নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অর্কিড ফুলের ছবি

১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪০



অর্কিড (Orchid) একটি সপুষ্পক উদ্ভিদ।
অর্কিড ফুলের আকার, রং আর ধরণের শেষ নাই। এদের ফুল রঙিন আর সুগন্ধি হয়। আবার কিছু কিছু বর্ন ও গন্ধহীনও হতে পারে।

বেশীর ভাগ অর্কিডই পরাশ্রয়ী। তবে কিছু কিছু অর্কিড আছে যারা মাটিতেই জন্মে।
ভূমিজ অর্কিডের পাশাপাশি আছে মৃতজীবী অর্কিডও।

অর্কিডের দুটি বৃহৎ পরিবারে বর্তমানে ৮৮০টি গণে ২১,৯৫০ থেকে ২৬,০৪৯টি গৃহীত প্রজাতি আছে।
আর হাইব্রীডের সংখ্যা ১,০০,০০০ এরও বেশী।

খুব অল্প কয়েকটি অর্কিডের ছবি আমি তুলেছি। সেইগুলির থেকে ৫টি ছবি রইলো এখানে।












ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/০৬/২০১৮ ইং



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল, কাঁটামুকুট, কাঁটামুকুট
খাড়া মুরালি
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা)
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল লতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লালকাঞ্চন
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সন্ধ্যামালতী, সুলতান চাঁপা, সুখ মুরালি, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, ফুলের রাণী গোলাপ - ১৪, ফুলের রাণী গোলাপ - ১৫

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪, রাতের গোলাপ - ০৫

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অর্কিড-৬
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কসমস-৭, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
জারবেরা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দাদমর্দন-৫, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, বিষকাটালি
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০, গাছ-গাছালি; লতা-পাতা - ১১, গাছ-গাছালি; লতা-পাতা - ১২
=================================================================

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


৩ নং অর্কিড রোগাক্রান্ত।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী না জনাব।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

সোনাগাজী বলেছেন:



কি কি কারণে তাদেরকে নতুন গ্রুপে নেয়া হলো?

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাদের কোনো নতুন গ্রুপে নেয়া হয়েছে?

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: গতরাতে খেলা দেখার কারণে আমার সকাল হয়েছে আজ দুপুর ১২ টাই। একটি চমৎকার ফুল দেখিয়ে সকাল শুরু করার জন্য ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আমার সকাল শুরু হয়েছে ৯টায়।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৫

রানার ব্লগ বলেছেন: অর্কিড আমার প্রীয় ফুল।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অর্কিড আমিও পছন্দ করি।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

শেরজা তপন বলেছেন: অর্কিডের দুটি বৃহৎ পরিবারে বর্তমানে ৮৮০টি গণে ২১,৯৫০ থেকে ২৬,০৪৯টি গৃহীত প্রজাতি আছে। আর হাইব্রীডের সংখ্যা ১,০০,০০০ এরও বেশী।

~ ওরে বাবা -একথা শুনে তো আমি টাসকি খাইলাম!!

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সংখ্যা দেখে সহজেই বুঝা যায় অর্কিডের পোতি মানুষের আগ্রহ প্রচন্ড।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৩

নীল-দর্পণ বলেছেন: এই ফুলের তো বংশ অনেক বড় আঁটিগাটি জ্ঞাতি গোষ্ঠী দিয়ে পৃথিবী বিচরন করছে!
তবে এরা এত সেনসেটিভ কেন, সহসা ফুল আসে না।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন আপনি।
- ফুল আতে মেলা সময় নেয়। তেমনি ভাবে ফুলও মেলাদিন সজিব সতেজ থাকে।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১০

রায়হান চৌঃ বলেছেন: বাজিতপুর, কিশোরগঞ্জে.
আমার জানা মতে
জহুরুল ইসলাম সাহেব দের ৩০ একর জমির উপর একটা অর্কিড ফার্ম আছে, ঐ বাগানের সংগ্রহে এখনো ১৪ হাজার এর ও বেশি প্রজাতি আছে।
যদি ও আমার দেখার সুজোগ এখনো হয় নাই। তবে... ইচ্ছে টা দমিয়ে রাখা আমার জন্য একটু কষ্টের ব্যপার।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো সপ্তাহ দুই আগে টিবিতে বাগানটির একটি প্রতিবেদনের শেষ কয়েক মিনিট দেখেছি। ভলে নাম ঠিকানা জানার সুযোগ হয়নি। প্রবেশের সুযোগ থাকলে দেখতে যাওয়ার ইচ্ছে আমারও আছে ১৬ আনাই।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: বেশির ভাগ অর্কিডই পরাশ্রয়ী বলতে?
আমি যতগুলো অর্কিড দেখেছি সবই মাটিতে হওয়া ।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো কোথাও ভুল হচ্ছে। মাটিতে হওয়া অর্কিড আসে সত্যি, তাবে বেশির ভাগ অর্কিডই পরাশ্রয়ী।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৬

নেওয়াজ আলি বলেছেন:

এইসব ছবি এবং লেখা দিয়ে বই বের করার কোনো কী ইচ্ছা আছে আপনার ?









১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বই বের করার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার ততোটুকু আমার নেই বলেই মনে করি।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



রায়হান চৌঃ সাহেব আপনার দেওয়া তথ্য সঠিক।

জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের কোনো ছাত্রছাত্রী অথবা চিকিৎসকের সাথে যোগাযোগ থাকলে বাগান ভ্রমণে সুবিধা হবে।


১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও যাওয়ার ইচ্ছে আছে। লোকেশনটা জানা থাকলে ভালো হতো।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৫২

সোহানী বলেছেন: আমার প্রিয় ফুল কিন্তু কিছুতেই বাঁচাতে পারি না।

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুনেছি প্রচুর যত্ন আর ধৈর্যলাগে এর ফুল পেতে। আপনার জন্য শুভকামনা রইলো।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৬

কবিতা ক্থ্য বলেছেন: অর্কিড আমারো খুব পছন্দের ফুল।
যখন স্কুলে পড়ি, তখন ফুলের দোকান গুলোতে অর্কিড আসা শুরু হয়।

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি মাঝে মাঝে অর্কিডের তোরা কিনে নিয়ে আসতাম বিবিসাহেবার জন্য।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অর্কিড ভালোবাসি কিন্তু আমার অর্কিড নাই

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও অর্কিড নাই।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: এ লক্ষের বেশি হা্ইব্রিড এটাই প্রমান করে অর্কিড নিয়ে বিস্তর গবেষণা চলছে।

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বলেছেন আপনি।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: আমাদের গ্রামে জমিজমা ভাগ হলে, আমার জমিতে আমি চাষবাস করবো। একদম পুরো দরে কৃষক হয়ে যাবো। তারপর একদিন আপনাকে দাওয়াত করবো।

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি কল্পনাবিলাসি মানুষ, আপনার কৃষক হওয়া হবে না। তবুও আপনার দাওয়াত এখনই কবুল করা হলো।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬

রায়হান চৌঃ বলেছেন: DIPTA Orchids Ltd.
Address
Dulma, Enayetpur, Fulbaria, Mymensingh, Banglades

এটা বাংলাদেশের একমাত্র অর্কিড রিসার্চ সেন্টার :), দেখে আসতে পারেন......... এত বড় অর্কিড ফার্ম বাংলাদেশে আর নেই বলে মনে হচ্ছে :)

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে। সময় সুযোগ হলে অবশ্যই যাওয়ার- দেখার ইচ্ছে আছে। ওখানে কি আমাদের মতো সাধারনে প্রবেশাধীকার আছে?

১৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৯

রায়হান চৌঃ বলেছেন:
সোহানী বলেছেন: আমার প্রিয় ফুল কিন্তু কিছুতেই বাঁচাতে পারি না। (সত্যি এটা দুঃখজনক)
কি জানি ভাই..... আমার হাতে ফুল/ফল দুটোই টিকে যায়। নষ্ট হওয়ার সংখা টা খুব ই কম বলতে পারেন। তবে অর্কিড এর জন্য প্রপার নেউট্রেশন মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যগনেশিয়াম এর বেলেন্স ঠিক রেখে দিতে হবে। একটু পড়াশোনা করলেই হয় যাবে :)

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার পরামর্শ সোহানী আপুর কাজে লাগবে আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.