নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০৪

১২ ই অক্টোবর, ২০২২ রাত ২:০২

দেশের প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখার একটা শখ আমার আছে। আমাদের দেশের প্রাচীন স্থাপত্যের মধ্যে "মন্দির" গুলি বেশ আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বটে। বেশ কিছু প্রাচীন মন্দির দেখার সুযোগ হয়েছে আমার। আমার দেখা প্রাচীন মন্দির গুলির ৫টি ছবি রইলো এখানে।

০১৬ : শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউ মন্দির

ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
GPS coordinate : 23°31'48.7"N 90°13'12.5"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/nS3hPr2A6DYuYY9q8



০১৭ : শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ

ছবি তোলার স্থান : কোয়াটার পাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
GPS coordinate : 23°47'22.5"N 90°39'35.5"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/pRnr2ntgXgaEBpbZ7




০১৮ : আঠারবাড়ী শিব মন্দির

ছবি তোলার স্থান : আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৭/২০১৭ ইং
GPS coordinate : 24°37'58.3"N 90°42'56.7"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/UFwbAso5ccobr6cF8




০১৯ : আঠারবাড়ী জমিদার বাড়ি পূজা মন্ডপ

ছবি তোলার স্থান : আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৭/২০১৭ ইং
GPS coordinate : 24°37'52.8"N 90°42'53.9"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/pPy3FmC6kCHNyNyp9





০২০ : ধলা মজিদার বাড়ি দূর্গা মন্দির

ছবি তোলার স্থান : ধলা, তাড়াইল, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৭/২০১৭ ইং
GPS coordinate : 24°35'10.2"N 90°54'35.0"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/ptKuCB9QgVTruPhS7



বিশেষ দ্রষ্টব্য : প্রাচীন বলতে এখানে প্রচীন যুগকে বুঝানো হয়নি। প্রচীন বলতে এখানে বুঝানো হয়েছে -
অতীত, অতীতকালীন, আগেকার, কালজীর্ণ, জীর্ণ, দীর্ঘকাল ধরে বর্তমান, পুরাতন, পুরান, পুরানো, পূর্বকালীন, প্রত্ন, প্রাক্তন, বয়স্ক, বয়োবৃদ্ধ, বর্ষীয়ান, বহুকালের, বহুকেলে, বহুযুগ আগেকার, বার্ধক্যগ্রস্ত, বিগতকালের, মান্ধাতার আমলের, সাবেক, সাবেকী, সেকেলে, স্মরণাতীত, স্মরণাতীত কালের, ‌ইত্যাদি।


=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৩২ : মুন্সিগঞ্জ
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ


মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ


আমার দেখা প্রাচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রাচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রাচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৫ : বড় সর্দার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৬ : বালিয়াটি জমাদার বাড়ি

আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০৩
আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০৪

মন্দির দর্শন : ০০১ : শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম

বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩

মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০২ : সেনপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০৩ : আমিনপুর মঠ ও ঠাকুরবাড়ি মঠ


=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশের অধিকাংশ মন্দিরের অনেক জায়গা জমি বেদখল হয়ে গিয়েছে। আপনি কি দেশের গির্জার ছবি সংগ্রহ শুরু করেছেন?

১২ ই অক্টোবর, ২০২২ রাত ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পুরনো কয়েকটি গির্জায় আমি গিয়েছি। কয়েকটি ছবি তুলেছি। সমস্যা হচ্ছে গির্জাগুলিতে সাধারনত ঢুকতে দেয় না। এবং বেশ খারাপ আচরণও করে কখনো কখনো। আমি বছর কয় আগে বড়দিনের বিকেলেও ফার্মগেটের Holy Rosary Church-এ চেষ্টা করেও ঢুকতে পারি নাই।

২| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



১৯ ও ২০ নং।

এসব এলাকায় মানুষ বাস করে, নাকি বানর বাস করে? কেহ দালানের গাছগুলো কাটতে পারলো না?

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১৯ নাম্বারে কেউ বসবাস করে না, মানুষও না বানরও না, প্ররিত্যাক্ত। তবে এটির মূল বাড়িটির একটি বিরাট অংশ আঠারোবাড়ি ডিগ্রী কলেজ ব্যবহার করে তাদের ক্লাশের কাজে। অন্য অংশ ঝোপঝারে পরিপূর্ণ। অথচো কলেজের ছাত্ররা এক দিন হাত লাগালে সবটা সরিষ্কার করে ফেলা সম্ভব।

- ২০ নাম্বারেও একই কাহিনী। জমিদার বাড়িটির কিছু অংশ ব্যবহার করছে স্কুল। আর কিছু অংশ ব্যবহার করছে সরকারী ভূমি অফিস। বাকি বিশাল অংশ পরিত্যাক্ত। কিছু আংশ বেদখল। এখানেও স্কুলের ছাত্রদের আধাবেলা কাজে লাগালেসব পরিষ্কার করা সম্ভব।

- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৩:২৫

কামাল৮০ বলেছেন: বালাসুর মন্দিরটা অক্ষত আছে।

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: একটি পরবর্তীতে সংষ্কার করা হয়েছে। এখনো নিয়মিতো পূজা হয়।

৪| ১২ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:০৪

কালাচাঁদ আজিজ বলেছেন:


ঐতিহাসিক যত ধর্মীয় স্হপনা আছে খেয়াল করবেন ওগুলো স্হাপিত সময় ছিল সেই ধর্মীয় লোকদের শাসন, মূলত ধর্মকে সামনে রেখে তারা শাসনকে জায়েজ করেছে। এসব ঐতিহাসকি ধর্মীয় প্রতিষ্টানের অধিকাংশের ইতিহাস খুবই করুন।

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কথা অধিকাংশ ক্ষেত্রে সত্যি হলেও সব ক্ষেত্রে সত্যি নয়। যেমন এখানে এই ৫টির মধ্যে আঠারো বাড়ি এবং বালাসুরের ইতিহাস তেমনটা নয়।

- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনার আশ্রমে আড্্ডা মাড্ডা হচ্ছে না আজকাল?

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হচ্ছে, কিছুদিন আগেও খাসী পার্টি হয়ে গেলো। এই শীতেও বেশ কিছু আড্ডা হবে। তবে আমি একটু কম যাবো। নিজের বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছি বলে সময় করে উঠতে পারবো না। গতকাল রাতেই আশ্রমের মিটিং ছিলো, কিছু সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা হলো।

৬| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে পোস্টে ভালো লাগা জানানোর জন্য।

৭| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮

শেরজা তপন বলেছেন: আপনার উল্লেখিত সবগুলো স্থানে গিয়েছি আমি।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা মসজিদও দেখা হয়নি :(

১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পোস্টেতো কোনো মসজিদ নেই!! শুধুই মন্দির।

৮| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: প্রথম টা মানে ১৬ নম্বরটা তো মোটেই প্রাচীন মনে হচ্ছে না ছবি দেখে !

১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক ধরেছেন। এটি মোটেও প্রচীন নয় বরং প্রাচীনকে বারবার সংস্কারের ফসল এটি।

৯| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার চাদগাজী গাছ নিয়ে মহা টেনশনে। গাছ তো ভালো। ছায়া দেয়। ন্যাচারাল লুক আনে। :)

১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাঁশও ভালো। খেতে ভালো, দিতে ভালো, নিতে ভালো। তবে তা দর্শকের পজিশন অনুযায়ী পরিবর্তণশীল। ;)

১০| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩২

শেরজা তপন বলেছেন: ওহ হো ভীষণ দুঃখিত ভুলে মসজিদ লিখে ফেলেছি। অনিচ্ছাকৃত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সমস্ত স্থাপনা বিখ্যাত না হলে তেমন ভাবে কেউ খবর রাখে না। ফলে নির্দষ্ট ভাবে দেখত না গেলে দেখা হয়ে উঠার চান্স কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.