নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ান সিনেমা - হার্ড হিট

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮



হার্ড হিট (Hard Hit) ২০২১ সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভি। সিনেমাটি ২০১৫ সালের স্প্যানিশ অ্যাকশন থ্রিলার মুভি Retribution (El desconocido) এর রিমেক।

হার্ড হিট মুভিতে দেখা যায় একটি ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক সিওং-গিউ প্রতিদিনের মতো সকালে তার মেয়ে ও ছেলেকে স্কুলে পৌছে দেয়ার জন্য গাড়িতে উঠে বসে। গাড়িতে সে একটি অপরিচিত গন্ধ পায় এবং সাথে সাথেই একটি মোবাইলে রিং বেজে উঠে। গাড়িতে থাকা মোবাইল ফোনটি সিওং-গিউদের নয়। অপর প্রান্ত থেকে অপরিচিত একজন লোক জানায় যে তাদের এই গাড়ির প্রতিটি সিটের নিচে একটি করে বোমা লাগানো আছে। গাড়ি থেকে কেউ নামার চেষ্টা করলেই বোমা বিস্ফোরিত হবে। বাঁচতে চাইলে দিন শেষ হওয়ার আগেই একটি বিশাল অংকের অর্থ তাকে দিতে হবে।

সিওং-গিউ তার গাড়ির সিচের নিচের বোমরা অস্তিত্ব টের পায়। তখন সে অর্থ জোগাড়ের জন্য তার ব্যাংকার বন্ধু ও কলিকদের সাথে যোগাযোগ করে। তারই এক সহকর্মীর সাথে পথেই তার দেখা হয়। সেখানে সে জানতে পারেযে তার গাড়িতেও একই ভাবে বোমা রাখার কথা বলে ফোন এসেছে। কিন্তু তার স্ত্রী সেটি বিশ্বাস করছে না। তাদের দুজনের গাড়ি যখন কাছাকাছি রয়েছে ঠিক তখনই তার সহকর্মীর স্ত্রী গাড়ি থেকে নামতে গেলে সাথে সাথেই গাড়িটি বিস্ফোরিত হয়ে যায়।

সিওং-গিউ সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে দূরে সরে পরতে শুরু করে। নানান ভাবে চেষ্টা করেও সে কলারের দাবির পুরো টাকাটা জোগাড় করতে পারে না। যে পরিমান টাকা জোগাড় করা সম্ভব হয় সেটাই সে কলারের দেয়া একাউন্টে পাঠিয়ে দেয়। এদিকে বিস্ফোরনের সময় একটা ধারালো জিনিস ছিটকে এসে সিওং-গিউ এর ছোট ছেলের পায়ে বিঁধে যায়। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

অন্যদিকে পুলিশ বিস্ফোরেনের সময় সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় সিওং-গিউ সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। পুলিশ খুব সহজেই সিওং-গিউকে ট্রেক করে ফেলে এবং তারা সন্দেহ করে সিওং-গিউই গাড়িতে বোমা ফাটিয়েছে। পুলিশ সিওং-গিউ এর গাড়ি তাড়া করে একটি পার্কে নিয়ে আটকায়। তারা ধারনা করে সিওং-গিউ তার বাচ্চাদের জিম্মি করেছে।

কলারের কথা মতো সিওং-গিউ আবারও সেখান থেকে গাড়ি নিয়ে পালায়। শেষ পর্যন্ত কলারের দেয়া ঠিকানায় হাজির হলে পরে কলার জানায় সিওং-গিউ এর অনৈতিক ব্যাংককিং এর ফলে শতশত মানুষের কোটি কোটি টাকা লস হয়েছিলো। সিওং-গিউ এর কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। অনেকই মারা গেছে নিস্ব হয়ে। তার প্রতিশোধ নিতেই সে এই কাজ করেছে।

সিওং-গিউ শেষপর্যন্ত তার ভুল বুঝতে পারে এবং ব্যাংকের অনৈতিক কাজের তথ্য ফাঁস করে দেয়।



=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা হলিউড মুভি - ০৪

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
Batman মুভি সিরিজ
স্পাইডার ম্যান মুভি সিরিজ
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

কোরিয়ান সিনেমা - গোল্ডেন স্লাম্বার

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০২০ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০১৯ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
২০১৮ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি (প্রথম ভাগ)
২০১৮ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি (শেষ ভাগ)
=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



কোন ভাষায় দেখায়?

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোরিয়ান, ইংরেজি, হিন্দতে পাওয়া যায় সম্ভবতো।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখিনি।
কোরিয়ান মুভি ও ওয়েব সিরিজ গুলো দূর্দান্ত হয়। আমি নেটফ্লিক্সে দেখি।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই মুভিটি মোটামুটি ভালোই। এর পরে যে মুভিটির রিভিউ দিবো সেটি অসাধারন।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখিনি। রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখে নিতে পারেন। এর পরে যে মুভিটির রিভিউ দিবো সেটি অসাধারন মুভি, সেটি দেখবেন।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
No Mercy আর Train to Busan ছাড়া আর কোন কোরিয়ান মুভি দেখা হয়নি।

২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি ইদানিং কিছু কিছু দেখছি।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আসলে আগের মত আর সময় নাই ভাই।

২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং বাড়ির কাজ শুরু করার কারণে আমিও সময় কম পাচ্ছি। এমনিতে আমার অলস সময়ের কোনো অভাব ছিলোনা আগে। এখন একটু চাপে আছি।
- আপনার জন্য শুভকামনা রইলো।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- এই মুভিটি মোটামুটি ভালোই। এর পরে যে মুভিটির রিভিউ দিবো সেটি অসাধারন।

ভালো কোরিয়ান মুভি, টিভি সিরিইজ, ড্রামার সন্ধান পেলে জানাতে ভুলবেন না।

২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি টিভি সিরিজ দেখি না। কিছু মুভি দেখি। সেগুলির কথা জানাবো নিশ্চয়ই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.