নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেরিটেজ ট্যুর ৩২ : মুন্সিগঞ্জ

১০ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩২


২০১৭ সালের ১৯শে মে ফেইবুক ভিত্তিক হেরিটেজ লাভার গ্রুপ Save the Heritages of Bangladesh এর ৩২তম ট্রিপের সাথে আমি গিয়েছিলাম মুন্সিগঞ্জ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সব পরিচিত-অপরিচিত-অর্ধপরিচিত ঐতিহাসিক স্থাপনা ঘুরে-ঘুরে খুঁজে-খুঁজে বের করে দেখা হচ্ছে গ্রুপটির একটি বিশেষ দিক। ২০১৪ সালের ১লা মে তারিখে গ্রুপটি তাদের প্রথম ডে ট্রিপ শুরু করে। আমি গ্রুপটির সন্ধান পাই তাদের ২৫তম হেরিটেজ ট্যুরে। সেটি ২০১৬ সালের ২৮ অক্টোবরের কথা। মূলত প্রতি মাসের শেষ শুক্রবার গ্রুপটি থেকে ডে ট্রিপের আয়োজন করা হয়। ভোর ৬ টায় ঢাকা থেকে রওনা দিয়ে সারা দিনে নির্দিষ্ট এলাকার পুরনো বাড়ি, দূর্গ, মসজিদ, মন্দির, মঠ, মাজার ইত্যাদি ঘুরে ঘুরে দেখা হয়। হেরিটেজ সম্পর্কে আগ্রহ থাকলে আপনিও যোগ দিতে পারেন Save the Heritages of Bangladesh এর সাথে।

যাইহোক, ৩২তম ট্রিপে গিয়েছিলাম মুন্সিগঞ্জ। সারাদিন ঘুরে ঘুরে মুন্সিগঞ্জের বেশ কয়েকটি পুরনো স্থাপনা দেখেছিলাম। নিচে সেদিনকে দেখা পুরনো স্থাপনা গুলির আমার তোলা ছবি রইলো।

বি.দ্র. : সেদিন ভ্রমণ চলাকালিন সময়ে হঠাত করেই ভালুকজ্বরে আক্রান্ত হয়েছিলাম। তাই ১৩ থেকে ১৫ এবং শেষ স্থাপনাটিতে আমি যেতে পারিনি। ঐকয়টির ছবি বন্ধু ইস্রাফীল তুলেছে। আমি দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে দেখেছি।


০১ : কোটগাঁও শাহী মসজিদ / কোটগাঁও জামে মসজিদ

GPS coordinates : 23°36'16.2"N 90°20'25.3"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/SveVAfQGDpx5tkLi7
ছবি তোলার স্থান : কোটগাঁও, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০২ : তাজপুর মঠ / শান্তি বাবুর মঠ / বাবুর বাড়ি মঠ

GPS coordinates : 23°34'08.7"N 90°22'03.7"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/9JAvKtD51T7CZsuF7
ছবি তোলার স্থান : তাজপুর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০৩ : রাজেন্দ্র বাবুর বাড়ি

GPS coordinates : 23°33'11.9"N 90°22'59.3"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/LbnjuhUp1yRvSXnh8
ছবি তোলার স্থান : ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০৪ : রাজেন্দ্র বাবুর বাড়ি মহাদেব মন্দির

সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/HsJWyuyzb29h1XtP9
ছবি তোলার স্থান : ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০৫ : কিশোরীলাল বোস বাড়ি মন্দির / বোস বাড়ি মন্দির

GPS coordinates : 23°33'11.9"N 90°25'28.1"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/rdytwhHgrz4ENLNW6
ছবি তোলার স্থান : মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০৬ : বুদ্ধদেব বসুদের পারিবারিক আদি বাড়ি

GPS coordinates : 23°33'07.6"N 90°25'31.9"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/NQTsSULcSixwL36s6
ছবি তোলার স্থান : মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০৭ : বুদ্ধদেব বসু বাড়ির মঠ

GPS coordinates : 23°33'07.9"N 90°25'32.7"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/pA55UF1oH9w1qPgv7
ছবি তোলার স্থান : মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং



০৮ : ফেগুনাসার শিব মন্দির

GPS coordinates : 23°33'16.5"N 90°26'14.5"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/LcszMsw6E5Dw9ab16
ছবি তোলার স্থান : সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




০৯ : ফেগুনাসার মঠ

GPS coordinates : 23°32'50.8"N 90°26'12.8"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/wEFihdZSNWMeoVnn6
ছবি তোলার স্থান : সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১০ : আউটশাহী মঠ

GPS coordinates : 23°31'14.3"N 90°26'09.2"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/Rmwu8FoVQbqF4Vwx9
ছবি তোলার স্থান : আউটশাহী, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১১ : আউটশাহী পুরনো বাড়ি বাবুর বাড়ি

GPS coordinates : 23°31'21.2"N 90°26'07.9"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/C6KixNZQVHeBzEcx5
ছবি তোলার স্থান : আউটশাহী, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১২ : আউটশাহী মোঘল মসজিদ

GPS coordinates : 23°31'14.6"N 90°26'32.2"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/YAzhLRTB1JdCs1P59
ছবি তোলার স্থান : আউটশাহী, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১৩ : শিবু গুপ্ত বাড়ি

GPS coordinates : 23°31'24.8"N 90°26'36.6"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে :
ছবি তোলার স্থান : আউটশাহী, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১৪ : শিবু গুপ্ত বাড়ি মন্দির


GPS coordinates : 23°31'24.8"N 90°26'36.6"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/3asttdxZ1tLBpsiJ8
ছবি তোলার স্থান : আউটশাহী, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১৫ : লেবু বাবুর বাড়ি

GPS coordinates : 23°28'04.9"N 90°20'55.1"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/VxHvLYWr1XsqfYmt8
ছবি তোলার স্থান : বেজগাঁও, লৌহজং, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১৬ ও ১৭ : নন্দলাল স্মৃতি মন্দির ও যশোদালাল স্মৃতি মন্দির

GPS coordinates : 23°30'47.6"N 90°13'08.9"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/YQEiVMhipuscUVBA8
ছবি তোলার স্থান : ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




১৮ : ভাগ্যকুল জমিদার বাড়ি

GPS coordinates : 23°30'49.4"N 90°13'12.5"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/A3ngpM1Q5D6DiQtj7
ছবি তোলার স্থান : ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং





১৯ : ভাগ্যকুল জমিদার বাড়ি

GPS coordinates : 23°30'48.4"N 90°13'15.4"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/16Ggkega1P8fUU767
ছবি তোলার স্থান : ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২০ : ভাগ্যকুল জমিদার বাড়ি

GPS coordinates : 23°30'45.5"N 90°13'13.3"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/EobfpaJXVqFdADGi9
ছবি তোলার স্থান : ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২১ : যদুনাথ রায়ের জমিদার বাড়ি ১নং ভবন

GPS coordinates : 23°31'50.0"N 90°13'13.9"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/9vji6cKiFq6MZJXB8
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২২ : যদুনাথ রায়ের জমিদার বাড়ি ২নং ভবন

GPS coordinates : 23°31'50.1"N 90°13'12.7"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/Jw5FvMeHqPxSK3cu7
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৩ : নবকুঠি বা গদিঘর

GPS coordinates : 23°31'48.8"N 90°13'14.2"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/Zzup7Cgw6NWF8wW28
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৪ : শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির

GPS coordinates : 23°31'48.3"N 90°13'11.7"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/iiZyJzvbszkPEV8D9
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৫ : শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউ মন্দির

GPS coordinates : 23°31'48.7"N 90°13'12.5"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/1uwL5BdfiSZjjvkw8
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৬ : বায়োস্কোপ ঘর

GPS coordinates : 23°31'47.7"N 90°13'11.7"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/GjnY7RGZqdUAWPAJ9
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৭ : কাচারি ঘর

GPS coordinates : 23°31'47.4"N 90°13'11.3"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : 0
ছবি তোলার স্থান : উত্তর বালাসুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৮ : মাইজ পাড়া ভাঙ্গা মঠ

GPS coordinates : 23°31'25.4"N 90°15'06.6"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/aozkuC84m23UqsZB6
ছবি তোলার স্থান : মাইজ পাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




২৯ : মাইজ পাড়া মঠ

GPS coordinates : 23°31'35.3"N 90°15'00.3"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/sYrK6pVqLTmh3n1X8
ছবি তোলার স্থান : মাইজ পাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং




৩০ : মাইজ পাড়া বাবুর বাড়ি

GPS coordinates : 23°31'34.7"N 90°14'54.2"E
সরাসরি গুগল ম্যাপে দেখতে : https://goo.gl/maps/BZFY3eTGGevu8ibW9
ছবি তোলার স্থান : মাইজ পাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ১৯/০৫/২০১৭ ইং





=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ



মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৪

বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩

মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০২ : সেনপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০৩ : আমিনপুর মঠ ও ঠাকুরবাড়ি মঠ
=================================================================

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৪

জগতারন বলেছেন:
প্রবাস থেকে আপনার পোস্টগুলো আই-ফোনে ঠিক মতো পাই না।
আপনার পোষ্টে এ সমস্যা আমি সবসময়ই পাই, এর কারন কি?
এর জন্য যখন আমি আমার ডেক্সে বা অফিসে থাকি না
তখন আপনার পোষ্টের সাথে সামিল হতে বিগ্নিত হয়।
আই-ফোন-এর পর্দা হাত দিয়ে সাজিয়ে নিলে আপনার পোষ্ট
খন্ড সময়ের জন্য পড়তে পারি।
আবার পরের ধাপে আবার ফোনের পর্দা বেসামাল হয়ে যায় ।
কিন্তু Computer থেকে সবসময়ই ঠিক-ঠাকই পাই।
এর কারন কি ?
যদি জানেন জানাবেন ।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুবই দুঃখজনক কথা। এমনটা হওয়ার কারণ আমি সঠিক বলতে পারবোনা। তবে ছবির কারণে এমন হয়তো হতে পারে। আমার মাথায়তো আর কোনো কারণ ঢুকছে না।
সরি ভাইজান।

২| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: ওরে বাব্বা কত্তো ছবি 8-|

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টে ছবি কম (৫টি) দেয়ার বদনাম আছে আমার। বদনাম কাটানোর জন্য এই চেষ্টা.................. ভাবলে ভুল করবেন। আসলে ঐ এক সফরে যাযা দেখেছি সব কিছুর একটি করে ছবি দিয়েছি। তাই ছবি এতো বেশী হয়ে গেছে।

৩| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: আজকে দেখি অনেক গুলো ছবি দিয়েছেন । আমার নিজের এলাকা অথচ আমি কোন দিন এই স্থানে যাই নি । এই সিরাজদিখান ইছাপুরা হচ্ছে আমার নানার বাড়ি অন্য দিকে বালিগাওয়ের পাশের গ্রাম হচ্ছে আমার দাদাবাড়ি । টঙ্গিবাড়ি হচ্ছে ফুফাবাড়ি । এইবার দাদাবাড়ি গেলে এই স্থান গুলো ঘুরে আসতে হবে দেখছি ।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টে ছবি কম (৫টি) দেয়ার বদনাম আছে আমার। বদনাম কাটানোর জন্য এই চেষ্টা.................. ভাবলে ভুল করবেন। আসলে ঐ এক সফরে যাযা দেখেছি সব কিছুর একটি করে ছবি দিয়েছি। তাই ছবি এতো বেশী হয়ে গেছে।

- কথায় আছে মক্কার মানুষ হজ্ব পায় না। অনেকটা সেই করম। আমরা নিজেদের আশপাশের জিনিসের খুব একটা খবর রাখি না। দূরে বেড়াতে যেতে ভালোবাসি। তাছাড়া এগুলির প্রতি বিশেষ আগ্রহ না থাকলে খোঁজ পাওয়াটাও দুষ্কর।
- এরপরে ঐএলাকায় গেলে সময় সুযোগ করে দেখে নিবেন। পরে হয়তো দেখবেন কোন কোনটি নাই হয়ে গেছে।

৪| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৮

জগতারন বলেছেন:
লেখক বলেছেন:
- খুবই দুঃখজনক কথা। এমনটা হওয়ার কারণ আমি সঠিক বলতে পারবোনা। তবে ছবির কারণে এমন হয়তো হতে পারে। আমার মাথায়তো আর কোনো কারণ ঢুকছে না।
সরি ভাইজান।


অন্য আর কারও পোষ্টে আমার এ সমস্যা হয় না।
শুধু আপনার পোষ্টেই আমার এ সমস্যা হয়।
পোষ্ট লিখতে, ছবি দিতে আপনি কী ফন্ট ব্যাবহার করে থাকেন ?
আমার মনে হয় এই ফন্ট ব্যাবহারে ইহা হতে পারে।
কিন্তু অন্য কারও পোষ্টে আমার এ সমস্যা হয় না।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি অভ্রতে সোলাইমান লিপি ব্যবহার করে লিখি।

৫| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৭

জগতারন বলেছেন:
আজকে আপনার এই পোষ্টে যত ছবি দিয়েছেন;
সত্যি করে বলেনতো'
-এর সবজায়গায় কি আপনি স্বশরীরে দর্শন দিয়েছিলেন ?

পোষ্ট অত্যান্ত ভালো ও শিক্ষামূলক হয়েছে।
লাইক দিলাম।

.।.।.।
(এ বার কিন্তু কম্পিউটার থেকে লিখছি।
আগের মন্তব্যটি আমি আই-ফোন থেকে করেছিলাম।)

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টের প্রথম ছবির ঠিক আগেই লিখেছি-
বি.দ্র. : সেদিন ভ্রমণ চলাকালিন সময়ে হঠাত করেই ভালুকজ্বরে আক্রান্ত হয়েছিলাম। তাই ১৩ থেকে ১৫ এবং শেষ স্থাপনাটিতে আমি যেতে পারিনি। ঐকয়টির ছবি বন্ধু ইস্রাফীল তুলেছে। আমি দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে দেখেছি।
একটু লখ্য করলেই দেখতে পাবেন সেই ছবিগুলিতে বাম পাশের কোনায় মরুভূমির জলদস্যু লেখা নেই।
মিস হওয়া ৪টি স্থাপনার মধ্যে ১৫ নাম্বারের লেবু বাবুর বাড়িটি আমি পরে গিয়ে দেখে এসেছি। বাকি ৩টি এখনো দেখার সুযোগ হয়নি।

- পোস্টে লাইক দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৮

সোনাগাজী বলেছেন:



বিশ্বের নতুন নতুন সুন্দর সুন্দর অট্টালিকা দেখার সময় পাচ্ছি না; আপনি দুনিয়ার ভুতপেত্নীর বাসভবনের ছবি দিচ্ছেন!

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিশ্বের নতুন নতুন সুন্দর সুন্দর অট্টালিকা দেখতে আপনাকে বাঁধা দিচ্ছে কে? ভুতপেত্নী?

৭| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ঐতিহাসিক সব স্থাপনা।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য গোফরান ভাই।

৮| ১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৪০

জোবাইর বলেছেন: পুরানো বাড়ি ও মন্দিরের ছবিগুলো ভালো হয়েছে। প্রতিটি ছবির সাথে সংক্ষিপ্ত বর্ণনা থাকলে আরো ভালো হতো। হেরিটেজগুলো দেখে মনে হচ্ছে এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কেউ নেই। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হেরিটেজগুলোতো পাথরে খোদাই করে অথবা গ্লাসের বক্স করে হেরিটেজের গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে। এখানে মনে হয় সেরকম কিছু নেই।

১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ও পরামর্শের জন্য।
- পুরানো বাড়ি ও মন্দিরের ছবিগুলো ভালো হয়েছে জেনে আনন্দিত হলাম।
- প্রতিটি ছবির সাথে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়নি ইচ্ছে করেই। কারণ আগামিতে প্রতিটি স্থাপনা সম্পর্কে আলাদা পোস্ট আসবে। সেই পোস্টে প্রতিটি স্থাপনার বেশ কিছু ছবি ও বর্ণনা থাকবে।
- বাংলাদেশের হেরিটেজগুলো যাদের দেখভাল করার কথা তার দুই-একটিতে শুধু নীল রংএর একটি দেড়হাত সাইনবোর্ড লাগিয়েওই নিজেদের দায়িত্ব শেষ করে দেয়।

৯| ১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০৭

জুল ভার্ন বলেছেন: এভাবেই কালের স্বাক্ষী ধ্বংস হয়ে যায়......

১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় কাউকেই, কোনো কিছুকেই ছাড় দিতে চায় না।

১০| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো আমাকে আকর্ষণ করে। সময় থাকলে সারাদেশ চষে এসব দেখতাম।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পুরো স্থাপনাগুলি আমাকেও খুব টানে। সময় সুযোগ হলে তাই তাদের দেখে ছুটে যাই নানান দিকে।

১১| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রত্যেকটা ছবি এবং জায়গা ভালো লেগেছে। আমি প্রথম মুন্সিগঞ্জ যাই ১৯৯৬। তখন শহরটা অত্যন্ত অনুন্নত ছিল। পরে গিয়েছিলাম ৩ বছর আগে। খুব সুন্দর মুন্সিগঞ্জের গ্রামগুলি।

১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাংলাদেশের গ্রাম গুলি এখনো সুন্দর আছে। তবে অনেক গ্রামই তাদের গ্রামের আমেজ হারিয়ে প্রায় শহুরে হয়ে গেছে।

১২| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: বৃটিশ আমলে তৈরি আমাদের দেশের বাড়ির বাংলাঘর। এখন পরিত্যক্ত।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার গ্রামের বাড়ির!! এর অস্তিত্ব কি এখনো টিকে আছে? নাকি ছবি হয়ে গেছে?

১৩| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩২

জুন বলেছেন: জীর্নশীর্ন বাংলাঘরটি এখনো আছে বহাল তবিয়তে ঐতিহ্য হিসেবে। এর একটা বৈশিষ্টের কথা লিখতে ভুলে গেছি তাহলো এই ঘরটি ষড়ভুজ, উপরে লাল টালি ছিল, এখন টিন দেয়া। চারিদিকে ঘোরানো বারান্দা আছে। এর পেছন দিকে এখন আমার আত্নীয়রা অত্যাধুনিক বাড়িঘর করে বসবাস করছে।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি দেখে চৌচালা মনে হচ্ছে।
- আর একটু যত্ন করে রাখলে আরো অনেকদিন টিকে থাকবে।

১৪| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৯

মনিরা সুলতানা বলেছেন: বিক্রমপুরে ভ্রমণে তাহলে অর্ধেক এর কম দেখেছেন সেদিন। আরও ছিল নাকি একদিন ই ?
আসলেই ঐতিহ্যে ভরপুর আমাদের এলাকা।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হেরিটেজ হান্টিং-এ চার বার গেছি মুন্সিগঞ্জ-বিক্রমপুরে এলাকায়। এক দিনে দেখা স্থাপনাগুলির তালি শুধু দিয়েছি আজকের এই পোস্টে। বকিগুলি পরে আসবে।

- আমরা ডে ট্রিপে যাই। এক দিনে যে কটি দেখা সম্ভব তা দেখে সন্ধ্যার আগেই ফিরতি পথ ধরি।

১৫| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আমাদের বিক্রমপুর আসার জন্য আপনাকে ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার বাংলাদেশে বসবাস করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হেরিটেজ হান্টিং-এ চার বার গেছি মুন্সিগঞ্জ-বিক্রমপুরে এলাকায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.