নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির খেয়াল - ০৫

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৮

১ : বরফ কনা

এই ফটোতে নাকি কোনো কেরামতি নাই, সরাসরি তোলা একটি ফটো। ফটোতে একটি জলকনা শীতল হয়ে বরফে পরিণত হয়েছে।
ছবি: আলেক্সি ক্লজাটভ



২ : এলিসিয়া ক্লোরোটিকা

এলিসিয়া ক্লোরোটিকা (Elysia chlorotica) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের সামুদ্রিক স্লাগ (sea slug)। এরা বিদ্যমান, উদ্ভিদের মতো সূর্যালোক এবং CO2 থেকে বেঁচে থাকার মাধ্যমে প্রায় এক বছর বেঁচে থাকতে পারে। পরীক্ষায় এই সামুদ্রিক স্লাগ প্রাথমিকভাবে ছোট অবস্থায় শৈবাল খেয়ে জীবনযাত্রা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত সালোকসংশ্লেষণের মাধ্যমে বেঁচে থাকার জন্য বিবর্তিত হয়। এরা কোন রকম সাধারন খাবার ছাড়াই শুধু মাত্র সূর্যালোক এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোকসংশ্লেষণের মাধ্যমে প্রায় ১ বছর বেঁচে থাকতে পারে।
ছবি: প্যাট্রিক জে ক্রুগ



৩ : পেঙ্গুইনের পালক

খালি চোখে দেখে আমাদের মনে হয়ে পেঙ্গুইনের বুঝি পালক নেই, বাইরের আবরনটি বোধহয় চামড়া। কিন্তু না, পেঙ্গুইনেরও পালক থাকে এবং এটি মাইনাস ৬০ ডিগ্রী ঠান্ডাতেও পেঙ্গুইনকে উষ্ণ রাখে। পেঙ্গুইন উষ্ণ রক্তের প্রাণী, তাই শরীরের তাপ ধরে রাখতে তাদের প্রচুর পালকের প্রয়োজন হয়। তাদের পালকের ঘনত্ব প্রতি বর্গ সেন্টিমিটারে ৩০ থেকে ৪০টি। অন্য যেকোনো উড়ন্ত পাখির পালকের ঘনত্বের চেয়ে এটি প্রায় তিনগুণ বেশি।
ছবি: লন্ডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর



৪ : ফ্রগফিশ

লোমশ ফ্রগফিশ (Hairy Frogfish) হল সমুদ্রের সত্যিকারের অদ্ভুত প্রাণীদের মধ্যে একটি। দেখে একে মাছ বলে চিনতে পারাই কষ্টকরএদের শরীরে কোনো আশটে নেই, বরং ফ্রগফিশের শরীর মাংসল চুলের মতো লম্বা লম্বা আশ দিয়ে আবৃত থাকে যাকে স্পিনুলস (spinules) বলা হয়।
ছবি: নাদিয়া আলয় (ইন্দোনেশিয়ার উপকূল থেকে তোলা ছবি)



৫ : সুইসাইড প্ল্যান্ট - জিমপি জিমপি

বিশ্বের সবচেয়ে খারাপ উদ্ভিদগুলির মধ্যে সুইসাইড প্ল্যান্ট একটি। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বিষাক্ত প্রজাতি উদ্ভিদ এটি। এটির সাথে একবার কোনোরকমে স্পর্শে হয়ে গেছে মাসের পর মাস দুর্দশা ভোগ করতে হয়। এটি কারো স্পর্শে এলে একটি শক্তিশালী নিউরোটক্সিন নির্গত করে। এরফলে আপনার শরীর ফুলে যাবে এবং শারা শরীর থরথর করে কাঁপতে থাকে। এই বিষের জ্বালা আপনাকে পাগল করে তুলবে!
ছবি: ফেসবুক


=======================================================================

প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪
=======================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ নাম্বার ছবিতে বরফকণা খুঁজে খুঁজে আমি হয়রান। পেলাম নাহ :( আমি অন্ধ :(

আমি তো ভাবতাম পেঙ্গুইন পাখির গতরভর্তি লোম :) ওগুলো পালক হলো কবে? :) তবে, সত্যিই অদ্ভুত।

আসলে সবগুলোই অদ্ভুত। সুন্দর কালেকশন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধ্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
বরফ কনার বিষয়টা আসলেই অদ্ভূত!!

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৮

কামাল৮০ বলেছেন: প্রতিটা বিষয় প্রথম দেখলাম।জগতে কতকিছু দেখার বাকি।নতুন জিনিস দেখানোর জন্য ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধ্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: সবগুলো ছবিই বেশ সুন্দর। স্নোফ্লেক সম্পর্কে আমি অবগত। যারা আগ্রহী তারা নিচের ভিডিওটি দেখতে পারেন। লিখার জন্য ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধ্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
স্নোফ্লেক সম্পর্কে অনেক বছর আগে একটি প্রতিবেদন দেখেছিলাম।
২২ ডিগ্রী সৌর বর্ণবলয় পোস্টটি তৈরি করার সময় এই স্ফটিক বরফ কণার কথা আমি উল্লেখও করে ছিলাম।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৯

নাহল তরকারি বলেছেন: ভালই। খারাপ না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মতো তো লিখতে পারি না গুরু।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫০

বিটপি বলেছেন: বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী কোন প্রাণীর পক্ষে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার উৎপাদন বা বেঁচে থাকা সম্ভব নয়। কেবল অল্প কিছু উদ্ভিদ এই কাজটি করে এবং এদের সংখ্যাই বেশি।

ফটোসিনথেসিস একটি জটিল পদ্ধতি। এর জন্য শিকড়, কান্ড ডাল এবং জটিল গঠনের পাতা লাগে। উদ্ভিদ কোষে ক্লোরপ্লাস্ট নামের একটি আইটেমের উপস্থিতি থাকতে হয়। একটা সী স্লাগে এত কিছু কিভাবে থাকে? নিশ্চয়ই এর অন্য কোন ব্যাপার থাকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধ্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
অন্য কোন ব্যাপার থাকেই পারে, আমার সঠিক জানা নাই। সত্যি বলতে এই প্রথম আমি এদের কথা জেনেছি।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অদ্ভুত সুন্দর। ভাই আপনাকে স্বপ্নে দেখলাম আজ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
কি স্বপ্ন দেখলেন?
মরুভূমিতে সাঁতাড় কাটতে দেখেন নাইতো!!

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: প্রকিতির চেয়ে সুন্দর আর কিছুই নাই। অথচ মানুষ প্রকিতির ক্ষতি করে চলেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রকৃতির একমাত্র শত্রু মানুষ

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৫

ফ্রেটবোর্ড বলেছেন: সুন্দর ছবির কালেকশন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রকৃতির খেয়াল সিরিজটি অসাম হচ্ছে। বিশেষ করে ছবি সিলেকশন অসাধারণ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য। সিরিজটি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ঢাকার বাইরে বেড়াতে না গেলে আমি প্রতি ৫ এর গুণিতক তারিখ গুলিতে এই সিরিজে একটি করে পোস্ট করবো ইনশাআল্লাহ। প্রতি পোস্টে ৫টি করে ছবি ও তথ্য থাকবে।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




সুন্দর।
ইফতেখার ভূইয়া র দেওয়া ভিডি্ওটি একটি চমৎকার সংযোজন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: সুইসাড প্ল্যান্ট টা ভয়ংকর !!

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
হে

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:২৪

সোহানী বলেছেন: বরফ কণার ছবি আছে আমার সংগ্রহে। বরফ দিয়ে যে অদ্ভুত ছবি তৈরী হয় তা অবিশ্বাস্য।

সুইসাইড প্লান্ট দেখিনি কিন্তু আমাদের আশে পাসে হগউইড নামে একটা গাছ আছে যার ছোয়া লাগলেও তাকে হাসপাতালে যেতে হয়। বাসার পাশের ফরেস্টে সহজেই দেখা যায় এটি। তবে দেখামাত্রই পুলিশ কল দেয়ার নিয়ম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশে কিছু আছে। তবে তারা এতো ডেঞ্জারাস নয়। অনেকটাই নিরিহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.