নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের আশ্রম এর কথা আপনারা অনেকেই জানেন। আশ্রমের লালু-ভুলুর কথা মনে আছে তো আপনাদের! সেইযে শীতের শুরুর দিকে কেউ একজন লালুকে তার ভাই-বোনদের সাথে বস্তায় ভরে এনে আশ্রমের পাশে ফেলে দিয়ে গিয়েছিলো। সেখান থেকে শুধু লালুই বেঁচে গিয়েছিলো কোনো রকমে। পরে লালুর খেলার সাথী হিসেবে আনা হয়েছিলো ভুলুকে। ভুলু লালুর চেয়ে কিছুটা ছোটো ছিলো। দুজনের মাঝে খুবই ভাব ছিল। সারাদিন দুজনে খেলা ধুলায় মত্ত থাকতো আশ্রমে। আশ্রমের কেয়ারটেকার দম্পতি লালু-ভুলুকে খুবই ভালোবাসতেন। শীতের এই সময়টিতে উনারা লালু-ভুলুকে ঘরের ভিতরেই রাতে থাকতে দিতেন। ফোমের গদিতে কাথা মুরি দিয়ে ঘুমাতো লালু-ভুল। আমার ছোট কন্য নুয়াইরা লালু-ভুলুর জন্য গলার কলার বেল্ট কিনে এনে ছিলো। কিছুদিন আগে গিয়ে সেই বেল্ট ভুলুর গলায় বেঁধে দেয়া হয়ে ছিলো। সেই ছবিগুলি নানান ব্যস্ততার কারণে এখনো শেয়ার করা হয়নি।
গতকাল বিকেলে হঠাত করেই চলে গিয়েছিলাম আশ্রমে। সন্ধ্যার আগে যখন আশ্রমে পৌছেছি তখন শুনতে পাই দুপুর থকে ভুলুকে পাওয়া যাচ্ছে না। ভুলু ছোট বলে এখনো যেকোনো লোকের সাথেই খেলতে পছন্দ করে। নতুন লোক এলে তার পিছন পিছন খেলতে খেলতে চলে যায় অনেক দূর। আমরা সন্দেহ করছি এমনিকরেই কারো পিছনে চেলে যাওয়ার পরে কেউ ভুলুকে বেঁধে রেখেছে। বেঁধে না রাখলে ভুলু ঠিক ঠিক আশ্রমে চলে আসতো। গতকাল আশপাশে খুঁজে ভুলুকে পাওয়া যায়নি। আজকে আবার ভুলুকে উদ্ধারের জন্য একটি রেসকিউ সার্চিং অপারেশন করা হবে পাশের গ্রামে। দেখা যাক ভুলুকে উদ্ধার করা যায় কিনা।
ভুলু হারিয়ে যাওয়াতে কেয়ারটেকার দম্পতি মন বেশ খারাপ। উনাদের চেয়েও বেশী মন খারাপ লালুর। বেচারার চঞ্চলতা কমে গেছে। বেশ বুঝা যায় লালু তার সঙ্গী ভুলুর অভাব বেশ বুঝতে পারছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আজকে খুঁজে পেলে ভালো, না পেলে আর ফেরত পাওয়ার আশা কম।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
চারাগাছ বলেছেন: ভুলু হারিয়ে যায়নি।
সম্ভবত চুরি হয়ে গেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক চুরি হয়েছে বলা যাবে না। আমি সন্দেহ করছি ভুলু খেলতে খেলতে কারো পিছু নিয়ে চলে গেছে। পরে সে অথবা কোনো বাচ্চা ভুলুকে বেঁধে রেখেছে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬
কামাল১৮ বলেছেন: দুঃখ জনক ঘটনা।আশা করি পাওয়া যাবে।একান্তই যদি না পাওয় যায় তবে লালুর একটা সাথীর ব্যবস্থা করবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমরা খোঁজার ব্যবস্থা করেছি। পাওয়া গেলে ভালো। পাওয়া না গেলে আরো কয়েকদিন অপেক্ষা করবো, তারপরে অন্য কাউকে নিয়ে আসবো। এখনই যদি কাউকে নিয়ে আসি, আর নিয়ে আসার পরে যদি আবার ভুলু ফিরে আসে তাহলে একটু সমস্যা হয়ে যাবে।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮
সোনাগাজী বলেছেন:
খুঁজতে যাওয়ার সময় লালুকে সাথে নেবেন, সে ভুলুকে খুঁজে পাবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- লালুকে সাথে নিয়ে যাওয়ার কথা বলে আসি নাই। দেখি জানিয়ে দিবো নে। আপনার আইডিয়াটি ভালো।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৮
সোনাগাজী বলেছেন:
আশ্রমের কাছের স্কুলের বাচ্চাদের হাতে ১টা লিফলেট দিতে বলতে পারেন; ভালো ১টা পুরস্কার দেয়ার কথা যোগ করে দেবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের আশপাশে কোনো স্কুল নেই, কোনো বাড়ি নেই।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩০
অনামিকাসুলতানা বলেছেন: কুকুরটিকে যাতে খুব শিগগিরি খুঁজে পাওয়া যায় এই কামনা করি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১
মিরোরডডল বলেছেন:
সোনাগাজী বলেছেন:
খুঁজতে যাওয়ার সময় লালুকে সাথে নেবেন, সে ভুলুকে খুঁজে পাবে।
ভালো আইডিয়া ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আইডিয়াটি আসলেই ভালো।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৩
নেওয়াজ আলি বলেছেন: উদ্ধার করার চেষ্টা করবেন। ফেলে পোষ্ট দিয়ে জানাবেধ
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, পাওয়া গেছে জানাবো।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩
জ্যাক স্মিথ বলেছেন: ভুলুর ছবিটা তুলেছে কে, আপনি? সেই হয়েছে। ভাগ্যিস বাংলাদেশের মানুষ কুকুর খায় না, তাহলে কুকুরগুলো সব সাবার হয়ে যেতো। ভুলু হয়তো লালুর সাথে অভিমান করে আশেপাশেই কোথাও চলে গেছে, ফিরে আসবে দুই একদিনের মধ্যেই।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি আমিই তুলেছিলাম।
- না, অভিমান করে যায় নি। কেউ ওকে আটকে রেখেছে। ছাড়া পেলেই চলে আসবে আশাকরি।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: আপনাদের আশ্রমে কি খোলা। মানে গেইট নেই? বাউন্ডারি নেই?
একটা ছোট বাচ্চা কুকুর হারিয়ে যাওয়ার কথা না। আশে পাশে কোথাও গিয়ে থাকলে চলে আসতো। আশ্রমের আশেপাশে কি শেয়াল আছে?
যাইহোক, খুজুন। পেলে আমাদের অবশ্যই জানাবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রাম মোটামুটি খৈলাই বলাচলে। বাউন্ডারি নেই। গেট আছে, মানুষ আটকানর জন্য, ছোট প্রাণীদের আটকানো যাবে না তাতে।
- ভুলু অচেনা লোকের পিছনে খেলতে খেলতে কিছুদূরর চলে যেতো। এবার নিশ্চয়ই কেউ ওকে বেঁধে রেখেছে।
- ভুলুকে খুঁজে পেলে জানাবো।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের আশেপাশে শেয়াল নেই, আসে না। তাছাড়া শেয়াল দিনের বেলা মুভ করে না। ভুলু দিনের বেলা হারিয়েছে।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬
গেঁয়ো ভূত বলেছেন: সম্ভবত কোনো ছোট বাচ্চা ছেলের দল ভুলুকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গিয়ে আটকে রেখেছে, তবে সে ঠিকই একদিন ফিরে আসবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও এটাই সন্দেহ করি। ছাড়া পেলে অবশ্যই ফিরে আসবে।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫
শাওন আহমাদ বলেছেন: হারানোর খবর শুনতে আমার একদম ভালো লাগেনা। ওর ফিরে আসার অপেক্ষায় রইলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখন পর্যন্ত ফিরে আসার কোনো সংবাদ পাইনি।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
শেরজা তপন বলেছেন: ভুলুর গলায় বেল্ট দেখতে চেয়েছিলাম
কলার বেঁধে রাখলে সহজে কেউ চুরি করে না। ভাবে অন্যের পোষ্য
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কয়েকদিন আগেই (৪ তারিখে) ভুলুর গলাতেও লাল রঙের কলার বেঁধে দিয়েছিলাম।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: আপনি আপনার দাড়োয়ানকে জিজ্ঞেস করুণ। ভালো করে জিজ্ঞেস করুণ। চাপ দিন। আমার মনে হচ্ছে তার কোনো ভূমিকা আছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমে যে আছেন তিনি দাড়োয়ান নন। এবং এতে তার কোনো হাত নেই।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন: এমন তো স্বাধারণত হয় না খুব একটা । কুকুর যেখানে আশ্রয় আর খাবার পায় সেখান থেকে চলে যায় না কখনো ।
এখানে দুইটা ঘটনা হতে পারে । খাবার কিংবা অন্য কিছুর লোভ দেখিয়ে কেউ ভুলুকে ধরে নিয়ে গেছে । অথবা কোন কারণে ভুলু মারা পড়েছে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভুলু এখনো বেশ ছোট হওয়ায় সে অচেনা লোকের সাথে খেলতে খেলতে কিছু দূর পর্যন্ত চলে যায়। এবার সম্ভবতো কেউ তাকে কিছুদূর যাওয়ার পরে ধরি নিয়ে বেঁধে রেখেছে। ভুলুর স্বাভাবিক ভাবে মারা পরার চান্স কম। দূটনায় মারা পরার চান্সও খুব বেশী নেই। তারপরও কিছু বলা যায় না। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
সত্যিই মন খারাপের মতো খবর।
নীহার রঞ্জনের " লালু ভুলু"র গল্পের শেষের মতো লালু আর ভুলু আবারও একে অন্যকে খুঁজে পাক সে কামনাই রইলো!