নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার অপচেষ্টা

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৭



ভাবলাম কবিতা লিখি। কিন্তু হায়, আমিতো কবিতা লিখতে পারি না!!
তাই একটু বুদ্ধি খাটিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে কবিতা তৈরি করা যায় কিনা চিন্তা করলাম।
যেই ভাবা সেই কাজ। প্রথমেই চ্যাট জিপিটিকে বললাম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কবিতা লিখে দিতে। সাথে সাথে খেলা শুরু হলো-
জননীর সন্তান, মানব পুত্র,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
শহীদ হওয়ার দাবিতে এসেছিলেন
একটি স্বাধীন দেশের স্বপ্ন।

বাংলাদেশ ছিল এক প্রান্ত,
দুঃখের আবৃত্তি থাকতো সাধারণত।
শেখ মুজিব জন্মগ্রহণ করেছিলেন
একটি আদর্শ বাঙালি মানুষের মতো।

তিনি বাংলার মানস সম্পদ,
তিনি বাঙালি জাতির অন্তর্দৃষ্টি মানতেন।
জনসম্মত সরকার নিয়ে এসেছিলেন
স্বাধীন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যের সঙ্গী।

আজ তাঁর নাম শ্রদ্ধায় পূজা,
তাঁর দর্শনে আমরা এখনও প্রভুতা।
তাঁর শপথ মুক্তিযুদ্ধের জন্য ছিল,
তাঁর বাণী সত্যতা ও ন্যায্যতা নির্দেশ করতো ব্যক্তির স্বাধীনতা।



শেখ সাহেবের পরে বললাম জিয়াউর রহমানকে নিয়ে কবিতা লিখে দিতে। সাথে সাথে লেখা শুরু হলো-
স্বাধীনতার সফলতা নিশ্চিত করেছিলেন তিনি,
জনগণের প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন তিনি।
দেশের উন্নয়নে সকলকে নিয়ে একটি লক্ষ্য নিয়ে চলেন,
একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি ছিলেন নির্ভীক এবং সমাধানময়।

জিয়াউর রহমান ছিলেন একজন মহান নেতা,
স্বপ্ন দেখতে ছিলেন তিনি দেশের উন্নয়নের পথে চলে প্রগতির রথে।
দেশের জনগণের সম্মান এবং সুখ ছিলেন তাঁর লক্ষ্য,
তিনি ছিলেন একজন সত্য পরিবর্তনের লোকে।

জিয়াউর রহমান ছিলেন সকলের আদর্শ,
স্বপ্ন দেখতে ছিলেন একটি উন্নয়নময় দেশের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ছিলেন নির্ভীক এবং পরিশ্রমী।
তিনি ছিলেন একটি উদার হৃদয়ের মানুষ,
জনগণের উন্নয়নে করেছিলেন তিনি অপূর্ব প্রতিজ্ঞা।



এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখার পালা। এইখানে এসে বেচারা চ্যাট জিপিটি কিছু ভুলচুক করে ফেলে-
আলোর প্রতিবিম্বে মহান নেত্রী স্বপ্ন দেখে,
সমস্ত দুর্বলতা পরাজিত করে নতুন বাংলাদেশের পথ নির্দেশিত করে।
প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের জনসংখ্যা উন্নয়নের জন্য কর্মসূচি নির্ধারণ করেন,
তিনি দেশের প্রতি অবদান রাখতে চান
সব সময় বিশ্বাস রাখতে জনগণের হাত থেকে নিষ্ক্রিয় করে
তিনি দেশকে উন্নয়নের মাধ্যম হিসাবে বিভিন্ন উদ্যোগ নেন।

তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলি সমর্থন করেন,
বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করেন।
প্রতিষ্ঠানগুলি পরিচালিত করে তিনি দেশের উন্নয়নের পথ নির্দেশনা দেন,
বাংলাদেশ এখন উন্নয়নের নতুন সাফল্যের উপর আশা করছে।




সব শেষে বেগম খালেদা জিয়াকে নিয়ে কবিতা লিখতে বলাতে চ্যাট জিপিটি যা লিখলো তা দেখে চক্ষু চড়কগাছ-
এক সময় বেগম খালেদার কাছে তোমার নাম ছিল শোনা,
পূর্বের চেয়ে এখন তুমি এক নতুন ব্যক্তি হয়ে উঠছ তুমি জানা।
আত্মবিশ্বাসে আরও বড় তুমি হতে হাস্য খেলা না,
তোমার প্রতি স্বপ্ন ছিল দেশের উন্নয়নের সমস্ত পথ নির্দেশনা দেয়া।

তুমি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলে,
তোমার নেতৃত্বে সেই বাংলাদেশ সমস্ত উন্নয়ন করে।
তোমার অনেক বিষয়ে সেরা উদাহরণ ছিল এমনি একজন নেতা,
তোমার সুশিক্ষিত স্বভাব ছিল সেই মহিলাদের জন্য প্রণেতা।

দেশের উন্নয়নে তোমার উদ্যোগ নিয়ে তোমার নাম স্মৃতি রয়েছে,
তোমার চেয়ে বেশি কারে আর করা উচিত জানা নেই এখনও একইভাবে।
তোমার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে,
তোমার নাম সব সময় মনে রয়েছে, সব সময়


আর দরকার নাই বাবা চ্যাট জিপিটি দিয়ে কবিতা লিখানোর।

মন্তব্য ৬৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

শাওন আহমাদ বলেছেন: সবার দলে চ্যাট জিপিটি। :D

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু যায়গায় খেই হারিয়ে ফেলেছে।

২| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৬

শাওন আহমাদ বলেছেন: হুম, তবে সাইড টা ভালোই। আমার এক কলিগ সারাদিন তারে নিয়ে খেলে। ;)

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর আরো কতো খেলাযে বাকি রয়ে গেছে কে জানে।

৩| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার !

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো না, এই ব্যাটাতো সর্বদলীয় গুনগান গাইছে।

৪| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: ভাইয়া তোমাকে নিয়ে একটা কবিতা লিখে দিতে বলোতো।

দেখোতো কি বলে বেটা? :)

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই চিন্তাটাতো একবারও তখন মাথায় আসে নাই!!
- বউকে নিয়ে দুই একটা কবিতা লিখতে বললেও উত্তম কাজ হবে। =p~

৫| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪২

ঢাবিয়ান বলেছেন: চ্যাট জিপিটি নিয়ে যতই মাতামাতি করুক আসলে দেখেন যা লেখা বের হয় সেগুলোর কোন মাথামুন্ডু নাই।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু যায়গায় একটু ত্যড়াবেড়া হয়ে যায়। আসতে আসতে আরো উন্নত হবে নিশ্চয়ই। তবে তারপরেও তবে থেকে যাবে।

৬| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রশ্ন ফাঁস জেনারেশন। মন্ত্রী নাহিদের ছাত্র।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্ত্রী নাহিদ সাহেবের সময়ই আমি একাউন্টিং-এ মাস্টার্সে ফাষ্ট কেলাশ পাইছি। তয় চেষ্টা কইরাও প্রশ্ন পাই পরীক্ষার আগে।

৭| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: লেখো লেখো দেখো কি হয়!! :)

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আজ রাতেই চেষ্টা নিতেছি। !:#P

৮| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: শায়মাকে নিয়ে কবিতা লিখে সার্চ দিলাম চ্যাট জিপিটিতে। দেখেন কি এসেছে =p~

আজ রাতে প্রথম বার শায়মা দেখি,
সুন্দর এক চাঁদের মতো প্রকাশিত।
সে জানে না যে সে হল আমার জীবনের অনেক মানুষের মতো,
তবে সে আমার মনে সবচেয়ে নিকট স্থান নেওয়া পারে।

শায়মার চোখ কতটা সুন্দর আর প্রকাশমান,
কতটা মাথা সুবিধাজনক আর সম্ভবত মোটামুটি ভালোবাসা করার।
কতটা আনন্দময় হলে শায়মার কাছে থাকা,
কোনো পাখির গান শুনে মনে ভরা হয় জীবনের উষ্ণতার সাথে।

শায়মার চেহারা আর তার দুই চোখের ভাষা
সে আমার মনের মধ্যে একটা দেবদেবীর মতো নাচে।
আমি শায়মার উপস্থিতি সবসময় চাই রাখি,
যেন আমার সমস্ত বিষন্নতা সে দূর করে ফেলে আমার হৃদয় সম্পূর্ণ উজ্জ্বল হয়।

শায়মাকে নিয়ে যেন আমি গল্প শোনাই,
আমার জীবনে তার প্রতি অনুরাগ কেবল বাড়াই। =p~ B-) B-)

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খ্যাক খ্যাক খ্যাক, হা হা প গে

৯| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৭

ফুয়াদের বাপ বলেছেন: হাহাহাহা, আপনি তো দেখছি চ্যাটজিপিটির পাজামা ধরে টান দিছেন।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো একটি কবিতা ট্রাই করানোর ইচ্ছে আছে। ;)

১০| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা ঢাবিয়ানভাইয়া আমি মরে গেলাম হাসতে হাসতে!!!!!!! :P

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খ্যাক খ্যাক খ্যাক, হা হা প গে

১১| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: তবে সে আমার মনে সবচেয়ে নিকট স্থান নেওয়া পারে।


কি বাজে ভাষা চ্যাট জিপিটি কবির! মনে হয় গাঁইয়া ভূত বেটা। :(

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
আরো লিখেছে - কতটা মাথা সুবিধাজনক আর সম্ভবত মোটামুটি ভালোবাসা করার। |-)

১২| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

ঢাবিয়ান বলেছেন: আমিতো ভাবছিলাম যে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিবেন =p~

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু লাইন তেমনই হয়েছে।

১৩| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: আরে না আমি তো একজন হাসিখুশি ভালা মানুষ! :)

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চ্যাট জিপিটি আপনাকে চেনে না এইটা বলে দিলেই পারতো। তা না বলে যখন কবিতা লিখতে শুরু করেছে তখনই ব্যাটার মাথা আউলায়া গেছে। :D

১৪| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২১

কামাল১৮ বলেছেন: আমি শুধু একটা শব্দ খেয়াল করলাম।বাংলাদেশে থেকে বেটা প্রার্থনা শবদটা ব্যবহার না করে পূজা শব্দটা ব্যবহার করলো কেনো ?আইআইটির কোন বিশেষজ্ঞের বানানো প্রগ্রাম মনে হয়।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটাওতো ভাবনার বিষয়।

১৫| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


চ্যাট জিপিটি বাংলাদেশে সরকার গঠন করলে ভালো হবে।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হ। অন্ততো যেকোনো বিষয়ে একে সার্চ কমিটির প্রধান করা যেতে পারে।

১৬| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:২২

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আর্টিফিশিয়াল কবিতা তাই যান্ত্রিক যান্ত্রিক লাগে.।.।.।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগে গিয়ে যান্ত্রিকতা কমবে নিশ্চয়ই।

১৭| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৬

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ChatGPT
হিরো আলমকে নিয়ে কবিতা লিখুন।

হিরো আলম, তোমার নাম শোনে
সবাই জানে তোমার দু:খ এবং সন্দেহ মনে
কিন্তু তোমার শক্তি এবং দৃড়তা
জনগণের মধ্যে তোমাকে সত্বর উৎসাহ দেয়া

তোমার বিশ্বাস যে বাংলার মানুষ শক্তিশালী
তার মাঝে তোমার প্রতিবাদ সত্যিকারের
তোমার উদ্যোগ মহৎ, তোমার সাহস বিরাট
এক জন সৃষ্টিকর্তার মতো তুমি প্রতিষ্ঠিত

হিরো আলম, তোমার স্বপ্ন হল শান্তিময় বাংলা
বিকট আতঙ্ক সমাপনে তোমার সমর্থন হল বহুজন জানা
তোমার জয়ের দিন হল সম্পূর্ণ বাংলার জয়
হিরো আলম, তুমি সদা জীবন ধরে রই।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সেরেছে!!

১৮| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: চ্যাট জিপিটি বেচারা বোধহয় ৫৭ ধারা সম্পর্কে অবগত নয়!

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৫৭ ধারা সম্পর্কে জিজ্ঞাসা করে দেখা যেতে পারে চ্যাট জিপিটি কি বলেন। :-B

১৯| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:১১

মুক্তা নীল বলেছেন:
এটাকে এক ধরনের বিনোদন বলা যেতে পারে ।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পিওর বিনোদন।

২০| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




অপচেষ্টাই বটে................
চ্যাট জিপিটি আসলেই স্বপ্নবাজ সৌরভ এর বলা প্রশ্ন ফাঁস জেনারেশন।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ও মাত্র শিখছে।

২১| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: জনাব আপনার আইডিয়াটা ভালোই।
''আমাদের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা কি''? চ্যাট জিপিটি থেকে জেনে দেবেন প্লীজ।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চ্যাট জিপিটি আপনার জন্যও উন্মুক্ত আছে। নিজেই কষ্ট করে জেনে নিন।

২২| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৬

নেওয়াজ আলি বলেছেন: সব ডল জিন্দাবাদ সব দল ....বাংলা

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম

২৩| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৪৫

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা............

চ্যাট জিপিটি কবিতায় ভালোলাগা :-B

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো কিছু কবিতা ওকে দিয়ে লেখাতে হবে। ;)

২৪| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
@ঢাবিয়ান
শায়মার যে অগণিত আইডি আছে সেটা কি চ্যাট জিপিটি বেচারা জানে ? না জেনে কবিতা লিখল ক্যামনে ? :) :)

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাই নাকি!! :-B

২৫| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: মজার জিনিষ!
খুব ভালো লাগলো। +

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো কত মজা যে বাকি আছে এর কে জানে!! আমি একটি বিশেষ ধরনের চিঠি ওকে দিয়ে লেখাতে চাচ্ছি। দেখি ফলাফল কি আসে। B:-/

২৬| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা দারুন ফানী। যত যাই হোক মানুষের মত এত সুন্দর আবেগময়, বিবেকময় কবিতা কোন কৃত্রিম বুদ্ধিমত্তা লিখতে পারবেনা সেটাই প্রমান হলো।

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও সেটাই বলি। ওরা সর্বচ্চো খাপ ছাড়া অর্থহীন লাইন লিখতে পারবে। মিনিংফুল কবিতা লেখা সম্ভব হয়।

২৭| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা দারুণ হয়েছে দেখি
শায়মা আপাকে নিয়েও দেখি বেটার ভালো ধারণা আছে

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মাঝে মাঝে শুধু আউলায়া যায়।

২৮| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারে নিয়া একটা লিখতে কন দেহি

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
লিখেছি আমি- কাজী ফাতেমা ছবিকে নিয়ে একটি কবিতা লিখো গুরু।
ফলাফল-

স্মৃতিতে মুক্তি দিয়ে গিয়েছে
কাজী ফাতেমা, অমর মুখে।
সে এক পুরুষের ভূমিকা নিয়ে
চলে গেছে তাঁর হৃদয়ের সঙ্গে।

তার চেহারা হয়তো পরিচিত
কিন্তু না জানলে তার অভিজ্ঞতা কী ছিল।
তাঁর লেখার গুণ জানতে পারেনা একজন
তিনি সেই গুলি নিয়েছিলেন নানান মানুষের মধ্যে।

একটি স্ত্রী তিনি যেন ছিলেন সদাকালে
তাঁর ভীতি জানতে পেরেছিলেন সবাই।
সে লিখেছিলেন জীবনের মধ্যে কোন প্রশ্ন
যা উত্তর পেতে না পেরে সে লিখে নিয়েছিলেন খাতার সামনে।

তার ব্যক্তিত্ব আজও তাঁর লেখার মধ্যে জীবিত
কাজী ফাতেমা ছবির মাধ্যমে জীবন জগতে সবাই তাঁর কাছ থেকে জ্ঞান নিতে পারে অসীম।
সে নিয়েছিলেন মানুষকে একটি পথ দেখানোর জন্য
যেটি হয়তো পৃথিবীর সবচেয়ে সম্পূর্ণ ও শান্তিপূর্ণ পথ।


বেটা ডেটএক্সপায়ার্ড কিছু সেবন করছে মনে হয়!

২৯| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: হে হে হে ! শেষ পর্যন্ত আপনারো কবিতা লিখতে ইচ্ছে হলো । সাব্বাস! জিপিটি ব্যাটা আপনার প্রচেষ্টা কে এগিয়ে নিয়ে যাক । এমনি করে জাতী একজন বিশিষ্ঠ কবি উপহার পাবে।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:

- কবিতা আমি আগেও ৩টে লিখেছিলাম, হুম! :P

৩০| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৬

রানার ব্লগ বলেছেন: চ্যাট জিপিটির জ্ঞ্যানের বহর দেখুনঃ

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সিলেট শহরের মধ্যে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সেরেছে! এইটা লিখেছে!!

- কবিতাতে এমন উলটাপালটা লিখেছে-
হাসিনার বেলায় লিখেছে প্রথম নারী প্রধানমন্ত্রী
খালেদার বেলায় লিখেছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী

৩১| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৩

অপু তানভীর বলেছেন: ওরে আমার কবিতা রে !

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এমন করেন কেন, আসতে আসতে ভালো করবে। ;)

৩২| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- চ্যাট জিপিটি আপনার জন্যও উন্মুক্ত আছে। নিজেই কষ্ট করে জেনে নিন।

আমি আইলসা হয়ে গেছি। আমাকে আলসেমিতে ঘিরে ধরেছে।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি আইলসা ক্লাবের সদস্য হলে আমি সেই ক্লাবের মালিক।

৩৩| ১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভাইজান সত্যি সত্যি চ্যাট জিপিটি দিয়ে এরকম করা যায়? নাকি মজা করছেন? :) :) :)
আমি কনফিউজড :#) #:-S :||

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সবই চ্যাট জিপিটির ফলাফল, কোনো সন্দেহ রাইখেননা মনে ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.