নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি - ২৩

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। সেখান থেকে ৫টি ছবি রইলো।



১ : সাদা ময়ূর

অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেত ময়ূর, ভারতীয় ময়ূর, দেশি ময়ূর
সংস্কৃত নাম : কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
Common Name : Indian peafowl, common peafowl, White peacock, White Peafowl.
Binomial name : Pavo cristatus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
বি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং




২ : কবুতর

অন্যান্য ও আঞ্চলিক নাম : পায়রা, কৈতর
Common Name : Domestic pigeon
Binomial name : Columba domestica
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/১২/২০১৬ ইং




৩ : কাক

অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens

ছবি তোলার স্থান : টেকনাফ-মায়ানমার ট্রেন্জিট জেটি, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং



৪ : ভাত শালিক

Common Name : Common myna, Indian myna, spelled mynah
Binomial name : Acridotheres tristis
ছবি তোলার স্থান : আগ্রা, ভারত।
ছবি তোলার তারিখ : ১২/০৩/২০১৪ ইং




৫ : সাদা এবং নীল ময়ূর

অন্যান্য ও আঞ্চলিক নাম : ভারতীয় ময়ূর, দেশি ময়ূর
সংস্কৃত নাম : কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
Common Name : Indian peafowl, common peafowl, peacock, Peafowl.
Binomial name : Pavo cristatus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
বি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১, পাক-পাখালি - ০২, পাক-পাখালি - ০৩, পাক-পাখালি - ০৪, পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬, পাক-পাখালি - ০৭ : চড়াই, পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে, পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই, পাক-পাখালি - ১১ : বন বাটান, পাক-পাখালি - ১২, পাক-পাখালি - ১৩, পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা, পাক-পাখালি - ১৬, পাক-পাখালি - ১৭ : গাংচিল, পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯, পাক-পাখালি - ২০ : কাক, পাক-পাখালি - ২১, পাক-পাখালি - ২২ : রাজহাঁস বা রাজহংস
=================================================================

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

জুল ভার্ন বলেছেন: পাখির ছবি তোলার জন্য টেলিলেন্স সব চাইতে ভালো। তবে জুম লেন্সও খারাপ না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ক্যামেরা, লেন্স সবই দূর্বল হয়ে গেছে।
আগামী বছর চেষ্টা করবো একটি ভালো ক্যামেরা আর টেলিফটোলেন্স কিনার।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪১

অঙ্গনা বলেছেন: সাদা ময়ূর বঙ্গবন্ধু সাফারি পার্কে দেখলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: মিরপুরেও আছে।
এই ছবিটি বঙ্গবন্ধু সাফারি পার্কে তোলা।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

অঙ্গনা বলেছেন: মিরপুরে যাবার কথা চিন্তা করি নাই
সাফারি পার্ক নতুন ছিল আগ্রহে দলবেঁধে গেছি ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
হুম, আমিও নতুন খোলার পরে গিয়েছিলাম। পরেও গিয়েছি অবশ্য।
ধন্যবাদ আপনাকে দ্বিতীয়বার মন্তব্য করার জন্য।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২২

বাংলার এয়ানা বলেছেন: দারুন হয়েছে ছবি গুলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৬

ইমরোজ৭৫ বলেছেন: সুপারহিট।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

জ্যাক স্মিথ বলেছেন: ময়ুরের সাথে মেঘের সম্পর্ক কি? যখন মেঘ ডাকে তখন ময়ুর পেখম তুলে কেন? এটা কি সত্যি না জনশ্রুতি?
পোস্ট ভাল হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ময়ূর প্রধানত দুটি কারণে পেখম মেলে।
১। শরীরের আড়ষ্টতা কাটানোর জন্য।
২। নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য।


যার পেথম আছেসেই ময়ূর হচ্ছে পুরুষ। ময়ূরীর কোনো পেখম থাকে না। প্রায় শ্রিহীন ময়ূরীকে পটানোর জন্য বেচারা ময়ূর তার সৌন্দর্য প্রদর্শনের ডালি পেখম মেলে পা টিপে টিপে নাচতে থাকে।

মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি একটি মিশ্র বাক্য। এর চেয়ে বেশী তথ্য আমার জানা নাই। তবে দেখেছি কয়েকজন মিলে কিছুক্ষণ হাততালি দিলে ময়ূর অল্প সময়ের জন্য পেখম মেলে।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


ময়ুর কত প্রজাতির আছে দেশে? বাংলাদেশে কখনো ঈগল দেখা গিয়েছে?

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ময়ূরের অনেক প্রজাতি আছে, যেমন-
Black Shoulder
Blue India
Blue Pied
Bufford Bronze
Buff Spalding
Cameo
Cameo Spalding
Charcoal
Emerald Spalding
Java Green
Oaten
Oaten Spalding
Opal
Pied
Pied Black Shoulder
Pied Emerald Spalding
Pied India Blue
Pied Spalding
Purple
Purple Black Shoulder
Purple Black Shoulder Spalding
Purple Spalding
Red Buff Spalding
Silver Pied
Spalding
White
White-Eye Pied
White Spalding
বাংলাদেশে সম্ভবতো বন্য ময়ুর আছে কাঠময়ুরের ৩টি প্রজাতি। আরকোনো বন্য ময়ূর আছে কিনা আমার জানান নেই।
বাংলাদেশে ঈগল কেনো দেখা যাবে না?

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

জগতারন বলেছেন:

+++
সুন্দর!
লাইক!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

কামাল৮০ বলেছেন: সাদা ময়ূর দেখিনি।প্রতিটা ছবি চমৎকার।এখানে কিছু ছবি পাগল কিছু লোক দেখা যায়।পাখির ছবি তোলার জন্য ঘন্টার পর ঘ্ন্টা বসে থাকে বিশেষ একটা ছবি তোলার জন্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এমন ফটোগ্রাফার সারা দুনিয়াতেই আছে। কিযে ধৈর্য্য আল্লাহ তাদের দিয়েছেন!!

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ৩ নং পিক অসাধারণ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ আপনাকে গোফরান ভাই।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি ময়ুর যত দেখি তত অবাক হই!

কি নিপুন কারুকার্য! কি অসাধারন রঙ বিন্যাস!!!
মুগ্ধতা ভায়া

++++

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ময়ূর আমারও পছন্দ।
কখনো যদি সুযোগ হয় ময়ূর পালার ইচ্ছে আছে। জোড়া সম্ভবতো এখন ৫০ হাজার টাকা। B:-)

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

মুক্তা নীল বলেছেন:
কবুতর আমার খুব ভালো লাগে এবং স্টেপ বাই স্টেপ বসা কাকের ছবিগুলো খুব সুন্দর হয়েছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্য ও মতামতের জন্য।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাখি দেখে চোখ জুড়িয়ে গেলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য দাদা

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৫

অপ্‌সরা বলেছেন: শ্বেত ময়ুরী তো রঙ্গিনময়ুরীর থেকে কোনো অংশেই কম নহে!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
না না না, এরা ময়ূরী না, এরা সবাই ময়ূর।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৩

অপ্‌সরা বলেছেন: হবে না!!! ময়ুরী হতেই হবে!!!!!!!!!!!!

যাইহোক ভাইয়া আমার আজকের পোস্ট লেখার সময় আমি তমালগাছের গুনাগুন নিয়ে চিন্তায় পড়েছিলাম। আমার শোনা তমালের গুনাগুনের সাথে সত্যিকারের গুনাগুনের কনফ্লিক্ট লেগে গেলো তো!!!!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হবে না, এরা ময়ূর।

তমালের ফল বিষাক্ত। এমনকি পাতাও মাছেদের জন্য ক্ষতিকর। তবে তমালের প্রতিটা অংশই ভেষজ গুণ সমৃদ্ধ। ভেষজ চিকিৎসায় এর ব্যবহার দেখা যায়। জ্বর, ডায়ারিয়া, নিউমোনিয়া, প্রস্রাবে সমস্যা, প্রসব পরবর্তী জ্বর, বিষাক্ত মাকড়সার কামড় ইত্যাদিতে তমাল গাছের নানান অংশ ব্যবহৃত হয়।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০২

অপ্‌সরা বলেছেন: জানি জানি জানি!!!!!!!!!!!!!!

সে সব আমার ছোটবেলাতেই জানা হয়েছে।

আমার আজকের লেখাটা পড়ো।

তোমাকে নিয়ে আবার চিন্তায় ছিলাম তমালগাছের কথা ভুলভাল লিখে বিপদে পড়ি কিনা।


তবে আমি যা জানি যা শুনেছি তাই লিখেছি কিনতু

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
তমাল সম্পর্কে আপনি সঠিক লিখেছেন। কোনো ভুল তথ্য নেই। তমালকে যে বুনো গাব বলে সেটাও আপনি জানেন দেখে আমি অবাক হয়েছি।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৯

অপ্‌সরা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!

সে সব তো ছোটবেলায় দেখা ও শেখা।

আমি আমার ছোটবেলায় যত পুস্প পল্লব আর গাছ চিনেছি যে নিজেকে ছোটখাটো মহিলা বিভূতিভূষন মনে হয়। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার বিষয়ে আর কোনো সন্দেহ নেই।

বাংলাদেশে তমাল গাছ চেনে, দেখেছে, এই সম্পর্কে জানে এমন লোকের সংখ্যা হাতে গুনে ফেলা যাবে।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া নীপবন মানে জানো?
আর নীপ কি বলোতো দেখি.......

হা হা আমার ধারণা আমি বাংলা যা শিখেছি তা আমার রবিঠাকুরের গান আর কবিতা থেকেই।

একবার আমরা বর্ষায় ৩ জন নাচবো এসো নীপবনে ছায়াবীথি তলে ....... সেই গানের মানে বুঝিয়ে দিলো আমাদের নাচের শিক্ষক।

কি যে সুন্দর!!

সেই নাচের প্রেমে পড়ে গেলাম আর সাথে এই গানে যেন আমি সত্যিকারের এক রাঁধা .......

এসো নীপবনে ছায়াবীথি তলে এসো করো স্নান নব ধারা জলে .......

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেরেছে!!
এখন লাগবে প্যাঁচ। এই প্যাঁচ লাগিয়েছে রবীন্দ্রনাথ নিজেই।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ....... এইখানে যেমন তাল-চাবির প্যাঁচ লাগিয়েছে, ঠিক তেমনি-এসো নীপবনে ছায়াবীথি তলে..... লিখেও প্যাঁচ লাগিয়েছে। ৯৯% লোক এই প্যাঁচের খবর জানেন না।
রবীন্দ্রনাথের এই গানের কারণেই একটি ভুল তথ্য সত্যি বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা কদম ফুল কে নীপ হিসেবে মেনে নিয়েছি। কিন্তু প্রকৃত পক্ষে নীপ হচ্ছে কেলি কদমের নাম। কদম আর কেলি কদমের মধ্যে বিস্তর ফারাক দৃষ্টি গোচর হয়। যা এই গানের কারণে উবে গেছে। কেলি কদমকে ছেড়ে নীপ হয়ে গেছে কদম।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৬

পোড়া বেগুন বলেছেন:
ময়ুরতো সুখে তান ধরছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মুডে ছিলো খুব। তবে আমি ছিলাম অনেক দূরে

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক আগে সাফারি পার্কে গিয়েছিলাম সপরিবারে। সাদা সিংহ দেখেছিলাম মনে হয়। খোলা জায়গায় বাঘ, সিংহ ঘুরে বেড়াচ্ছে। ভালোই লেগেছিল।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
হে, বেশ কয়েকটি সাদা সিংহ ছিলো। আমিও ছবি তুলেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.