নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হাদীসের গল্প : ০১২ : ধর্মযাজক ও যুবকের ঘটনা

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪১



রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
তোমাদের পূর্ববর্তী যামানায় এক বাদশাহ ছিল। তার ছিল এক যাদুকর। বার্ধক্যে পৌছে সে বাদশাহকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি, সুতরাং একজন যুবককে আপনি আমার কাছে প্রেরণ করুন, যাকে আমি যাদুবিদ্যা শিক্ষা দিব। অতঃপর যাদুবিদ্যা শিক্ষা দেয়ার জন্য বাদশাহ তার কাছে এক যুবককে প্রেরণ করল। বালকের যাত্রা পথে ছিল এক ধর্মযাজক। যুবক তার কাছে বসল এবং তার কথা শুনল। তার কথা যুবকের পছন্দ হলো। তারপর যুবক যাদুকরের কাছে যাত্রাকালে সর্বদাই ধর্মযাজকের কাছে যেত এবং তার নিকট বসত। তারপর সে যখন যাদুকরের কাছে যেত তখন সে তাকে মারধর করত। ফলে যাদুকরের ব্যাপারে সে ধর্মযাজকের কাছে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, তোমার যদি যাদুকরের ব্যাপারে ভয় হয় তবে বলবে, আমার পরিবারের লোকেরা আমাকে আসতে দেয়নি। আর যদি তুমি তোমার গৃহকর্তার ব্যাপারে আশঙ্কাবোধ করে তবে বলবে, যাদুকর আমাকে বিলম্বে ছুটি দিয়েছে।

এমনিভাবে চলতে থাকাবস্থায় একদিন হঠাৎ সে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হলো, যা লোকেদের পথ আটকিয়ে রেখেছিল। এ অবস্থা দেখে সে বলল, আজই জানতে পারব, যাদুকর উত্তম না ধর্মযাজক উত্তম। অতঃপর একটি পাথর হাতে নিয়ে সে বলল, হে আল্লাহ! যদি যাদুকরের চাইতে ধর্মযাজক আপনার কাছে পছন্দনীয় হয়, তবে এ পাথরাঘাতে এ হিংস্র প্রাণীটি নিঃশেষ করে দিন, যেন লোকজন চলাচল করতে পারে। অতঃপর সে সেটার প্রতি পাথর ছুড়ে দিল এবং সেটাকে মেরে ফেলল। ফলে লোকজন আবার যাতায়াত শুরু করল। এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল। ধর্মযাজক বলল, বৎস! আজ তুমি আমার থেকেও শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এ পর্যন্ত পৌছেছে যা আমি দেখতে পাচ্ছি। তবে শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি পরীক্ষার মুখোমুখি হও তবে আমার কথা গোপন রাখবে।

এদিকে যুবক আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে লাগল এবং লোকেদের সমুদয় রোগ-ব্যাধির নিরাময় করতে লাগল। বাদশাহর পরিষদবর্গের এক লোক অন্ধ হয়ে গিয়েছিল। তার সংবাদ সে শুনতে পেয়ে বহু হাদিয়া ও উপটৌকন নিয়ে তার নিকট আসলো এবং তাকে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পার তবে এসব মাল আমি তোমাকে দিয়ে দিব। এ কথা শুনে যুবক বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না। আরোগ্য তো দেন আল্লাহ তা’আলা। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দুআ করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। তারপর সে আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহ তা’আলা তাকে রোগ মুক্ত করে দিলেন। এরপর সে বাদশাহর কাছে এসে অন্যান্য দিনের ন্যায় এবারও বসল। বাদশাহ তাকে প্রশ্ন করল, কে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার পালনকর্তা। এ কথা শুনে বাদশাহ তাকে আবার প্রশ্ন করল, আমি ছাড়া তোমার অন্য কোন পালনকর্তাও আছে কি? সে বলল, আমার ও আপনার সকলের প্রতিপালকই মহান আল্লাহ রব্বুল আলামীন।

অতঃপর বাদশাহ্ তাকে পাকড়াও করে অবিরতভাবে শাস্তি দিতে লাগল, অবশেষে সে ঐ বালকের অনুসন্ধান দিল, অতঃপর বালককে নিয়ে আসা হলো। বাদশাহ তাকে বলল, হে প্রিয় বৎস! তোমার যাদু এ পর্যায়ে পৌছে গেছে যে, তুমি অন্ধ ও কুষ্ঠ রোগীকেও নিরাময় করতে পার। বালক বলল, আমি কাউকে নিরাময় করতে পারি না। নিরাময় করেন আল্লাহ। ফলে বাদশাহ তাকে শাস্তি দিতে লাগল, অবশেষে সে ধর্মযাজকের (দরবেশের) কথা বলে দিল। এরপর ধর্মযাজককে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার দীন থেকে ফিরে এসো। সে অস্বীকার করল, ফলে তার মাথার তালুতে করাত রেখে সেটাকে টুকরো টুকরো করে ফেলা হলো। এতে তার মাথাও দ্বিখণ্ডিত হয়ে গেল। অবশেষে ঐ যুবকটিকে আনা হলো এবং তাকেও বলা হলো তুমি তোমার দীন থেকে ফিরে এসো। সেও অস্বীকার করল।

অতঃপর বাদশাহ তাকে তার কিছু সহচরের হাতে তাকে অর্পণ করে বলল, তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সহ পাহাড়ে আরোহণ করো। পর্বত শৃঙ্গে পৌছার পর সে যদি তার ধর্ম থেকে ফিরে আসে তবে ভাল। নতুবা তাকে সেখান থেকে ছুড়ে মারবে। তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে সহ পর্বতে আরোহণ করল। তখন সে দুআ করে বলল, হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ তাদেরকে সহ পাহাড় কেঁপে উঠল। ফলে তারা পাহাড় হতে গড়িয়ে পড়ল। আর সে হেঁটে হেঁটে বাদশাহর কাছে চলে এলো। এ দেখে বাদশাহ্ তাকে প্রশ্ন করল, তোমার সাথীরা কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের চক্রান্ত হতে সংরক্ষণ করেছেন।

আবারো বাদশাহ্ তাকে তার কতিপয় সহচরের হাতে সমর্পণ করে বলল, তোমরা তাকে নিয়ে নাও এবং নৌকায় উঠিয়ে তাকে মাঝ সমুদ্রে নিয়ে যাও। অতঃপর সে যদি তার দীন (ধর্ম) হতে ফিরে আসে তবে ভাল, নতুবা তোমরা তাকে সমুদ্রে ফেলে দাও। তারা তাকে সমুদ্রে নিয়ে গেল। এবারও সে দু’আ করে বলল, হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ নৌকাটি তাদেরসহ উল্টে গেল। ফলে তারা সকলেই পানিতে ডুবে গেল। আর যুবক হেঁটে হেঁটে বাদশাহর কাছে চলে এলো। এ দেখে বাদশাহ্ তাকে আবার প্রশ্ন করল, তোমার সঙ্গীগণ কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের ষড়যন্ত্র হতে রক্ষা করেছেন।

অতঃপর সে বাদশাহকে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না যে পর্যন্ত না তুমি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবে। বাদশাহ বলল, সে আবার কি? যুবক বলল, একটি ময়দানে তুমি লোকেদেরকে জমায়েত করে। অতঃপর একটি কাঠের শুলীতে আমাকে উঠিয়ে আমার তীরদানী হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রাখে। এরপর "বালকের প্রভুর নামে" বলে আমার দিকে তীর নিক্ষেপ কর। এ যদি কর তবে তুমি আমাকে মেরে ফেলতে পারবে। তার কথা অনুসারে বাদশাহ লোকেদেরকে এক মাঠে জমায়েত করল এবং তাকে একটি কাষ্ঠের শূলীতে চড়ালো। অতঃপর তার তীরদানী হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রেখে "বালকের প্রভুর নামে" বলে তার দিকে তা নিক্ষেপ করল। তীর তার কানের নিম্নাংশে গিয়ে বিধল। অতঃপর সে তীরবিদ্ধ স্থানে নিজের হাত রাখল এবং সাথে সাথে প্রাণত্যাগ করল। এ দৃশ্য দেখে রাজ্যের লোকজন বলে উঠল, আমরা এ যুবকের পালনকর্তার উপর ঈমান আনলাম।

এ সংবাদ বাদশাহকে জানানো হলো এবং তাকে বলা হলো, লক্ষ্য করেছেন কি? আপনি যে পরিস্থিতি হতে আশঙ্কা করছিলেন, আল্লাহর শপথ! সে আশঙ্কাজনক পরিস্থিতিই আপনার মাথার উপর চেপে বসেছে। সকল মানুষই যুবকের পালনকর্তার উপর ঈমান এনেছে। এ দেখে বাদশাহ সকল রাস্তার মাথায় গর্ত খননের নির্দেশ দিল। গর্ত খনন করা হলো এবং ওগুলোতে অগ্নি প্রজ্জ্বলিত করা হলো। অতঃপর বাদশাহ আদেশ করল যে, যে লোক তার ধর্মমত বর্জন না করবে তাকে ওগুলোতে নিপতিত করবে। কিংবা সে বলল, তাকে বলবে, যেন সে অগ্নিতে প্রবেশ করে। লোকেরা তাই করল। পরিশেষে এক মহিলা একটি শিশু নিয়ে অগ্নিগহবরে পতিত হবার ব্যাপারে ইতস্তত করছিল। এ দেখে দুধের শিশু তাকে (মাকে) বলল, ওহে আম্মাজান! সবর করুন, আপনি তো সত্য দীনের (ধর্মের) উপর প্রতিষ্ঠিত আছেন।


সূত্র :
সহীহ মুসলিম : হাদিস একাডেমি নাম্বার- ৭৪০১, আন্তর্জাতিক নাম্বার- ৩০০৫, ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩৯, ইসলামিক সেন্টার- ৭২৯৩


ঘোষণ :
শিরনামে "গল্প" বলতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতৃক বর্ননাকৃত ঘটনাকে বুঝানো হয়েছে।
ছবি : সংগৃহীত
=================================================================

হাদীসের গল্প : ০০১ : জাস্‌সা-সাহ ও দাজ্জাল
হাদীসের গল্প : ০০২ : দোলনায় কথা বলা তিন শিশু
হাদীসের গল্প : ০০৩ : তিন যুবকের গল্প
হাদীসের গল্প : ০০৪ : যামিনদার হিসাবে আল্লাহ্‌ই যথেষ্ট
হাদীসের গল্প : ০০৫ : খাযির (আঃ) ও মুসা (আঃ) এর ঘটনা
হাদীসের গল্প : ০০৬ : মি’রাজ
হাদীসের গল্প : ০০৭ : কিয়ামতের দিন
হাদীসের গল্প : ০০৮ : নবীজির পানি পান করারনো ঘটনা
হাদীসের গল্প : ০০৯ : নবীজির দুধ পান করারনো ঘটনা
হাদীসের গল্প : ০১০ : কিয়ামতের দিন আল্লাহর দর্শন
হাদীসের গল্প : ০১১ : কিয়ামতের নিদর্শন
=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১২

পোড়া বেগুন বলেছেন:
শিক্ষামূলক হাদিসের গল্প।
আপনাকে অনেক ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিরিজের গল্পে অলৌকিক কিছু থাকে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১০

কামাল৮০ বলেছেন: যাদু বিদ্যা বলে পৃথীবিত্ কিছু নাই।কিছু কৌশল আছে যেটাকে বলে ম্যাজিক।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি সঠিক বলেছেন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভালো লাগা জানানোর জন্য।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৬

জুল ভার্ন বলেছেন: হাদিসের গল্প ভালো লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভালো লাগা জানানোর জন্য।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: গল্পের মত হাদিস। আমি এই হাদিসটা আগে শুনেছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিরিজে শুধু অলৌকিক অংশ থাকা হাদিসের গল্পগুলিই দিচ্ছি।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: হদিসের গল্প পড়ে ভাল লাগলো। আফসোাস!! বর্তমান সময়ে এমন ধর্মযাজক বা যাদুকের কোন সন্ধান পেলাম না যে আমাকে একটু পথ দেখাবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
নিজের পথ খুঁজে নেয়ার জন্য নিজেই চেষ্টা করেন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০০

ইমরোজ৭৫ বলেছেন: ধর্মের পোস্ট দিলে আপনাকে লোকে বেক ডেডেট বলবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
বেক ডেডেট
ভাইটি আমার, এটা ব্যাক ডেটেড
প্রচীন পন্থী বলতে গিয়ে প্রাচীন মৃত বললে হবে!!

আমিতোও ব্যাক ডেটেডই, নতুন করে বলার কিছু নাই।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

জ্যাক স্মিথ বলেছেন: নিজের পথ খুঁজে নেয়ার জন্য নিজেই চেষ্টা করেন।
একদম পার্ফেক্ট বলেছেন, আর আমি সে চেষ্টাই করে যাচ্ছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেটাই উত্তম।
যারা ভালো জানেন, আপনি না জানলে তাদের কাছ থেকে জেনে নিন। দিন শেষ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

বিটপি বলেছেন: এই ঘটনার রেফারেন্স কোরআনেও কোথায় যেন আছে। তারাবীর নামাজের মধ্যে মধ্যে ইমাম আজকে যা পড়বে, তার শানে নুযুল বর্ণনা করে। কোন এক রাতে যেন এই ঘটনার কোথাও শুনেছিলাম। এটা সম্ভবত রোম সাম্রাজ্যের কোন একটি ঘটনা।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: থাকতে পারে, আমার ঠিক জানা নেই।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫

আরোগ্য বলেছেন: এটা কি সুরা বুরুজে উল্লেখিত আসহাবুল উখদুদ এর ঘটনা?

এ ঘটনাটা আগেও শুনেছি, ক্যাচালবিহীন পোস্ট ভালো লাগলো।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
সুরা বুরুজের ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই।
আমি পেয়েছি - সহীহ মুসলিম : হাদিস একাডেমি নাম্বার- ৭৪০১, আন্তর্জাতিক নাম্বার- ৩০০৫, ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩৯, ইসলামিক সেন্টার- ৭২৯৩

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.