নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নি – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০১ লা মার্চ, ২০২৩ রাত ২:১২

বইয়ের নাম : নি
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : ফ্যান্টাসি উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৯২
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ১০০ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
নীলগঞ্জ মডেল হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক মবিনুর রহমান একজন নি, অবশ্য তিনি নিজে তা জানেন না। নিরা হচ্ছে প্রকৃতির শেষ্ঠ সন্তান। তাদের থাকে প্রচন্ড ক্ষমতা। প্রকৃতি সবদিক থেকে তাদের সাহায্য করে। কারণ নিরা যা চায়, যে ভাবে চায়, তাই করতে পারে। এমনকি নিরা যখনই ভিন্ন কোন পৃথিবী বা স্থানের কথা ভাবে বা সেখানে ভিন্নরকম পরিবেশ আর প্রাণীদের কথা ভাবে সাথে সাথে তা তৈরি হয়ে যায়।


মবিনুর সাহেব পড়া শোনা শেষ করে অনেক দিন বেকার থেকে পরে গ্রামের এই স্কুলে চাকরি নেন। একা একা নির্জন একটি বাড়িতে বাস করেন। পাশেই নদী, তার একটা বজরা মত আছে। এলাকার নামি এক ব্যক্তির মেয়েকে তিনি প্রাইভেট পড়ান। মেয়েটি মবিনুর সাহেবের প্রেমে পড়ে যায়, যদিও তাদের দুজনের বয়সের ব্যবধান বিস্তর।


এদিকে স্কুলের নামে ১০০ বস্তা গম বরাদ্দ হয়। অফিস থেকে ১০০ বস্তার পরিবর্তে ১০ বস্তা গম দেয়া হয়। হেড মাস্টার সাহেব নিজে সই না করে মবিনুর সাহেবকে দিয়ে সই করিয়ে ১০ বস্তা গম নিয়ে আসেন। কিছুদিন পরে ৯০ বস্তা গম চুরির দায় এসে পরে মবিনুর সাহেবের ঘাড়ে। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এদিকে এই খবর শুনে গ্রামের সব মানুষ এসে হাজির হয় থানার সামনে। শেষে পুলিশ তাকে ছেড়ে দেয়। ততোক্ষণে নদীতে বান ডেকেছে। মবিনুর সাহেবের বাড়িটি ছাড়া নদীর তীর অনেকটুকু ভেঙ্গে যায়। যে মেয়েটিকে তিনি পড়াতেন মেয়েটি বাবা-মা-ভাইদের সাথে রাগ করে নদীতে ঢুবে মারা যায়।


মবিনুর সাহেব কল্পনা করেন মেয়েটি বেঁচে আছে, বসে আছে তার নৌকায়। তখন তার মাথার ভেতরে অন্য সব বয়স্ক নিয়েরা বারবার তাকে নিষেধ করে প্রকৃতির সীমালঙ্ঘন না করতে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৪:২০

সোনাগাজী বলেছেন:



ব্লগার অপু তানভীর আপনার আশ্রমে বেড়াতে যাবার কথা ছিলো, গিয়েছিলেন?

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনো যাননি।
- আপনারওতো যাওয়ার কাথা আছে!

২| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৫:৫৭

কালো যাদুকর বলেছেন: এই বইটি কয়েক সপ্তাহ আগে অভিও শুনেছি ৷ শেষটা বেশ সুন্দর

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেকদিন অডিও বুক শোনা হয় না।

৩| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৭:৩৬

এম ডি মুসা বলেছেন: রিভিউ ভালো হয়েছে মেলাতো শেষ

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মেলার সাথে এই পোস্টের কোনো সম্পর্ক নেই। আমি আরো অনেক আগে থেকেই এই রিভিউ লিখছি, বাকি গুলিও লিখবো।
১৯৭১
অঁহক
অচিনপুর
অদ্ভুত সব গল্প
অনন্ত নক্ষত্র বীথি
অনিল বাগচীর একদিন
অনীশ
অন্ধকারের গান
অন্যদিন
অন্যভুবন
অপরাহ্ণ
অপেক্ষা
অমানুষ
অয়োময়
অরণ্য
আকাশ জোড়া মেঘ
আগুনের পরশমণি
আঙুল কাটা জগলু
আজ আমি কোথাও যাব না
আজ চিত্রার বিয়ে
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
আজ হিমুর বিয়ে
আনন্দ বেদনার কাব্যআমরা কেউ বাসায় নেই
আমাদের শাদা বাড়ি
আমার আছে জল
আমি এবং আমরা
আমি এবং কয়েকটি প্রজাপতি
আমিই মিসির আলি
আয়নাঘর
আশাবরী
আসমানীরা তিন বোন
ইমা
ইরিনা
ইস্টিশন
উড়ালপঙ্খি
এই আমি
এই মেঘ, রৌদ্রছায়া
এই শুভ্র! এই
এইসব দিনরাত্রি
একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি
একি কান্ড!
এপিটাফ
এবং হিমু...
ওমেগা পয়েন্ট
কহেন কবি কালিদাস
কিছুক্ষণ
কুহক
কুহুরানী
কৃষ্ণপক্ষ
গৌরীপুর জংশন
চক্ষে আমার তৃষ্ণা
চাঁদের আলোয় কয়েকজন যুবক
ছায়াবীথি
ছায়াসঙ্গী
ছেলেটা
জনম জনম
জয়জয়ন্তী
জল জোছনা
জলপদ্ম
জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল
যদিও সন্ধ্যা
তারা তিন জন
তিথির নীল তোয়ালে
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
তেঁতুল বনে জোছনা
তোমাকে
তোমাদের এই নগরে
তোমাদের জন্য ভালোবাসা
তন্দ্রাবিলাস
দরজার ওপাশে
দারুচিনি দ্বীপ
দিঘির জলে কার ছায়া গো
দিনের শেষে
দুই দুয়ারী
দূরে কোথায়
দেবী
দ্বিতীয় মানব
দ্বৈরথ
নক্ষত্রের রাত

৪| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৯:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নি কি মৃত মেয়েটিকে বাঁচিয়ে তুলতে চায়?

রিভিউ ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমানুষের চাওয়ার কোনো সীমানা নেই। নিদের চাওয়াতো আরো ভিন্ন রকম হওয়া উচিত।

৫| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বইটা আমার মনে প্রভাব ফেলেছিলো। রিভিউ ভালো হয়েছে।


" মানুষ পৃথিবীতে এসেছে ছয়চল্লিশটি ক্রমোজম নিয়ে। তোমার ক্রমোজম সংখ্যা সাতচল্লি যারা ‘নি’ শুধু তারাই এই বাড়তি ক্রমোজম নিয়ে আসে।

বাড়তি ক্ৰমোজমটির কাজ কী?

বাড়তি ক্ৰমোজমটির জন্যেই তুমি স্বপ্নকে মুক্ত করতে পোর। কী অসীম তোমার ক্ষমতা তা তুমি জানো না, ক্ষুদ্র অর্থে তুমি স্রষ্টা।

সব মানুষই স্রষ্টা। সৃষ্টি করাই মানুষের কাজ।

তোমার সৃষ্টির ক্ষমতা অসাধারণ।

অসাধারণ?

হ্যাঁ অসাধারণ। নিদের জন্ম হয়েছে স্বপ্ন দেখার জন্যে। তারা স্বপ্ন দেখে–নতুন সৃষ্টি হয়। প্রকৃতি তাই চায়।

একদিকে সৃষ্টি মানেই অন্যদিকে ধ্বংস। "


মবিনুর রহমান সাহেব একজন 'নি'। তিনি ছাড়াও আরেকজন 'নি' আছে , রুপার ভাইয়ের মেয়ে 'জেবা'। বয়স কম , ক্ষমতাও কম।
তাছাড়া দপ্তরি কালিপদ এবং ধর্মীয় শিক্ষক জালালুদ্দিন অসম্ভব মানসিক ক্ষমতার অধিকারী।
তারা সবাই মবিনুর রহমান কে সাহায্য করে।

‘নি’ প্রকৃতির বিশেষ সৃষ্টি। এদের রক্ষা করার সব রকম দায়িত্ব প্রকৃতি নিষ্ঠার সঙ্গে পালন করে।

রুপা মারা যায়। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নি কি মৃত মেয়েটিকে বাঁচিয়ে তুলতে চায়?


মবিনুর রহমান সাহেব একজন নি। বলা হয়েছে অসাধারণ ক্ষমতাসম্পন্ন নি। সৃষ্টির আদিতে ঈশ্বর বললেন–হও। জগৎ তৈরি হলো শূন্য থেকে। এই জগৎ কোথায়? ছিল ঈশ্বরের কল্পনার। নিরাও কল্পনা থেকে জগৎ সৃষ্টি করতে পারে। অন্তত তাঁকে সে রকমই বলা হয়েছে।

কিন্তু প্রকৃতি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না।

বাকি টুকু নাই বা বলি।

০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
- সেই অনেক বছর আগে যখন প্রথম নি পড়েছিলাম, তখন থেকেই নি আমার অতি পছন্দের একটি বিষয়।

৬| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: বইটা পড়েছি।
প্রথমবার যখন পড়ি, একটা অন্য রকম অনুভূতি হয়েছিলো।

০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মনে হয়ে ছিলো, আহা আমি কেনো নি নই!

৭| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৩

চারাগাছ বলেছেন:
নি আর শূন্য আমি পরপর পড়েছিলাম।
ঘর লেগেছিলো। বইয়ের শেষে নদীতে বান ডাকা ,নৌকার দুলুনি আর মবিনুর রহমান কল্পনার দৃশ্যপট ঘোর লাগিয়েছিল।

রিভিউ ভালো লাগলো। শূন্য এর রিভিউটা আছে কি ?

০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শূন্য অসাধারন এক কাহিনী, ঘোর লাগার মতোই। আমি কয়েকবার পড়েছি।
- রিভিউ লেখা আছে, তবে এখনো পোস্ট করা হয়নি।

৮| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ২:০৩

চারাগাছ বলেছেন:
শূন্য এর রিভিউ দিয়েন। মন্তব্য করবো।

০১ লা মার্চ, ২০২৩ দুপুর ২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একটু সময় লাগবে। থেকে তে যেতে কিছুটা সময়তো লাগবেই।

৯| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ২:১৪

চারাগাছ বলেছেন:
হ্যা , সময় নিন ।
আপনার বাকি রিভিউ গুলো পড়ছি। জয়জয়ন্তী আর এপিটাফ শেষ করলাম। ব্লগে হুমায়ুন আহমেদের পাঠক/ ভক্ত অনেক। আমি সম্ভবত উনার সব বই পড়েছি। আপনি , রাজীব নূর আর স্বপ্নবাজ সৌরভ সহ আরো অনেকেই আছেন যারা হুমায়ুন আহমেদের একনিষ্ট পাঠক হিসেবে প্রকাশ করেন।

০১ লা মার্চ, ২০২৩ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি হুমায়ুন আহমেদের বা অন্য কোনো লেখকেরই একনিষ্ট পাঠক নই। তবে তার বেশীর ভাগ বই আমি একাধিকবার পড়েছি। হাতে গোনা কয়েকটি বই শুধু পড়িনি। এবং প্রায় সবগুলি বইয়েরই কাহিনী সংক্ষেপ আমি লিখে রেখেছি।

১০| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


আরেকটা হুমায়ন জন্মালে বইমেলা বেশকিছু দিন ভালোমত নি:শ্বাস নিতে পারতো।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বই মেলার আবেদন, লোক সমাগম, বই বিক্রি কিছুই কিন্তু কমেনি! তবে উনি বেঁচে থাকলে আরো চমৎকার চমৎকার কিছু বই আমরা পেতাম তাতে কোনো সন্দেহ নেই।

১১| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০২

বিষাদ সময় বলেছেন: আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে বইটাতে ফাইনাল ডেসটিনেশন মুভির থিমের ছোঁয়া আছে....

০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না, মোটেও না। ফাইনাল ডেসটিনেশনের ৫টি মুভিই আমি দেখেছি।

১২| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: রিভিউ এর সঙ্গে তিন নম্বর কমেন্টের উত্তরের জন্য পোস্টটি প্রিয়তে নিলাম।

০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টটি প্রিয়তে নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরো যা যা বাকি আছে সেগুলি সব লিখার ইচ্ছা আছে।

১৩| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৫৮

কামাল১৮ বলেছেন: কোনটা যে পড়েছি কোনটা যে পড়িনাই বুঝতে পারছিনা।বেশি বই লিখে বিপদে ফেলে দিয়েছেন।পড়ে মনে রাখার মতো বই খুব কম।পড়ে ভুলে যাবার মতো বই বেশি।আজ পর্যন্ত বেচে থাকলে একটা বেড়াছেড়া লেগেযেতো।

০২ রা মার্চ, ২০২৩ রাত ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো এই বইটি আপনি পড়েননি। এই বই পড়লে কখনোই পুরপুরি ভুলে যাওয়ার কথা নয়।

১৪| ০২ রা মার্চ, ২০২৩ রাত ১২:৪০

কামাল১৮ বলেছেন: তাহলেতো পড়ে দেখতেই হয়।পিডিএফ পাবো?

০২ রা মার্চ, ২০২৩ রাত ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না লিখে সার্চ দিলেই পিডিএফ পেয়ে যাবেন। পড়া শেষ হলে কেমন লাগলো জানাবেন।

১৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: সংক্ষেপে চমৎকার লিখেছেন। স্বপ্নবাজ সৌরভ এর দীর্ঘ মন্তব্যটাও চমৎকার হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- স্বপ্নবাজ সৌরভ এর মন্তব্যটি আসলেই চমৎকার হয়েছে।

১৬| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৯

অধীতি বলেছেন: বইটি আমার কাছে ছিলো। পড়া হয়নি।পড়ে নিবো।

১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:

- কাহিনী ছৌট হলেও বেশ আকর্ষণীয়, পড়ে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.