নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি - ২৪

১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৩

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। সেখান থেকে ৫টি ছবি রইলো।



১ : ম্যাকাও

Common Name : Macaw, Blue and yellow Macaw, Blue and gold Macaw
Binomial name : Ara ararauna
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১৪ ইং




২ : ম্যাকাও

Common Name : Red and Green Macaw, Green-winged macaw
Binomial name : Ara chloropterus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১৪ ইং




৩ : সাদা লাভবার্ড (সম্ভবতো)

Common Name : Albino Lutino Lovebird
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১৪ ইং





৪। নীল টিয়া

Common Name : Blue Indian Ringneck Parakeet Parrot
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১৪ ইং




৫। ধূসর তোতা

Common Name : Grey parrot, Congo grey parrot, Congo African grey parrot or African grey parrot
Binomial name : Psittacus erithacus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০১/২০১৪ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১, পাক-পাখালি - ০২, পাক-পাখালি - ০৩, পাক-পাখালি - ০৪, পাক-পাখালি - ০৫
পাক-পাখালি - ০৬, পাক-পাখালি - ০৭, পাক-পাখালি - ০৮, পাক-পাখালি - ০৯পাক-পাখালি - ১০
পাক-পাখালি - ১১, পাক-পাখালি - ১২, পাক-পাখালি - ১৩, পাক-পাখালি - ১৪, পাক-পাখালি - ১৫
পাক-পাখালি - ১৬, পাক-পাখালি - ১৭, পাক-পাখালি - ১৮, পাক-পাখালি - ১৯, পাক-পাখালি - ২০
পাক-পাখালি - ২১, পাক-পাখালি - ২২, পাক-পাখালি - ২৩
=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: গাজিপুরের সাফারি পার্কে গিয়েছিলাম অনেক আগে । ২০১৫ সালের দিকে । পাখির ভেতরে ময়ুরের পাখনা মেলাটা সব থেকে সুন্দর ছিল ।

প্রজাপতির একটা ঘর ছিল সেখানে । ওখানে কি গিয়েছিলেন ?

১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি গাজিপুরের সাফারি পার্কে প্রথম গেছি ২০১৪তে পরে আরো একবার গিয়েছিলাম।
- প্রজাপতির ঘরে ঢুকিনি।

২| ১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: মেকাও পাখিটার চাহিদা দিন দিন বাড়ছে ধনীদের কাছে।

১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পোস্টে প্রায় প্রতিটি পাখিই দামী। এগুলি সৌখিন পাখালদের স্বপ্নের পাখি।

৩| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৩

জুল ভার্ন বলেছেন: পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ম্যাকাও আছে। হাতীরপোলে আমার বন্ধু ডক্টর ওয়াদুদ এর সংগ্রহে অনেক প্রকার ম্যাকাও আছে। আরও আছে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ এবং প্রাণী।

১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বলেছেন, নানান প্রজাতির ম্যাকাও আছে। এই পোস্টেই আমি ২ রকের ম্যাকাও এর ছবি দিয়েছি।

৪| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:


আপনার বাসায় পাখী পোষা হয়?

১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অতি কমন ও স্বল্প মূল্যের ঘুঘু ও বাজরি আছে।

৫| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৩

কামাল৮০ বলেছেন: আমাদের বাসায় বহুদিন থেকে পাখি থাকে।ঢাকায় থাকতে ছিল এখানে এসেও রাখি।লাভবার্ড আমার প্রিয় পাখি।আমার স্ত্রী পশু পাখি দুই চোখে দেখতে পারে না,তার প্রিয় ফুল গাছ ও বাগান।সারাদিন বাগান নিয়ে থাকে।

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোষা পাখি আমার অপছন্দ নয়। ফুল গাছ আর বাগানও পছন্দ।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৭

অপ্‌সরা বলেছেন: পাখিরা যে কত সুন্দর হতে পারে!!!!!

মাছেরাও অনেক সুন্দর!

এমন কি সাপেরাও....

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
সাপেরাও সুন্দর, তবে ভয়ঙ্কর সুন্দর।

৭| ১৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন, " অতি কমন ও স্বল্প মূল্যের ঘুঘু ও বাজরি আছে। "

-সেগুলো যদি উড়তে পারে, তাদেরকে ছেড়ে দিয়েন।

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বুঝা গেলো পোষা পাখি সম্পর্কে আপনার ধারনা অতি অল্পো। এদের ছেড়ে দেয়া মানে মৃত্যুর মুখে ফেলে দেয়া।

৮| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৮

কালো যাদুকর বলেছেন: তোতা আর টিয়ার মূল পার্থক্য কি?


হ্যা ওটা লাভ বার্ড ই।

ছবি গুলো মনোহর।া

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: - আমি পাখি সম্পর্কে খুব ভালো জানি না।
- parrots দের ৮৬টি গণে এবং ৩৭২টি প্রজাতিতে বিন্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে সবুজ টিকে আমরা টিয়া বলি। আর বাকি অন্য অনেককেই তোতা বলা হয়। এরচেয়ে ভালো বা বেশী কিঠু বলা আমার পক্ষে সম্ভব নয়।

৯| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের কাঁচা মরিচের ক্ষেতে টিয়া পাখি নেমে আসে। টিয়া পাখির মজার একটি খাবার কাাঁচা মরিচ।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওরা যতটুকু খায় তারচেয়ে অনেক অনেক বেশী নষ্ট করে। ওদের খাবারের নিয়মটাই আলাদা।

১০| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লাভবার্ড ভয় পেলে ডিম দেয়না।

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি কিছুদিন পেলেছি। ওদের খুবই নিরিবিলি পরিবেশ পছন্দ।

১১| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪১

শেরজা তপন বলেছেন: ধুসর তোতা সবচেয়ে বুদ্ধিমান পাখি ( সম্ভবত)।

সাদা লাভবার্ড দেখা হয় নাই। সাফারি পার্কে গিয়েছিলাম ২০০৮ সালে।

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, ধুসর তোতা খুবই বুদ্ধামন পাখি।
- আমি দুবার গেছি সাফারি পার্কে।

১২| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: সাধারনভাবে শুধু টিয়া ছাড়া বাকী একটাকেও আগে দেখেছি বলে হয়না ( হয়ত দেখেছি তবে কোন খাচায় কিংবা নিউমার্কেটে)।

লাভবার্ড টি আসলেই লাভেবল বার্ড ( বড়ই সৌন্দর্য) তবে বাকীগুলোও সুন্দর।

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৩| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,



খবরটা জানিয়ে রাখি - আপনার পোস্টের সব ছবি আমি এখন ডেক্সটপে দেখতে পাচ্ছি। এমন কি পুরোনো সব পোস্টের ছবি্ও আগের মতই দেখছি।

প্রকৃতি যে কতো অভিনবত্ব দিয়ে দৃষ্টিনন্দন সুন্দরতায় সাজিয়ে রেখেছে এই মাটির পৃথিবীটাকে!!!!!!

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি দেখতে পাচ্ছেন জেনে খুশী হলাম। কিন্তু এতোদিন সমস্যা কেনো হচ্ছিলো সেটি কি ধরতে পরেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.