নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলি। এই জমিদার বাড়িগুলি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।

নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো এখানে।


জ্যোতি বসুর পৈতৃক বাড়ি

জ্যোতি বসুর পৈতৃক বাড়িটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের বারদী গ্রামের চৌধুরী পাড়ায় অবস্থিত। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে মাত্র ৯০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে ১০ মিনিটের হাঁটা দূরুত্বে বাড়িটির অবস্থান। লোকজনকে জিজ্ঞাসা করলে প্রায় সকলেই দেখিয়ে দিবে।

জ্যোতি বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি সিপিআই (এম) দলের সদস্য ছিলেন। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু পরিবারের আদিনিবাস ছিল বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে।




জ্যোতি বসুর জন্ম কলকাতায় হলেও, বারদীর চৌধুরী পাড়ায় কেটেছে তার শৈশবের অনেকটা সময়।
জ্যোতি বসুদের এই বাড়িটি মূলত তার নানার ছিল। জ্যোতি বসুর নানা শরৎ চন্দ্র দাস ও নানী খিরদা সুন্দরীর একমাত্র সন্তান ছিলেন জ্যোতি বসুর মা হেমলতা বসু। বাবা-মার সূত্রে এই বাড়ির মালিক হন হেমলতা বসু। ডাক্তার নিশিকান্ত বসুর সঙ্গে হেমলতা বসুর বিয়ে হয়। বিয়ের সূত্রে স্ত্রীর সুবাদে এই বাড়ির মালিক হন জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু।






২ একর ৪ শতাংশ জমির এক কোনে ছোটো ও সুন্দর এই দ্বিতল ভবন নির্মাণ করানো হয় ১৯২২ সালে। ভবনের এক পাশে একটি লেখা থেকে জানা যায় জ্যোতি বসুর বাবা মা এই বাড়িটি ১৩২৯ বাংলা সালের ১৩ অগ্রহায়ণ পাঁচু ওস্তাগারকে দিয়ে তৈরি করিয়েছিলেন।


ভবনের নিচ তলায় রয়েছে দুটি শোবার ঘর, একটি বৈঠকখানা ও দ্বিতীয় তলায় রয়েছে দুটি শোবার ঘর এবং প্রবেশ পথের উপরে একটি বারান্দা।







নিচের ছবিটিতে যাদের দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথেই ছিলাম এই ভ্রমণে। উনাদের মাঝে একজন ছিলেন পাঁচু ওস্তাগারের নাতি বা নাতির ছেলে। আমাদের টিমলিডার তার সাথে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এতো বছর পরে এখন আর মনে করতে পারছিনা তিনি কোন জন, তার নামও মনে নেই।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু ১৯৮৭ সালের ২০ জানুয়ারি এবং ১৯৯৭ সালের ১১ নভেম্বর তার স্ত্রী-সন্তান-পরিজন সঙ্গে নিয়ে বারদীতে তার পৈতৃক বাড়িটি দেখতে আসেন।

১৯৯৯ সালে বাংলাদেশ সফরের সময় জ্যোতি বসু তার এই পৈতৃক বাড়িটি পাঠাগারে রূপান্তরিত করার ইচ্ছা ব্যক্ত করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে ভবনটির পাশেই একটি পাঠাগার ও সুবিশাল সেমিনার হল তৈরি করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পুরাকীর্তি বিভাগের তত্ত্বাবধানে বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করা হয়।

ছোটবেলায় জ্যোতি বসু তার পৈতৃক বাড়িতে থাকাকালীন তার দেখাশোনা করতেন আয়াতুন নেছা নামে এক মহিলা। পরবর্তী সময়ে বাড়িটির দেখাশোনার দায়িত্ব পান আয়াতুন নেছা ও তার ছেলে হাবিবুল্লা। বর্তমানে বাড়িটি দেখাশোনা করছেন আয়াতুন নেছার নাতি ইউসুফ আলী ও ফকির মাহামুদ। বাড়ির পিছনের দিকের দরজা তারা ব্যবহার করেন এখন।




ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
অবস্থান : চৌধুরী পাড়া, বারদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°42'03.2"N 90°38'20.4"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/FJ5HHTDM2fZAT7GcA
তথ্য সূত্র ও বর্ণনা : বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, উইকিপিডিয়া, নিজ।
ছবি : নিজ।

=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ



মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৪

বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩

মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০২ : সেনপাড়া মঠ
=================================================================

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



লাইব্রেরীটার ছবি থাকলে দেন।

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: গুগল ম্যাপে ক্লিক করলেই ছবিটি দেখতে পাবেন।

২| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

পেঁংকু বঁগ বলেছেন: :)

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: :P

৩| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

আরইউ বলেছেন:


কে কী মন্তব্য করেছে দেখতে এলাম।

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনারটা বাদে মন্তব্য মাত্র ২ খানা হইছে। যার মধ্যে একটা বাদ দিতে পারেন।

৪| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

আরইউ বলেছেন:



আমার মন্তব্যের জবাব দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দ্বিতীয় বার পোস্টে আসার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।

৫| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

জগতারন বলেছেন:
নূর মোহাম্মদ, নূরু ভাইকে অনেক দিন যাবত ব্লগে পাচ্ছি না।
সে কোথায় কী অবস্থায় আছে আপনি জানেন ?

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নূর মোহাম্মদ, নূরু ভাই কেমন আছে কোথায় আছে আমার ঠিক জানা নেই। অনেকিদ যাবত তাকে উনাকে ব্লগে অনুপুস্থিত দেখছি আমিও।

৬| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



লাইব্রেরীতে লোকজন দেখেছিলেন?

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি লাইব্রেরীর ভিতরে যাই নি। খুব একটা লোকজন চোখে পড়েনি। তবে সেখানে পড়ুয়ার চেয়ে দর্শনার্থীর আনাগোনাই বেশী হওয়ার কথা।

৭| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

আরইউ বলেছেন:



আসলে আমি চাইছি বড় ব্লগারদের মত আমারও অনেক মন্তব্য থাক। তাই ভাবছি যত সম্ভব মন্তব্য করবো।

ছবির ফ্রেমিং সুন্দর হয়েছে। পেছনের আকাশের রঙটা যদি ঠিকঠাক আসতো!

যেহেতু আলি আর মাহমুদ সাহেব বাড়ির "দেখাশুনা" করেন, ধরে নিচ্ছি বাড়ির মালিকানা এখনো বসু সাহেবদের। নাকি এটা সরকারী সম্পত্তি?

ভালো থাকুন, জলদস্যু।

৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনিতো এমনিতেই বড় ব্লগার!! মন্তব্য বেশী বেশী করাটা অতি উত্তম কাজ, চলিয়ে যান। ;)
- স্থাপনার ছবি তোলার সময় আমি আকাশের রংটা কিছুতেই ঠিক রাখতে পারি না।
- জমির মালিকানা এখন সরকারের না বসুদের তা আমার জানা নেই।
- অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য আবারও।

৮| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:


ব্লগার আরইউ 'কে আপনি তোষামোদ করছেন, ৭ বছরে উনি ৬টি পোষ্ট দিয়েছেন; উনি কি করে ভালো বা বড় ব্লগার হতে পারেন? উনার লেখার মান নীচু ও উনার মন্তব্যগুলো গরুর রচনার মতো বড় ও অর্থহীন ক্যাচাল।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার মতো মহামতি বড় ব্লগার যার সাথে রেসারেসি করেন সেতো অবশ্যই অকশ্যই বড় ব্লগার!! ভালো ব্লগার কিনা তার বিচারক আমি নই।
- আমি তোষামদি করছি না। আপনাদের জ্ঞান ধার করে বলেছি উনি বড় ব্লগার। কারণ আপনারই বার বার নানান ভাবে বলে চলেছেন আরইউ অন্য একজন বড় ব্লগারের মাল্টিনিক। আপনি মাঝে মাঝেই ডাবলস্টান্ড নেন গুরু!! আপনি বললে সহি, অন্যে বললেই মহাভারত অসুদ্ধ হয়ে যাবে। এমনটা ঠিকনা গুরজী।

৯| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে বাড়িটি দেখে এসেছি। ধন্যবাদ বিস্তারিত বর্ননা করার জন্য।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দুই একদিন মধ্যেই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের বিষয়ে পোস্ট করবো।

১০| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি সহজ অংক দেখেন, ৭ বছরে ৬টি পোষ্ট; কমেন্ট গরুর রনার মতো বড় ও ক্যাচাল।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সহজ অংকটি আপনি কেনো না বুঝার ভান করছেন? আপনারই বলছেন আরইউ অন্য একজন বড় ব্লগারের মাল্টিনিক।
- আরইউ কয়টি পোস্ট করেছেন, মন্তব্যে কিসের রচনা লিখছেন সেগুলির জিসাব আপনি রাখনে। আমার প্রয়োজন নেই।
- চোখ চেয়ে দেখেন আমার পোস্টে উনি কিসের রচনা লিখেছেন?

১১| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২২

জুল ভার্ন বলেছেন: জ্যোতি বসুর পৈত্রিক বাড়িটি দেখেছি। অল্প পরিসরে বর্ণনা ভালো হয়েছে। +

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বুঝা যাচ্ছে ব্লগের অনেকেই বাড়িটি দেখেন। বিষয়টি বেশ আনন্দের।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৯

নেওয়াজ আলি বলেছেন: একবার পিকনিকে গিয়ে ছিলাম সোনারগাঁ। আর কোনো দিন যাওয়া হয়নি এই পর্যন্ত ।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি সোনারগাঁ বেশ কয়েকবার গেছি।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বাড়িটা সুন্দর আছে। সুন্দর পোস্ট।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৪| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৩

কাছের-মানুষ বলেছেন: বাড়িটি সুন্দর। বাড়িটিতে কি এখন কেউ থাকে? আয়াতুন নেছার নাতিরা বাড়িটি দেখাশুনার বিনিময়ে কি কিছু মাল পানি পায়?

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আয়াতুন নেছার নাতিরা বাড়িটি দেখাশুনার বিনিময়ে সেখানে থাকার সুযোগ পেয়েছে।

১৫| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৭

আরইউ বলেছেন:




আপনি লিখেছেনঃ স্থাপনার ছবি তোলার সময় আমি আকাশের রংটা কিছুতেই ঠিক রাখতে পারি না।

ফটোগ্রাফি নিয়ে আমার জানাশোনা বোঝাপড়া নিতান্তই শিশুশ্রেনীর। তারপরও যেটা মনে হচ্ছে আপনি “ফটো ব্রেকেটিং” বা “অটো এক্সপোজার ব্রেকেটিং“ চেষ্টা করে দেখুন (আমি ধরে নিচ্ছি আপনি অপশনটা চেষ্টা করেননি)। ক্যামেরা সেটিং-এ AEB বা AE নামে অপশনটা থাকবে।

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফটোগ্রাফি সম্পর্কে আমি কিছুই জানি না বলতে পারেন।শুধু স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলি। এরপরে AEB বা AE নামে অপশনটা ব্যবহারের চেষ্টা করে দেখবো। অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর এই পরামর্শের জন্য।

১৬| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাড়িটি দেখার ইচ্ছা রইলো।

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সুযোগ হলে অবশ্যই দেখে আসবেন। আশপাশে আরো কিছু যায়গা আছে দেখার মতো, দেগুলিও দেখে আসার চেষ্টা করবেন।

১৭| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: একদিন আপনাকে আমাদের বাড়িটা দেখাতে নিয়ে যাবো। আপনার ভালো লাগবে। বহু পুরোনো বাড়ি। দোতলা।

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পর্যন্ত অন্ততো ৫ থেকে ৬ বার আপনি বলেছেন। প্রতিবারই আমি বলেছি অবশ্যই যাবো। আপনার বাড়ির গুগল ম্যাপের লোকেশন চেয়েছি, ছবি চেয়েছি। কখনোই আপনে সেগুলি দেননি। আবারও বলছি, অবশ্যই যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.