নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এসে গেছে বৃষ্টিবলয় জুঁই-২

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৭

এসে গেছে মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় জুঁই-২
এটি চলতি বছরের দ্বিতীয় বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয় দেশের অনেক স্থানে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত ঘটাতে পারে।

নাম : মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় জুঁই-২
টাইপ : ক্রান্তীয় বৃষ্টিবলয়।
ক্যাটাগরি : প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

অর্থাৎ জুঁই-২ একটি প্রায় পূর্ণাঙ্গ মাঝারি শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়

সময়সূচি : ১৫ ই মার্চ থেকে ২৩ শে মার্চ ২০২৩ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায়।

সক্রিয়তা : বেশি আক্রান্ত হবে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ। মাঝারি আক্রান্ত হবে ঢাকা, খুলনা বিভাগ। কিছুটা কম আক্রান্ত হবে বরিশাল ও দক্ষিণ চট্টগ্রাম বিভাগ।

নোট : বৃষ্টিবলয় জুঁই-২ চলাকালীন সময়ে বেশি আক্রান্ত এলাকায়সমূহে বেশিরভাগ সময়ই কয়েকদফা বৃষ্টি থাকতে পারে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি এবং প্রবল বজ্রপাত হতে পারে।

বিবরন : বৃষ্টিবলয় জুঁই-২ আজ ১৫ই মার্চ দেশে প্রবেশ করে আগামী ২৩শে মার্চ দেশ ত্যাগ করতে পারে। বৃষ্টি বলয়টি ১৫ই মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করে আগামী ২৩শে মার্চ, কক্সবাজার ও সিলেট দিয়ে দেশত্যাগ করবে।

সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে ১৯, ২০ ও ২১শে মার্চ। বৃষ্টিবলয়টি ১৬ই মার্চ কিছুটা দূর্বল থাকতে পারে। বৃষ্টিবলয় জুঁই-২ চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হতে পারে।

আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন, হটাৎ উত্তর পশ্চিম আকাশে মেঘ, তারপর দমকা হাওয়া এরপর বৃষ্টি তারপর আকাশ পরিস্কার। এটাই বৃষ্টিবলয় জুঁই-২ এর অন্যতম বৈশিষ্ট্য। এই বৃষ্টি বলয়ে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।

বৃষ্টিবলয় জুঁই-২ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই নিরাপদ থাকবে। তবে স্থানীয় কালবৈশাখীর জন্য সাময়িক সময়ের জন্য উত্তাল হতে পারে কোন কোন এলাকা।

পরবর্তী বৃষ্টি বলয়ের নাম : জুঁই-৩

তথ্যসূত্র : Bangladesh Weather Observation Team- BWOT হতে প্রায় কপি-পেস্ট।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: 'জুঁই' কী সুন্দর নামের ভয়ংকর বিপদ!

১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বিপদওতো নয়! এরও দরকার রয়েছে।

২| ১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: বৃষ্টি কে খুব দরকার । ভদ্রমহিলা যাও একটু আসলো তাও ৮ দিনের জন্য (আপনার ভাষয় মতে) এতো অল্প সময় নিয়ে আসলে মন ভরে বলুন?

১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না মন ভলে না। তবে আর কিছুদিন পরে ভরা যৌবন নিয়ে তিনি আবার আসবেন। তখন মজা হবে।

৩| ১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫২

শেরজা তপন বলেছেন: তিনি পুরো রোজার মাসটা থেকে গেলে ভালো হতো আর রানার ব্লগের সাথে একমত :)
প্রয়োজনীয় তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবারের রমজানটা জান বের করা গরম না হলেই বাঁচি। তিনি মাঝে মাঝে এসে দেখা দিয়ে গেলে মন্দ হয় না।

৪| ১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

রোজায় পরিবেশ নির্মল করে দেবার প্লান করছে জুই।

১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:

- রোজার আগেই হয়তো বিদায় নিয়ে চলে যাবে।

৫| ১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



আমের জন্য কি ভালো হবে, নাকি মুকুল পঁচে যাবে?

১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খারাপ হওয়ার কথা তো নয়। সঠিক বলতে পারলাম না। আমি এই বিষয়ে তেমন কিছু জানি না।

৬| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: প্রচুর ঝড় তুফান হলো আমের ফলন কমে যাবে। এই নিয়ে আমি কিছুটা চিন্তিত

১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আম গাছে মুকুল এসে গে আগেই। এখন সম্ভবতো গুটি ধরেছে। আমার জাম গাছে মাত্র ফুল ফুটতে শুরু হলো।

৭| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: এত সুন্দর নামের বৃষ্টিতে যেন কোনো বজ্রপাত না হয়। শিলাবৃষ্টিও চাই না। শুধুই চাই রিমঝিম বৃষ্টি।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার মনে হচ্ছে বৃষ্টির চেয়ে হাগঢাক বেশ করবে এই জুঁই-২।

৮| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৯

কামাল১৮ বলেছেন: মোবাইলে ২৪ ঘন্টা আবহাওয়া দেখা যায়।কি কি দেখায়।কতো % সঠিক।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি মোবাইলে দেখি না। কতো % সঠিক সেটা বলা কঠিন।

৯| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: জুই নামটা সুন্দর হয়েছে।
আইলা, সিডর, ফনী, সিত্রাং ইত্যাদি নাম থেকে এই নামটা সুন্দর। এই নামের কারনেই এবার ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হবে না।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জুঁইতো ঝড়ের নাম না। এটি হচ্ছে বৃষ্টিবলয়ের নাম।

১০| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৯

বিটপি বলেছেন: আমি একটা ভয়ংকর ঝড় কিংবা কয়েকদিন ধরে চলা একটা মাহাবৃষ্টির জন্য খুব কাতরভাবে অপেক্ষা করছি। ঢাকা শহরে মানুষের তান্ডবে প্রকৃতি মনে হচ্ছে একদম ঝিমিয়ে গেছে। তীব্র গরম, শীত, অতি বৃষ্টি, বন্যা, ঝড়ঝঞ্ঝা - এগুলো খুব মিস করি। আমি চাই প্রকৃতি তার শক্তি অন্তত একবার দেখাক। কেবল ভূমিকম্প ছাড়া আর সবকিছু আমি দেখতে প্রস্তুত।

১৮ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গত বছর কিন্তু আগাম এবং দীর্ঘস্থায়ী বন্যা ব্যাপক ক্ষতি হয়ে ছিলো।
- একটানা কয়েক দিনের বৃষ্টি আমারও খুব পছন্দ। আমাদের এলাকায় টানা এই বৃষ্টিকে বলতো কাইতান।

১১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:৫০

জ্যাক স্মিথ বলেছেন: টানা কিছুদিন বৃষ্টি দরকার, তা না হলে ধুলোবালি কমবে না।

১৮ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম দিন বৃষ্টিতেই ধুলোবালি কিছুটা থিতিয়ে গেলেও ধুয়া আর কালি কমবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.