নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বছর বলিউডে কতো কতো হিন্দি সিনেমা রিলিজ হয়!!
হিন্দি সিনেমা কিছু কিছু দেখি আমি। খুব বেশি বিচার বিবেচনা না করেই দেখি। দেখা শুরু করার পরে ভালো না লাগলে সামান্য দেখেই ছেড়ে দেই। কিছুটা ভাল লাগলে পুরটাই দেখি। আবার কোনো কোনো সিনেমা হয়তো একধিকবারও দেখা হয়ে যায়। ২০১৯ সালে রিলিজ হওয়া হিন্দি সিনেমা গুলির মধ্যে আমি সর্ব সাকুল্যে ১৫টি সিনেমা দেখেছি। সিনেমা গুলি হচ্ছে
০১ : Badla
অসাধারণ একটি মিস্ট্রি থ্রিলার সিনেমা। আমি সিনেমাটির একটি রিভিউ লিখেছিলাম The Invisible Guest নামে। সিনেমাটি একটি স্পেনেস সিনেমা Contratiempo; lit. Setback (The Invisible Guest) এর অফিসিয়াল হিন্দি রিমেইক। আপনি যদি সিনেমাটি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। ভাল লাগবে গেরান্টি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, অমৃতা সিং।
০২ : Bharat
তিন চার বারের চেষ্টায় সিনেমাটি দেখে শেষ করেছিলাম। খুবযে খারাপ মুভি তা না।
একটি ৮ বছরে ছেলে দেশ ভাগের সময় তার বাবার কাছে প্রতিজ্ঞা করে সে তার পরিবারকে দেখে রাখবে। বাবা আর ছোট বোন হারিয়ে যায়। মা আর ছোট ভাই বোনদের নিয়ে সে পৌছায় দিল্লীতে। পরবর্তী ৬০ বছর সে তার বাবাকে দেয়া প্রতিশ্রুতি পালন করে যায়। প্রতিশ্রুতির কারণে সে বিয়ে করে না, লিভ টুগেদার করে। প্রতিশ্রুতিতে বিয়ে না করার কোনো উল্লেখ অবশ্য ছিলো না।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - সালমান খান, ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার।
০৩ : Cargo
সাইন্স ফিকশন মুভি মনে করে দেখতে বসে ছিলাম। এটাযে কি বানিয়েছে ওরাই জানে। সবটা দেখে শেষ করার সম্ভব হয় নাই আমার পক্ষে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
০৪ : Housefull 4
বিরক্তিকর কমেডিতে ঠাসা একটি সিনেমা। অতি কমেডি হয়ে গেছে এটি।
১৪১৯ সালে সীতামগড়ের রাজ পরিবারে একটি ষড়যন্ত্রের কারণে তিন দম্পতির করুন মৃত্যু হয়। ৬০০ বছর পরে, ২০১৯ সালে লন্ডনে সেই দম্পতিদের পুনর্জন্ম হয়, তারা মিলিত হয় এবং তাদের মধ্যে বিয়েও ঠিক হয়। তবে এবারে তাদের বিয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন জুড়িতে। তারা বিয়ের জন্য যখন সীতামগড়ে পৌছায় তখন একে একে বিভিন্ন পরিস্থিতিতে তাদের সকলের পুরনো স্মৃতি মনে পরে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি স্যানন, পূজা হেগড়ে, কৃতি খারবান্দা, রানা দাগ্গুবাতি, চাঙ্কি পান্ডে, জনি লিভার।
০৫ : Kabir Singh
২০১৭ সালের মুক্তিপাওয়া তেলেগু সিনেমা অর্জুন রেড্ডি এর রিমেক হচ্ছে এই Kabir Singh সিনেমাটি। একজন মদ্যপ সার্জনকে তার বদ মেজাজের কারণে তৈরি হওয়া নানান সমস্যায় বিধ্বস্ত হতে দেখা যায়। অন্যদিকে তার প্রেমিকাও তাকে ছেড়ে চলে যায়। সিনেমাটি খারাপ লাগবে না।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - শহীদ কাপুর, কিয়ারা আদভানি।
০৬ : Manikarnika -The Queen of Jhansi
ঐতিহাসিক ঘটনা ও চরিত্র ঝাঁসির রাণী লক্ষ্মীবাই এর জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। বেশ ভালই লাগবে দেখতে। নানা ষড়যন্ত্রের কারণে রাজাহীন ঝাঁসি রাজ্য যখন ইংরেজরা দক্ষল করতে আক্রমণ করে তখন সাহসী রাণী লক্ষ্মীবাই নিজেই সিংহাসনে বসেন এবং ঝাঁসির জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেন।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - কঙ্গনা রানাউত, সুরেশ ওবেরয়, অতুল কুলকার্নি।
০৭ : Mardaani 2
চমৎকার একটি অ্যাকশন মিস্ট্রি থ্রিলার সিনেমা এটি। সানি নামের একটি ২০-২১ বছরের সিরিয়াল কিলার যে মেয়েদের শারীরিক অত্যাচার ও যৌন নিপীড়ন করে খুন করে। সেই সাথে সানি টাকার বিনিময়ে রাজনৈতিক হত্যাও করে। শহরের নতুন পুলিশ প্রধান শিবানী শিবাজি রায় (রানি মুখার্জি) এর সাথে সানির টক্কর লাগে। মুভিটি খারাপ লাগবে না।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - রানি মুখার্জি, বিশাল জেঠওয়া।
০৮ : Mission Mangal
মিশন মঙ্গল একটি হিন্দি ড্রামা ফিল্ম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এই মুভিটি। এই সিনেমায় দেখানো হয় নানান প্রতিকুলাতার মধ্যেও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একটি টিম সফলভাবে মার্স অরবিটার মিশন (মঙ্গলযান) উৎক্ষেপণ করতে সক্ষম হয়।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, শারমন জোশি।
০৯ : Panipat
সিনেমাটি ১৭৬১ সালের ১৪ জানুয়ারি মারাঠা এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ আবদালির মধ্যে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধের নানান ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই যুদ্ধে সদাশিব রাও ভাউ আক্রমণকারী আফগান বাহিনীর বিরুদ্ধে মারাঠা সেনাবাহিনীর নেতৃত্ব দেন।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - সঞ্জয় দত্ত, কৃতি স্যানন, অর্জুন কাপুর।
১০ : Saaho
সাহো একটি ভারতীয় বহু-ভাষিক অ্যাকশন মিস্ট্রি থ্রিলার সিনেমা। পিতার সাথে প্রতারণার প্রতিশোধ নেয়ার কাহিনী এটি। মুভিটি মুক্তি পাওয়ার আগে যে পরিমান আলোচনা ছিলো মুক্তির পর দর্শকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এটি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - প্রভাস, শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ,
১১ : Saand Ki Aankh
ষাণ্ড কি আঁখ একটি বায়োগ্রাফি ড্রামা ফিল্ম। ভারতীয় শার্পশুটার চন্দ্র তোমার এবং তার ভাবি প্রকাশি তোমারের জীবনী অবলম্বনে বানানো হয়েছে সিনেমাটি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - ভূমি পেডনেকর, তাপসী পান্নু।
১২ : Super 30
সুপার ৩০ হচ্ছে বায়োগ্রাফি ড্রামা ফিল্ম। এটি ভারতীয় গণিতবিদ আনন্দ কুমার এবং তার শিক্ষামূলক প্রোগ্রাম সুপার ৩০-এর উপর ভিত্তি করে নির্মিত।
আনন্দ কুমার, বিহারের একটি দরিদ্র পরিবারের একজন গণিত প্রতিভা ছিলেন। নানান প্রতিকুলতা পেরিয়ে তিনি একজন ভালো গণিতদিব হয়ে উঠেন। তিনি ৩০ জন বুদ্ধিমান কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত করতে সাহায্য করেন এবং সফল হন।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - হৃতিক রোশন, ম্রুনাল ঠাকুর, আদিত্য শ্রীবাস্তব।
১৩ : Total Dhamaal
এটি একটি অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম। এটি ধামাল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি। এটি ১৯৬৩ এর হলিউড চলচ্চিত্র It's a Mad, Mad, Mad, Mad World অবলম্বনে নির্মিত । অতি কমেডিতে ভুরপুর একটি মুভি। আমার কাছে ভালো লাগেনি।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - অজয় দেবগন, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সী, জাভেদ জাফরি, এবং এশা গুপ্তা।
১৪ : War
এটি অ্যাকশন থ্রিলার ফিল্ম। সিনেমায় দেখা যায় একজন RAW ফিল্ড অপারেটিভকে তার প্রাক্তন প্রশিক্ষককে হত্যা করার জন্য নিযুক্ত করা হয়েছে, কারণ সে বিশ্বাসঘাতকতা করে নিজেদের লোকদেরই হত্যা করছে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর।
১৫ : Why Cheat India
এটি একটি ক্রাইম ফিল্ম। মুভিটিতে ভারতের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান নানা অসাধু উপায় অবলম্বনের যে সুযোগ আছে সেটাই তুলে ধরা হয়েছে। এমনকি এসএসসি এবং এইচএসসি ইত্যাদি পরীক্ষার পেপার ফাঁস, সিবিএসই পুনঃপরীক্ষা, ইত্যাদি ি করে করা হচ্ছে সেটিও দেখানো হয়েছে।
সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছে - ইমরান হাশমি, শ্রেয়া ধনোয়ানথারি।
আপাততো এই ১৫টি সিনেমার মধ্যে সিরিয়াল করলে প্রথম ৩টি সিনামা হবে আমার দৃষ্টিতে-
১। Badla
২। Super 30
৩। Mardaani 2
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০২০ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
=================================================================
১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- লাল সিং চাড্ডা আমি গত পরশু। আমার ধারনা ছিলো ফরেস্ট গাম্প এর তুলনা লাল সিং চাড্ডা সেই ভাবে মিলাতে পারবেনা। কিন্তু প্রকৃত পক্ষে বেশ ভালই মিলিয়েছে। এমন ভাবে ফ্লপ হওয়ার কোনো কারণ আমি দেখিনি মুভিতে।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
সুপার থার্টি দেখেছিলাম।
১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কেমন লেগেছিলো?
৩| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩
জুল ভার্ন বলেছেন: একটাও দেখিনি!
১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- না দেখাই ভালো, শুধু শুধু সময় নষ্ট।
৪| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: সব গুলোর দেখেছি।
বাদলা মুভি টা দারুন লেগেছে। বদলা মুভিটা তিন বার দেখেছি।
১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ!! চমৎকার!!
- বাদলা মুভি টা আমি একবারই দেখেছি। তবে আবার দেখবো পরে।
৫| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৮
কামাল৮০ বলেছেন: ঋত্বিক আর সত্যজিৎ এর সিনেমা ছাড়া আর কোন সিনেমা দুই বার দেখা হয় নাই।এমনিতে সিনেমা খুব কম দেখি আপনিতো ভালই সিনেমা দেখেন।
১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি মোটামুটি ভালোই সিনেমা দেখি। অলস সময়ের অভাব নেই আমার হাতে।
৬| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪১
কামাল৮০ বলেছেন: আপনার দেখা সিনেমাগুলির মাঝে কোন সিনেমাটা সবথেকে ভালো সেটা দেখার ইচ্ছা আছে।
১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টের শেষে আমি আমার দৃষ্টিতে সেরা ৩টি সিনেমার নাম লেখে দিয়েছি। আপনি সাধারণতো পোস্টের লেখা খুব একটা পড়েন না বলে আপনি মিস করে গেছেন।
৭| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বদলা। আমার দেখা সেরা সিনেমার একটা!!
১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বদলা আসলেই চমৎকার একটি মুভি। আমি বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখেছি।
৮| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: @ কামাল৮০ , আপনাকে বদলা দেখতে বলবো।
১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার করা ৩টি বেষ্ট মুভির সিরিয়ালেও বদলাই প্রথমে আছে।
৯| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: Badla আমার ভালো লাগসে।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার হিসাবের বদলা এক নাম্বারে আছে।
১০| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে এখানে সব গুলো মুভি দেখার মত।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার হিসাবে ৩, ৪, ৯ ও ১৩ নাম্বার মুভি গুলি দেখার তালিকায় না থাকাই ভালো।
১১| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৬
পোড়া বেগুন বলেছেন:
বদলা দেখুন, তবে বদলা নিবেন না কারো উপর!
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: কারগো শেষের দিকে একটু মজা আছে।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিরক্তিতে দেখে শেষ করতে পারি নাই।
১৩| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মার্দানি ২ খারাপ লাগেনি।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভিলেনের অভিনয় মনে রাখার মতো।
১৪| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১:৩০
কামাল৮০ বলেছেন: বদলা নাহয় দেখবো,কিন্তু পাবো কোথায়।কানাডার কোন হলে চলে।
১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ইন্টারনেট থেকে ডাউনলোড করে ঘরে বসে দেখে ফেলেন।
১৫| ১৪ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:০১
কাছের-মানুষ বলেছেন: বদলা দারুন কিছু ছিল। সাহোও আমার ভালই লাগছিল, কেন চলেনি বুঝতে পারিনি! বাকি কয়েকটি বকওয়াস মুভি! মারদানি দেখব যদি নেটফ্লিক্সে বা প্রাইমে পাই!
১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মারদানি দেখুন ভিলেনের অভিনয়ের জন্য। মনে রাখারমতো অভিনয় করেছে ছেলেটা।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কাল লাল সিং চাড্ডা দেখলাম। আমির খানের। খুব ভালো লেগেছে।