
তবে আমি মুগ্ধ হই।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

জুল ভার্ন বলেছেন: তিমি, ইমপালা, তুষার চিতা এবং মৌমাছির উপর অনেক ডকুমেন্টারি ফ্লিম দেখেছি এনিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেলে(এগুলো বুড়োদের চ্যানেল, বলেছে আমার ছোট ছেলে)। মৌমাছির ছবি খুব সুন্দর হয়েছে। +

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছেলে সঠিক বলেছে।
আমি ডিসকভারি চ্যানেলের বাংলা বা হিন্দিটা ঝিমধরে বসে বসে দেখতাম। বউ-বাচ্চা মুখবুজে সহ্য করতে। এখন চ্যানেলটা নেই। ইংরেজিটা দেখে আমার পোষায় না।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শেরজা তপন বলেছেন: ~ এগুলি হচ্ছে ফাঁকিবাজি পোস্ট

এগুলি এমন করে উপস্থাপন পারেই বা ক'জন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
একটা সময় এমন পোস্টতো আসতো। এখন কমে গেছে।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: আমি আপনার পোষ্ট দেখার পর চিন্তা করলাম আসলেই তো কিভাবে তিমি বেবি ফিডিং করে ?
শেয়ারের জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিওতো আগে জানতাম না। এই ছবি দেখেই জানতে পারলাম। তাই ভাবলা বাকিদেরও দেখাই।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


মৌমাছির তথ্যটা মজার লাগলো ' এটি কি এক্সপেরিমেন্ট করে পাওয়া তথ্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার ঠিক জানা নাই এই জিনিস কে ক্সপেরিমেন্ট করে বের করেছে।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ভাবছিলাম সবই আপনার তোলা!
মরুভূমির জলদস্যুর অসাধ্যতো কিছু নাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: না
প্রায় সবই আমার সাধ্যের বাইরে।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

শাওন আহমাদ বলেছেন: তথ্য দিয়ে জানার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাই তো! প্রকৃতির কী আজব খেয়াল!

তিমির দুগ্ধপানের ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক।

ড্রাগন ফ্লাইয়ের তথ্যগুলোও খুব মজার ও অদ্ভুত।

তবে, মৌমাছির তথ্যটার এক্সাজারেশন মনে হচ্ছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও মতামতের জন্য।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৯

গেঁয়ো ভূত বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: উত্তর সঠিক

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৪

খাঁজা বাবা বলেছেন: সুন্দর ছবি
তিমির ব্যপারটা অভূতপূর্ব।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫১

মুদ্‌দাকির বলেছেন: তিমির ব্যাপারটা জানতাম না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও আগা জানতাম না।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

ঢাবিয়ান বলেছেন: অসাধারন সব ছবি

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: রহস্যময় দুনিয়া!

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
রহস্যের শেষ নাই।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই প্রকৃতির কত রকমের রূপ আছে। আমরা কয়টা বা জানি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। প্রায় সবটাই আমাদের চেনা জানা জগতের বাইরে।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০০

জ্যাক স্মিথ বলেছেন: খেয়ালি প্রকৃতির এই অদ্ভুত কার্যক্রম আমার মনে ভাবান্তর ঘটায়।
"প্রকৃতির খেয়াল" এই সিরিজ চলতে থাকুক নিয়মিত।

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
নিয়মিতই চলবে এই সিরিজটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.