নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার সাইকেল (প্রথম পর্ব)

১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫১



দাদা কাহিনীর শেষ পর্বে বলেছিলাম আমার এক জেঠা আমাকে একটি চমৎকার বিদেশী সাইকেল কিনে দিয়ে ছিলেন। বয়স তখন ৬ কি ৭। তখন চিকন টেংটেংএ লম্বা ছিলাম। জেঠা আমাকে নিয়ে গেলেন গুলশান এক নাম্বার ডিসিসি (বর্তমান ডিএনসিসি) মার্কেটে। দেখে শুনে নীল রঙের একটি বিদেশী সাইকেল আমার পছন্দ হলো। কেনা হলো সেটিই।

আমার ধারনা ছিলো সাইকেলে উঠে বসবো আর সাইকেল চালাবো। কিন্তু হায়!! সাইকেলে উঠে বসতেই ধুম করে সাইকেল নিয়ে পরে গেলাম!! বেয়ারা সাইকলটা আমাকে নিয়ে কেনো পরে গেলো সেটাই তখন মাথায় ঢুকছিলো না। তাই বাধ্য হয়ে সাইকেলটিকে রিক্সায় উঠিয়ে বাড়িতে নিয়ে আসতে হলো।

বাসায় নিয়ে আসার পরে আরো দুই একবার বেয়ারা সাইকেলটি আমাকে নিয়ে পরে যাবার পরে আমি বুঝতে পারলাম সাইকেলে বসলেই হবে না, একে চালানো শিখতে হবে। আমার বাসার কয়েকজন আমাকে পিছন থেকে সাইকেল সহ ধরে রেখে কিছুটা অনুশীলন করালো। এবার সাইকেলটা কিছুটা বাগে এলো। এখন আর আমাকে নিয়ে ধুম করে পড়ে যায় না। পরে যাওয়ার আগেই পা দিয়ে ঠেকিয়ে দিতে পারি। দুই পা দুই দিকে মাটিতে রেখে ঠেলে ঠেলে চালাই।

আমার বাসার সামনেই ছিলো একটি বেশ বড় মাঠ। যার দক্ষিণ দিকের কিছুটা অংশ উত্তর দিকের চেয়ে বেশ কিছুটা ঊঁচু ও ঢালু ছিলো। পরের দিন সকালেই সেখানে আমার সাইকেল চালানো শিক্ষা শুরু হলো। সাইকেলটি ঠেলে উপরে উঠিয়ে সাইকেলে বসে দুই পা দুই দিকে ছড়িয়ে দিয়ে নিচের দিকে গড়িয়ে যাওয়া। বেশ কয়েকবার পরে গিয়ে ছিলে-টিলে গেলো। শেষ পর্যন্ত এই পদ্ধতিটাও বাগে এসে গেলো। মাঠের শেষ পর্যন্ত চলে যেতে শিখে গেলাম। তবে শেষ মাথায় গিয়ে সাইকেল সহ কোনো একপাশে কাত হয়ে পরে যেতাম। একসময় কাত হয়ে পরে যাওয়াটাও আটকে দিতে শিখে গেলাম। তারপর পেডেল মারাও শিখে গেলাম। এবং একসময় দেখা গেলো সমতল যায়গা থেকেও সাইকেল পেডেল মেরে চালানো শিখে গেছি।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: যখন সাইকেল চালানো শিখছেন তখন বয়স কত ছিল ? আমি ক্লাস ফাইভ ।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৬-৭ বছর বয়েসেই আমি সাইকেল চালানো শিখেছি। দুই চাকার সাইকেল, চার চাকার নয়। সাইকেলে বসার আসনটি স্ক্রু ঘুরিয়ে একেবারে নিচে নামিয়ে এনে বসতে হতো কষ্ট করে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

অপু তানভীর বলেছেন: আপনার সাইকেল কাহিনী পড়ে আমার নিজের সাইকেল চালানোর গল্প মনে পড়ে গেল । সাইকেল জিনিসটা আমার প্রিয় কয়েকটা জিনিসের ভেতরে একটা ।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোট বেলায় আমি প্রচুর সাইকেল চালিয়েছি। সবাই বলতো সাইকেল চালিয়ে চলিয়ে আমার ঠ্যাং লম্বা হয়ে গেছে। :-B

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১১

অপু তানভীর বলেছেন: আমার সাইকেল নিয়ে একটা পোস্ট আছে । পড়েছেন সম্ভবত । না পড়লে এখানে দেখতে পারেন

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে লেখার লিংকটি শেয়ার করার জন্য।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:


ঢালু রাস্তায় নীচে যাওয়াটা শেখ হয়েেছে আপনার, ঢালু রাস্তার ঢাল বেয়ে উপরের দিকে উঠার ট্রেনিং'এর কি হলো?

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমতলে শেখা হয়ে গেলে ঢাল বেয়ে উপরেও উঠা শেখা হয়ে যায়।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৪

জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় ধানমণ্ডি দশ নম্বর রোডের ব্রিজ থেকে সাইকেল নিয়ে লেকে পড়ে গিয়ে ডুবে মরতে বসেছিলাম....যা নিয়ে একটা পোস্ট আছে....

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টটি আমার পড়া হয়নি মনে হয়।
- আমি একটি বিশ্রীরকমের অঘটন ঘটিয়েছিলাম।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৯

নেওয়াজ আলি বলেছেন: এই কাহিনী পড়ে কিশোর বেলার কথা মনে পড়ে গেলো সাইকেল নিয়ে কী যে দুরন্তপনা ।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও প্রচুর সাইকেল চালিয়েছি ছোটবেলায়।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৫

কামাল১৮ বলেছেন: আমি সাইকেল চালাতে শিখেছে যখন সিটে বসতে পারতাম না।সিটে বসে পেডেলে পা রাখতে পারতাম না।এতই ছোট ছিলাম যে সিটে বসে পেডেল ঠাঁই পেতাম না।

১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও মেলা ছোট বেলাতেই সাইকেল চালানো শিখেছি্। তবে আমার ঠ্যাং কিছুটা লম্বা ছিলো।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:২৭

সোনাগাজী বলেছেন:



যা কিছু নিয়ে বলবেন, যা নিয়ে লিখবেন, জুল ভার্ন'এর সাথে সেটা ঘটেছিলো, এবং উহা একটি বিশাল ব্যাপার সব সময়।

১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার সমস্যাটা খুবই জটিল গুরু!! |-)

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: 'তেঁতুল বনের জোছনা' বইটা নিশ্চয়ই পড়েছেন?

লেখাটা ছোট হয়ে গেলো।
সাইকেল নিয়ে আমার অনেক মজার মজার কাহিনী আছে।

১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তেঁতুল বনে জোছনা পড়েছি।
- আমার লেখা গুলি সাধারণত ছোটই হয়। খুব বেশী লিখতে আমি পারি না।
- আপনার মজার কাহিনী গুলি লিখে ফেলেন।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাইকেলের অভিজ্ঞতা ভালো লাগলো। Centrifugal force এর কারণে সাইকেল পড়ে যায় না। এই ফোরস তৈরি করার জন্য তাই সাইকেল যে দিকে পড়তে নেয় হ্যান্ডেল বার সেই দিকেই ঘুরাতে হয়। এই ফোরস তখন মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করে ফলে সাইকেল পড়ে না। তবে সাইকেল কেন পড়ে না এটা নিয়ে আরও কিছু থিউরি আছে। আমার মনে হয় Centrifugal force সৃষ্টি করতে পারাটাই সাইকেল পড়ে না যাওয়ার মূল কারণ।

১৯৮০ সালে আমাদের তিন ভাইয়ের জন্য ছোট সাইকেল কিনে দেয়া হয়। আমরা তখন মফস্বলে থাকতাম। আমার মা আর বোন গিয়েছিলো ঢাকাতে। যাওয়ার আগে বলে গিয়েছিল যে ঢাকা থেকে সাইকেল নিয়ে আসবে। তখন মোবাইল ছিল না। তাই ঠিক কোন দিন আমার মা আর বোন ফিরে আসবে আমরা জানতাম না। তাই ওনারা ফেরার আগের দিনও বাস স্টেশনে গিয়ে আমরা তিন ভাই অনেকক্ষণ বসে ছিলাম। ঐ দিন আসে নাই। পরের দিন আবার যাই আমরা এবং আমার মা এবং বোন সাইকেল নিয়ে ঢাকা থেকে আসে। তবে আমি সাইকেল চালানো শিখেছি এই সাইকেল দিয়েই ঘরের মধ্যে (৫ তলায়) ১৯৮২ সালে। ঘরের এক মাথা থেকে আরেক মাথা বেশ লম্বা ছিল। ঘরের মধ্যেও মাঝে মাঝে চালাতাম। ক্লাস ফাইভে যখন পড়ি তখন সাইকেল চালিয়ে প্রায় ৩ বা ৪ কিলো গিয়েছিলাম।

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যে আপনার সাইকেল পাওয়া চালানোর স্মৃতি জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.