নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রাতের গোলাপ - ০৫

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

গোলাপকে ফুলের রাণী বলা হয়। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসের নান্দনিকতা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের ভালোবাসার কারণ। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত।



পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে।

গোলাপের রয়েছে আকারেরর ভিন্নতা, সেই সাথে আছে রং এর ভিন্নতাও।
যেমন - গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। তাছাড়া "গার্ডেন রোজ" নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন হচ্ছে। যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে।



গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। গ্রীক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপ এর জন্ম। আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করায় বুলবুলি পাখি গোলাপ এর কাটায় আহত হয়ে বুলবুলি পাখির রক্ত থেকে সাদা গোলাপ থেকে লাল গোলাপ এর জন্ম। হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্ম-ই শ্রেষ্ঠ ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলাপ দেখান। গোলাপ সমন্ধে এইরকম অনেক গল্প আছে।



গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক, তাই নয়। এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম,জেলি প্রস্তুত করা হয়। পার্সি,চীন ও ভারতে গোলাপজলের প্রচলন ঘটে। সুগন্ধির জন্য গোলাপজল ব্যবহার করা হয়। গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। যেমন:পারফিউম,সাবান ইত্যাদি। গোলাপে গেনারিয়ল নামে একটি অ্যারোম্যাটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায়। যা এর সুগন্ধের জন্য দায়ী।



গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে --
ফুলের মুধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----





ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।

তথ্য সূত্র : উইকিপিডিয়া




=================================================================
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪


ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, ফুলের রাণী গোলাপ - ১৪

=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১০

কামাল৮০ বলেছেন: গোলাপ আদান প্রদান করেই কি প্রেমের শুরু।বাজারে এখন গোলাপের দাম কেন।স্বাধীনতার আগে বিক্রি বাট্টা হতে দেখি নাই।আমরা বিভিন্ন লোকের সখের বাগান থেকে ফুল চুরি করে শহীদ মিনারে দিতাম। এখন ফুল কিনতে পাওয়া যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
এখন প্রেমের বাজারে গোলাপের দাম নাই। ভালবাসা দিবস, রোজ দিবসেই শুধু গোলাপের খোঁজ পরে প্রেমের আঙ্গীনায়।
ফুল চুরি করে শহীদ মিনারে দিন শেষ হয়ে গেছে আরো অনেক আগেই। গ্রামে এখনো কিছু থাকতে পারে হয়তো।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


গোলাপ অপছন্দ করা মানুষ দেখেছেন কখনো?

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
সামুতেই আছে?

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

শেরজা তপন বলেছেন: আমার এক বন্ধুর ছাদে নব্বুই এর দশকে কর রকমের গোলাপ দেখেছি তার ইয়ত্ত্বা নেই! সে বোটানির ছাত্র ছিল।
এখন আর বেশীরভাগ গোলাপের ঘ্রান খুঁজে পাইনা। ইউরোপিয়ান ফুলের মত প্লাস্টিক মন হয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এখন সুন্দর সুন্দর গোলাপের হাইব্রিড জাত বেরিয়েছে। দেখতে যেমন সুন্দর আকারেও বড়। কিন্তু সেই ঘ্রাণ আর নেই।
আমার ছোটো বোনের ছাদে বেশ কিছু গোলাপ আছে। খুব সুন্দর, কিন্তু ঘ্রাণ মন কাড়ে না।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পিলখানাতে হরেক রকমের গোলাপের বাগান ছিল। হয়তো এখনও আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: পিলখানাতে কখনো যাওয়া হয় নাই।
বোটানিক্যাল গার্ডেনে দুটি চমৎকার এবং বিশাল গোলাপ বাগান আছে। তবে আমাদের ঢুকতে দেয় না।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

কামাল৮০ বলেছেন: গ্রামে কোন শহীদ মিনার নাই।আমি ঢাকার কথাই বলছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
কে বলেছে গ্রামে শহীদ মিনার নেই!!
২১শে ফেব্রুয়ারি এলেই কলাগাছ দিয়ে তৈরি হয়। তাছাড়া স্কুল গুলিতে আছে।
আমি নিজে আমার বাড়িতে বানিয়েছি, উত্তর বাড্ডাতেই।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০

কামাল৮০ বলেছেন: আপনি একালের কথা বলছেন আর আমি স্বাধীনতার আগের কথা বলছি।তখন অনেক কলেজেও শহীদ মিনার ছিল না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেইটাই!!
আপনি আপনি আপনার সময়ের কথা বলছেন, আমি আমার সময়ের কথা বলছি। দুই সময়ে বিস্তর ফারাক। এখতো আরে বেশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.