নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাখ-পাখালি - ২৬ : সান প্যারাকিট

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩


অনেক বছর আগের কথা, ২০১৪ সাল, জানুয়ারি মাসের ১৪ তারিখে গিয়েছিলাম গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। দিনটি ছিলো আমার বড় কন্যা সাইয়ারা নাজিবা সেহেন এর জন্ম দিন। ওর জন্ম দিন উপলক্ষ্যেই এই বেড়াতে যাওয়া। তখন সবে নতুন নতুন চালু হয়েছিলো সাফারি পার্কটি। পার্কের একটি অংশে ছিলো নানান ধরনের বিদেশী পাখিদের খাঁচা। আলাদা টিকেট কেটে সেখানে ঢুকতে হতো। হরেক রকম পাখিদের মধ্যে খুবই সুন্দর একটি উজ্জ্বল রঙের পাখি ছিলো। নাম তার সান প্যারাকিট (Sun parakeet).

সান প্যারাকিটের বাংলা কোনো নাম আছে কিনা আমরা তা জানা নেই। তবে এর বেশ কয়েকটি কমন নাম রয়েছে।
Common Name : Sun conure, Jandaya parakeet, Jenday conure, Aratinga jandaya
Binomial name : Aratinga solstitialis


সান প্যারাকিট একটি মাঝারি আকারের উজ্জ্বল রঙের তোতা জাতীয় পাখি। উত্তর-পূর্ব ও দক্ষিণ আমেরিকার স্থানীয় বাসিন্দা এরা। এদের প্রাপ্তবয়স্ক পুরুষ ও মেয়ে পাখি দেখতে একই রকম। এদের ঠোঁট কালো, মাথা থেকে গলা পর্যন্ত সোনালি-হলুদ, আর গলার নিচ থেকে বুক পর্যন্ত লালচে কমলা রঙের। পিঠের রং সোনালি-হলুদ আর ডানার রঙ সবুজ। লেজে আছে নীল, সোনালি-হলুদ আর সবুজ রঙের পালক।

সান প্যারাকিটেরা সাধারণত ঝাঁক বেঁধে দলবদ্ধ ভাবে বাস করে। সাধারণত ১৫ থেকে ৩০ টি পাখি মিলে একটি বড় ঝাঁক তৈরি করে। প্রজননের সময় একটি পুরুষ ও একটি মেয়ে পাখি মিলে একটি একগামী জোড়া গঠন করে। একটি পূর্ণবয়ষ্ক সান প্যারাকিটের ওজন প্রায় ১১০ গ্রাম এবং প্রায় ১২ ইঞ্চি লম্বা হয়। পুরুষ আর মেয়ে পাখি দেখতে একই রকম হলেও মহিলা পাখি গুলি পুরুষের তুলনায় কিছুটা হালকা এবং সরু হয়। এরা সাধারণত ৩০ বছর পর্যন্ত বাঁচতে পারে।



বন্দিদশায় নানান কলা-কৌশল শেখার ক্ষমতা এদের রয়েছে। প্রশিক্ষকের কথাবার্তা বুঝার ক্ষমতাও এদের আছে। অর্থাৎ এরা বেশ বুদ্ধিমান পাখি। পায়ের আঙ্গুল ও নখ ব্যবহার করে কোন কিছু ধরা বা খাবার খাওয়ার ক্ষমতা এদের আছে অন্য তোতাদের মতোই। এরা প্রধানত ফল, ফুল, বেরি, বীজ, বাদাম এবং পোকামাকড় খায়। প্রজনন ঋতুতে এদের বেশি প্রোটিন গ্রহণের প্রয়োজন হয়, বাচ্চাদের লালন-পালনের সময় বেশি কার্বোহাইড্রেট এবং ডিম উৎপাদনের সময় বেশি ক্যালসিয়াম প্রয়োজন।


সান প্যারাকিটের ঝাঁক খাওয়ার সময় তুলনামূলকভাবে শান্ত থাকে, কিন্তু উড়ে যাওয়ার সময় বেশ শব্দ করতে থাকে। এরা এক দিনে মাইলের পর মাইল বেশ দ্রুত গতিতে উড়ে যেতে পারে ঝাঁক বেঁধে। এরা ঝাঁক ছেড়ে খুব কমই বের হয়। কখনো দল থেকে বিচ্ছিন্ন হলে উচ্চ-স্বরে চিৎকার করে যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পরে। সেই চিৎকার শুনে তার দলের অন্য পাখিরা সাড়া দিলে সে তার দলকে খুঁজ পায়।


সান প্যারাকিটের এই প্রজাতিটি বর্তমানে বাসস্থানের অভাব এবং পোষা প্রাণীর ব্যবসায়ীদে ফাঁদে আটকে পড়ার কারণে প্রকৃতিতে আশংকাজনক ভাবে হুমকির সম্মুখীন হয়ে গেছে। প্রকৃতিতে এদের সংখ্যা আশংকাজনক হারে কমে গেছে। তাই এদেরকে বর্তমানে IUCN (International Union for Conservation of Nature and Natural Resources) এর বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।


ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪ই জানুয়ারি, ২০১৪ খ্রীষ্টাব্দ্।
তথ্য সূত্র : অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাখ-পাখালি - ০১, পাখ-পাখালি - ০২, পাখ-পাখালি - ০৩, পাখ-পাখালি - ০৪, পাখ-পাখালি - ০৫
পাখ-পাখালি - ০৬, পাখ-পাখালি - ০৭, পাখ-পাখালি - ০৮, পাখ-পাখালি - ০৯ পাখ-পাখালি - ১০
পাখ-পাখালি - ১১, পাখ-পাখালি - ১২, পাখ-পাখালি - ১৩, পাখ-পাখালি - ১৪, পাখ-পাখালি - ১৫
পাখ-পাখালি - ১৬, পাখ-পাখালি - ১৭, পাখ-পাখালি - ১৮, পাখ-পাখালি - ১৯, পাখ-পাখালি - ২০
পাখ-পাখালি - ২১, পাখ-পাখালি - ২২, পাখ-পাখালি - ২৩, পাখ-পাখালি - ২৪, পাখ-পাখালি - ২৫
পাখ-পাখালি - ২৬

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



ধানের জমিতে টিয়ার ঝাঁক বসতে দেখেছেন?

ভুলুর কোন সংবাদ আছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না, ধানের জমিতে টিয়ার ঝাঁক বসতে দেখিনি আমি কখনো।
- এখন পর্যন্ত কোনো সংবাদ নেই ভুলুর।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: টিয়া পাখি নিয়ে অনেক তথ্য জানলাম।ফুল পাখি নিয়ে যা কিছু জানা সবটাই আপনার কাছ থেকে।এই বিষয়ে আগ্রহ নাই তাই বই পড়ে জানা হয় না।
বড়মেয়ে এবার কোন ক্লাশে,কোথায় পড়ে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটি ঠিক টিয়া পাখি নয়। পাখিদের খুব বেশী কিছু আমি জানি না। ফুল সম্পর্কে অল্প কিছু জানি হয়তো।
- বড় মেয়ে এবার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ছে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান ক্যাম্পাসে।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

দারাশিকো বলেছেন: বাহ! আপনি দেখি বেশ লম্বা একটা সিরিজ লিখে ফেলেছেন। আমি যেহেতু বহুদিন বাদে ব্লগে ফিরেছি, তাই প্রথমবার দেখলাম। বাকী পোস্টগুলো ধীরে ধীরে পড়ে দেখার আগ্রহ রাখি। একটা পরামর্শ: পুরানো পর্বগুলোর লিংকে সংখ্যার পাশাপাশি পাখির নাম যুক্ত করে দিতে পারেন।
আর ইয়ে, শব্দটা পাক-পাখালি হবে নাকি পাখ-পাখালি? একটু কনফার্ম হয়ে নিয়েন তো।
ভালো থাকুন জলদস্যু :)

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লম্বা সিরিজ লিখেছি বললে ভুল বলা হবে। এটি আসলে ছবিব্লগ। প্রতিটি পর্বে ৫টি করে পাখির ছবি থাকে, সাথে তাদের নাম আর পরিচয়। তাই প্রতি পর্বের শিরনামে নাম তুলে দেয়াটা সম্ভব না। তবে এবার যেমন শুধু সান প্যারাকিটদের নিয়ে লিখেছি তেমনি আরো কয়েকটি পর্ব আছে। যেমন-
পাখ-পাখালি - ০৫ : পায়রা
পাখ-পাখালি - ০৭ : চড়াই
পাখ-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাখ-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাখ-পাখালি - ১০ : চড়াই
পাখ-পাখালি - ১১ : বন বাটান
পাখ-পাখালি - ১৫ : পায়রা
পাখ-পাখালি - ১৬ : চড়াই
পাখ-পাখালি - ১৭ : গাংচিল
পাখ-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাখ-পাখালি - ২০ : কাক
পাখ-পাখালি - ২২ : রাজহাঁস বা রাজহংস
ইত্যাদি।

- এতোদিন ধরে একটি ভুল শব্দ লিখে যাচ্ছি কেউ সেটি খেয়ালই করোলো না!!
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভূলটি দেখিয়ে দেয়ার জন্য। আমি ঠিক করে নিচ্ছি।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: এই পাখি দেখতে আমাদের দেশের টিয়া পাখির মতো। সলে এই পাখির চেয়ে আমাদের দেশে টিয়া পাখি বেশী সুন্দর।

আমি একবার টিয়া পাখি দেখেছিলাম। অসংখ্য টিয়া পাখি। সুন্দরবনের কাছে এক গ্রামে গিয়েছিলাম। একটা বড় গাছে অসংখ্য টিয়াস পাখি। গাছে যত পাতা থাকে তারচেয়ে বেশি টিয়া পাখি।

ছবি গুলো ভালো হয়েছে। পাখির ছবি তোলা বিরাট দিকদারি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


সূর্যের আলো গায়ে বেশি লেগে এই রং হয়েছে টিয়ার।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: কুকুর ছানাকে পেয়েছেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পাইনি এখনো।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

এম ডি মুসা বলেছেন: টিয়া পাখি মনে হয়েছে আমার কাছে আমি প্রথম ভেবেছিলাম টিয়া পাখি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- টিয়া আর তোতার কাছাকাছি এরা। তবে আমাদের পরিচিত টিয়ার সাথে আকার আর রং সম্পূর্ন আলাদা এটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.