নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার বড় কন্যা (ছবি ব্লগ) - ০৬

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৫


ছবি তোলার স্থান : ঝুলন্ত সেতু, রাঙ্গামাটি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০১/২০১৪ ইং

আমার বড় কন্যা সাইয়ারা নাজিবা সোহেন বেশশান্ত আর লক্ষী মেয়ে ছিলো ছোট বেলায়, এখনো আছে। দেখতে দেখতে বড় হয়ে গেলো। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আমার মতোই বেড়াতে পছন্দ করে। সেই ছোট বেলা থেকেই আমার সাথে নানান যায়গায় বেরিয়েছে। আরো বেরাবে ইনশাআল্লাহ।


২। নিষিদ্ধ আইসক্রিম খাওয়ার আনন্দ

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১২ ইং



৩। খুব কাজের!!

বাসায় কাজ করছে এমন একটি ছবি তুলে স্কুলে দিতে হবে, তাই এই কাজের নমুনা।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৫/২০১৮ ইং



৪। চুপচাপ

ছবি তোলার স্থান : কোনো এক গ্রামে, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/১০/২০১১ ইং



৫। রিসাং ঝর্ণার সিঁড়ি দিয়ে নামছে সাইয়ারা

ছবি তোলার স্থান : রিসাং ঝর্ণা, খাগড়াছড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১৪ইং

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০২

অপ্‌সরা বলেছেন: বড় কন্যার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া!:)

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২০

শূন্য সারমর্ম বলেছেন:


বাসার কাজের ছবি স্কুলে দিতে হয় কেন?

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
-সম্ভবতো এটি কোনো প্রজেক্টপেপার ছিলো।

৩| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

কামাল৮০ বলেছেন: আপনার এই অভ্যাসটা আমার ভালোলাগে।পরিবার নিয়ে ঘুরা।কিন্তু স্ত্রী সরকারী কর্মকর্তা হওয়াতে পাসপোর্ট ভিসার ঝামেলার জন্য খুব একটা বেড়ানো হয় নাই।আর বিয়ের আগেই আমার বাংলাদেশের সবটাই দেখা শেষ।আমি দেখার জন্য খুব কম ঘুরেছি,প্রয়োজনে ঘুরেছি।
বড় মেয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।কোথায় আর বড় হয়েছে।বড়হতে অনেক পথ বাকি।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- আমার ঘুরা পুরোটাই বেরাবার উদ্দেশ্যে। কাজতো কিছু নেইই।

৪| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মা শা আল্লাহ, সৃষ্টিকর্তা জ্ঞানী হিসেবে গড়ে উঠার জন্য তাকে শক্তিশালী ও সাহসী করে তুলুন। (যদিও সোস্যাল মিডিয়ায় পরিবারের ছবি ও ডিটেইলস প্রকাশের বিরুদ্ধে!)

৩য় ছবিটি যদি তাকে কর্মমুখী করার উদ্দেশ্য হয় তবে অনেক ভালো। রাহুল সাংকৃত্যায়নের নাম তো শুনেছেন, উনি উনার একটি লেখায় বলেছিলেন, যেন এই কাজটা স্কুল থেকে করানো হয়। এবং সেটা যেন সমাজিক কাজ হয়। তবে পরিবারের কাজে সহযোগিতা করাও কিন্তু অনেক বড় ব্যাপার। আম্মুটির প্রতি অজস্র স্নেহময় ভালোবাসা। তার কাছে আমার/আমাদের পক্ষ থেকে শুভকামনা পৌঁছে দিবেন।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাইয়ারা বেশ কাজ করে। নিজের কাজ নিজে করে অনেকটাই। তবে এখনকার বাচ্চাদের পড়ার চাপ থাকে অনেক বেশী। অপ্রয়োজনীয় চাপ।

৫| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

কামাল৮০ বলেছেন: আপনার বইয়ের কালেকশনের প্রশংসা করতে হয়।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এ্গুলি অনেক দিনের পুরনো বই। এখন আর বই কেনা হয় না। মেলায় গেলে মেয়েরা অল্প কিছু কেনে।

৬| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক শুভ কামনা বড় কন্যার জন্যে।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪০

পোড়া বেগুন বলেছেন:
আপনার কন্যার জন্য
অনেক অনেক শুভ কামনা রইলো।

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনার কন্যার জন্য শুভকামনা রলো।

প্রশ্ন: বড় কন্যা কয়জন?

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

- আপনার বড় সন্তান কয় জন?

৯| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ২:২৩

কালাচাঁদ আজিজ বলেছেন:


ছোট্ট মামণির জন্য রহিল দোয়া,
সুন্দর হোক তাঁর আগামী পথচলা।

১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: - ধন্যবাদ আপনাকে।

১০| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৩:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে তার সন্তান।

১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন।

১১| ১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ওর নামটা খুবই সুন্দর। তার জন্য শুভ কামনা রইল ।

১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: সাইয়িরা অর্থ তারকা, তারা, নক্ষত্র,
নাজিবা অর্থ সৌভাগ্য, সম্মানিতা, দুর্দান্ত, বুদ্ধিমাতি।

১২| ১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: কন্যার জন্য শুভ কামনা।

১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

১৩| ১৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বড় মেয়ে বাবার গুণ পেয়েছে জেনে ভালো লাগলো। দুই মেয়ের জন্যই দোয়া রইল।

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আমার কন্যা সন্তান নাই, শুনছি কন্যা সন্তানের বাপেরা নাকি ভাগ্যবান হয়, আমি দূর্ভাগা............ সাইয়ারার জন্য সব সময় রইলো শুভ কামনা।

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাহলে আপমি ডবল ভাগ্যবান! আমার দুই কন্যা!! ;)

১৫| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




আগেই বলেছি আমার ডেক্সটপে আপনার পোস্টের ছবি আসেনা। এখন ডেক্সটপ খুলেই ব্লগে ঢুকেছি। যথারীতি আপনার পোস্ট আছে ছবি নেই। তাই আগের বারের মতোই ল্যাপটপ খুলে ছবি দেখে দেখে ডেক্সটপে মন্তব্য করতে হচ্ছে। :(

কোন এক গ্রামের কিউট একটা বেবী এখন দেখছি বেশ কাজের হয়ে উঠেছে।
জীবনভর এমনই কিউট আর কাজের থাকুক আমাদের মেয়েটি!

"নিষুদ্ধ" আইসক্রীম হবেনা, হবে- "নিষিদ্ধ" । টাইপো ।

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: - কেনো এমন হয়!!
- সম্ভবতো ব্রাউজার থেকে https://postimg.cc/files ব্লক করে রেখেছেন।

- যাইহোক কষ্ট করে ছবি দেখে মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

- নিষুদ্ধ কি করুন টাইপো!

১৬| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ কিউট আপনার বড় কন্যা।বাবার গুণ পেয়েছে খুব ভালো লাগলো। আগামীতে বিদ্যা বুদ্ধিতে সাফল্যের শীর্ষে পৌঁছাক কামনা করি। সঙ্গে প্রশংসা করতেই হবে আপনার বইয়ের কালেকশনের। সপরিবারে এমন সুখানুভূতিতে সারা জীবন কাটান কামনা করি।

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- এ্গুলি অনেক দিনের পুরনো বই। এখন আর বই কেনা হয় না। মেলায় গেলে মেয়েরা অল্প কিছু কেনে। সেগুলি তারা কোথায় রাখে কে জানে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.