নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে নেই, শিরনামে যদিও আমি লিখেছি বার্মিজ গোলাপি সোনাইল, তথাপি এটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই ফুলের বাংলা কোনো নাম এখনো রাখা হয়নি। তবে এর খুবই কাছের আরেক প্রজাতি Cassia javanica এর বাংলা নাম রাখা হয়েছে লাল সোনাইল। এই নামটি রেখেছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। সাধারন চোখে এদের আলাদা করতে পারা খুবই কঠিন। আসলে বলা ভালো অন্ততো চারটি ফুল রয়েছে এই প্রজাতির যাদের Scientific নাম আলাদা (Cassia x nealiae, Cassia javanica subsp. agnes, Cassia renigera, Cassia agnes) হলেও ফুলের আকার, ধরন, রং, প্রকৃতি প্রায় একই রকম। এদের আলাদা করতে পারাটা খুবই কঠিন।
তো যাইহোক, আজকে আমরা যে ফুলটি দেখছি সেটি আসলে Cassia renigera ফুল। আমি মোটামুটি ৯০% নিশ্চিত যে এটি Cassia renigera, তবে বাকি ১০% সম্ভবনা আছে Cassia grandis হওয়ার। তা Scientific নাম যাইহোকনা কেনো, এই পোস্টে একে আমরা বার্মিজ গোলাপি সোনাইল নামেই ডাকবো। যদি কখনো এর কোনো বাংলা নাম পাওয়া যায় তখন এটি বদলে দিতে হবে।
Common Name : Pink Cassia Java Cassia, Pink And White Shower, Apple Blossom Cassia, Apple Blossom Tree, Pink Shower, Nodding Cassia, Burmese pink Cassia, Burmese Senna, Common Pink Cassia, Deciduous Cassia, Rainbow Shower Tree, Coral Shower Tree, Pink shower tree, Horse cassia, Stinking-toe.
Scientific Name : Cassia renigera / Cassia grandis
বার্মিজ গোলাপি সোনাইল বহুবর্ষজীবী মাঝারি আকৃতির বৃক্ষ। এই গাছ দ্রুত বর্ধনশীল। অল্প কয়েক বছরের মর্ধেই বেশ বড় হয়ে উঠে এবং ফুল ফুটতে শুরু করে। গাছ গুলি মাঝারি আকৃতির হয়। সধারনত ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। গাছ মোটামুটি ছড়ানো হয়। আসলে এই গাছের ফুল, পাতা, গাছের আকৃতি, পাতার বিন্যাস সব কিছুই দেখতে দৃষ্টিনন্দন।
শীতকালে গাছের পাতা ঝরতে শুরু করে। গ্রীষ্মের শুরুতে কচিপাতার সঙ্গে হালকা গোলাপি রঙের ফুল গাছের ডাল জুড়ে ঘনো হয়ে ফোটে। গাছের প্রায় সব ডালেই সবুজ পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য ফুল ফোটে। প্রায় গোটা গাছটাই ফুলে ফুলে ভরে ছেয়ে যায়। তাজা ও বাসি ফুলের রং আলাদা হয়। ফলে তাজা ও বাসি ফুল মিলেমিলে চমৎকার বর্ণ বৈচিত্রের সৃষ্টি করে। ফুলের আকর্ষণে মৌমাছি, প্রজাপতি আর ছোট পাখিরা ছুটে আসে।
ফুল প্রায় ৩ সেন্টিমিটার চওড়া। ফুলে সুবাস রয়েছে। ফুলের পাপড়ি ও পুংকেশর অসমান।
বার্মিজ গোলাপি সোনাইল গাছের ফল লম্বা, গোল লাঠির মতো। অনেকটাই সোনালু বা বান্দর লাঠির মতোই। ফলের ভিতরে ছোট ছোট প্রচুর বীজ থাকে। গাছের বংশবিস্তার ঘটে বীজের মাধ্যমে।
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৮ই মার্চ ২০১৭ ইং
ছবি ও বর্ণনা : নিজ।
০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাংলাদেশে এদের বিস্তার খুব একটা ছিলো না।
২| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
শেরজা তপন বলেছেন: চমৎকার ফটোগ্রাফি- অবশ্য ফুলগুলোও সুন্দর!
০৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফুল গুলি খুবই সুন্দর। আর ফুটার ধরনটাও অসাধারন। অনেকগুলি ছবু তুলেছিলাম সেদিন।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: যেমন ফুলের সৌন্দর্য, তেমনই তথ্যসমৃদ্ধ পোস্ট। ফুল ফলাদি, গাছপালা পশুপাখি নিয়ে অসাধারণ কাজ করে চলেছেন আপনি। এসব নিয়ে ব্লগে য়াপনার অবদান অসামান্য। + +
০৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্লগে তেমন ভাবে এখন এইসব নিয়ে লিখে না। তাই আমি কিছুটা চেষ্টা করে যাই নিয়মিতো লেখর জন্য।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ধন্যবাদ প্লাসের জন্যও।
৪| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৫
সোনাগাজী বলেছেন:
এই মাসের শেষে, আপনার 'বিষয়ভিত্তিক ব্লগিং'এর পোষ্টে, গাছপালা, ফুলফল, লতাপাতা, বিভাগে শুধু আপনার নাম আসবে।
অপু তানভীরকে আপনার আশ্রমে নেবেন না, নিলে ছাগল-ভেঁড়া পালানোর শুরু করবে।
০৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রায় সময়ইতো শুধু আমার নামই থাকে, সাথে এক দুইজন যোগ হয়। এবার নাহয় আপনি যোগ দেন।
- আপনি মানুষিক ডাক্তার সাথে কথা বলেছিলেন?
৫| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:১০
সোনাগাজী বলেছেন:
শ্লো হয়ে যাচ্ছেন?
০৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, বাড়ির কাজে অনেকটা সময় দিতে হচ্ছে। ব্লগে সময় খুব একটা দিতে পারছি না। একা একা সবদিকে নজর রাখতে হচ্ছে।
৬| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:১০
সোনাগাজী বলেছেন:
বড় মেয়েকে সাথে রাখবেন ( ঘরের কাজের ব্যাপারে ) মাঝে মাঝে, শিখুক।
০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোটজন প্রায় সর্বদাই সাথে থাকে। রাতে যখন ইটা-বালি-পাথর আসে তখনও সাথে থাকে জেগে থাকলে।
৭| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩০
স্মৃতিভুক বলেছেন: ধন্যবাদ, জলদস্যু। কত রকম ফুলের সাথেই না পরিচিত হলের আপনার সুবাদে। ছোটবেলায় কাগজের ফুল দেখেছিলাম, প্রথম ছবিটা দেখে মনে পড়ে গেলো। ভালো লেগেছে ছবিগুলি।
@ সোনাগাজী, সোনালু সম্ভবত ভিন্ন গাছ। উজ্জ্বল হলুদ রঙের ফুল এবং গোত্র'ও মনে হয় ভিন্ন।
০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- সোনাগাজী সাহেব ভুল কিছু বলেন নি।
প্রথম অংশে লিখেছেন - এই 'সোনালু' গাছ চোখে পড়েনি। (এখানে পোস্টের বার্মিজ গোলাপি সোনাইলের কথা বলেছেন।)
শেষ অংশে লিখেছন - এখন সোনালু গাছই কমে গেছে। (এখানে আমাদের পরিচিত উজ্জ্বল হলুদ রঙের সোনালুর কথা বলেছেন।)
৮| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:২২
কামাল১৮ বলেছেন: এই গাছটিও বিলপ্তির পথে।অথচ কতো সুন্দর একটি ফুলের গাছ।
০৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটির বিস্তার বাংলাদেশে খুব একটা ছিলো না।
৯| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১:১৭
কামাল১৮ বলেছেন: চোট বেলায় একটা গাছ দেখতাম,আমরা বলতাম বান্দরের লাঠির গাছ।এক দেড় হাত লম্বা একটা ফল হতো ,বেশ শক্ত ।তার ফুল এনেকটা এই রকম।সেই গাছটিও আর দেখি না।
০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেটি হচ্ছে সোনালু বা সোনাইল ফুল। আমরা বলতাম বান্দর লাঠি গাছ। ঐ ফল কিন্তু খেতে মিষ্টি।
১০| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১:৩৮
মিরোরডডল বলেছেন:
ফুলটা অপূর্ব!!!
খুবই মিষ্টি একটা রঙ।
সোনালু বা সোনাইল বলতে আমাদের সেই হলুদ রঙের ফুলকেই চিনতাম।
০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাএ মন্তব্যের জন্য।
- সেই ছোটবেলার হলুদ ফুলটাই প্রকৃত সোনালু বা সোনাইল, যাকে আমরা বান্দর লাঠি গাছ বলতাম।
১১| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৭:৪১
জুল ভার্ন বলেছেন: চমৎকার ফুল!
০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া
১২| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:২৫
অপু তানভীর বলেছেন: তিন নম্বর ছবিটা অনেকটা বর্তমান সময়ে বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেমন করে দেয়ালের কোনা লম্বা করে সাজায় তেমন মনে হল । প্রকৃতিক ভাবেই চমৎকার ভাবে সুসজ্জিত হয়ে আছে ।
হাতিরঝিলে এখনও কি এই গাছ আছে? আজকে ওদিকে যাওয়ার ইচ্ছে আছে । একবার খোজ করে আসবো ভাবছি ।
০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
- হাতির ঝিলে গাছটি থাকার কথা। রামপুরার অংশের মোড়েই কয়েকটি গাছ ছিলো। এখনই ফুল ফোটার সময়।
- আপনার জন্য শুভকামনা রইলো।
১৩| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
গাছ,ফুল নিয়ে এত নলেজ কি পেশায় পরিণত করা যায় না?
০৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার নলেজ অতি সামান্য। পেশায় পরিণত করার মতো পর্যাপ্ত নয়।
১৪| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: জনাব এই পোষ্ট আগে একবার করেছেন বলে বোধ হচ্ছে। ছবি এবং লেখা দুটাই পড়েছি বলিয়া বোধ জাগিয়াছে মনে।
০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী জনাব, আপনার স্মৃতিশক্তি ভালো। এই লেখাগুলি আপনি হুবহু পড়িয়াছেন আমার আগের আরেকটি পোস্টে। সেই পোস্ট আপনি এই ফুলটিকে লাল সোনাইল বলিয়া অহেতুক দাবি করিয়া ছিলেন বলিয়া কিঞ্চিত মালুম হইতেছে। তবে পোস্টের লেখা এক হইলেও ছবিগুলি ভিন্ন আছে।
১৫| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩০
গার্ডেড ট্যাবলেট বলেছেন: মনে পড়ে ঢাকায় ক্যাসিয়া রেনিজেরা প্রথম দেখেছিলাম সেই ২০০০ সালে উত্তরা তিন নম্বরে। মসজিদ আল মাগফিরাহ এর কবি নজরুল অ্যাভিনিউয়ের গেটে। রাজলক্ষ্মী থেকে রিকশা চেপে পাঁচ নম্বরে ব্রীজ পার হওয়ার আগে এপ্রিল/মে'তে গোলাপিতে মুগ্ধ হয়ে নির্নিমেষ তাকিয়ে থাকা। ঢাকায় এই গাছ দেখবো তা আশা করিনি। ঢাকায় ছেলেবেলা কাটালেও এই গাছের সাথে পরিচয় দেশের বাইরে। ছোটবেলা থেকেই কাঞ্চন আর কৃষ্ণচূড়ার সাথে বেড়ে উঠেছি বলেই হয়তো রেনিজেরা ভীষন টানতো। বাংলায় এর একটা রোমান্টিক নাম থাকলে বেশ হতো।
০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
- অনেকে এটিকে লাল সোনাইল বলে ভুল করে। আসলে যেটিকে লাল সোনাইল বলে ডাকা হচ্ছে সেটির সাথে এইফুলটির অল্প কিছু পার্থক্য রয়েছে।
১৬| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৬
সোহানী বলেছেন: কি সুন্দর... আমি দেখেছি বলে মনে পড়ছে না।
আপনার লিখাগুলো বরাবরেই অসাধারন। অনেক অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে। ধন্যবাদ মন্তব্যের জন্যেও।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
সোনাগাজী বলেছেন:
আমরা বার্মার বেশ কাছেই, আমাদের এলাকায় এই 'সোনালু' গাছ চোখে পড়েনি। এখন সোনালু গাছই কমে গেছে।