নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রুয়েলিয়া

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:২৫


বেশ কয়েক বছর আগের কথা। নরসিংদীর একটি গ্রামের ভিতরে গিয়েছি একটি জমিদার বাড়ি দেখতে। গাড়ি থেকে নেমে কিছুটা পথ পায়ে চলা মেঠো পথে হেঁটে পৌছতে হয় জমিদার বাড়িটির সামনে। এই মেঠো পথের ধারে একটি বুনফুল ফুটে আছে। নীলচে বেগুনী রঙের সুন্দর একটি ফুল। দেখতে খুবই চমৎকার। তারচেয়েও চমৎকার তার নাম "রুয়েলিয়া"। বাংলা নামটিও বেশ "পটপটি"

অন্যান্য ও আঞ্চলিক নাম : এর আরো কোনো আঞ্চলিক নাম আমার জানা না নেই। তবে Scientific নামের প্রথম অংশ রুয়েলিয়া নামেই শহুরে লোকেরা চেনেন একে।
Common Name : Waterkanon, Watrakanu, Minnie Root, Iron root, Feverroot, Popping pod
Scientific Name : Ruellia tuberosa এবং
Scientific Name : Ruellia simplex


রুয়েলিয়া মূলত এক প্রকারের বনফুল। বনফুল না বলে পথ ফুল বললেই বরং বেশী মানাতো। রাস্তা ধারেই ফুটে থাকে রুয়েলিয়া। বর্ষা শুরুর পরই গাছে ফুল ফুটতে শুরু করে এবং সারাবছরই ফুল ফুটতে দেখা যায়। তবে শীত কালে ফুলর ফোটার পরিমান বেশী থাকে। পড়ির উপরের অংশ পাঁচ ভাগে বিভক্ত। ফুল ফোটে সকালবেলা এবং দুপুর হলেই ঝড়ে পরে। জংলা-ছায়া ঘেরা পরিবেশে ভালো জন্মায়। সাধারণত দলবেঁধে একসাথে অনেকগুলি গাছ অনেকটুকু যায়গা জুড়ে জন্মে। এরা বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। ষোড়শ শতাব্দীতে এই দেশে এসেছে।


আগেই বলেছি ভালো কোনো আঞ্চলিক নাম নেই। বলা হয় এদের ফল বা বীজাধার পরিপক্ক হলে পট-পট শব্দ করে ফেটে যায় বলে একে পটপটি নামে ডাকে বাংলার গ্রামাঞ্চলের লোকেরা। ফলের আকার প্রায় ১ ইঞ্চি লম্বা, প্রতিটি ফলে প্রায় ৮ থেকে ১০ টির মতো বীজ থাকে। ফল পরিপক্ক হওয়ার পর পানির সংস্পর্শে এলে শব্দ করে ফেটে যায় ও বীজ ছড়িয়ে পরে। সেই বীজ থেকেই কোনো রকম যত্ন ছাড়াই চাড়া গজায় এবং এভাবেই চলতে থাকে।


রুয়েলিয়া বনফুল হলেও বাগানে এর কদর একেবারে কম নয়। অনেক প্রকারের রুয়েলিয়া দেখতে পাওয়া যায়। তাদের ফুলের আকার, গড়ন, রং এবং গাছ ও গাছের পাতার মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। তবে আজকে আমরা আলোচনা করছি মূলতো রুয়েলিয়া টিউবারোসা নিয়ে। এদেরই আমেদের দেশে বেশী দেখা যায়। এই গাছগুলির পাতা উপবৃত্তাকার। তবে প্রায় একই রকম দেখতে রুয়েলিয়া ফুলের আরো প্রজাতি আছে যাদের পাতা দেখতে সরু ও বেশ লম্বা। পাতার আগা বর্শার ফরার মতো চোখা। এদের ফুলের আকার আকৃতি একই রকম হলেও এরা বেগুণী, গোলাপী, হালকা গুলাপী, সাদা ইত্যাদি বিভিন্ন রং এর হয়ে থাকে। এদের Scientific Name : Ruellia simplex. এটি ভাড়াও Ruellia nudiflora নামের ফুলটিও বেশ দেখতে পাওয়া যায়।


গাছের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে কার্যকর ভূমিকা রাখে। একটি মূত্রবর্ধক, অ্যান্টি-ডায়াবেটিক, গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ এবং গনোরিয়া চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। পাতার রস কণ্ঠনালীর রোগে ব্যবহার করা হয়।


ছবি তোলার স্থান ও সময় : বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় ছবিগুলি তুলেছি আমি।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি)
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, ফুলের রাণী গোলাপ - ১৪

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪, রাতের গোলাপ - ০৫

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দাদমর্দন-৫, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০, গাছ-গাছালি; লতা-পাতা - ১১, গাছ-গাছালি; লতা-পাতা - ১২

=================================================================

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৩২

অপ্‌সরা বলেছেন: এই ফুলের কুঁড়ি কি পট পট করে ফুটানো যায়?

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: না। বরং এর পরিপক্ক শুকনো ফল জল পেলে পট শব্দ ফেটে বীজ ছড়িয়ে দেয়।

২| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯

কামাল৮০ বলেছেন: এই ফুলটি বেশ নাজুক।একদিন পানি দিতে ভুলে গেলেই,পরের দিন দেখি নেতিয়ে গেছে।রংটি বেশ সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এরা এমনিতেও খুব বেশি সময় সজিব থাকে না। দ্রুতই ঝরেপরে যায়।
এরা অনেকগুলি রঙের হয়ে থাকে।

৩| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১১:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে এটাকে মাইক ফুল বলে।

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: না, এটি মাইক ফুল নয়। রুয়েলিয়াকে কোথাও মাইক ফুল বলা হয় না।
অন্য আরেকটি ফুলকে মাইক ফুল বলে। সেটি দেখতে এমনই। শুধু গাছ আর আকারে তফাত।

৪| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১১:২৪

শেরজা তপন বলেছেন: ১৬শ শতাব্দীতে আমেরিকা থেকে এই ফুল এনেছে কে? তার নাম প্রকাশের দাবি জানাচ্ছি :)
দারুন ছবি ও বরাবরের মত তথ্যবহুল লেখা।

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: কে এনেছে সেইটা জানতে হলে ৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি তৈরি করতে হবে। রাজি থাকলে বলেন, আপনাকে সেই কমিটির প্রধান করে দিবো। ;)

৫| ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১১:৩৬

নীল-দর্পণ বলেছেন: ছোটবেলায় পথের ধারে বুনো গাছের পাকা ফল ছিড়ে মুখে পুরে রাখতাম, কিছু সময় পরে পটপট করে ফুটে কালো দানা বের হতো আরো একটু অপেক্ষা করলে ভিজে ফুলে উঠতো সেই দানা। সেটা কি রুয়েলিয়ার বীজ ই ? আমার বারান্দায় ছিল এই গাছ। অযত্ন অবহেলায়ও দিব্যি ফুল দেয়!

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: রুয়েলিয়ার বীজ ফুলে উঠে কিনা সেটাতো জানি না!! পরীক্ষা করে দেখতে হবে।
তবে আমরা তোকমা দানা নিয়ে এমনটা করতাম। সুযোগ হলে এখনো করি।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ৮:৩০

শেরজা তপন বলেছেন: আ কি কন!! আরে ভাই আমি কি বোটানির কিছু বুঝি
আপনি প্রধান হইলে আমি চ্যালা চামুন্ডা হইতে পারি :)

০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিকি আর খুব বেশী বুঝি নাকি!
আপনার সাথে তরকারি আর ইমরোজকে সাহায্যকারী হিসেবে দেয়া যায়। =p~

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১০:২৭

গেঁয়ো ভূত বলেছেন:


"পথের ধারে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে।" ফুল নিয়ে চমৎকার একটা উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৭

জুন বলেছেন: এই ফুল নিয়ে একটা পোস্ট আপনি কি কিছু দিন আগে দিয়েছিলেন জলদস্যু?? বড্ড চেনা চেনা লাগছে #:-S

০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
সঠিক ধরেছেন।
ঠিক এক মাস+ আগে পোস্ট দিয়েছিলাম এই ফুলের।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: 'রুয়েলিয়া' ফুলের নামটা মনে করতে পারছিলাম না, আপনার কল্যাণে নামটা ফিরে পেলাম।
ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার এই টুকুতেই আনন্দ।
আমিও অন্য অনেকের লেখা থেকে কত কত ফুলে নাম জানতে পারি। সেইকুটুতেও আনন্দ আমার।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক বছর আগে কুমিল্লা শহরে পথের ধারে এই ফুলটি দেখে অবাক হয়েছিলাম। নাম আজ জানলাম।

০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
এখন নামটি জানা রইলো।
এরা পথের ধারে বেশ কিছুটা যায়গা জুড়ে ঝাক বেঁধে ফোটে। দেখতে বেশ লাগে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: এই ফুল তো বেশ পরিচিত । অনেক দেখেছি । খুব পরিচিত আরেক সবজির ফুলের সাথে এই ফুলের মিল রয়েছে ।
এই বনফুলটার নাম তো বেশ চমৎকার ! রুয়েলিয়া !

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এটি যেমনি ভাবে বুনো ফুল তেমনি ভাবে বাগানের ফুলও।
এই পোস্টের ৪ নাম্বার ফুলটি হচ্ছে বুনো। বাকিরা বাগানের।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৫

মিরোরডডল বলেছেন:




প্রিয় রঙগুলোর একটি হচ্ছে পার্পল ।
ফুলটা সুন্দর, নামটাও চমৎকার রুয়েলিয়া ……

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। নামটি আসলেই সুন্দর।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: ফুলটি দেখতে যেমন সুন্দর, তার নামটিও তেমনি-- 'রুয়েলিয়া'! বিস্তারিত বর্ণনা পড়ে এবং ছবি দেখে মুগ্ধ হ'লাম।
শেরজা তপন এর ৪ নং মন্তব্যটা যেমন মজার, আপনার উত্তরটাও তেমনি কৌতুকপূর্ণ। দুটোতেই প্লাস, পোস্টেও। + +

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর এই মন্তব্যের জন্য আপনার মন্তব্যেওআমার তরফ থেকে প্লাস রইলো।
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৪| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: ফুলটি যেমন সুন্দর দেখতে তেমনি নামটাও ভারী মিষ্টি+

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
রুয়েলিয়া নামটি আসলেই সুন্দর, পটপটি নামটিও খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.