নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ১২

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৫


ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।

== ২ ==
বিচ বাইকার

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং



== ৩ ==
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
----- তপু -----


ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং




== ৪ ==
ফটোহান্টার

ছবি তোলার স্থান : লাবনী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৯/২০২০ ইং



== ৫ ==
পাথুরে সৈকত

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯, সমূদ্র-সৈকতে - ১০
সমূদ্র-সৈকতে - ১১
=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন চালু হবে শুনেছি। কাজ নাকি অনেক দূর এগিয়েছে।

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে অনেকদূর এগিয়েছে কাজ। এবার ভাড়াটা একটু রিজেনেবল রাখলেই হয়।

২| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছবি! +

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১:০৭

কামাল৮০ বলেছেন: অনেক আগে গিয়েছি ।ভুলেই গেছি কবে।একজন মেডিকেলে ভর্তি হয়েছিল তাকে রাখতে গিয়েছিলাম।দুই মাস পরে দেখি সে ফিরে আসছে।মাদ্রাজ আই আই টিতে স্কলারশিপ পেয়ে চলে গেলো মাদ্রাজ।আবার রাখতে গেলাম মাদ্রাস।ঘুরতে যাবার জন্য একবারও যাই নাই।
মাদ্রাজ অনেক দিন থাকতে হয়েছিল।হোস্টেল থেকে ক্যাম্পাস বেশ দুর । দুটিই বাউন্ডারির ভিতর।সাইকেল কিনে চড়া শিখিয়ে তার পর ফিরে আসা।এ ভাবেই আমার ঘুরা ঘুরি।

২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি দেখার জন্য বেড়াই, বেড়াবার জন্যই ঘুরি। কর্মমুক্ত মানুষ আমি তাই কাজের জন্য খুব একটা কোথায় যাওয়ার প্রয়োজন পরে না।

৪| ২৪ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:



লবন পানিতে গোসল করেছিলেন?

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৪০০ কিলোমিটা ছুটে গিয়েছি কি এমনি এমনি!!

৫| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৬

অপ্‌সরা বলেছেন: সমুদ্র সৈকতে বাইক টাইক বা যান্ত্রিক গম গম ভন ভন ভালো লাগে না কিন্তু এটাই এখন মানুষের ফান করার উপকরণ!:(

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মানুষের স্বভাব হচ্ছে উলটা কিছু করা। যেখানে যা আছে তার বিপরিত কিছু করা। সব কিছুতে আধুনিকতা-যিত্রিকতা নিয়ে আসা।

৬| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: সাগর সৈকতে জলের আছড়ে পড়ার শব্দই শুনতে ভালো লাগে, কোন যান্ত্রিক শব্দ নয়। তাই উপরের মন্তব্যটির সাথে আমি পুরোপুরি একমত।
পোস্টের প্রথম এবং শেষ ছবিদুটো ভালো লেগেছে। + +
ছবিদুটোর নৈসর্গিক আবেদন মনে রেখাপাত করে।

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও আপনাদের দুজনের সাথেই্ একমত।
- দুটি ছবি ভালো হয়েছে জেনে আনন্দিত হলাম।
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৭| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর। স্বপরিবারে গিয়েছিলেন কি?

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী স্বপরিবারে গিয়েছিলাম।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন চালু হবে শুনেছি। কাজ নাকি অনেক দূর এগিয়েছে।

- রেল স্টেশনের যে ডিজাইন দেখলাম তা সত্যি সুন্দর। উন্নত বিশ্বের মতো। আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে দক্ষীন চট্টগ্রামে রেল লাইন শেষ। ওখান থেকেই শুরু হচ্ছে কক্স বাজার রেল লাইন। খুব দারুণ হবে ট্রেন হলে।

২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রচন্ড দ্রুতগতীর ট্রেন চলার কথা আছে এই পথে।

৯| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব দীর্ঘদিন ধরে দূরে কোথাও যাচ্ছি না। তাই মন মিজাজ ভালো নেই। সমুদ্র অথবা পাহাড়ে না গেলে অস্থিরতা কাটবে না।

২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি খাঁচা তৈরি করছি, বন্দী হওয়ার জন্য।

১০| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন:

কক্সবাজার রেলস্টেশন এর থ্রি ডি।

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.