নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আশ্রমের গ্রামীণ মেলা

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩


মিথ্যে কথা লিখলাম। মেলাটা আশ্রেমে না। আশ্রমে যাবার পথে, আশ্রমের সামনেই একটি কীর্তনখোলা মন্দির আছে (আসলে শ্মশান)। প্রতি বছর ফেব্রুয়ারির ৩, ৪, ৫ ও ৬ তারিখ পর্যন্ত সেখানে লীলা কীর্তন গান হয়। সাথে থাকে লঙ্গরখানা অর্থাৎ দর্শনার্থীদের বিনামূল্যে অন্ন বিতরণ, ভাত, ডাল, সবজী এইসব। এবছর মন্দির থেকে আশ্রমের জন্য নিমন্ত্রণ পত্র দিয়ে গেছে, আমরাওযে ওদের প্রতিবেশী হয়েছি। লঙ্গরখানার জন্য এক বস্তা চাল আশ্রম ডোনেট করেছে।


মন্দিরের পাশের মাঠে বসে মেলা। ৩ তারিখে মেলা খুব একটা জমে না। তবে দ্বিতীয় দিন অর্থাৎ ৪ তারিখ থেকে শেষ দিন ৬ তারিখ পর্যন্ত খুব লোক সমাগম হয়। নানার রকম খাবার আর খেলনা পাওয়া যায়। নানান জিনিসের পসরা নিয়ে বসে নানান দোকানীরা। সবটাই গ্রামীণ মেলা।















আগামীকাল জুম্মার নামাজ শেষ করে বিবি-বাচ্চাদের নিয়ে চলে যাবো আশ্রমে। আশ্রমে থাকবো এক রাত। পরদিন সন্ধ্যা পর্যন্ত থেকে মেলা দেখে ফিরে আসবো বাসায়।


উপরের ছবিগুলি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে তুলেছে বন্ধু ইস্রাফীল।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

জ্যাক স্মিথ বলেছেন: বহ! ছবিগুলো খুব সুন্দর হয়েছে। জিলাপি আমার খুব পছন্দ। :D

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও জিলাপি খাই, তবে খুব পছন্দ বলা যাবে না।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আপনার আশ্রমটা অবস্হান ভালো যায়গায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু বিষয় বিবেচনার বাইরে রাখতে পারলে আপনার কথা সঠিক। যেমন গাড়ির রাস্তা নেই, হেঁটে যতে হয়। বিদ্যুৎ নেই, সোলারই ভরসা। আশপাশে কোনো বাড়ি নেই, একা একা থাকতে হয়।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


মেলার বয়স কত হলো?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুব বেশী পুরনো না সম্ভবতো।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

কামাল১৮ বলেছেন: আশ্রম আর মন্দির দুটিই হিন্দু ধর্মের ঐতিহ্য।আশ্রম নিয়ে আমার প্রথম মন্তব্য অনেকটা এমন ছিল।আমি ভেবেছিলাম এটা হয়তো হিন্দুদেরই কোন কাজ কারবার।পরে দেখলাম আমার ধারনা ভুল।এখন মুসলমানরাও আশ্রম বানায় হিন্দুরাও বানায় আখড়া।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শব্দের সাধে ধর্ম লেপটে থাকে। অথচো প্রতিটি শব্দেরই নিজস্ব স্বকীয়তা থাকে। আমরা সেটি ভুলে যাই।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


মেলার বয়স কত হলো?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুব বেশী পুরনো না সম্ভবতো।
- এবার গিয়ে জানার চেষ্টা করবোনে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৩

অপু তানভীর বলেছেন: এই গ্রামীন মেলার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে অনেকবারই । এই মেলা ঘিরে যে সব নানান পদের খাবারের দোকান বসে সেগুলোর দিকেই আমার ঝোক থাকতো সব সময় বেশি ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেই ছোট বেলায় আমি মেলায় যেতাম প্রথমেই একটি লঞ্চ কিনতে, তারপরে বন্দুক আর পিস্তল। আমাদের বাচ্চারা সেইসব দেখেইনি।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

অনামিকাসুলতানা বলেছেন: এম ন একটা জায়গায় যেয়ে কিছুদিন থাকা তার সাথে মেলার আনন্দ উপভোগ এই টা যদি ব্যবসায়িক হত তাহ লে দারুণ হতো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অল্প কিছু সময়, বেশি হলে হয়তো এক বা দুই দিন ভালো লাগবে এই পরিবেশ। ওখানে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ইন্টারনেট দূর্বল। খাবার অতি সাধারন।
- আশ্রম নিয়ে আপাততো আমাদের কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা নেই। কোনো রকমে কোনো ভাবে যদি পরিচালনা ব্যয় তুলতে আনতে পারি সেই চেষ্টাতেই আছি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছা একদিন আপনার আশ্রমে যাবো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সুযোগ করে আমাকে জানায়েন। আমি সব কিছু জানিয়ে দিবো।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আশ্রমের ধারনাটা ভালো লাগে।

গ্রামীণ মেলা আমার ভালো লাগে। এছাড়া গ্রামে গেলে হাটের দিনে গ্রামের হাটে আমি সব সময় যাই। অনেক রকম মানুষ এবং জিনিসপত্র দেখা যায়। আমাদের গ্রামের হাটের পাশেই বড় নদী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের ধারনাটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
- গ্রামের পাশে নদী মানেই স্বপ্নের মতো, বইয়ের পাতা থেকে উঠে আসা যেনো।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




জিলাপীর মতোই মিষ্টি ছবিওয়ালা পোস্ট।

যেহেতু স্বপরিবারে আশ্রমে যাবেন বলেছেন, তাহলে ধরে নিতে পারি "ভুলু"র গলায় এবারে মালা উঠবে!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- জ্বী, ভুলুর গলায় মালা পরানো হয়েছে। তবে বেচারা খুবই ঝামেলা করেছে। শিগ্রই দুজনের জন্য নতুন এবং বড় চামরার কলারের ব্যবস্থা করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.