নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ১৩

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৬


ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।

== ২ ==
ঢেউ

ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।



== ৩ ==
যদি নাহি বয় দখিনা বাতাস
আমার আছে অঞ্চল আছে কেশ পাশ।
যায় ডুবে যাক আকাশে চাঁদ
মোর চাঁদ যেন নাহি ডুবে যায়।।
----- কাজী নজরুল ইসলাম -----

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।




== ৪ ==
মেঘ এসেছে আকাশ ভ'রে —
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফনা তুলে
নাচে,নাচে নাচে রে।
মেঘ-ঘন গগন তলে।।
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।



== ৫ ==
পাথুরে সৈকত

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯, সমূদ্র-সৈকতে - ১০
সমূদ্র-সৈকতে - ১১, সমূদ্র-সৈকতে - ১২
=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৬

কামাল১৮ বলেছেন: চাকা ওয়ালা নৌকা প্রথম দেখলাম।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা, আর একটু ভালো করে দেখুন।

২| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৭

জগতারন বলেছেন:
সুনদর!

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ!

৩| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫১

কামাল১৮ বলেছেন: গাড়ী আর নৌকায় দড়ি টানাটানি খেলছে। মজার দৃশ্যই বলা চলে।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কে জয়ী হবে বলে মনে করেন?

৪| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১:১১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আকাশের ছবি এত প্রাঞ্জল এসেছে ক্যামেরায়। সৈকত আমার খুব প্রিয়। এমন ক্লিকবাজি আরো চলুক। বাংলাদেশের মত এমন কোমল সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই বোধহয়।

২৯ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। বাংলাদেশের সৌন্দর্য আসলেই অনন্য।

৫| ২৯ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



সাতার জানেন?

২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না গুরুজ্বী, আমি সাঁতার জানি না বলতে পারেন। সৈকতে গোসল করতে সাঁতারের কাজখুব একটা নাই। সৈকতে যারা ভেসে যায় তারা প্রায় সকলেই সাঁতার জানা লোক। যারা সাঁতার জানে না তারা সতর্ক থাকে। তাই তারা নিরাপদ থাকে। ;)

৬| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৪

স্মৃতিভুক বলেছেন: @ জলদস্যু, আপনি আমার আফসোস বাড়িয়ে দিচ্ছেন, স্মৃতিকাতর করে তুলছেন।

ছবি তোলার প্রতি আমার ভয়ংকর রকমের অনীহা আছে। পৃথিবীর মোটামুটি অনেকগুলি বিখ্যাত সমুদ্র সৈকত দেখেছি আমি। কিন্তু কেন জানি তেমন কোনো ছবি তোলা হয়নি। হয়তোবা তুলেছি কিছু, ঐগুলিকে ছবি না বলে "টবি” বলাই ভালো।

চেষ্টা যে করিনি তা নয়, তারপর যখনি দেখেছি প্রকৃতিই এই অসম্ভব সুন্দর সৌন্দর্য্য কখনোই বন্দি (ক্যামেরা) করা সম্ভব নয়, অপচেষ্টা বাদ দিয়েছি ।

সুদীর্ঘ এই প্রবাসজীবনে আপনার এবং আরো কয়েকজনের কিছু ছবি কিছু ছবি আমাকে অসম্ভব স্মৃতিকাতর করে তোলে। ভাবি, কেন যে তখন ছবি তুলে রাখলাম না! অন্ততঃ, আমার প্রিয় মানুষগুলির।

ভালো থাকবেন আপনি, আপনার কন্যাদের প্রতি ভালোবাসা।

২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি বিদেশে খুব একটা যাইনি। ভারত, সিংঙ্গাপুর আর থাইল্যান্ডে সৈকত দেখেছি। বাংলাদেশের বেশ কয়েকটি সৈকত দেখার সুযোগ আমার হয়েছে।
- আমি বেড়াতে গেলে ছবি তুলি। ছবি তুলি স্মৃতি ধরে রাখার জন্য। জানি প্রকৃতির সৈন্দর্য কোনো ভাবে পরিপূর্ণ ভাবে ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। তবুও কিছুটা তো উঠে আসে। আমি সবচেয়ে অতৃপ্ত সুন্দরবনের ছবি তুলে। চোখে যে সৌন্দর্য দেখেছি, ক্যামেরায় তার সিকি ভাগও তুলতে পারি নাই।
- আপনার জন্য রইলো শুভকামনা। ভালো থাকবেন সব সময়।

৭| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:১০

কামাল১৮ বলেছেন: দড়ি ছিড়ে দুটি দুদিকে ছিটকে পড়বে।তাদের নিজস্ব জায়গায় চলে যাবে।

২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এইটা একটা ভালো প্রেডিকশন হইছে!

৮| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: আপনার অনেক সাহস। আমার সাহস নেই।

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাইরে থেকে বুঝা না গেলেও বাস্তবজীবনে আমি ভীতু মানুষ। তবে এই পোস্টের সাথে সাহসের সম্পর্কটা আমার কাছে পরিষ্কার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.