নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৩



২০১৭ সালের ২৮শে এপ্রিল ফেইবুক ভিত্তিক হেরিটেজ লাভার গ্রুপ Save the Heritages of Bangladesh এর ৩১তম ট্রিপের সাথে আমি গিয়েছিলাম নরসিংদী ও গাজীপুর। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সব পরিচিত-অপরিচিত-অর্ধপরিচিত ঐতিহাসিক স্থাপনা ঘুরে-ঘুরে খুঁজে-খুঁজে বের করে দেখা হচ্ছে গ্রুপটির একটি বিশেষ দিক। ২০১৪ সালের ১লা মে তারিখে গ্রুপটি তাদের প্রথম ডে ট্রিপ শুরু করে। আমি গ্রুপটির সন্ধান পাই তাদের ২৫তম হেরিটেজ ট্যুরে। সেটি ২০১৬ সালের ২৮ অক্টোবরের কথা। মূলত প্রতি মাসের শেষ শুক্রবার গ্রুপটি থেকে ডে ট্রিপের আয়োজন করা হয়। ভোর ৬ টায় ঢাকা থেকে রওনা দিয়ে সারা দিনে নির্দিষ্ট এলাকার পুরনো বাড়ি, দূর্গ, মসজিদ, মন্দির, মঠ, মাজার ইত্যাদি ঘুরে ঘুরে দেখা হয়। হেরিটেজ সম্পর্কে আগ্রহ থাকলে আপনিও যোগ দিতে পারেন Save the Heritages of Bangladesh এর সাথে।

যাইহোক, ৩১তম ট্রিপে গিয়েছিলাম নরসিংদীগাজীপুর। সারাদিন ঘুরে ঘুরে নরসিংদী ও গাজীপুরের
বেশ কয়েকটি পুরনো স্থাপনা দেখেছিলাম। নিচে সেদিনকে দেখা পুরনো স্থাপনা গুলির আমার তোলা ছবি রইলো।


০১ : লক্ষণ সাহার জমিদার বাড়ি / ডাংগা জমিদার বাড়ি / উকিল বাড়ি

GPS coordinates : 23°53'56.9"N 90°35'41.6"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০২ : রাধাগোবিন্দ মন্দির (লক্ষণ সাহা জমিদার বাড়ি)

GPS coordinates : 23°53'56.2"N 90°35'41.8"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং





০৩ : দুর্গা মন্দির (লক্ষণ সাহা জমিদার বাড়ি)

GPS coordinates : 23°53'56.8"N 90°35'40.2"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০৪ : মঠ সাদৃশ্য প্রার্থনাগৃহ (লক্ষণ সাহা জমিদার বাড়ি পুকুর ঘাট)

GPS coordinates : 23°53'55.3"N 90°35'39.6"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০৫ : সুদন সাহার বাড়ি

GPS coordinates : 23°53'59.4"N 90°35'36.7"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০৬ : মন্দির (সুদন সাহার বাড়ি)

GPS coordinates : 23°53'59.4"N 90°35'36.7"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০৭ : উদ্ধব সাহার বাড়ি

GPS coordinates : 23°54'00.8"N 90°35'50.3"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০৮ : গোসাই পন্ডিতের মঠ

GPS coordinates : 23°55'18.2"N 90°36'25.1"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




০৯ : গোসাই পন্ডিতের মন্দির

GPS coordinates : 23°55'17.8"N 90°36'25.2"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




১০ : পাঁচদোনা শিব মন্দির

GPS coordinates : 23°53'23.5"N 90°39'48.0"E
ছবি তোলার স্থান : ডাংগা, পলাশ, পাঁচদোনা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং



১১ : আটকান্দি নীল কুঠি মসজিদ

GPS coordinates : 23°55'07.6"N 90°46'54.5"E
ছবি তোলার স্থান : আটকান্দি, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




১২ : সদরউদ্দিন ভূঁইয়া বাড়ি

GPS coordinates : 223°56'00.2"N 90°45'32.2"E
ছবি তোলার স্থান : আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




১৩ : চিনিশপুর শ্রী শ্রী কালীবাড়ি

পুরনো মন্দিরটি ভেঙ্গে তখন নতুন করে এই মন্দিরটি তৈরি করছিলো। এতো দিনে নিশ্চই তৈরি হয়ে গেছে।
GPS coordinates : 23°56'14.5"N 90°41'57.4"E
ছবি তোলার স্থান : চিনিশপুর, নরসিংদী, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




১৪ : মিয়া বাড়ি মসজিদ

GPS coordinates : 23°55'55.5"N 90°34'02.1"E
ছবি তোলার স্থান : ভাদগাতি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৮/০৪/২০১৭ ইং




=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ

আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২

কামাল৮০ বলেছেন: আজকে অনেক ছবি দিয়েছেন।সাহা মনে হয় বড় জমিদার ছিলো।পুকুর ঘাট আছে কিন্তু পুকুর নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবির সংখ্যার বিষয়টি আপনি বুঝতে পারেনি!!
ঐদিন ২০১৭ সালের ২৮শে এপ্রিল আমি যে ১৪টি স্থাপনা দেখে এই পোস্টে সেই ১৪টি ছবিই আছে।
এই সিরিজের আগামী পোস্টে অন্ততো ৩০টি ছবি থাকবে।

পুকুর ঘাটের সাথে পুকুরও আছে। ব্রেকেটে (লক্ষণ সাহা জমিদার বাড়ি পুকুর ঘাট) লিখেছি স্থাপনাটির সঠিক অবস্থান বুঝাতে। তবে মূল পুকুর ঘাটের ছবিটিও দেয়া যেতো। সেটি জমিদার বাড়িটিয়ে যখন লিখবো তখন দিবো।

সাহা খুব বড় জমিদার ছিলেন না।

অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: আমার এই পুরানো জমিদার বাড়ি ঘর গুলো সব সময়ই ভাল লাগে ! ছবি গুলো দেখে মনে হল সরাসরি দেখতে পেলে বেশ হত ।

এই মাসের ট্যুরে কি যাবেন নাকি আপনি?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি মোটামুটি কিছু দেখেছি। তারপরেও দেখিনি এমন কোনোটার ছবি দেখলেই লোভ হয় দেখতে চলে যাবার।
জ্বী এই মাসের ট্যুরে যাবো আমি। এখন পর্যন্ত মনে হয় ২২ জন কনফার্ম হয়েছে দেখলাম।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: বিবরণ এবং ছবি মিলিয়ে সত্যি চমৎকার পোস্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কোন বিবরণইতো দেইনি!! শুধু নাম আর অবস্থানটুকু লিখেছি।
তবে প্রতিটি স্থাপনা নিয়েই ধারাবাহিক ভাবেই পোস্ট আসছে, আসবে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো পদক্ষেপ। ছবিগুলো সুন্দর।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩

পোড়া বেগুন বলেছেন:
ঘুরে বেড়ান মনের সুখে
আমরা দুধের স্বাদ ঘোলে মিটাই!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনিও ব্যাগ প্যাক করে বেড়িয়ে পরেন। কিছু পিছুটান কাটাতে হবে অবশ্য।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভালো লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১

জগতারন বলেছেন:


চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
রাজিব সাহেবের সামুতে লিখতে সম্ভবতো কোনো বাঁধা নেই।
চাঁদগাজী অনেক আগেই বহিষ্কার হয়ে গেছে।
তবে নানান মন্তব্য থেকে বুঝতে পারছি সোনাগাছী ৯০ দিনের জন্য বন্দী আছে।

আমার ধারনা সোনাসাহেব ফিরে এলেও খুব বেশী দিন টিকতে পারবেন না। কারণ তিনি মনে করছেন তাকে চক্রান্ত করে ব্যান করা হয়েছে। মডু তাকে টার্গেট করেছে। এই ধারনা করণে তিনি তার ব্যানের প্রকৃত কারণটি শুধরাতে পারবেন না। ফিরে এসেই অশালীন মন্তব্য করবেন। ফলে হয়তো চাঁদগাজী নিকের মতো সোনাগাছী নিকটিও বহিষ্কার হবে।

ব্যাক্তিগত ভাবে আমি সোনাগাছীর কিছু লেখা পছন্দ করি। আমার পোস্টে করা অবান্তর মন্তব্য ছাড়া অন্য মন্তব্যগুলি মোটামুটি শালীনই থাকে। অশালীন মন্তব্য করলেও আমি আজ পর্যন্ত উনার নামে বা রাজিব নামে কখনো কোনো রিপোর্ট করিনি। এই দুইজন না থাকাতে সামুতে প্রতি মাসে অন্ততো ৪০ থেকে ৫০টি পোস্ট কম হচ্ছে। বেশ কিছু মন্তব্য কম হচ্ছে। ৪-৫ জন ব্লগার হয়তো সামুতে আসছেন না (একজনের মন্তব্য থেকে জানতে পেরেছি)। তবে এই দুই মহারথীর অনুপস্থিতির কারণে সামু নির্জীব হয়ে গেছে তেমনা আমার মনে হয়নি।

দুজনের জন্যই শুভকামনা রইলো।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১

জগতারন বলেছেন:


চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখতে পাচ্ছি আপনি সকলের পোস্টে গিয়ে এই একই মন্তব্য করে যাচ্ছেন!

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২০

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো। +

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


বাড়ি,মন্দির, মসজিদ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
স্মৃতিস্তম্ভও আছে।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০

সোনালি কাবিন বলেছেন: অসাম।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.