নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলি। এই জমিদার বাড়িগুলি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো এখানে।
“বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি”
বীরেন্দ্র রায় চৌধুরী বাড়িটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আড়াইহাজার থানার আড়াইহাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ঠিক সামনেই অবস্থিত। আড়াইহাজার বাজার থেকে মাত্র ৪০০ মিটার দূরে বাড়িটির অবস্থান হলেও স্থানীয় লোকজন খুব একটা চিনেন না এই বাড়িটি। নানান জনকে জিজ্ঞাসা করে করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত একটি কিশোর ছেলে আমাদের গাইড করে নিয়ে যায় সেখানে।
দুঃখজনক হলেও সত্যি বাড়িটি সম্পর্কে আমি নিজেও কিছুই জানি না। বাড়িটি কে, কবে, কিভাবে নির্মাণ করেছে কিছুই আমি জানি না। এলাকার লোকজনও কিছুই বলতে পারলো না। কেউ কেউ বলে বুবুর বাড়ি, কেউ বলে চৌধুরী বাড়ি। বীরেন্দ্র রায় চৌধুরী নামটাও অনেকে জানে না। বাড়িটি কবে, কেনো পরিত্যক্ত হয়েছে সেটও জানতে পারি নাই আমি। সম্ভবতো আর কখনোই এই বাড়ি সম্পর্কে কোন তথ্য জোগাড় করা সম্ভব হবে না আমার পক্ষে। তাই বাধ্য হচ্ছি এখানে কোন তথ্য বা ইতিহাস না লিখে শুধু যা দেখেছি তারই বর্ণনা লিখতে। আর থাকছে আমার তোলা ছবি গুলি।
বীরেন্দ্র রায় চৌধুরী বাড়িটি চুন শুরকি ব্যবহার করে সেই পুরনো আমলের ছোট আকারের লাল ইটের গাঁথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল বাড়ি। বাড়িটির সামনের দিকে পথের উপরেই এসেছে বাড়িতে ঢোকার পথ ও দোতলায় উঠার সরু সিঁড়ি। সম্ভবতো ছোট এই প্রবেশ পথের সামনে একটি ছাউনি মতো ছিলো। সেটি ভেঙ্গে ফেলে পিচঢালা রাস্তা তৈরি হয়েছে।
সিঁড়িটি বাড়িটির প্রায় মাঝ বরাবর দুই ভাগে ভাগ করেছে। দোতলায় চার দিকেই অনেকগুলি জানালা ও পিছন দিকে দুটি দরজা আছে। দরজা দুটি দেখে বুঝা যায় এককালে বাড়িটির পিছন দিকে বারান্দা ছিল যার অস্তিত্ব বর্তমানে নেই। যেটিকে এখন পিছন দিক বলছি সেটিই হয়তো এককালে অন্দরের দিকে সম্মুখ অংশ ছিলো।
পরিত্যক্ত বাড়িটির দেয়াল বেয়ে উঠে গেছে নানান লতানো ঝোপ। ছাদের উপরেও জন্মেছে নানা ধরনের গাছ গাছালি। ছাদের প্রতিটি কোনায় আশ্রয় নিয়ে বেড়ে উঠেছে বট, অশ্বত্থ, পাকুড় গাছ। আর কত দিন বাড়িটি এভাবে টিকে থাকতে পারবে বলা মুশকিল।
বাড়ির সিঁড়িগুলি এখনো অক্ষত রয়েছে। সিঁড়ি ধরে ছাদ পর্যন্ত উঠে যাওয়া যায়। সিঁড়ি ধরে দ্বিতীয় তলায় উঠলেই যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখান থেকে বাড়ির ডানে, বায়ে ও সামনে যাবার পথ তৈরি হয়েছে। বেশ বড় বড় খোলা মেলা ঘড় ছিল দ্বিতীয় তলায় সেটা বেশ বুঝা যায়।
বাড়ির নিচ তালায় যাবার রাস্তা নিশ্চয় পিছন দিক থেকে আছে। কোনো একটা অনুষ্ঠানের জন্য প্যান্ডেল দিয়ে এমন ভাবে ঐ পাশটা ঘিরে দেয়া ছিল যে আমি আর সেখানে যেতে পারি নি।
বাড়ির ঠিক পাশেই একটি এক চিলতে মাঠের কাছে রয়েছে বিশাল একটি প্রবেশ দরজা ও প্রাচীরের অংশবিশেষ। এই প্রাচীরটিই ছিলো বাড়ির সীমানা প্রাচীর। বুঝা যায় বেশ বড় এলাকা জুড়েই ছিলো বাড়ির সীমানা। এখন আর তেমন কিছু অবশিষ্ট নাই। বাড়ির ঠিক মুখমুখী সামনেই একটি মন্দিরও রয়েছে। মন্দিরটিতে চিনিটুকরির কারুকাজ করা রয়েছে। এই মন্দিরটিও বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ির ছিলো তাতে কোনো সন্দেহ নাই। বর্তমানে মন্দিরটির নাম শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
অবস্থান : কোয়াটার পাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°47'22.0"N 90°39'35.4"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/CrKZpmEhP45aGkir6
তথ্য সূত্র, বর্ণনা ও ছবি : নিজ।
=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
=================================================================
১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: - হতো, ভালো হতো। গাছগুলি কেটে ফেললে খুবই ভালো হতো। তারচেয়েও ভালো হতো গাছ গুলি জন্মানোর পরেই উপরে ফেলার জন্য কেউ থাকলে। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে তেমন কোনো ব্যবস্থা এখনো তৈরি হয়নি।
- মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
২| ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
জুল ভার্ন বলেছেন: বনসাই করার জন্য অনেক বছর আগে এমন একটা পরিত্যক্ত জমিদার বাড়ির দেওয়ালে একটা অশ্বত্থ গাছ তুলতে গিয়ে পুরো দেওয়াল সহ একেবারে ধরনিপাত!
১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সমস্ত বট-পাকুর-অশ্বথ গাছেরা তাদের শিকড় পুরনো ইমারতের দেয়ালের ভিতরে এমন ভাবে বিস্তার করযে বাইরে থেকে দেখে তার শক্তি সম্পর্কে ধারনা করা যায় না।
৩| ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১০
কামাল৮০ বলেছেন: আমার ভাবনা ছিল,আমাদের দেশেই বুঝি জমিদার বাড়ীর এই অবস্থা।ভারতেও অনেক জমিদার বাড়ীর একই অবস্থা।তারা প্রজা শোষণ ছাড়া আয় উপার্জনের আর কিছু জানতো না।তাই যে দিন থেকে জমিদারি প্রথা বন্ধ হয় সেদিন থেকে তাদের পতনের শুরু।
১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথা অনেকাংশেই সঠিক বলেছনে আপনি। তবে অল্প কিছু ব্যাতিক্রম রয়েছে, সমগ্রের তুলনায় সেটি অতি নগন্য।
- আপনিতো আকার এই সব স্থাপনা ভেঙ্গে দিয়ে ধান ক্ষেত করে ফেলার পক্ষের লোক। আমি আবার উলটোটাই চাই, এইসব স্থাপনা সংরক্ষণ করা হোক।
- অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২
শূন্য সারমর্ম বলেছেন:
পুরোনো বাড়িতে পর্যটক ঘুরতে আসে কেমন?
১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এগুলিতে পর্যটক আসার হার প্রায় শূন্যের কোঠায়। এইসব স্থাপনার খবর রাখেন হাতেগোনা অল্প কিছু লোক। আহসান মঞ্জিল, বালিয়াটি জমিদার বাড়ি, মহেড়া জমিদার বাড়ি, নাটোর রাজবাড়ি ইত্যাদি বহুল পরিচিতো বাড়ি গুলিতেই পর্যটকদের আনাগোনা থাকে।
৫| ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮
সোনাগাজী বলেছেন:
গাছ কেটে ফেললেই হলো, শিকড়ের খবরের দরকার কি?
১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গাছ কেটে ফেলার লোকও নেই, শিকড়ের খবর নেয়ার লোকও নাই। দয়াবসতো কেউ কেউ কখনো কখনো কেটে দেয় অবশ্য।
৬| ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: আনুমানিক বাংলাদেশে এরকম জমিদার বাড়ির সংখ্যা কতো হবে?
১১ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই প্রশ্নের সঠিক জবাব আমার জানা নেই। সংখ্যাটি নেহায়েত কম হবে না। কয়েক হাজারের বেশী হবে।
- আমি কত গুলি দেখেছি তার একটি তালিকা করা যেতে পারে।
১১ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: খুব সংক্ষিপ্ত একটি তালিকা আছে উইকিতে,
মোট ৩৩৬টি সম্ভবতো-
অ
অমৃত নগর জমিদারবাড়ি
অতুল কৃষ্ণ রায় চৌধুরীর জমিদার বাড়ি (বর্তমানে মৈশান বাড়ি নামে পরিচিত)
অভিমন্যুর জমিদার বাড়ি
অলোয়া জমিদার বাড়ি
আ
আঠারবাড়ী জমিদার বাড়ি
আদাঐর জমিদার বাড়ি
আজিম চৌধুরীর জমিদার বাড়ি (দুলাই)
আড়াপাড়া জমিদার বাড়ি
আটঘড়িয়া জমিদার বাড়ি
আমিরগঞ্জ জমিদার বাড়ি
ই
ইলিশিয়া জমিদার বাড়ি
ইসহাক জমিদার বাড়ি
ইটাকুমারী জমিদার বাড়ি
ঈ
ঈসা খাঁ জমিদার বাড়ি (সরদার বাড়ি)
উ
উজানচর জমিদার বাড়ি[১]
উলপুর জমিদার বাড়ি
উলানিয়া জমিদার বাড়ি
উত্তর তেতাভূমি জমিদার বাড়ি
ঊ
ঋ
এ
এলেঙ্গা পুরনো জমিদার বাড়ি
একরাম আলী হাওলাদারের জমিদার বাড়ি
ঐ
ও
ঔ
ক
কড়ৈতলী জমিদার বাড়ি (বাবুর বাড়ি)
কীর্ত্তিপাশা জমিদার বাড়ি
কাশিমপুর জমিদার বাড়ি
কমলা বাড়ি estate সিলেট পঞ্চখণ্ড
কানসাটের জমিদার বাড়ি
কাইতলা জমিদার বাড়ি[১]
কাকিনা জমিদার বাড়ি
কলসকাঠী জমিদার বাড়ি
করটিয়া জমিদার বাড়ি
কার্তিকপুর জমিদার বাড়ি
কোকিলপেয়ারি জমিদার বাড়ি
কল্যান্দি জমিদার বাড়ি
করপাড়া জমিদার বাড়ি
কামানখোলা জমিদার বাড়ি
কোদলা চারআনী জমিদার বাড়ি
কানাইপুর জমিদার বাড়ি
কাদিয়া বাড়ি ঢিবি
কাদিরপাড়া জমিদার বাড়ি
কুলপদ্দি জমিদার বাড়ি
নিবারনচন্দ কুন্ডু জমিদার বাড়ি(শুক্তাগড়)
কুমারী সাহা জমিদার বাড়ি
কালু মিঞা চৌধুরীর জমিদার বাড়ি
কুমুদরঞ্জন চৌধুরীর জমিদার বাড়ি
কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি
খ
খানসামা জমিদার বাড়ি
খালিয়া জমিদার বাড়ি
খলিষখালী জমিদার বাড়ি
গ
গোড়াই জমিদার বাড়ি
গোপালদী জমিদার বাড়ি
গাংগাটিয়া জমিদার বাড়ি (মানব বাবুর বাড়ি)
গৌরারং জমিদার বাড়ি
গোয়ালকান্দি জমিদার বাড়ি
গাবতলী জমিদার বাড়ি
গৌরনদী জমিদার বাড়ি (জমিদার লাল মোহন সাহার বাড়ি)
গিরীশ চন্দ্র সেনের জমিদার বাড়ি
গুপ্ত জমিদার বাড়ি
গৌরীপুর রাজবাড়ি
গোরকঘাটা জমিদার বাড়ি
গজরা জমিদার বাড়ি
গৌরীপুর রাজবাড়ি
গৌরীপুর লজ
গৌরীপুর জমিদার বাড়ি
ঘ
ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি
ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি
ঘোষাল রাজবাড়ি
ঙ
চ
চারআনি জমিদার বাড়ি
চৌধুরী হাটের জমিদার বাড়ি
চরহোগলা জমিদার বাড়ি
চাঁদড়া জমিদার বাড়ি
চৌগ্রাম জমিদার বাড়ি
চান্দাইকোনা পুর্বপাড়া জমিদার বাড়ি
চৌধুরী বাড়ি
চান্দিশকরা জমিদার বাড়ি,চৌদ্দগ্রাম,কুমিল্লা
চাঁচড়া জমিদার বাড়ি
চাকমা রাজবাড়ি (রাঙ্গুনিয়া)
চাকমা রাজবাড়ি (রাঙ্গামাটি)
চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি
ছ
ছয়গাঁও জমিদার বাড়ি
ছনুয়া পুরোনো জমিদার বাড়ি
ছোট বনগ্রাম জমিদার বাড়ি
ছান্দড়া জমিদার বাড়ি
জ
জালালপুর জমিদার বাড়ি
জয়মনিরহাট জমিদার বাড়ি
জাহাপুর জমিদার বাড়ি
জাওয়ার জমিদার বাড়ি
জয়কুমার জমিদার বাড়ি
জয়গঞ্জ জমিদার বাড়ি যা (খানসামা জমিদার বাড়ি) নামে পরিচিত
জমিদার পঞ্চানন রায় চৌধুরীর বাড়ি
জমিদার শিশির গাঙ্গলীর জমিদার বাড়ি
জয়েন্তশ্বরী বাড়ি পূর্ণনির্দেশিত জৈন্তা রাজবাড়ি
জগদল রাজবাড়ি
জৈনরাজার রাজবাড়ী
ঝ
ঞ
ট
টাঙ্গাইল জমিদার বাড়ি
ঠ
ড
ডাংগা জমিদার বাড়ি
ঢ
ণ
ত
তাজহাট জমিদার বাড়ি
তেওতা জমিদার বাড়ি
তাড়াশ ভবন
তীর্থবাসি জমিদার বাড়ি
তুষভাণ্ডার জমিদার বাড়ি
তালজাঙ্গা জমিদার বাড়ি
তাঁতীবন্দ জমিদার বাড়ি
তেলোয়ারী জমিদার বাড়ি
তালখড়ি জমিদার বাড়ি
তিনআনী জমিদার বাড়ি
তের জমিদার বাড়ি
তামলি রাজার বাড়ি
তেঁতুলিয়া জমিদার বাড়ি
থ
দ
দড়িগাঁও মিঞাবাড়ী জমিদার বাড়ি, জমিদার গওহর আলী খাঁ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
দুর্গাপুর নবাব বাড়ি
দালাল বাজার জমিদার বাড়ী
দুবলহাটি রাজবাড়ী
দেলদুয়ার জমিদার বাড়ি (নর্থ হাউজ)
দত্তপাড়া জমিদার বাড়ি
দেবহাটা জমিদার বাড়ি
দাগনভূঁইয়া জমিদার বাড়ি
দিনাজপুর রাজবাড়ি
দয়ারামপুর জমিদার বাড়ি
দুর্গাপুর জমিদার বাড়ি
দিঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন
দেয়াঙ পাহাড়ের জমিদার বাড়ি
দেওকলসের জমিদার বাড়ি
ধ
ধানকোড়া জমিদার বাড়ি
ধুবিল কাটার মহল জমিদার বাড়ি (মুন্সিবাড়ি)
ধামালিয়া জমিদার বাড়ি
ধনবাড়ি জমিদার বাড়ি
ধলাপাড়া চৌধুরীবাড়ী
ধরাইল জমিদার বাড়ি
ন
নয়আনী জমিদার বাড়ি
নাওডাঙ্গা জমিদার বাড়ি
নাগরপুর চৌধুরীবাড়ী পূর্ণনির্দেশিত (নাগরপুর জমিদার বাড়ি)
নলডাঙ্গা জমিদার বাড়ি
নিমতিতা জমিদার বাড়ি
নকিপুর জমিদার বাড়ি
নীকলি জমিদার বাড়ি
নবাবগঞ্জ জমিদার বাড়ি
নড়াইল জমিদার বাড়ি
নারায়ণডহর জমিদার বাড়ি
নাটোর রাজবাড়ী
নান্দিয়া জমিদার বাড়ি
নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
নন্দিরহাট জমিদার বাড়ি
নাটু বাবুর জমিদার বাড়ি
করিমগঞ্জ নয়াকান্দি জমিদার বাড়ি (ভূইয়া বাড়ি)
প
পুকুরিয়া জমাদার বাড়ী
পাকুটিয়া জমিদার বাড়ী
পাইল গাও এর জমিদার
পুঠিয়া রাজবাড়ী পূর্ণনির্দেশিত (পাঁচআনি জমিদারবাড়ী)
পুঁইছড়ি জমিদার বাড়ি
পাঙ্গা জমিদার বাড়ি
প্রতাপপুর জমিদার বাড়ি
পানাইল জমিদার বাড়ি
পারেড় হাট জমিদার বাড়ি
পৃত্থিমপাশা জমিদার বাড়ি
পাঁচুরিয়া জমিদার বাড়ি
পুরাতন জমিদার বাড়ি (রাজবাড়ি)
পাল বাড়ি জমিদার বাড়ি
পরৈকোড়া জমিদার বাড়ি
পূর্ব চন্দ্রপুর জমিদার বাড়ি
পুবাইল জমিদার বাড়ি
প্রসন্ন কুমার জমিদার বাড়ি
পৌনে তিনআনী জমিদার বাড়ি
পায়রাবন্দ জমিদার বাড়ি
ফ
ফুলবাড়ি জমিদার বাড়ি
ব
বলিহার রাজবাড়ী পূর্ণনির্দেশিত (বলিহার জমিদার বাড়ি)
বালিয়াটি প্রাসাদ পূর্ণনির্দেশিত (বালিয়াটি জমিদার বাড়ি)
বেতিলা জমিদারবাড়ি
বলিয়াদী জমিদার বাড়ী
বালাপুর জমিদার বাড়ি
বোয়ালিয়া জমিদার বাড়ি
বাংগরা জমিদার বাড়ি
বলধা জমিদার বাড়ি
বাইশ রশি জমিদার বাড়ি
বক্তারনগর পুরোনো জমিদার বাড়ি
বালিয়াপাড়া জমিদার বাড়ি
বলাখাল জমিদার বাড়ি
বড়কুল জমিদার বাড়ি (ভাগ্যিতা বাড়ি)
বামনডাঙ্গা জমিদার বাড়ি
বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি
বড় উঠান জমিদার বাড়ি (মিয়া বাড়ি)
বালিহাকী জমিদার বাড়ি
বানারীপাড়া জমিদার বাড়ি
বোমাং রাজবাড়ী
বানিয়াচং রাজবাড়ি
বিরামপুর জমিদার বাড়ি
বাঘবেড় জমিদার বাড়ি
বাটিকামারী জমিদার বাড়ি
বাঞ্চানগর জমিদার বাড়ি (মিঞা বাড়ি)
বাঘাসুরা রাজবাড়ী
বেলাব জমিদার বাড়ি
বৈকুণ্ঠনাথ সাহা জমিদার বাড়ি
বিশ্বেরবাবু জমিদার বাড়ি
বাঁশপাড়া জমিদার বাড়ি
ভাওড়া মিয়াপাড়া জমিদার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল
ভাওয়াল রাজবাড়ী
ভেতরবন্দ জমিদার বাড়ি
ভৈরব সওদাগরের জমিদার বাড়ি
ভবানীপুর জমিদার বাড়ি
ভাগ্যকুল জমিদার বাড়ি
ভাণ্ডারপাড়া জমিদার বাড়ি
ভুজপুর জমিদার বাড়ি
ভোজ রাজার বাড়ি
ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি
ভজহরি লজ
ভাউকসার জমিদার বাড়ি
ভাটিপাড়া জমিদার বাড়ি
ভুরভুরি জমিদার বাড়ি (প্রকাশ ৩২নং সিকিমি এস্টেট ১২ ঘর চৌধুরী)
ম
মুড়াপাড়া রাজবাড়ি পূর্ণনির্দেশিত (মুড়াপাড়া জমিদার বাড়ি)
মহিপুর জমিদার বাড়ি
মহেরা জমিদার বাড়ি
মোললা জমিদার বাড়ি
মুক্তাগাছার রাজবাড়ী
মহারত্ন জমিদার বাড়ি
মন্থনা জমিদার বাড়ি
মিঠাপুর জমিদার বাড়ি
মজিদপুর জমিদার বাড়ি
মাধবপাশা জমিদার বাড়ি
মানব বাবুর জমিদার বাড়ি
মোকনা জমিদার বাড়ি
মকিমাবাদ জমিদার বাড়ি
মকিমপুর জমিদার বাড়ি
মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
মিয়ার দালান
মহাদেবপুর জমিদার বাড়ি
মাতুভুঁইয়া জমিদার বাড়ি
মুকুন্দিয়া জমিদার বাড়ি
মঘাদিয়া জমিদার বাড়ি
মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি
মং রাজবাড়ি
মীর্জা নগর নবাব বাড়ি
মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
মোহিনী মোহন জমিদার বাড়ি
মনোহরদী জমিদার বাড়ি
মন্টুবাবুর জমিদার বাড়ি
য
যদুনাথ চৌধুরীর জমিদার বাড়ি
যোগেশ চন্দ্র রায়ের জমিদার বাড়ি
র
রখুনি কান্ত জমিদার বাড়ি
রূপসা জমিদার বাড়ি
রায়পুর জমিদার বাড়ি
রায়েরকাঠী জমিদার বাড়ি (রায়েরকাঠি রাজবাড়ি)
রজনী কান্ত পাল জমিদার বাড়ি
রাজবাড়ি
রাধানন্দ জমিদার বাড়ি
রাজা টংকনাথের রাজবাড়ি
রোয়াইল জমিদার বাড়ি
রাউতারা জমিদার বাড়ি (রুধেষ বাবুর জমিদার বাড়ি)
রামপাশার জমিদার বাড়ি এটি (হাছন রাজার জমিদার বাড়ি) হিসেবে বেশ পরিচিত।
রেফায়েতপুর জমিদার বাড়ি
রায়গঞ্জ সান্যাল জমিদার বাড়ি
রামধন জমিদার বাড়ি
রায়পুর চুন্নু মিয়া জমিদার বাড়ি (গজনফর আলী চৌধুরী)
রামগঞ্জ শ্রীরামপুর রাজবাড়ি
রামচন্দ্রপুর জমিদার বাড়ি
রূপলাল হাউজ
রামগোপালপুর জমিদার বাড়ি
রেজওয়ান খানের জমিদার বাড়ি
রাখাল রাজার জমিদার বাড়ি
রুদ্রকর জমিদার বাড়ি
রূপসদী জমিদার বাড়ি
রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ
রায়পুরা জমিদার বাড়ি
ল
লোহাগড় জমিদার বাড়ি
লুধুয়া জমিদার বাড়ি
লাকুটিয়া জমিদার বাড়ি
লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি
লকমা জমিদার বাড়ি
লক্ষ্মীমন্দার জমিদার বাড়ি
লালা বাবুর জমিদার বাড়ি,
লক্ষীকোলের রাজার বাড়ি,
লক্ষণ সাহার জমিদার বাড়ি
লাখপুর জমিদার বাড়ি
শ
শাখাইতি জমিদার বাড়ী
শ্রীফলতলী জমিদার বাড়ী
শৈলকুপা জমিদার বাড়ি
শিতলাই জমিদার বাড়
শুক্তাগড় জমীদার বাড়ি।
শালংকা জমিদার বাড়ি (কিশোরগঞ্জ)আওরঙ্গজেব মসজিদ
শ্রীযুক্ত বাবু শরৎচন্দ্র রায়ের জমিদার বাড়ি
শেরপুর জমিদার বাড়ি
শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি
শায়েস্তা নগর জমিদার বাড়ি
শ্রীধরপুর জমিদার বাড়ি
শ্যামনগর জমিদার বাড়ি
শোল্লা জমিদার বাড়ি
শীতলাই রাজবাড়ি
শায়েস্তাবাদ জমিদার বাড়ি, বরিশাল
শ্রীরামপুর জমিদার বাড়ি
শশী লজ
শ্রীমন্ত রাম পালের জমিদার বাড়ি
শঙ্খনিধি হাউজ
শ্রীরামপুর রাজবাড়ী
শ্রীপুর জমিদার বাড়ি
শিবপুর জমিদার বাড়ি
শাহপাড়া জমিদার বাড়ি
ষ
স
সুখাইড় জমিদার বাড়ি
সাতবাড়ীয়া জমিদার বাড়ি
সাতুরিয়া জমিদার বাড়ি
সূত্রাপুর জমিদার বাড়ি
সান্যাল জমিদার বাড়ি
সিদ্ধকাঠী জমিদার বাড়ি
সুখাইড় জমিদার বাড়ি
সাইরাইল জমিদার বাড়ি (বড় বাড়ি)
সারিকাইত জমিদার বাড়ি
সাগরদী জমিদার বাড়ি (বাবুর বাড়ী)
সলেমানপুর জমিদার বাড়ি
সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি
সত্য সাহার জমিদার বাড়ি এটি (লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি) নামেও পরিচিত।
সদাসদী জমিদার বাড়ি যা (গোপালদী জমিদার বাড়ি) নামে পরিচিত
সাতগ্রাম জমিদার বাড়ি
সেনভাঙা জমিদার বাড়ি
সাহাপুর রাজবাড়ি
সাঁকো (বারো বাজার) জমিদার বাড়ি
সোনাখালী জমিদার বাড়ি
সিধেন সাহার জমিদার বাড়ি
সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
সেনেরখিল জমিদার বাড়ি
সন্তোষ জমিদার বাড়ি
হ
হাওলি জমিদার বাড়ি
হেমনগর জমিদার বাড়ি
হরিনাহাটি জমিদার বাড়ি
হরিপুর রাজবাড়ি (হরিপুর জমিদার বাড়ি)
হরিপুর বড়বাড়ি
হাটুরিয়া জমিদার বাড়ি
হাবড়া জমিদার বাড়ি
হাটবাড়িয়া জমিদার বাড়ি
হাতিয়া জমিদার বাড়ি
হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি
হাজরাহাটী জমিদার বাড়ি
হরষপুর জমিদার বাড়ি
হাজারদুয়ারি জমিদার বাড়ি
হাতিরদিয়া জমিদার বাড়ি
হাটহাজারী জমিদারি
হলদিয়া এস্টেট জমিদারবাড়ি,রাউজান
ক্ষ
ক্ষেতুপাড়া জমিদার বাড়ি
ক্ষয়িষ্ণু জমিদার বাড়ি
৭| ১১ ই অক্টোবর, ২০২২ রাত ২:১৬
কালাচাঁদ আজিজ বলেছেন:
অধিকাংশ জমিদার ছিল বৃটিশদের দালাল বা গোলাম। আর এসব বাড়িতে চলতো শত শত নিরিহ মানুষের উপর অন্যায় অত্যাচার।
১১ ই অক্টোবর, ২০২২ রাত ৩:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা মোটামুটি সঠিক বলেছেন আপনি।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৮
সোনাগাজী বলেছেন:
দালানের গায়ে যেসব গাছ জন্মেছে, সেগুলো কেটে ফেললে ভালো হতো না?