নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আশ্রমে লালু-ভুলুর শেষ অধ্যায়!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২


আমাদের আশ্রম এর কথা আপনারা অনেকেই জানেন। আশ্রমের লালু-ভুলুর কথা মনে আছে অনেকেরই। সেইযে শীতের শুরুর দিকে কেউ একজন লালুকে তার ভাই-বোনদের সাথে বস্তায় ভরে এনে আশ্রমের পাশে ফেলে দিয়ে গিয়েছিলো। সেখান থেকে শুধু লালুই বেঁচে গিয়েছিলো কোনো রকমে। পরে লালুর খেলার সাথী হিসেবে আনা হয়েছিলো ভুলুকে। কিছুদিন আগে আমি জানিয়েছিলাম ছোট্ট ভুলু হারিয়ে গেছে। অনেকেই পরে জানতে চেয়েছিলেন ভুলুকে পাওয়া গেলো কিনা। না, ভুলুকে আর পাওয়া যায়নি

সেই পোস্টে লিখে ছিলাম-
ভুলু হারিয়ে যাওয়াতে কেয়ারটেকার দম্পতি মন বেশ খারাপ। উনাদের চেয়েও বেশী মন খারাপ লালুর। বেচারার চঞ্চলতা কমে গেছে। বেশ বুঝা যায় লালু তার সঙ্গী ভুলুর অভাব বেশ বুঝতে পারছে।

গত ১৫ই ফেব্রুয়ারি আশ্রম থেকে জানানো হয় লালুর শরীর ভালো না। ভুলু হারিয়ে যাওয়ার পর থেকেই লালু মন খারাপ করে থাকতো। এরমধ্যে লালু সম্ভবতো খারাপ কিছু খেয়ে ফেলেছে, যেটি ওর খাওয়ার কথা নয়। ১৩ তারিখে লালুকে বোমি করতে দেখা গেছে, তারপরে খারাপ পটিও করেছে। এরপর থেকেই খাওয়া দাওয়া একেবারেই কমিয়ে দেয়। চুপচাপ শুয়ে শুয়ে বিশ্রাম নিতো। অল্পতেই কাহিল হয়ে যেতো। দুইদিন পরে গত পরশু বিকেলে লালু আশ্রমের বাইরে তালতলাতে গিয়ে শুয়ে ছিলো। সন্ধ্যার আগে ওর জন্য বিছানা রেডি করে আনতে গিয়ে দেখে প্রায় প্রাণহীন দেহ পরে আছে লালুর। তার কিছু পরেই লালুর নিশ্চুপ প্রস্থান ঘটে। এভাবেই আশ্রমে লালু-ভুলুর শেষ অধ্যায় রচিত হয়।

আমি ধারনা করছি ভুলুকে কেউ বেঁধে রেখেছে বলেই সে আশ্রমে ফিরে আসতে পারে নি। আর লালু সম্ভবতো ভুল করে বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলেছিলো। কিন্তু আশ্রমে আশপাশে বিষাক্ত কিছু পাওয়ার কথা নয়। তাছাড়া লালু আশ্রম ছেড়ে খুব বেশী দূরে কখনোই যেতো না। খাবারের বিষয়ে লালুর কোনো বাছবিচার ছিলো না এটা অবশ্য সত্যি।

লালু এতটা বড় হয়ে এভাবে মারা যাবে এটা আমরা কেউই বুঝতে পারি নি। ভুলুর চেয়ে লালুর জন্য সকলেরই মায়া বেশী ছিলো। নতুন করে আবার আশ্রমের জন্য লালু-ভুলু টু নিয়ে আসার চেষ্টা করতে হবে শিঘ্রই।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: সকাল বেলা এই সংবাদে মন খারাপ হল ।

হ্যা আপনার ধারণা সত্য হওয়ার সম্ভবনা রয়েছে । কুকুরেরা নিজেদের আশ্রয় ছেড়ে যায় না । কেউ নিশ্চিত তাকে ধরে নিয়ে গেছে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



ভয়ংকর খারাপ সংবাদ; লালু বেঁচে গিয়েও বাঁচলো না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লালুর মারা যাওয়ার বিষয়টা শকিং।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লালুর বেদনাময় মৃত্যু মনকে ব্যথিত করলো।

পাখি পোষা নিয়েও আমার রয়েছে খুব করুণ অভিজ্ঞতা -আমাদের পাখিগুলো। তাই বাসায় কিছু পোষাপুষি আমি এখন মেনে নিতে পারি না। এগুলোর সাহচর্য আনন্দ দিলেও, এগুলোর মৃত্যু খুব মর্মাহত করে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তারপরও নানান সময় নানান প্রাণী পোষা হয়েই যায়।
- আমাদের ছিলো একটি মোরগ। ওর গল্প অন্য আরেকদিন লিখবো।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪

জুল ভার্ন বলেছেন: দুঃখজনক!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসলেই দুঃখজনক।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বিষাক্ত খাওয়ানো হয়েছে। আপনার কেয়ার টেকার ই তাকে খাইয়েছে। কুকুররা বিষাক্ত খাবারে মুখ দিবে না। তাদের নাক খুব পরিস্কার।
শুনুন গ্রাম অঞ্চলে কোথাও চুরী ডাকাতি করতে গেলে সবার আগে বাড়ির কুকুরকে হত্যা করা হয়। আপনার কুকুর দুটাকে অলান করে সরিয়ে দেওয়া হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কথায় যুক্তি আছে, তবে সবসময় যুক্তি কাজ করে না। আপনার কথাগুলি যৌক্তিক হলেও অতি কল্পনাময়।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১

শেরজা তপন বলেছেন: লালু-ভুলু কেমন আপন হয়ে উঠছিল দিন দিন। কষ্ট পেলাম :

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লালু-ভুলুর জন্য আশ্রমের সকলেরই মন খারাপ। বাচ্চাদের মন বেশী খারাপ।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



দুঃখজনক ঘটনা। খুবই দুঃখজনক ঘটনা। টিনএজ ছেলেরা কুকুর বিড়াল পিটিয়ে, ধরে, বেঁধে আনন্দ পায়, তাছাড়া এখন অনেক বয়স্ক মানুষও আছে যারা কুকুর মেরে আনন্দ পায়।


১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী আপনি সঠিক বলেছেন। অনেকেই অকারণে অবলা প্রাণীদের, বিশেষ করে কুকুরকে আঘাত করে আনন্দ পায়।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনার আশ্রমের কেয়ার-টেকারেরা কুকুর পছন্দ করতেন কিনা?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, উনার সকলেই লালু-ভুলকে খুবই পছন্দ করতেন। খাবার দিতেন শীতের সময় নিজেদের ঘরে নিয়ে বিছানা করে থাকতে দিয়েছিলেন।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯

হাসান জামাল গোলাপ বলেছেন: দুটি কুকুর হারিয়ে গেলো, দুঃখময়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একটি হারিয়েছে, অন্যটি মারা গেছে।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৫

মামুinসামু বলেছেন:
শেরজা তপন বলেছেন: লালু-ভুলু কেমন আপন হয়ে উঠছিল দিন দিন। কষ্ট পেলাম।

ঠাকুরমাহমুদ বলেছেন:
দুঃখজনক ঘটনা। খুবই দুঃখজনক ঘটনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- উনার সত্যিই বলেছেন।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




আহা! কী মর্মান্তিক!!!!!!
আপনার আশ্রমে নতুন আর এক লালু-ভুলুর অধ্যায় শুরু হোক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, আবার নতুন করে শুরু করতে হবে।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজীব নূর গুরুত্বপূর্ণ কথা বলেছে। লালু ভুলুর জন্য খারাপ লাগছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- রাজীব সাহেবের কথাগুলি যৌক্তিক তবে অতিকল্পনা আমার ধারনা।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২২

নেওয়াজ আলি বলেছেন: আহারে । দুঃখজনক ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, দুঃখজনক।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: আশ্রমে সিসিটিভি ক্যামেরা লাগান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেকদিন আগে থেকেই এই বিষয়টি মাথায় আছে। তবে কয়েকটি সমস্যার কারণে এখনো লাগানো হয়নি।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১২

রানার ব্লগ বলেছেন: প্রহরী হিসাবে কুকুরের তুলনা নাই। একটু খোজ খবর নিন। আশেপাশে অনেক লোক থাকতে পারে যারা চায় না আপনার আশ্রমে কুকুর থাকুক। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার নিজের কুকুর ছিলো বেচারা যে কি পরিমানের অত্যাচার সহ্য করতো আশেপাশের কিছু চিহ্নিত লোকের কাছে তা আমি জানি। একদিন ভোর বেলা দেখি আমার কিকুরটি খুড়িয়ে হাটছে ভালো করে তাকিয়ে দেখি কে যেনো ওর সামনের পায়ে ধান কাটার কাচি বা এই জাতীয় কিছু দিয়ে কোপ দিয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমের প্রতি এমন মনোভাব কারো আছে বলে মনে হয় না। তারপরও আমরা অবশ্যই সতর্ক হবো। ধন্যবাদ।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

বিটপি বলেছেন: আমার ধারণা আপনি বেশ ভালো বিপদে আছেন। বিপদ আঁচ করুন এবং সাবধানে থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার তেমনটা মনে হচ্ছে না। তবুও অবশ্যই সাবধান হবো। ধন্যবাদ

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫১

জ্যাক স্মিথ বলেছেন: দুঃখজনক!! আমার মনে হয় লালু সঙ্গী হারানোর বেদনায় কাতর হয়ে মারা গেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্য ও মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.