নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন স্থাপত্য দেখার আলাদাটা একটা আকর্ষণ আছে। আমি মাঝে মাঝেই সুযোগ হলে তাদের দেখতে বেরহই। প্রাচীন স্থাপনা গুলির মধ্যে মঠ বা স্মৃতি-মন্দির খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মঠ বা স্মৃতি-মন্দিরগুলি আমাদের দেশের ইতিহাসেরই অংশ। চেষ্টা করবো মঠ গুলির সঠিক অবস্থান ও বর্তমান অবস্থার বর্ণনা করতে। সেই সাথে চেষ্টা করবো মঠ গুলির সামান্য ইতিহাস তুলে ধরতে।
মূলত আদিতে সম্ভ্রান্ত, অভিজাত, মর্যাদাশালী, কুলীন, ধনী কোন হিন্দু ব্যক্তি মারা গেলে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতি-মন্দির গুলি তৈরি করা হতো। এই স্মৃতি-মন্দিরগুলি কালক্রমে এই বাংলায় মঠ নামে পরিচিতি পেয়ে গেছে। বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় এই মঠ বা স্মৃতি-মন্দিরগুলি শিব মন্দির হিসেবে ব্যবহার করা হয়। কোথাও কোথাও মনসা মন্দির হিসেবেও ব্যবহার হতে দেখা যায়। তবে অনেক মঠ বা স্মৃতি-মন্দির পরিত্যাক্ত অবস্থা অযত্ন অবহেলায় পরে আছে।
সেনপাড়া মঠ
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের সেনপাড়ায় এই সেনপাড়া মঠটির অবস্থান। প্রকৃতপক্ষে এই মঠটির কোনো নাম আমি সেখানে দেখতে পাইনি। মঠটি শিব মন্দির হিসেবে ব্যবহার হচ্ছিলো। মঠের অভ্যন্তরে প্রবেশের একমাত্র দরজাটি তালা মারা ছিলো। এর পাশ ঘেষে অন্য স্থাপনা থাকার কারণে কোনো ছবি তোলারও সুযোগ ছিলো না। পরবর্তীতে আমি গুগল ম্যাপে এই মঠটিকে সেনপাড়ায় অবস্থিত বলে সেনপাড়া মঠ নামকরণ করে চিন্হিত করে দেই। বারদী-সোনারগাঁ সড়কের সেনপাড়া একায় সড়ক ঘেষে পশ্চিম পাশে এই মঠটি দাঁড়িয়ে আছে। চলতি পথে পথিকের নজর পড়বেই।
দুঃখজনক হলেও সত্যি এই মঠটি সম্পর্কে কোনো কিছুই জানতে পারা যায় না। এই মঠটির নির্মাতা সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কে কবে কার স্মৃতির উদ্দেশ্যে এই মঠটি নির্মাণ করেছিলো তার কোনো তথ্যই আমি পাই নি। তবে আমার মনে হয় মঠের শিব মন্দিরের পূজারীর সাথে কথা বলা গেলে কিছু তথ্য হয়তো জানা যেতেও পারে। তার সাথে কথা বলার সুযোগ আমার হয়নি। হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই মঠটিকে হরিহর ক্ষেত্র নামে উল্লেখ করেছে দেখেছি।
মঠটি এখনো বেশ ভালো অবস্থাতেই আছে। পরিত্যক্ত নয় সেটিতো আগেই বলেছি। বেশ মজবুত করে পুরনো দিনের সেই ঐতিহ্যবাহী পোড়ামাটির লাল ইটা আর চুন-সুড়কি দিয়ে নির্মাণ করা হয়েছিলো এই বিশাল মঠটিকে। মঠটির উচ্চতা অনুমান করি ৭০-৭৫ ফুট হবে। অষ্টভূজাকৃতির বিশাল এই মঠটিতে তেমন কোনো কারুকাজ না থাকলেও তিন ধাপে খিলানা দরজার কাজ রয়েছে। চূড়াটি ক্রমশ সুরু হয়ে উপরে উঠে গিয়ে শীর্ষে দুটি কলস রয়েছে। নিচের কলসটি উপরের কলসের তুলনায় অপেক্ষাকৃত বড়। কলসের তলায় পদ্মপাপড়ির কাজ ছিলো। কলসের উপরে একটি ত্রিশুল দণ্ড রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য : প্রাচীন বলতে এখানে প্রচীন যুগকে বুঝানো হয়নি। প্রচীন বলতে এখানে বুঝানো হয়েছে -
অতীত, অতীতকালীন, আগেকার, কালজীর্ণ, জীর্ণ, দীর্ঘকাল ধরে বর্তমান, পুরাতন, পুরান, পুরানো, পূর্বকালীন, প্রত্ন, প্রাক্তন, বয়স্ক, বয়োবৃদ্ধ, বর্ষীয়ান, বহুকালের, বহুকেলে, বহুযুগ আগেকার, বার্ধক্যগ্রস্ত, বিগতকালের, মান্ধাতার আমলের, সাবেক, সাবেকী, সেকেলে, স্মরণাতীত, স্মরণাতীত কালের ইত্যাদি। আর মঠ বলতে স্মৃতি-মন্দির বুঝানো হয়েছে।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
অবস্থান : সেনপাড়া, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°41'57.3"N 90°38'07.2"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/T9dLuKXYYNzQbivR9
তথ্য সূত্র : বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া, অন্তর্জাল।
বর্ণনা : নিজ
=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৪
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
=================================================================
১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময়ের সাথে বিদ্রহ করে দাঁড়িয়ে থাকা অতীত!!
২| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৯
সোনাগাজী বলেছেন:
এগুলো তো কোন মৃত ব্যক্তির স্মৃতিরক্ষার জন্য করা হতো, আপনি গ্রামের মানুষ থেকে এগুলো কোন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলেন?
১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনিও কি পোস্ট না পড়েই, শুধু ছবি দেখে মন্তব্য করছেন ইদানিং?
সোনাগাজী বলেছেন: এগুলো তো কোন মৃত ব্যক্তির স্মৃতিরক্ষার জন্য করা হতো
- পোস্টেই লিখে দিয়েছি
মূলত আদিতে সম্ভ্রান্ত, অভিজাত, মর্যাদাশালী, কুলীন, ধনী কোন হিন্দু ব্যক্তি মারা গেলে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতি-মন্দির গুলি তৈরি করা হতো। এই স্মৃতি-মন্দিরগুলি কালক্রমে এই বাংলায় মঠ নামে পরিচিতি পেয়ে গেছে।
সোনাগাজী বলেছেন: আপনি গ্রামের মানুষ থেকে এগুলো কোন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলেন?
- পোস্টেই লিখে দিয়েছি
দুঃখজনক হলেও সত্যি এই মঠটি সম্পর্কে কোনো কিছুই জানতে পারা যায় না। এই মঠটির নির্মাতা সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কে কবে কার স্মৃতির উদ্দেশ্যে এই মঠটি নির্মাণ করেছিলো তার কোনো তথ্যই আমি পাই নি। তবে আমার মনে হয় মঠের শিব মন্দিরের পূজারীর সাথে কথা বলা গেলে কিছু তথ্য হয়তো জানা যেতেও পারে। তার সাথে কথা বলার সুযোগ আমার হয়নি। হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই মঠটিকে হরিহর ক্ষেত্র নামে উল্লেখ করেছে দেখেছি।
৩| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৬
কামাল৮০ বলেছেন: সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন অংশের মন্দির বিভিন্ন রকম।আমাদের শিয়া সুন্নি কাদিয়ানীদের মতো।যে কোন একজন হিন্দু পন্ডিতের কাছে জানতে চাইলে সে বলে দেবে, এটা হিন্দুদের কোন অংশের মন্দির।এরা গেরুয়া কাপড় পড়ে।ইস্কন হতে পারে।আমি নিশ্চিত না।
১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- কোনো একটি পুরনো স্থাপনা দেখে সেটি কোন সময় কার নির্মাণ করেছিলো তার একটি মোটামুটি ভালো ধারনা দিতে পারেন এমন লোক আছেন হেরিটেজ গ্রুপে প্রচুর। তবে আমি এইসব বুঝে উঠিনা। ইতিহাসের চেয়ে স্থাপনা আমাকে টানে বেশী।
৪| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: আপনার আশ্রমে মঠ নির্মান করার পরিকল্পনা আছে?
১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার গুরুর মতো পোস্ট না পড়ে মন্তব্য করা আপনারও আয়ত্ত হয়ে গেছে?
৫| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৭
শেরজা তপন বলেছেন: আমাদের ওখানে বিরাট এক মাঠের মধ্যে জঙ্গল ঘেরা মঠ ছিল। দূর থেকে দেখতাম শুধু কাছে যেতে ভয় পেতাম!
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোথায়? এখনো আছে?
৬| ১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:- আপনার গুরুর মতো পোস্ট না পড়ে মন্তব্য করা আপনারও আয়ত্ত হয়ে গেছে?
ভাত রান্না করলে গেলে সব ভাত টিপে দেখার দরকার আছে?
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- রান্না ঘরের বিদ্যা সব ক্ষেত্যেই ব্যবহার করার সূত্র আবিষ্কার করায় আপনাকে অভিনন্দন।
৭| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
শেরজা তপন বলেছেন: রাজবাড়ি- এখনো আছে কিনা জানিনা
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হুম, সঠিক লোকেশন থাকলে খোঁজ করে দেখতে যাওয়া যেতো।
৮| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৪
মুজাহিদুর রহমান বলেছেন: সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামে ১০/১২ বছর আগে একটি পরিত্যক্ত মঠ দেখেছিলাম। এখনও আছে কি না জানিনা।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে তথ্যটি শেয়ার করার জন্য। বিরুলিয়ার দিকে গেলে অবশ্যই খোঁজ করে দেখবো আমি পাই কিনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৫
অপ্সরা বলেছেন: মঠ যেন এক রহস্য
সকল সময়ই তাকে রহস্যময়ী মনে হয় .......