নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু অঞ্চলে বিশেষ বিশেষ ধরনেন প্রচুর আম হয়। আমগুলি খেতেও খুবই সুস্বাদু হয়, আবার তাদের বেশ বাহারি বাহারি নামও রেয়েছে। এবছর আমের দাম বিগত বছরগুলির তুলনা বেশ কিছুটা সস্তাই গেছে।
আম নিয়ে আমাদের বাংলা ভাষায় নানান ধরনের প্রবাদ-প্রবচন রয়েছে। আমি খুঁজে খুঁজে বেশ কিছু প্রচলিত-অপ্রচলিত প্রবাদ-প্রবচন বের করেছি। দেখেন সেগুলির মধ্যে কয়টি আপনার কমন পড়েছে।
১ । ফলের রাজা আম।
২ । চাইলেই কি পাবে। খাস বাগানের আম নয় ত চোলা কেটে খাবে।
৩ । আম ফুরোলে আসী খাবে।
৪ । আম না থাকলে আমড়া চোষে।
৫ । আম না পেয়ে আঁটি চোষা।
৬ । আম ফেলে আঁটি চোষা।
৭ । আম খাওয়া নিয়ে কথা, আঁটি নিয়ে কি মাথাব্যথা।
৮ । আম শুকোলে আমসি,বয়স গেলে কাঁদতে বসি।
৯ । আমড়া গাছে আম হয় না।
১০ । আমড়াতলায় আম পেলে, আমতলায় কেবা যায়।
১১ । আমড়াতলায় যদি আম পাই, আমতলায় কেন যাই।
১২ । একে আম পাড়ে, অন্যে পায়।
১৩ । গাছে উঠতে পারে না বড় আমটি আমার।
১৪ । আম না হতে আমসত্ত্ব।
১৫ । আমতলায় আম মাহাঙ্গা।
১৬ । টক টেশো আঁটিসারা, শাঁসশূন্য আঁশ ভরা, এই আম বিলাবার ধারা।
১৭ । ফুরালো বাগানের আম কি খাবিরে হনুমান?
১৮ । আম পড়বে বাতাসে, কাউয়া রইল প্রত্যাশে।
১৯ । কাকের মুখে সিদুরে আম।
২০ । পাকা আম কাকে খেলো, চোরের ধন বাটপাড়ে নিলো।
২১ । পাকা আম দেখলেই কাকে ঠোকরায়।
২২ । আম পাকলো অথচ কাকের গলায় ব্যথা।
২৩ । পাকা আম দাঁড়কাকে খায়
২৪ । পাকা আম দাঁড়কাকে ঠোকরায়
২৫ । বানরের হাতে পাকা আম, বানর বলে রাম রাম।
২৬ । আম, আমড়া, কুঁজড়া ধান, এই তিন নিয়ে বর্ধমান।
২৭ । আম, আমড়া, শিমুল, ফাগুনের জলে নিৰ্ম্মল।
২৮ । আমড়া, চালতা, তাল, আবালবৃদ্ধ (কচি অবস্থা হইতে পাকা পর্যন্ত) ভাল।
২৯ । এক মাগীর সাত কাম, ধান কাটে আর চোষে আম।
৩০ । কত সাধ যায় রে প্রাণে, ঝুলব গিয়ে আম-বাগানে।
৩১ । আম খেয়ে খায় পানি, পোদ বলে—আমি না জানি।
৩২ । আম-কাঁঠালের বাগান দিলাম, ছায়ায় ছায়ায় যেও। উড়কি ধানের মুড়কি দিলাম, পথে জল খেও।
৩৩ । আম ফলে থোলো-থোলো, তেঁতুল ফলে বাঁকা। ভদ্দর লোকের ঘরে কেবল রাঢ়ের হাতে শাখা।
৩৪ । আম শুকিয়ে আমসী, জল শুকিয়ে পাক। বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, আগুন মরে খা।
৩৫ । ভক্ত বড় ভক্তি করে, গুরু রইল ব’সে। গাছের আম গাছে রইল বোঁটা গেল খসে।
৩৬ । হাতের চেয়ে আম বড়
৩৭ । হাত ছোট, আম বড়।
৩৮ । মুখ টক না, আম টক।
৩৯ । বর্ণচোরা আম।
৪০ । আম শুনতে জাম শুনেছে, চাঁদ লিখতে ফাঁদ লিখেছে।
৪১ । দানসামগ্রী, বুড়ার বিয়ে, আম কাঠ আর ঝাঁটা দিয়ে।
৪২ । নাকে কানে খত, আমতলা দিয়ে পথ।
৪৩ । আমের আনা, মাছের কোনা।
৪৪ । আমড়ায় আর আমে, জামরুলে আর জামে।
৪৫ । ফলের মধ্যে আম, মানুষের মধ্যে শ্যাম। কাপড়ের মধ্যে সাদা, নারীর মধ্যে রাধা।
৪৬ । আম ফলে থোল থোল, তেতুল ফলে বাঁকা। ভদ্র লোকের ঘরে কেবল রাঁড়ের হাতে শাখা।
৪৭ । যত কুয়া আমের ক্ষয়, তাল তেতুলের কিছু নয়।
৪৮ । আমে বান, তেঁতুলে ধান।
৪৯ । হাত বিশ করি ফাঁক। আম কাঠাল পুতে রাখ।
৫০ । আম লাগাই জাম লাগাই কাঠাল সারি সারি বারো মাসের বারো ফল নাচে জড়াজড়ি।
৫১ । আম নিম জামের ডালে দাঁত মাজও কুতুহলে।
৫২ । আম খেয়ে খায় পানি, পেঁদি বলে আমি ন জানি।
৫৩ । আমে ধান, তেঁতুলে বান। আমের বছর বান, কাঁঠালের বছর ধান।
৫৪ । আমের ফল ঝোপা ঝোপা তোতুলের ফুল বাঁকা। বুড়া মাইয়া ভাতার ধরে তাও পিন্ধে শাখা।
৫৫ । আমে দুধে এক হয়, আদাড়ের আটি আদাড়ে খায়।
৫৬ । পাকা আমের রসি, খাই না খাই গায়ে ঘসি।
৫৭ । মিষ্টি আমেই পোঁকা ধরে।
৫৮ । শুনা কতা দুনা, ১ মণ আমের ২০ মণ চুনা।
৫৯ । আম পাকলে মিঠা, মানুষ পাকলে তিতা।
৬০ । আম না থাকিলে অমিড়া চায়ে।
৬১ । অদেকল্যার গাছত আম ধরলে সকাল বিকাল তালাশ।
৬২ । আমও গেল ছালাও গেল
৬৩ । মিষ্টি আম পেলে কি আঁটি শুদ্ধ খায়?
৬৪ । মিষ্টি আমে পোকা ধরে
৬৫ । আমে দুধে এক হয়, আদাড়ের আঁটি আদাড়ে যায়।
৬৬ । আমে দুধে এক হয়, আঁটি যায় গড়াগড়ি।
৬৭। মিষ্টি/ভালো আম গাছে লোকে ঢিল ছোঁড়ে। (এইযেদুনিয়া)
৬৮। কাঁঠালের আমসত্ত্ব। (শায়মা)
সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
বৃষ্টি নিয়ে ৪৪টি প্রবাদ-প্রবচন
অন্ধকার নিয়ে ৪৮টি প্রবাদ-প্রবচন
শীত নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
ক কাব্যের কচকচানি, প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================
২৪ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
৬২ নাম্বার
২| ২৪ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫০
এইযেদুনিয়া বলেছেন: বাপ্রে বাপ! এত প্রবাদ! প্রমাদ গুনলাম। তবে মিষ্টি/ভালো আম গাছে লোকে ঢিল ছোঁড়ে, এটা পেলাম না।
২৪ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোঁকা আর কাকের কথা লিখেছি, মানুষ বাদ পরে গেছে। ৬৭ নাম্বারে এটিও তুলে দিচ্ছি।
৩| ২৪ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩৪
শাওন আহমাদ বলেছেন: কি একটা অবস্থা!
২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কি হয়েছে?
৪| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
শাওন আহমাদ বলেছেন: এত্তোগুলা প্রবাদ-প্রবচন খুঁজে বের করা মোটেই সহজ কাজ নয়।
২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছুটা সময়তো লাগেই। ধন্যবাদ আপনাকে পূনরায় মন্তব্যের জন্য।
৫| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
শায়মা বলেছেন: আম নিয়ে এত প্রবাদ জানা ছিলো না তবে আমও গেলো ছালাও গেলো অনেক শুনেছি আর শুনেছিলাম কাঁঠালের আমসত্ত!
২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাঁঠালের আমসত্ত তো আমার তালিকায় ছিলো!! বাদ পরে গেলো কি করে কে জানে!!
৬| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আম খুব খাচ্ছি আরাম পাচ্ছি। সাথে ঔষধ খাচ্ছি। কাল সুগার লেবেল মেপে দেখলাম কন্ট্রলে আছে।
২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার এখনো সুগার সমস্যা নেই, গড় ৬.৫ এসেছে। তাই ডাক্তার সাবধান করে দিয়েছে চিনি বাদ দিতে। তাই আগলা চিনিটিনি বাদ দিচ্ছি, তবে ফল এখনো বাদ দেইনি। রসমালাই, ছানা, ছানামুখী, দুধের মালাই খেয়ে যাচ্ছি। আমতো বেশ খাই।
৭| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০১
শেরজা তপন বলেছেন: এই পোস্টটাতে আপনার বেশ খাটুনি গেছে বোঝা যাচ্ছে। দারুণ একটা সংগ্রহ
ইদানিং আপনাকে ব্লগে অনিয়মিত মনে হচ্ছে!! আমি ভাবলাম আবার হতাশ হয়ে গেলেন নাকি
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তেমন কষ্ট হয়নি, এগুলির সাথে আমার এক ধরনের আনন্দ কাজ করে, কিছুটা পছন্দের বিষয় বলতে পারেন।
- হে, ইদানং বেশ ভালই ব্লগে অনিয়মিত আছি। গত অক্টবরে আমার পোস্ট সংখা ছিলো ৪১টি। পরে মাসে বাড়ির কাজ শুরু করে সেই সংখ্যা নেমে গেলে ২০এর কোঠায়। গত কয়েকমাসে সেটি ২০ এর নিচে নেমে গেছে। এই মাসে এটি আমার নবম পোস্ট, মানে ১০ এর নিচে। বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, হাতের টাকা পয়সা শেষ। এবার ব্যাংক লোনের প্রসেসিং হচ্ছে। আর সব চেয়ে খারাপ হচ্ছে গত ৪ তারিখে আমার ভাগিনা রাসেল (৩৫) মারা গেছে। তাই মনটা খুবই খারাপ। আমার খুব খুব আদরের ভাগিনা।
৮| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: আমসত্ত্ব হবে মনে হয় বানানটা ভাইয়া।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।
৯| ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারাজীবন আম নিয়া যে প্রবাদটা শুনে আসছিলাম, সেটা পাইলাম ৬৬ নম্বরে আম নিয়ে ঐ একটা প্রবাদের বাইরে আর শুনেছি বলে মনে পড়লো না
দারুণ পোস্ট।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ৬৬ নংটা কোনো এক বইতে পড়েছিলাম এভাবে- তোমরা দুজনে আমে-দুধে মিলে-মিশে যাবে, আর আমি আঁটি হয়ে পাটির/বাটির বাড়ি পরে থাকবো।
১০| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
আম দিয়ে কতভাবে মানুষ মনের ভাব প্রকাশ করেছে।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো কতোগুলি বাদ পরে আছে কে জানে।
১১| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট।
এ বছর বাংলাদেশে অনেক আম হয়েছে। এরকম ফলন প্রতি বছর হোক। এ বছর আমি অনেক আম কিনেছি। শ্বশুর বাড়িতেও কিছু পাঠিয়েছি। অন্যান্য ফলের তুলনায় আম বেশ সস্তা। ৬০ বা ৮০ টাকা কেজি। কিন্তু ড্রাগন ফল ৩৫০ টাকা কেজি। আপেল ২৮০ টাকা। মালটা ২৭০ টাকা।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবছর আসলেই আম সস্তা যাচ্ছে।
- শ্বশুর বাড়ি থেকে ২বার আম পাঠিয়েছে। আমি এখনো পাঠাতে পারি নাই।
১২| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: আম আদমির পোস্ট হেহেহে বেশ ভালো।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমের দলেই ভালো আছি, আঙুরে দল টক।
১৩| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, চলতি ভাষায় প্রবাদটা একটু অন্যরকম। আমারও খাঁটি আঞ্চলিক কথাটা মনে পড়ছে না। তবে, আপনি যা লিখেছেন, মোটামুটি এর খুব কাছাকাছিই হবে।
তোমরা আমে-দুধে মিশ্যা যাইবা, আঁটি দিবা ফালাইয়া। অনেকটা এরকম।
২৪ শে জুন, ২০২৩ রাত ১০:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে দ্বিতীয়বার মন্তব্য করার জন্য।
১৪| ২৫ শে জুন, ২০২৩ ভোর ৫:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
আমের নামসমুহ যেখানে কৃষ্ণের শত নামকেও ছাড়িয়ে যায় সেখানে আম নিয়ে প্রায় শ খানেক প্রবাদ থাকা
বিচিত্র কিছু নয় । কষ্ট করে অনেক সুত্র ঘেটে আম নিয়ে প্রবাদ সংকলনটি বেশ প্রয়াস লব্দ ,আম নিয়ে অনেক
আজানা প্রবাদ আমরা জানতে পারলাম । সংস্কৃত ভাষায় আমকে আম্র, বাংলায় আম, এবং ইংরেজিতে ম্যাঙ্গো বলা হয়।
আম আদমি পার্টি আমের একটি শক্তিশালী গুণের প্রকাশ আর আর আমের শক্তিশালী গুনকে উপেক্ষা বা অবহেলা করার মানসে ম্যাঙ্গো পিপল হিসাবে অবিহিত করার একটি ঔপনিবেসিক উল্লাশও অবশ্য দেখা যায় ।
উল্লেখ্য মৎসপুরাণে ও বায়ুপুরাণে কালো আমের উল্লেখ আছে, যার রস পানে মানুষ অমরত্ব লাভ করে।তাই আমকে
যেভাবেই আখ্যায়িত করা হোক না কেন এটা নীজ গুণে নীজেই অমর হয়ে থাকবে ও দেশ জাতিকেও অমরত্ব দিবে ।
এমনিতেও আম জড়িয়ে আছে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে। বাংলার স্বাধীনতা ও দেশপ্রেমের অনুভূতির
সঙ্গে আম ও আমগাছের নিবীর সম্পর্ক রয়েছে। ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে ব্রিটিশদের হাতে বাংলার শেষ
স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে যে বেদনার ইতিহাস সৃষ্টি হয়েছিল, ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলার
আমবাগানে তার পরিসমাপ্তি ঘটে। মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার শপথ নেয় এই আম্রকাননে।
আমাদের জাতীয় সংগীতে আছে ‘ওমা ফাগুনে তোর আমের বনে, ঘ্রাণে পাগল করে.’। আমাদের জাতীয়
সংগীতে আমের উপস্থিতি দেশপ্রেমের এক অনুপম অনুষঙ্গ ।
আম নিয়ে অসংখ প্রবাদ সমৃদ্ধ মুল্যবান পোষ্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২৫ শে জুন, ২০২৩ সকাল ১০:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার এই আলোচনামূলক মন্তব্যটি নিজেই একটি পোস্ট হতে পারতো। অংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার এই মন্তব্যের জন্য।
১৫| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: আমার পছন্দ হিমসাগর। এখন বাজারে হিমসাগর পাওয়া যায় না।
২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনো পাওয়া যায়, তবে সাইজে ছোট।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: আমও গেল ছালাও গেল