নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : গোয়ালিয়া পালং, রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
পেঁচার দ্বীপ, যদিও দ্বীপ না তবুও নাম তার পেঁচার দ্বীপ। আসলে এটি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং নামক গ্রামে যাবার রাস্তা। ছোট ছোট সবুজে ঘেরা টিলার মাঝ দিয়ে চমৎকার কালো পিচে ঢালা পথ একটি অপরূপ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। অল্প কিছু দিনের মধ্যেই এটি অনেকগুলি নামে পর্যটকদের নিকটে পরিচিতি পেয়ে গেছে। কেউ বলেন পেঁচার দ্বীপ, কেউ বলেন রূপসী গোয়ালিয়া পালং, কেউ বলেন মিনি বান্দরবান।
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ১৮ কিলোমিটার পথ পারি দিয়ে রেজু খাল ব্রিজের উঠার ঠিক আগেই হাতের বামে যে সরু পথটি নেমে গেছে সিটি ধরে অল্প একটি এগিয়ে গেলেই চোখে পরবে এই সবুজ ছোট ছোট পাহাড় ছেদ করে বয়ে যাওয়া আঁকাবাকা পিচ ঢালা পথটি। নৈসর্গিক দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে।
চলন্ত সিএনজি চালিত অটো রিক্সা থেকে মোবাইল ক্যামেরায় ছবি গুলি তুলেছি আমি।
== ২ ==
ছবি তোলার স্থান : গোয়ালিয়া পালং, রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
== ৩ ==
ছবি তোলার স্থান : গোয়ালিয়া পালং, রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
== ৪ ==
ছবি তোলার স্থান : গোয়ালিয়া পালং, রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
== ৫ ==
ছবি তোলার স্থান : গোয়ালিয়া পালং, রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এই পথ যদি না শেষ হয়..... ০১, এই পথ যদি না শেষ হয়..... ০২, এই পথ যদি না শেষ হয়..... ০৩
এই পথ যদি না শেষ হয়..... ০৪, এই পথ যদি না শেষ হয়..... ০৫, এই পথ যদি না শেষ হয়..... ০৬
এই পথ যদি না শেষ হয়..... ০৭, এই পথ যদি না শেষ হয়..... ০৮
=================================================================
৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিযে পাঁচে আটকে আছি ভাইজান। আমার সব সিরিজেই প্রতি পর্বে ৫টি করে ছবি থাকে।
২| ৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২
প্রামানিক বলেছেন: বর্ননা পিকচার চমৎকার
৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে প্রামানিক ভাই।
৩| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৭
সোনাগাজী বলেছেন:
যেই পথ দেখায়েছেন, সেখানে মানুষের বসতি আছে?
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি কি পথের আশপাশে কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছেন?
৪| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৯
সোনাগাজী বলেছেন:
লুলা ভোটে জিতেছে, আপনার কোন রিএ্যাকশন দেখলাম না।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- লুলা কে? কিসের ভোট? এর আগে এই সমস্ত বিষয়ে আমি কোনো রিএ্যাকশন দেখিয়েছি নাকি?
৫| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৮
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: - লুলা কে? কিসের ভোট? এর আগে এই সমস্ত বিষয়ে আমি কোনো রিএ্যাকশন দেখিয়েছি নাকি?
-আপনারা ভাবছেন, ঢাকায় কয়েকটা বাড়ী থাকলেই জীবন চলে যাবে? বিদ্যাবুদ্ধি খাটান, দেশের মানুষ ভালো নেই।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি জানি আমার জীবন কি করে কাটাতে হবে। যেমন আপনি আমরিকায় বসে বিদ্যাবুদ্ধি খাটিয়ে দেশের মানুষকে উদ্ধার করছেন গুরু আমিতো তেমনটা পরবো না। আমরিকায় গিয়ে বসবার করা বিদ্যাবুদ্ধি-অর্থ-সামর্থ আমার নেই। তাই আমিরকায় বসে লুলাদের ভাবনা ভেবে আপনিই দেশের মানুষকে উদ্ধার করুন।
৬| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২২
পুকু বলেছেন: বাঃ দারুন তো ছবি গুলো।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে পোস্টের ছবি গুলি ভালো লাগা জানানোর জন্য।
৭| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: এবার কক্সবাজারে গেলে রামুতে যাওয়ার ইচ্ছে আছে । এই ছোট ছোট পাহাড় ঘেরা পথ গুলো আমার বেশ চমৎকার লাগে ।
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি একবারই রামুতে গেছি। সুন্দর যায়গা, ঘুরে আসুন। শুভকামনা রইলো।
৮| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ১:১৪
Naznin71 বলেছেন: মোবাইল দিয়ে অনেক ভালো ছবি এসেছে। প্রথম ও শেষ ছবি সবচেয়ে ভালো লেগেছে। অসাধারন প্রকৃতি...
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে। ধন্যবাদ মন্তব্য ও মতামত জানানোর জন্য।
৯| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ৭:৪৫
কলাবাগান১ বলেছেন: আজ হ্যালোউইন এর দিনে ওয়াশিংটন ডিসির রাস্তায় আজ হ্যালোউইন এর দিনে ওয়াশিংটন ডিসির রাস্তায়
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঢাকাতে একটু একটু করে শুরু হচ্ছে। আর কয়েকবছর মাত্র অপেক্ষা।
১০| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: রামুতে এখন গেলে আপনি অবাক হয়ে যাবেন। রোহিংগারা রামুর চেহারা বদলে দিয়েছে।
০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- রোহিংগারা আসার পরেই আমি গিয়েছিলাম। এখন নিশ্চয় আরো খারাপ হয়েছে। সবটাই আমাদের দোষ। আমাদের উচিত ছিলো ওদের বিশাল দেয়াল ঘারা যায়গার ভিতরে আটকে রেখে সাহায্য-সহযোগীতা করা।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৫
আরইউ বলেছেন:
মাত্র পাঁচটা ছবিতেতো এমন সৌন্দর্য দেখার স্বাদ মেটেনা, জলদস্যু!