নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ : ক্যানোপি ফিডিং
বক মানে সাদা, তেমনটা না। কালো বক আছে দুনিয়ায়, নাম তার 'কালো বক' (Black Heron)। এরা ক্যানোপি ফিডিং (canopy feeding) নামে একটি অসাধারন শিকারের পদ্ধতি ব্যবহার করে। এরা রোদের মধ্যে অল্প জলে দাঁড়িয়ে তাদের ডানা দুটি ছাতার মতো করে রাখে। ফলে সেখানে ছায়া তৈরি হয় এবং তা দেখে মাছ আকর্ষিত হয়ে কাছে এলে তারা শিকার করে।
ছবি: ফেসবুক
২ : সুপার পর্যটক!!
[
বার-টেইলড গডভিট (Bar-Tailed Godwit) নামের এই পাখিরা উড়তে ওস্তাদ। একি মেয়ে পাখির গায়ে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেখা গেছে সে এক উড়ালে প্রশান্ত মহাসাগর পার করে ফেলেছে। এটিই পৃথিবীর দীর্ঘতম নন-স্টপ উড়ালের রেকড। পাখিটি নিউজিল্যান্ড থেকে প্রথম উড়ালে ১২,০০০ কিলোমিটার পথ পাড়িদিয়ে পৌছেছে চীন। দ্বিতীয় উড়ালে চীন থেকে ৭,৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌছেছে আলাস্কায়। আলাস্কা একটানা ৯দিন উড়ে ১১,৬৮০ কিলোমিটা পথ পারি দিয়ে ফিরে এসেছে নিউজিল্যান্ডে। মোট ৬ মাস সময়কালে পাখিটি ২৯,২৮০ কিলোমিটার ভ্রমণ করেছে, যা সারা বিশ্বের দূরত্বের প্রায় চার ভাগের তিন ভাগ।
ছবি: ফেসবুক
৩ : সুপার পর্যটক
বিজ্ঞানীরা একটি তরুণী আর্কটিক শিয়ালের (Arctic fox) গতিবিধী লক্ষ্যকরার জন্য একটি টেকার লাগিয়ে দিয়েছিলো। তারা অবাক হয়ে দেখতে পায় মাত্র ৭৬ দিনে সে নরওয়ে থেকে কানাডা পর্যন্ত ৩,৫০০ কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করে। সে প্রতিদিন গড়ে ৪৬.৩ কিলোমিটারের কভার করে। গ্রিনল্যান্ডের বরফের চাই এলাকা অতিক্রম করার সময় সে মাত্র একদিনে ১৫৫ কিলোমিটারের পথ পারি দিয়েছিল।
ছবি: ফেসবুক
৪ : ব্যাঙ-মুখী কচ্ছপ
তিনি দেখতে এটির মতো নাও হতে পারে - কিন্তু এই লোকটি একটি অ্যামবুশ শিকারী!
Asian giant softshell turtle বা ব্যাঙ-মুখী কচ্ছপ নামেও পরিচিত। এরা দক্ষিণ-পূর্ব এশিয়ার মিঠা পানির কচ্ছপের একটি প্রজাতি। দেখতে নিরিহ হলেও এরা কিন্তু খুবই চৌকশ অ্যামবুশ শিকারী। অ্যামবুশ শিকারী হওয়ার কারণে এরা তাদের জীবনের ৯৫% সময় বালির-কাদা মধ্যে ঢুকে নিশ্চুপ গতিহীন ভাবে কাটিয়ে দেয়। সেই সময় টুকুতে তাদের শুধুমাত্র চোখ এবং নাকের অংশ বালি-কাদা থেকে বেরিয়ে থেক।
ছবি: ফেসবুক
৫ : সোর্ডফিশ
হাতের আঙ্গুলের উপরে যে শিশু সোর্ডফিশটিকে দেখতে পাচ্ছে একদিন সেই বড় হয়ে ১০০০ পাউন্ড এর বেশি ওজন হবে
ছবি: ফেসবুক
=======================================================================
প্রকৃতির খেয়াল - ০১, প্রকৃতির খেয়াল - ০২, প্রকৃতির খেয়াল - ০৩, প্রকৃতির খেয়াল - ০৪, প্রকৃতির খেয়াল - ০৫
প্রকৃতির খেয়াল - ০৬, প্রকৃতির খেয়াল - ০৭
=======================================================================
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৮
শাওন আহমাদ বলেছেন: অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ।
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার ছবির সাথে তথ্য যুক্ত পোস্ট। দারুণ লাগলো।
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অসাধারণ!!!
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৫| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
বকের শিকার ধরার পদ্ধতি মজার, তবে বাকি পর্যটকগণ যখন উড়া শুরু করে শেষ করেছে, মানুষ কিভাবে দূরত্ব বের করেছে?
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো লিখেছি পাখির গায়ে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিলো!!
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৬| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫২
মুুজতাহিদুল বলেছেন: কালো বকটিকে পানকৌড়ি মনে করেছিলা।
চমৎকার আর্টিকেল।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- না, এটি পানকৌড়ি নয়।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৭| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫
কামাল৮০ বলেছেন: খেয়ে বাঁচার জন্য কতো রকমের ফন্দি যে করে।এভাবেই প্রানী জগতের বিকাশ।কারো গলা লম্বা,কারো বা বেটে।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এক্কেবারে সঠিক কথা বলেছেন। প্রাণীজগতের সকল দৈড়-ঝাপের মাত্র তিনটিই কারণ
এক : খাবারের সন্ধান
দুই : অন্যের খাবার না হয়ে যাওয়া
তিন : বংশবিস্তার
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: সাদা বক তো প্রায় কাকের মত।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কালো বকের কথা বলছেন সম্ভবতো!
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: নিচের ছবিগুলিতে কিন্তু ঠিক কাকের মতো দেখাচ্ছে না, বকের মতোই দেখাচ্ছে।
৯| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
শিয়ালের বিষয়টি জানা ছিলো তারপরও পড়ে বেশ ভালো লেগেছে। বিসিএস ট্রেনিং ক্লাসে পশুর জীবনের গতি থেকে মানুষের জীবনে গতি সহ পশুর জীবনের নানান উদাহরণ পড়ানো হয়, শেখানো হয়।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ও তথ্যের জন্য।
১০| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমার সুপার পর্যটক ২ ও ৩ বেশ ভালো লেগেছে। একদমই অজানা বিষয়.
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১১| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৬
অপ্সরা বলেছেন: ক্যানোপি দেখে আমি মুগ্ধ!
আর পর্fক পাখিটাও তো কম না।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১২| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনার আশ্রমের আসপাশে শিয়াল আছে?
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক আসপাশে নেই। যদিও থাকা উচিত ছিলো। তবে চার পাশের গ্রামেই আছে। আমরা শীতের রাতে ওদের বেশ ডাক শুনতে পাই।
১৩| ১৩ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:১৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার! +
১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১৪| ১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:১৭
শেরজা তপন বলেছেন: ২; সুপার পর্যটকঃ এমন করে একবার উড়ে যাবার বড় সখ ছিল
৩ : সুপার পর্যটকঃ নাঃ এমন সখ জাগছে না! বরফের উপর দিয়ে বিরামহীন হাটা- ওরে বাবা!!
৪ : ব্যাঙ-মুখী কচ্ছপঃ মারাত্মক গতিশীল এদের ছোবল!
সব মিলিয়ে দারুন!
১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম দুই সুপার পর্যটকের বেলায় আমার মতামত আর আপনার ইচ্ছে শতভাগ মিলে গেছে।
- ছোবলটা গতীইশীল না হলে বেচারাদের না খেয়ে মরতে হতো।
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৭
শাওন আহমাদ বলেছেন: অনেক অজানা অথ্য জানানোর জন্য ধন্যবাদ।