নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি)

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

আমার মেঝো বোনের বেশ বড় একটা ছাদ বাগান আছে। ছাদে প্রচুর গাছ আছে। নানান ফল গাছের সাথে সাথে প্রচুর ফুল গাছও আছে। বিশেষ করে শীতের সময় নানান ধরনের মৌসুমী ফুলে তার বাগান ভরে যায়। বিশাল ছাদের অর্ধেক জুড়ে থাকে শুধু শীতের ফুল।

গতবছরের শেষ দিনে গিয়ে দেখলাম ছাদে নানান ধরনের চন্দ্রমল্লিকা ফুটে আছে।

চন্দ্রমল্লিকা একটি অতি পরিচিত ফুল। মোটামুটি আমরা সকলেই কম বেশী চিনি চন্দ্রমল্লিকাকে চিনি। চন্দ্রমল্লিকার কতো রকম ভ্যারাইটি যে আছে!! তাদের প্রায় সকলেই চন্দ্রমল্লিকা নামেই পরিচিত। বৈজ্ঞানিক নামও (Chrysanthemum indicum) প্রায় সকলেরই একই সম্ভবতো। দুই একটি ব্যতিক্রম অবশ্য আছে। যেমন আজকে যে চন্দ্রমুখী চন্দ্রমল্লিকার কথা বলছি এই গ্রুপের বৈজ্ঞানিক নাম Chrysanthemum morifolium যা অন্য সাধারণ চন্দ্রমল্লিকা থেকে আলাদা। এই গ্রুপে বেশ কয়েকটি ফুল রয়েছে। যাদের আকার-আকৃতি ও রঙে রয়েছে বিস্তর ফারাক তবুও তারা সকলেই চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা নামেই বেশী পরিচিত। যদিও চন্দ্রমুখী নামটি মণিপুরী ভাষা থেকে এসেছে


ফুলের নাম : চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা
অন্যান্য ও আঞ্চলিক নাম : চন্দ্রমুখী (মণিপুরী), চন্দ্রমল্লিকা, সেবতি।
Common Name : Garden mum, Hardy garden mum, Florist's daisy, Florist's chrysanthemum, Chrysanthemum
Scientific Name : Chrysanthemum morifolium


এরা এ্যাসটারাসি পরিবারের সপুষ্পক বিরুৎ উদ্ভিদ। চন্দ্রমল্লিকার বৈজ্ঞানিক নামের প্রথম অংশ (Chrysanthemum) ক্রিস্যানথিমাম গ্রীক শব্দ থেকে এসেছে। ক্রিসস অর্থ 'স্বর্ণ' আর এনথিমাম অর্থ 'ফুল'

আগেই বলেছি চন্দ্রমল্লিকা ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। তাদের বেশিরভাগ প্রজাতির আদিনিবাস পূর্ব এশিয়া। এই ফুলের বৈচিত্র্যের কেন্দ্রস্থল হল চীন ও জাপান। মূল প্রজাতি থেকে বাগানের প্রজাতিগুলির উদ্ভব হয়েছে। নানান রঙের হয় চন্দ্রমল্লিকারা, বিশুদ্ধ সাদা থেকে লাল, উজ্জ্বল হলুদ, কমলা, মরিচা, শেড, মিশ্র রং, নানার ধরনের গোলাপী ইত্যাদি রঙের হয়। এদের আকার-আকৃতি, গঠন-গড়নেরও বিস্তর পরিধী।


চন্দ্রমল্লিকা বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। আমাদের দেশে চন্দ্রমল্লিকা গাছে অক্টোবরে কুঁড়ি আসে এবং নভেম্বরে ফুল ফুটতে শুরু করে। দেখতে দেখতে গাছ ভরে যায় ফুলে ফুলে। তখনো গাছে কুঁড়ি থাকে। ফলে দীর্ঘ দিন ধরে গাছে ফুল ফোটে। অর্থাৎ চন্দ্রমল্লিকা গাছ গ্রীষ্মের শেষ থেকে ফুল ফোটা শুরু করলে শীতের শীর্ষ হয়ে একেবারে শেষ পর্যন্ত গাছে ফুল থাকে। তাছাড়া গাছে ফুল তাজা থাকে ২০ থেকে ২৫ দিন। ফুলদানি সাজাতে চাইলে লম্বা ডাঁটাসহ ফুল কাঁটতে হয়। ফুলদানিতেও অনেক সময় পর্যন্ত তাজা থাকে এরা। আর মালা গাঁথার জন্য ডাঁটা ছাড়া ফুল তুলতে হয়।


এদের খুব একটা যত্নও নিতে হয় না। জৈব সার দিলেই চলে, সেই সাথে রোদ আর অল্প জল। সব ধরনের পাত্রে ভাল জন্মায়, সহজেই বৃদ্ধি পায়। চন্দ্রমল্লিকা গাছ ১ থেকে ৪ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। গাছে গাঢ় সবুজ, নরম, নীচের দিকে ধূসর পাতা রয়েছে।


ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলার তারিখ : ৩১/১২/২০২১ ইং

=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, ফুলের রাণী গোলাপ - ১৪

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১২

ইসিয়াক বলেছেন: এই চন্দ্রমল্লিকার রঙ আমার সবচেয়ে পছন্দের। আমার বাগানে আছে।নতুন বের হওয়া ডাল আষাঢ়ের প্রথমদিকে ধারালো ব্লেড দিয়ে কেটে টবে পুঁতে দিলে নিজেই বেড়ে উঠে ফুল ফোঁটায় থোকা থোকা পুরো শীতকাল।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সম্ভবতো প্রায় সকল চন্দ্রমল্লিকাই ডাল থেকে চারা করা যায়।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চন্দ্রমল্লিকা ও মল্লিকা কি একই ফুল না?

আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি

তোমরা ভুলেই গেছ মল্লিকা দি'র নাম

পোস্টে প্লাস।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
পোস্টে প্লাস দেয়ার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই।

- না, চন্দ্রমল্লিকা ও মল্লিকা একই ফুল না। দুটি সম্পূর্ণ আলাদা আলাদা ফুল।
ধরে নিতে পারেন আমাদের পরিচিত বেলী ফুলেরই আরেক নাম মল্লিকা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৯

অপ্‌সরা বলেছেন: আমার পছন্দ হলুদ চন্দ্রমল্লিকা!!! তারপরও সব রঙ্গের চন্দ্রমল্লিকাই আমার অনেক ভালো লাগে।

ভাইয়া স্নোবল ফুল দেখেছো নিশ্চয় তার বাংলা নাম কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
পোস্টে প্লাস দেয়ার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় অপ্‌সরাপু।

- স্নোবল ফুলের কোনো বাংলা নাম নেই। এটিকে বাংলাদেশে স্নোবল চন্দ্রমল্লিকা নামে পরিচিত।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১১

অপ্‌সরা বলেছেন: আমি হলে স্নোবল চন্দ্রমল্লিকার নাম দিতাম আইস্ক্রিম স্কুপ! :)

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: নামটা আর বাংলা হলো কই?
বাংলায় কি হলে ভালো নাম?

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

সামরিন হক বলেছেন: সুন্দর ফুল ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২০

জগতারন বলেছেন:
সুন্দর ফুল।
খুব ভালো লাগা জানাই।
.।.।.।

চাঁদ গাজী ও রাজীব নুরকে ছাড়া সামু ভালো লাগছেন।
তাহারা ফিরে আসুক কামনা করি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আমি চাঁদগাজী বা সোনাগাজী আর রাজীব নুর সহ অন্য কোনো ব্লগারের নামে কখনোই কোনো কমপ্লেইন করিনাই। সামুতে ফিরা আসার পথে আমি কোনো বাঁধা সৃষ্টি করি নাই। তাদের দূরে আখার পিছনেও আমার কোনো হাত নাই।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২১

জগতারন বলেছেন:
লাগছেন = লাগছেনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বুঝতে পেরেছি।
ভালো কথা, আজকে জনাব রাজিব সাহেবের একটি পোস্ট দেখেছি সামুতে।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এসব চন্দ্রমৃখি চন্দ্রমল্লিকার ছবি দেখে যারপরনাই মুগ্ধ!!!
অনেক ভাললাগা + +

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টে প্লাস ও মন্তব্যের জন্য।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

কামাল৮০ বলেছেন: এ ফুলের কি গন্ধ(সুবাস) আছে। এতো রাত পর্যন্ত জেগে থাকেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
সম্ভবতো চন্দ্রমল্লিকায় কোনো ঘ্রাণ নেই। আমি শিওর না।

কোনো কাজ নেই, তাই অনেক আত পর্যন্ত জাগি, অনেক বেলা পর্যন্ত ঘুমাই।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১

জুল ভার্ন বলেছেন: ভালো লাগা অফুরান। +

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে ভাইজান।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

গেঁয়ো ভূত বলেছেন:


অফুরন্ত ভালোলাগা! সুন্দর ফুলের ছবি দেখলে আপনাকে মনে করি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে পোস্টে প্লাস ও মন্তব্যের জন্য।


সুন্দর ফুলের ছবি দেখলে আপনাকে মনে করি।
এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া হয়ে রইলো।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?
পঞ্চগড় গিয়েছিলেন?
আশ্রম এর নতুন কোনো খবর আছে?

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি ভালো আছেন তো?

গত জানুয়ারিতে পঞ্চগড় গিয়েছিলাম।
আশ্রমের তেমন কোনো নতুন খবর নেই। ২-৩টি পার্টি হয়েছে।
আশ্রমে প্রকল্প কোরবানী নামে একটি প্রয়াস নেয়ার চেষ্টা করছে। এই সপ্তাহের মধ্যে বুঝা যাবে প্রকল্পটি চালু হবে কিনা।

আপনার জন্য শুভকামনা রইলো।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর একটা ফুল। ফুল ও বিবরণ ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যে ভালো লাগা জানানোর জন্য।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


এ ফুলের ব্যবসায়িক লাভ কেমন?

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো, বেশ ভালো।
শুধু ফুল নয়, বরং ফুলের চারা, বিশেষ করে কলি সহ চারার চাহিদা শৌখিন ছাদবাগানীদের কাছে শীতের সময় তুঙ্গে থাকে। ভ্যান গাড়িতে করে নিয়ে তখন চারা বিক্রি করে। আর ফুলদানীতেও এই ফুলের বেশ চাহিদা আছে সাজানোর জন্য।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: প্রকল্প কোরবানী চালু করতে পারলে ভালো হবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমিক ভাবে ৫ জনের প্রজেক্ট করার পরিকল্পনা করেছি।
২৫,০০০ টাকা করে দিতে হবে।
আগামী কোরবানীতে ২৫,০০০+ মূল্যের একটি গাড়ল দিবো ইনশাআল্লাহ। এবং তার পরের বছর কোরবানীতে আরো একটি ২৫,০০০+ মূল্যের গাড়ল দিবো ইনশাআল্লাহ।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই চমতকার ছবি আর তাই শুধুই ++++++++

এ ফুলটাকে দেখে অপার্থিব এক ভাল লাগা কাজ করছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.