নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির প্রতি আলাদা একটা টান রয়েছে আমার। ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে নানান হাবিজাবি ছবি আমি তুলি। তাদের মধ্যে থেকে ৫টি গাছ-গাছালি লতা-পাতার ছবি রইলো এখানে।
১ : পিটুলি
অন্যান্য ও আঞ্চলিক নাম : মেড্ডা, লাটিম, লাড্ডু, মেড়াগোটা, মেড়া, গোটাগামার, পিটালি।
Common Name : False White Teak
Scientific Name : Trewia nudiflora
এই গাছ সাধারণত নদীর ধারে হয়, অথবা বর্ষায় জল আসে এমন উঁচু জমির ধারে জন্মে। কেউ এই গাছ লাগায় না, এমনি এমনি হয়। এই ফল মানুষ বা কোনো প্রাণী খায় না। বাচ্চাদের খেলার অনুসঙ্গ। ফলের মাঝ বরাবর একটি কাঠি ঢুকিয়ে নিলে লাটিমের মতো ঘোরানো যায়।
এই গাছের সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে। এদের পুরুষ ও নারী গাছ আলাদা আলাদা। শীতের পরে পুরুষ গাছে একটাও পাতা থাকে না। কিছুদিন পরে পাতাহীন গাছ ঝুরি ঝুরি ছোট ছোট ফুলে ফুলে ভরে যায়। অন্য দিকে নারী গাছে ফুল দেখা যায় না। কিছুদিন পরে দেখা যায় নারী গাছে গুটিগুটি ফলে ভরে গেছে। প্রচুর ফল হয়।
ছবি তোলার স্থান : তেঁতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/০৭/২০১২ ইং
২ : পিটুলি
অন্যান্য ও আঞ্চলিক নাম : মেড্ডা, লাটিম, লাড্ডু, মেড়াগোটা, মেড়া, গোটাগামার, পিটালি।
Common Name : False White Teak
Scientific Name : Trewia nudiflora
ছবি তোলার স্থান : তেঁতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/০৭/২০১২ ইং
৩ : শাপলা
অন্যান্য ও আঞ্চলিক নাম : শালুক, অঁলাফুল, কুমুদ (সংস্কৃত), নাল (আসামি ভাষা), ভেলাম্বাল (তামিল), নিরাম্বল (মালয়ালম)
Common Name : Water Lily, White Water Lily, White Lotus
Scientific Name : Nymphaea pubescens
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
৪ : আমার ছাদে কলার মোচা
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৮/২০১৮ ইং
৫ : ঝাউ গাছ
অন্যান্য ও আঞ্চলিক নাম : বিলাতি ঝাউ, অস্ট্রেলীয় পাইন
Common Name : Coastal She-oak, Horsetail She-oak, Australian pine tree, whistling pine tree
Scientific Name : Casuarina equisetifolia
ছবি তোলার স্থান : মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০, গাছ-গাছালি; লতা-পাতা - ১১
=================================================================
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যকাদ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৯
অপ্সরা বলেছেন: মেড্ডাটা কি জিনিস!
এটা তো আমি ইহজীবনে দেখিনি......
অন্য সবগুলোই চিনি .....
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: এই গাছ সাধারণত নদীর ধারে হয়, অথবা বর্ষায় জল আসে এমন উঁচু জমির ধারে জন্মে। কেউ এই গাছ লাগায় না, এমনি এমনি হয়। এই ফল মানুষ বা কোনো প্রাণী খায় না। বাচ্চাদের খেলার অনুসঙ্গ। ফলের মাঝ বরাবর একটি কাঠি ঢুকিয়ে নিলে লাটিমের মতো ঘোরানো যায়।
এই গাছের সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে। এদের পুরুষ ও নারী গাছ আলাদা আলাদা। শীতের পরে পুরুষ গাছে একটাও পাতা থাকে না। কিছুদিন পরে পাতাহীন গাছ ঝুরি ঝুরি ছোট ছোট ফুলে ফুলে ভরে যায়। অন্য দিকে নারী গাছে ফুল দেখা যায় না। কিছুদিন পরে দেখা যায় নারী গাছে গুটিগুটি ফলে ভরে গেছে। প্রচুর ফল হয়।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: আমাদের গ্রামে প্রচুর গাছ ছিল পিটালির।
ফলের মাঝ বরাবর ঝাড়ুর শলা দিতে চার চাকা গাড়ি বানাতাম। শালুক টা কী সুন্দর !!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমরা লাটিম বানাতাম বেশী।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৮
জুল ভার্ন বলেছেন: প্রথম তিনটা অপরিচিত ছিলো। ধন্যবাদ শেয়ার করার জন্য। +
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও পোস্টে প্লাসের জন্য।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুটকি দিয়ে কলার মোচা আমার অন্যতম প্রিয় খাবার।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: শুটকি দিয়ে কলার মোচা কখনো খাইনি। তবে আমার প্রিয় তালিকায় আছে কলার মোচার ভাজি। ঐটি হলে আর কিছু লাগে না।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ ও ২ পিটুলি, একই জিনিস না? দুইবার এসেছে কেন?
আমাদের বাড়ির পাশে খালের পাড়ে একটা গাছ ছিল, নাম দইল্লা গাছ। ফল ও বৈশিষ্ট্য পিটুলির মতো। আমাদের এলাকায় আরো ছিল এ গাছ। যেমন, বইন্যা গাছ নামেও এক ধরনের গাছ ছিল। সেগুলো এখন দেখা যায় না। বইন্যা গাছের নাম শুনেছেন? বা দইল্যা গাছ? পিটুলিই দইল্যা কিনা বুঝতে পারছি না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
১ ও ২ পিটুলি, একই জিনিস।
আপনি যে গাছটির কথা বলছেন সেটি হচ্ছে বরুণ বা বন্যা গাছ। দইল্লা, বইন্যা ইত্যাদি নানান নামে সেটিকে ডাকা হয়। গাছটি চমৎকার সাদা ফুল ফুটে। কদ বেলের মতো বিষাক্ত ফল হয়।
আমি সামুতে অনেক আগে একটি পোস্ট করেছিলাম বরুণ নিয়ে।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিক এই গাছটার কথাই বলছি বইন্যা গাছ হিসাবে। খরার দিনে বৃষ্টি নামানোর জন্য আগের দিনে আমাদের মেয়েদের দেখতাম এই ফুলে ঝাঁপি সাজিয়ে আয় বৃষ্টি ঝেঁপে'র গান গাইত। ফলটা খুব কটু গন্ধযুক্ত।
তবে, দইল্ল্যা গাছ এটা না। দইল্যা গাছের ফল ঐ পিটুলির মতোই, লটকানা ফলের চাইতে আরেকটি বড়ো, পাতি গাবের মতো গায়ের রঙ। ওটা আমাদের বাড়ির পাশে খালের পাড়ে ছিল। বর্ষাকালে পোলাপানে ন্যাংটা হইয়া ঐ গাছে উঠতো। প্রথমে কাম সারতো কে কত দূরে দিতে পারে। তারপর লাফ দিয়া পানিতে পড়তো।
ইয়ে, আমি চ্যাম্পিয়ন হইতাম বেশিরভাগ সময়
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
বইন্যা ফুলের ঘ্রাণ কখনো নেয়া হয় নাই। ফুলটি হিন্দুদের বিশেষ কোন পূজায় যেনো ব্যবহার হয়।
চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানাই আপনাকে।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
আশ্রমের প্রোডাক্ট দেখা গেলো ; মেড্ডা নিয়ে অনেক স্মৃতি আছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
আশ্রমের পাশে কয়েকটি মেড্ডা গাছ আছে। পুরুষ এবং নারী দুটো গাছই আছে। ছবি দিবোনে একসময়।
আবার যখন ফল হবে তখন বাচ্চাদের নিয়ে যাবো সেগুলি দিয়ে খেলা শিখাতে।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯
কামাল৮০ বলেছেন: কুলার মোচার ভর্তা খেয়েছি।প্রচুর আইরন আছে।
গাছ পালা পশু পাখির মতো।মানুষ কি প্রকৃতির অংশ?
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি ভর্তাটা খুব একটা পছন্দ করি না। আমার পছন্দ ভাজি। মাঝে মাঝে বাজার থেকে কিনে নিয়ে যাই। এর ভাজি করা মেলা ঝক্কির কাজ বলে কিছুটা ঝাপটা শুনতে হয়।
মানুষ প্রকৃতির অংশ, তবে বিপদজনক অংশ।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮
কামাল৮০ বলেছেন: মানুষ যদি প্রকৃতি অংশ হয় তাহলে প্রকৃতির কোন কিছুর মৃত্যুর পর অবার জীবিত হয় না।মানুষ কেন হবে?
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
কিসের মধ্যে কি, পানতা ভাতে ঘি!!
আপনি কি করে শিওর হলেন যে মৃত্যুর পর মানুষ জীবিত হবে আর প্রকৃতির অন্য কিছু জীবিত হবে না?
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৩
কামাল৮০ বলেছেন: আল্লাহ বলেছে তাই।আল্লাতো আর মিছা কথা কয় না।অন্য কিছুর কথাতো আল্লাহ বলে নাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি শিওর যে আল্লাহ অন্য কিছুর কথা বলেন নি?
আল্লাহ কি বলেছেন যে অন্য কিছুরই পূনজন্ম হবে না?
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৫
কামাল৮০ বলেছেন:
বিষয়টা ঝটিল হলে,আলোচনার দরকার নাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
না জটিল না বিষয়টি। আপনি জটিল ভাবে ভাবছেন।
শুধু মানুষ নয় জ্বীনের কথাও বলা হয়েছে।
মানুষ ও জ্বীন প্রকৃতির অংশ। তবে তারা সৃষ্টির বাকি সব কিছু থেকে আলাদা।
কেনো আলাদা?
মানুষ ও জ্বীন ছাড়া প্রকৃতির আর কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা শক্তি নেই।
বলবেন পশুপাখির ইচ্ছা শক্তি আছে।
আছে তবে সেটি শুধু মাত্র প্রবৃত্তির অনুসরণ করে। ভালো মন্দ বিবেচনা করার শক্তি তাদের দেয়া হয়নি। ফলে তাদের পাপ-পূণ্য নেই। যার পাপ-পূণ্য নেই তার বিচার নেই, বিচারের ফলাফল ভোগ কারা প্রশ্নও নেই। অতএব তাদের বিচারের দিনে পুনরুত্থানেরও দরকার নেই। তবে
মানুষ আর জ্বীনে বেলা বিয়ষটি ভিন্ন।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩০
কামাল৮০ বলেছেন: মানব ও জীন জাতির কথা বলা আছে।অন্য কিছুর কথা বলা নাই।যেহেতু কোরানে বলা নাই তাই আমার জানা নাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মানব ও জ্বীন জাতি ছাড়াও কিছু প্রাণীকে বিচারের প্রয়োজনে হাজির করা হবে।
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৮
কামাল৮০ বলেছেন: চেতনা সম্পন্ন সকল প্রানীর স্বাধীন ইচ্চ্ছা আছে।তাদেরকে বিপদের দিকে ঠেলে দেন সে কিছুতেই যাবে না।এটাই তার প্রমান যে তার স্বাধীন ইচ্ছা আছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আবারও আপনি ভুল পথে চিন্তা করছেন।
ওটিকে স্বাধীন ইচ্ছে বলে না, ওটিকে বলে সহজাত প্রবৃত্তি অনুসরণ করা।
ভালো মন্দ, পাপ-পূণ্য বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা ক্ষমতাকে বলে স্বাধীন ইচ্চ্ছা।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪১
কামাল৮০ বলেছেন: এখানে এখন বিকেল।হাটতে বের হবো ।এসে দেখবো আপনি ঘুমিয়ে গেছেন।তাই ধন্যবাদ জানিয়ে বিদায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এখানে রাত পৌনে তিনটে বাজে। আমিও ঘুমাতে গেলাম।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
নাহল তরকারি বলেছেন: সুন্দর ছবি।