নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। মানিকগঞ্জের পুরাকীর্তির মধ্যে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় অন্যতম।
মানিকগঞ্জের বালিয়াটি রাজবাড়ির জমিদার হরেন্দ্র কুমার রায় চৌধুরী ১৯১৯ বা ১৯২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি তার পিতা জমিদার ঈশ্বর চন্দ্র রায় চৌধুরীর নামানুসারে স্কুলটির নাম রাখেন ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়। তবে প্রথমে স্কুলটির নাম রাখা হয়েছিল ঈশ্বর চন্দ্র হাই ইংলিশ স্কুল। প্রতিষ্ঠার প্রথম বছরই এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে।
বিদ্যালয়টি মোট ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত। সেই সময় হরেন্দ্র কুমার রায় চৌধুরী প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে করে স্কুলটির সুদীর্ঘ এবং সুদৃশ্য এই পাকা ভবনটি নির্মাণ করেছিলেন।
স্কুলের সামনে রয়েছে একটি বড় সবুজ ঘাসে ঢাকা খেলার মাঠ। বিদ্যালয়ের সামনে প্রায় ২০ শতাংশ জমিতে রয়েছে নানান ধরনের ফুলের চমৎকার একটি বাগান।
তথ্য সূত্র : উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি তোলার স্থান : সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫শে নভেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ এবং ২৪শে নভেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ।
২টি ছবি বন্ধু ঈস্রাফীল তুলেছে।
=================================================================
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৩২ : মুন্সিগঞ্জ
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৫ : বড় সর্দার বাড়ি
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৪
মন্দির দর্শন : ০০১ : শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০৩
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০১ : পালপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০২ : সেনপাড়া মঠ
মঠ (স্মৃতি-মন্দির) দর্শন : ০০৩ : আমিনপুর মঠ ও ঠাকুরবাড়ি মঠ
হাওয়া খানা পুকুর
মানিকগঞ্জ - টাঙ্গাইল ঐতিহ্য সফর ২০২৩
=================================================================
১১ ই জুন, ২০২৩ রাত ৯:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুধু নামের কারণে এমন ভাবনা?
২| ১১ ই জুন, ২০২৩ রাত ১০:৫৭
মোগল সম্রাট বলেছেন:
আমি বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে আসছি গতোবার। এটা কি ওর আশেপাশে? আমি আগে জানলে একসাথে এটাও দেখে আসতে পারতাম।
১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার পথে ঠিক বামপাশেই এই স্কুলটি। পথ থেকে বিশাল মাঠটি চোখে পরবেই।
- বালিয়াটি জমিদার বাড়ির আশপাশে আরো অনেক কিছু আছে দেখার মতো। তারমধ্যে হাওয়া খানা পুকুর নিয়ে লিখেছি আমি। বাকিগুলি নিয়ে একে একে লিখবো।
৩| ১১ ই জুন, ২০২৩ রাত ১০:৫৮
জ্যাক স্মিথ বলেছেন: আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কোন জেলায় ভ্রমণ করেননি?
আমি বালিয়াটি জমিদার বাড়িতে গেছিলাম ২০১৯ সালে।
ছবিগুলো দৃশ্যগুলো মনোরম লেগেছে।
১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, ভোলা, নবাবগঞ্জ, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, নিলফামারী, লালমনিরহাট। এই ১১টি জেলাতে এখনো যাওয়া হয় নাই।
- আমি গত মাসেই গেছি সর্বশেষ বালিয়াটিতে।
৪| ১২ ই জুন, ২০২৩ সকাল ৮:১৭
শেরজা তপন বলেছেন: আমিতো ওপথ দিয়ে প্রায়শই যাই। জানা ছিল সেখানে এমন চমৎকার একটা স্কুল আছে!!
১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্কুলটি পশ্চিম পাশে আছে একটি ছোট্ট দালান। সেটি ছিলো জমিদারদের দাতব্য চিকিৎসালয়। আর পূর্বদিকে আছে ৬ আনি জমিদার বাড়ি। আবার গেলে দেখে আসবেন। পাশেই আছে গোলাবাড়ি, মধ্যবাড়ি।
৫| ১২ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত জায়গা নিয়ে এমন সুন্দর স্কুলের সংখ্যা দেশে খুব বেশি আছে বলে মনে হয় না। এ স্কুলের লেখাপড়ার মান কেমন, আই মিন, ফলাফল কেমন, সে ব্যাপারে কোনো ধারণা পেয়েছেন?
১২ ই জুন, ২০২৩ সকাল ১০:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাংলাদেশের নানান যায়গায় বেশ কিছু স্কুল-কলেজ দেখেছি এমন বড় মাঠওয়ালা যার বেশীর ভাগই ছিলো কোনো জমিদার বাড়ি। সেগুলিকে স্কুল নয় বরং জমিদার বাড়ি হিসেবেই আমি দেখতে গেছি। তবে এমন ব্যতিক্রমও আছে কিছু।
- স্কুলের লেখাপড়ার মান কেমন সেটি আমার সঠিক জানা নেই। তবে স্টুডেন্ট সংখ্যা ১৫০০+, ফলে মান ভালো হওয়ারই কথা।
৬| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৮
তানভীর_আহম্মেদ বলেছেন: হাইস্কুল জীবনের পুরুটাই এই স্কুলে পাড় করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাজকীয় স্কুল ভবনের প্রত্যেকটি জায়গাকে ঘিরে।
স্কুলের লেখাপড়ার মান আগে অনেক ভাল ছিল। বর্তমানে লেখাপড়ার মান নিম্নমুখী।
১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ!! আমাদের মাঝেই এই স্কুলের একজন ছাত্র পাওয়া গেলো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৭| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- শুধু নামের কারণে এমন ভাবনা?
ইয়েস।
১২ ই জুন, ২০২৩ দুপুর ১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হুম, আগামীতে আমি আরো অনেক গুলি স্কুল-কলেজের পোস্ট করবো সেগুলির নাম দেখেও আপনার এই একই ভাবনা হবে।
৮| ১২ ই জুন, ২০২৩ দুপুর ২:২০
আমি সাজিদ বলেছেন: একশত বছরের প্রাচীন স্কুল। বিশাল মাঠ। পোক্ত দালান। খুবই ভালো লাগলো।
১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মূলতো প্রাচীন বলেই দেখতে যাওয়া আমার।
৯| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪০
প্রামানিক বলেছেন: কয়েক বছর আগে গিয়েছিলাম
১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আশা করছি এখন সুস্থ আছেন।
১০| ১২ ই জুন, ২০২৩ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- হুম, আগামীতে আমি আরো অনেক গুলি স্কুল-কলেজের পোস্ট করবো সেগুলির নাম দেখেও আপনার এই একই ভাবনা হবে।
না তখন এরকম ভাবনা হবে না।
নিজেকে বদলে নিলাম। সর্তক থাকব, সাবধান ত্থাকবো।
১৩ ই জুন, ২০২৩ রাত ১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ, তাহলেতো ভালোই।
১১| ১২ ই জুন, ২০২৩ রাত ৮:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: ভারী সুন্দর একটা স্কুল।
১৩ ই জুন, ২০২৩ রাত ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসলেই বেশ সুন্দর দেখতে।
১২| ১২ ই জুন, ২০২৩ রাত ১১:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথমে ভাবলাম জমিদার বাড়ি। সুন্দর আছে।
১৩ ই জুন, ২০২৩ রাত ১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জমিদার বাড়ি না হলেও জমিদারদেরই তৈরি।
১৩| ১৫ ই জুন, ২০২৩ ভোর ৪:০৫
খায়রুল আহসান বলেছেন: বালিয়াটি জমিদার বাড়ী দেখতে গিয়েছিলাম ৫/৬ বছর আগে। কিন্তু কোন কারণে হয়তো এত সুন্দর স্কুলটা সেদিন আমাদের নজর এড়িয়ে গিয়েছিল। আবার কোনদিন সেখানে গেলে স্কুলটিও দেখতে যাবো।
আগেকার দিনের নামকরা স্কুলগুলোর নামকরণ হতো 'হাই ইংলিশ স্কুল' হিসেবে।
@ তানভীর_আহম্মেদ,
যাক, এত সুন্দর স্কুলটির অন্ততঃ একজন ছাত্র আমাদের মাঝে আছে জেনে ভালো লাগল। পোস্ট পড়ে আপনি সাড়া দেওয়াতে পোস্টটার আকর্ষণ ও আবেদন আরও কিছুটা বৃদ্ধি পেল। সাড়া দিয়ে তথ্যটা এখানে জানিয়ে যাবার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রায় ৫/৬ বছর আগে আমিও একটি অর্ধ-শতাব্দী পুরাতন স্কুলের সাইনবোর্ড দেখে গাড়ি থেকে নেমেছিলাম। কিন্তু তখন সন্ধ্যা হয় হয় বলে প্রবেশাধিকার পাইনি। বলেন তো, এ স্কুলটা কোথয়?
১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয় সম্পর্কে আমার কিছুই জানা নেই।
- আবার কখনো বালিয়াটি গেলে জমিদার বাড়ির আশপাশে আরো অনেকগুলি পুরনো স্থাপনা আছে, সেগুলিও দেখে আসবেন। খারাপ লাগবে না।
- আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর এই মন্তব্যের জন্য।
১৪| ১৫ ই জুন, ২০২৩ ভোর ৫:১৪
খায়রুল আহসান বলেছেন: আমি লিখেছিলামঃ আগেকার দিনের নামকরা স্কুলগুলোর নামকরণ হতো 'হাই ইংলিশ স্কুল' হিসেবে। নেটওয়ার্ক স্লো থাকার কারণে আমার এ বক্তব্যের সমর্থনে ছবি দিতে পারিনি। এখন দিলাম, আমার এলাকার কাছাকাছি একটা স্কুলের ছবি, দেখুনঃ
স্কুলটি বর্তমানে ‘কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’ নামে অভিহিত।
১৯০৯ সালে স্থাপিত স্কুলটির ফাউন্ডেশন প্লেক।
১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আবারও ধন্যবাদ আপনাকে দ্বিতীয়বার এই চমৎকার মন্তব্যটির জন্য।
- কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি আমার দেখতে যাওয়ার ইচ্ছে তালিকায় অনেক আগে থেকেই যোগ করা আছে গুগল ম্যাপে। এর কাছেই কাকিনা জমিদার বাড়ি আছে, সেটিও দেখার ইচ্ছে আছে।
১৫| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: "মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয় সম্পর্কে আমার কিছুই জানা নেই" - এটি 'ঢাকার কক্সবাজার' খ্যাত মইনট ঘাট যেতে পথে পড়ে। মহাকবি কায়কোবাদ এর জন্মস্থান এবং কর্মস্থলও সেখানেই ছিল।
জ্বী, কাকিনা জমিদার বাড়িও ঐ স্কুলটির একেবারে কাছে অবস্থিত।
১৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, স্কুলটির অবস্থান সম্পর্কে গুগল করে আমি জেনেছি তখনই।
- ঐ এলাকায় যখন ভ্রমণে গিয়েছিলাম তখন মহাকবি কায়কোবাদের আদি বাড়িটি যেখানে ছিলো সেটি খুঁজে বের করেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে উনার আদি বাড়ির কোনো চিহ্ন অবশিষ্ট নেই।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: হায় কপাল আমি ভেবেছিলাম এই স্কুল কলকাতাতে।