নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৫



২০১৭ সালের ২৪শে ফেব্রুয়ারি ফেইবুক ভিত্তিক হেরিটেজ লাভার গ্রুপ Save the Heritages of Bangladesh এর ২৯তম ট্রিপের সাথে আমি গিয়েছিলাম নরসিংদী ও কিশোরগঞ্জ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সব পরিচিত-অপরিচিত-অর্ধপরিচিত ঐতিহাসিক স্থাপনা ঘুরে-ঘুরে খুঁজে-খুঁজে বের করে দেখা হচ্ছে গ্রুপটির একটি বিশেষ দিক। ২০১৪ সালের ১লা মে তারিখে গ্রুপটি তাদের প্রথম ডে ট্রিপ শুরু করে। আমি গ্রুপটির সন্ধান পাই তাদের ২৫তম হেরিটেজ ট্যুরে। সেটি ২০১৬ সালের ২৮ অক্টোবরের কথা। মূলত প্রতি মাসের শেষ শুক্রবার গ্রুপটি থেকে ডে ট্রিপের আয়োজন করা হয়। ভোর ৬ টায় ঢাকা থেকে রওনা দিয়ে সারা দিনে নির্দিষ্ট এলাকার পুরনো বাড়ি, দূর্গ, মসজিদ, মন্দির, মঠ, মাজার ইত্যাদি ঘুরে ঘুরে দেখা হয়। হেরিটেজ সম্পর্কে আগ্রহ থাকলে আপনিও যোগ দিতে পারেন Save the Heritages of Bangladesh এর সাথে।

যাইহোক, ২৯তম ট্রিপে গিয়েছিলাম নরসিংদীকিশোরগঞ্জ। সারাদিন ঘুরে ঘুরে নরসিংদী ও কিশোরগঞ্জের
বেশ কয়েকটি পুরনো স্থাপনা দেখেছিলাম। নিচে সেদিনকে দেখা পুরনো স্থাপনা গুলির আমার তোলা ছবি রইলো।





০১। ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি

GPS coordinates : 23°53'22.5"N 90°39'50.1"E
ছবি তোলার স্থান : পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



০২। গোলকচন্দ্র সাহা বাড়ি

GPS coordinates : 24°12'45.5"N 90°56'47.9"E
ছবি তোলার স্থান : বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং




০৩। রাম নারায়ণ সাহা ও দূর্গারাণী সাহা জোড়া মঠ

GPS coordinates : 24°13'15.3"N 90°54'02.2"E
ছবি তোলার স্থান : বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



০৪। পুড্ডা মঠ

GPS coordinates : 24°14'44.1"N 90°54'40.1"E
ছবি তোলার স্থান : সরারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং





০৫। রামচন্দ্র সাহা জোড়া মঠ

GPS coordinates : 24°12'44.1"N 90°54'15.7"E
ছবি তোলার স্থান : সরারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



০৬। রামচন্দ্র সাহা বাড়ি

GPS coordinates : 24°12'41.7"N 90°54'02.0"E
ছবি তোলার স্থান : সরারচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



০৭। দেওয়ান বাড়ি মসজিদ / ভাগলপুর দেওয়ান বাড়ি মসজিদ

GPS coordinates : 24°12'03.0"N 90°55'25.8"E
ছবি তোলার স্থান : ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



০৮। শিবনাথ সাহা বাড়ি

GPS coordinates : 24°16'14.6"N 90°50'12.7"E
ছবি তোলার স্থান : চাঁপিপুলিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



০৯। শিবনাথ সাহা বাড়ির মন্দির

GPS coordinates : 24°16'14.6"N 90°50'12.7"E
ছবি তোলার স্থান : চাঁপিপুলিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



১০। শিবনাথ সাহা মঠ

GPS coordinates : 24°16'07.3"N 90°50'18.9"E
ছবি তোলার স্থান : পিপুলিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



১১। গোপীনাথ মন্দির

GPS coordinates : 24°16'32.7"N 90°47'23.0"E
ছবি তোলার স্থান : কটিয়াদি, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



১২। সত্যজিৎ রায়ের আদি পৈত্রিক ভিটা

GPS coordinates : 24°16'45.3"N 90°44'35.1"E
ছবি তোলার স্থান : কটিয়াদি, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



১৩। সাদী মসজিদ

GPS coordinates : 24°15'44.9"N 90°39'34.8"E
ছবি তোলার স্থান : এগারসিন্দুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



১৪। শাহ মাহমুদ মসজিদ

GPS coordinates : 24°15'41.0"N 90°39'49.8"E
ছবি তোলার স্থান : এগারসিন্দুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং



১৫। নামহীন জোড়া মঠ-মন্দির

GPS coordinates : 24°15'34.5"N 90°39'54.3"E
ছবি তোলার স্থান : এগারসিন্দুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৪/০২/২০১৭ ইং




আরো দেখুন -
=================================================================

হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================
আরো দেখুন -
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ

আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
শুকরিয়া

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪

জুল ভার্ন বলেছেন: একদিন হয়তো এই রকম ছবিই থাকবে। কারণ, আমাদের দেশের পুরাকীর্তি সংরক্ষণের ব্যাপারে আমারা সচেতন নই।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ঠিক বলেছেন আপনি।
এমন অনেক বার হয়েছে আমরা কোনো একটা পুরনো স্থাপনার খোঁ জেনে খুঁজে খুঁজে সেখেনে গিয়ে হাজির হয়ে দেখতে পেয়েছি সেটি আর সেখানে নেই। গুরিয়ে দিয়ে নতুন স্থাপনা তৈরি হয়ে গেছে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫১

কামাল৮০ বলেছেন: আমাদের হেরিটেজ বলতে ভাঙ্গা মন্দির, বৃটিশ আমলের কিছু জমিদার বাড়ী আর কিছু মসজিদ।প্রাচীন সভ্যতার কোন নিদর্শন আমাদের নাই।ময়না মতি,বগুড়া ও বিক্রমপুরে কিছু আছে কিন্তু ভালো মতো সংরক্ষিত না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছুটা সঠিক বলেছেন। তবে, ময়নামতি, বগুড়া, বিক্রমপুর ছাড়াও ছাড়াও আছে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এসব পুরাকীর্তি বা দেখার আক্ষেপ
রয়েই যাবে হয়তো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
সময় সুযোগ হলে কাছাকাছি থাকাগুলি দেখে নিবেন। বরিশাল, পিরজপুর, ঝালকাঠির দিকে একেবারে কমনেই কিন্তু!
শুভকামনা রইলো আপনার জন্য।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩৫

কামাল৮০ বলেছেন: দুই একটা নাম বলুন ,জেনে নিই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভিতরগড় - পঞ্চগড় সদর
রাজা হরিশ চন্দ্র প্রাসাদ প্রত্নস্থল - মজিদপুরে সাভার
রাজা হরিশ চন্দ্র বুরুজ - মজিদপুরে সাভার
সীতাকোট বিহার - সীতারকোট বাজার নবাবগঞ্জ দিনাজপুর
টঙ্গীরটেক বৌদ্ধ বিহার - কামার টেক শিবপুর নরসিংন্দী
জানখারটেক বৌদ্ধ বিহার - কামার টেক শিবপুর নরসিংন্দী
ওয়ারী বটেশ্বর প্রত্নতত্ত্বিক স্থান - ওয়ারী বটেশ্বর বেলাবো নরসিংন্দী

যেগুলির খবর লোকজন কম যানে সেখান থেকেই কয়েকটির নাম দিলাম।


৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

বাংলার এয়ানা বলেছেন: আমরা খুবই উদাসিন আমাদের পুরাকীর্ত সংরক্ষনে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: একেবারে সঠিক কথা বলেছে।
গত কয়েকদিন ধরেই খবরে আসছে পুরনো ঢাকার বড় কাটরা ভেঙ্গে ফেলছে। রাজুক সেখানে ৭ তালা দালানের প্লান দিয়েছে।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

অপু তানভীর বলেছেন: পুরো এই ছবি গুলো দেখলে আমার বারবার একটা কথা খুব মনে হয় । মনে হয় যে এক কালে এই জায়গা গুলো কতই না প্রতাপ প্রতিপ্রত্তির সাথে রাজত্ব করেছে অথচ এখন এদের কথা কেউ মনেই রাখছে না । কোন অস্তিত্বই নেই । একদিন আমাদের অবস্থাও ঠিক এমন হবে । কেউ হয়তো মনেও রাখবে না ।

আপনার দেওয়া গ্রুপের খোজ পেয়ে ভাল লেগেছে । এই মাসে যাওয়ার একটা প্লান আছে এদের সাথে । দেখা যাক সময় সুযোগ হয় কিনা !

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত মতামতের জন্য।
পুরনো কোনো জমিদার বাড়ির সামনে গেলেই আমার মনে হতে থাকে, আহা এটি যদি আমার হতো!!

Save the Heritages of Bangladesh এর ট্রিপে স্বাগতম আপনাকে। সময় সুযোগ হলে ঘুরে আসতে পারেন।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

কামাল৮০ বলেছেন: আপনি যেগুলোর নাম বলেছেন এর অনেক গুলোই কোন সভ্যতার নিদর্শন না।পুরনো কোন স্মৃতি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, আপনি যা ভালো বুঝেন সেটিই সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.