নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুঁই-৩ একটি মাঝারি শক্তিসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়।
এটি চলতি বছরের তৃতীয় বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয় দেশের অনেক স্থানে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত ঘটাতে পারে। এটি একটি আংশিক মাঝারি শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়। যেহেতু এটি আংশিক বৃষ্টিবলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে দেশের সকল স্থানে বৃষ্টি ঘটাবে না, এবং সক্রিয় অঞ্চলেও কিছু এলাকায় মোটেও বৃষ্টি নাও হতে পারে।
নাম : মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় জুঁই-৩
টাইপ : ক্রান্তীয় বৃষ্টিবলয়।
ক্যাটাগরি : আংশিক বৃষ্টিবলয়।
সময়সূচি : ২৯ শে মার্চ থেকে ৫ ই এপ্রিল ২০২৩ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের বেশকিছু এলাকায়।
সর্বোচ্চ সক্রিয় : সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এর উত্তর অংশ।
মাঝারি সক্রিয় : খুলনা, বরিশাল বিভাগ।
কম সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগ ও দক্ষিণ চট্টগ্রাম বিভাগ।
নোট : বৃষ্টি বলয় জুঁই ৩ চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই কয়েকদফা বৃষ্টি থাকতে পারে। কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাত থাকতেপারে।
বিবরন : বঙ্গপোসাগরে একটি উচ্চচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এরফলে ঐ উচ্চচাপ বলয় হতে দেশের অভ্যন্তরে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করবে এবং পশ্চিমা শীতল বায়ুর সাথে মিলন ঘটিয়ে কনভারজেন্স তৈরির মাধ্যমে এই বৃষ্টি বলয়ের সৃষ্টি করছে। এছাড়াও একটি পশ্চিমা লঘুচাপ আসার কথা।
এই বৃষ্টি বলয়টি ২৯ শে মার্চ দেশে প্রবেশ করেছে। আগামী ৫ই এপ্রিল রাতে দেশ ত্যাগ করতে পারে। এই বৃষ্টিবলয়টি চলাকালীন সময়ে দেশের মধ্য অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে ৩১ মার্চ, ১লা ও ২রা এপ্রিল এবং ৫ই এপ্রিল।
বৃষ্টিবলয়টি ২৯ ও ৩০ শে মার্চ কিছুটা দূর্বল থাকতে পারে।
বৃষ্টিবলয় জুঁই-৩ চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে ও কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হওয়ার সম্ভাবনা থেকে যায়।
আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন, হটাৎ উত্তর পশ্চিম আকাশে মেঘ, তারপর দমকা হাওয়া এরপর বৃষ্টি তারপর আকাশ পরিস্কার। এটাই বৃষ্টি বলয়ের অন্যতম বৈশিষ্ট্য। এই বৃষ্টি বলয়ে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।
মেঘের গতিপথ : পশ্চিম উত্তর - পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ - পূর্ব দিকে। মাঝে মাঝে উত্তর - পশ্চিম থেকে দক্ষিণ - পূর্ব দিকে।
বৃষ্টিবলয় জুঁই-৩ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই নিরাপদ থাকতে পারে। তবে স্থানীয় কালবৈশাখীর জন্য সাময়িক সময়ের জন্য উত্তাল হতে পারে কোন কোন এলাকায়।
তথ্যসূত্র : Bangladesh Weather Observation Team- BWOT হতে প্রায় কপি-পেস্ট।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বৈশাখও দ্বারপ্রান্তে।
২| ৩০ শে মার্চ, ২০২৩ রাত ১২:০৪
রানার ব্লগ বলেছেন: জুই আপা মনে হয় খানিক বদরাগী।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গতকাল এক ঝামটা দেখিয়ে গেছে সকাল সকাল আমার এলাকায়।
৩| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৪১
সোনাগাজী বলেছেন:
কিসব যন্ত্রের সাহায্য নিয়ে আপনি এতকিছু নির্ণয় করলেন?
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্ট না পড়ে মন্তব্য করার স্বভাব আপনার আর গেলো না? পোস্টের শেষে লিখে দিয়েছি কারা এইসব নির্ণয় করেছেন। অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়ার স্বভাব আমার নেই গুরুজ্বী।
৪| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৪১
স্মৃতিভুক বলেছেন: এজন্যই কবি বলেছেন, "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে"……..
চিড়িয়া যখন চিড়িয়াখানার খাঁচা ভেঙে বাইরে চলে আসে, তখন ফলাফল কি হয় দেখতেই পাচ্ছি। চিড়িয়াকে খাঁচায় বন্দি এখন সময়ের দাবি। আমরা আবার সবাই টিকেট কেটে দেখতে যাবো, বাদাম খেয়ে খোসা ছুঁড়ে দেবো, চিড়িয়া দাঁত খিঁচুনি দিলে সপাটে চপেটাঘাত।
ওহে চিড়িয়া, তুমি যুগ যুগ জিও। মাগার খাঁচার বাইরে নয় - ভিতর থেকেই তুমি তোমার বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে আমাদের বিনোদিত করে যাও।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি যাকে মিন করে মন্তব্য করেছেন তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।
৫| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: আবহাওয়া আপডেট পেলাম। ধন্যবাদ আপনাকে বিষয়টি শেয়ার করার জন্য। ব্লগার কামাল ভাই মাঝে মাঝে এমন আপডেট দিয়ে থাকেন। আমাদের এখানেও বলছে কালবৈশাখী আসার সম্ভাবনা আছে।ফলে আগামী কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হবার আশঙ্কা আছে।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার আসলে বাড়ির কাজের জন্যই এখন এই আপডেট জানার দরকার পরছে। গতকাল সকালে বৃষ্টি হলো, আকাশ মেঘলা দেখে সবাই কাজ বাদ দিয়ে ছুটি নিয়ে চলে গেলো।
৬| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: জুই নিয়ে চিন্তার কিছু নেই।
জুইয়ের আঘাতে দেশের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হবে না।
৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চিন্তার কিছু আছে বলে BWOT এর পোস্টে কোনো উল্লেখ নেই।
৭| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুবই ভালো লাগলো যে আপনূ বাড়িতে হাত দিয়েছেন।আগে একবার কথা হয়েছিলো কতগুলো গাছ না কাটলে চলবে না জানিয়েছিলেন।যাক অবশেষে বাড়ি হচ্ছে। এইমাত্র কতোটা কাজ হয়েছে?
৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক চেষ্টা করেও শুধু একটি জাম গাছা বাঁচানো গেছে। বাকি গাছ গুলি (একটি কাঠাল, একটি আম, একটি জাম, একটি জামবুড়া, একটি খেঁজুর, একটি আতা) কেটে ফেলতে হয়েছে।
- কাজ শুরু করেছি গত নভেম্বরের ১ তারিখে। মার্চের ২১ তারিখে প্রথম ছাদ ঢালাই হয়েছে। এখন দ্বিতীয় ছাদের কলাম হয়ে গেছে অর্ধেক। ঈদের পরের সপ্তাহে ২য় ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ।
৮| ৩১ শে মার্চ, ২০২৩ রাত ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। নিজের বাড়ির মজাই আলাদা। বাড়ি সম্পূর্ণ হলে একটা ছবি দিয়েন সেই আশা করি।
৩১ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো সম্পূর্ণ করতে পারবো না। শেষটুকু বাকি থেকে যাবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
জুই' তুমি বৈশাখ নামিয়ে আনো বাতাসের সাথে।