নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাকাও
Common Name : Macaw, Blue and yellow Macaw, Blue and gold Macaw
Binomial name : Ara ararauna
এদের বাংলা কোনো নাম না থেকলেও বাংলাদেশে এরা ম্যাকাও নামে পরিচিত। ম্যাকাও নামটি ব্রাজিলের টুপি ভাষা থেকে এসেছে যার অর্থ হল "বড় গাঢ় তোতাপাখি"।
ম্যাকাও দক্ষিণ আমেরিকান একটি বড় আকারের তোতা প্রজাতির পাখি। এদের পিঠের ও পাখার উপরের অংশ বেশিরভাগই নীল রঙের। আর বুকের নিচের অংশ হালকা কমলা রঙের। এদের মাথার উপরে সবুজ রঙের অল্প একটু ছোপ থাকে। এদের পা ধূসর রঙের। এদের মুখে প্রায় কোনো পালক নেই বললেই চলে এবং চোখের চারপাশে একটি ডোরাকাটা প্যাটার্ন থাকে। ম্যাকাওদের খুবই শক্তিশালী ঠোঁট রয়েছে। এই ঠোঁট ব্যবহার করে তারা যেকোনো বীজের খোসা ভাঙ্গতে পারে। তাছাড়া গাছে উঠতে ও ঝুলতেও তারা ঠোঁটের ব্যবহার করে।
এরা বাদাম খেতে খুব পছন্দ করে। বাদামের পাশাপাশি নানান ধরনে বীজ, ফল, পাতা খায়। তাছাড়া পোকামাকড়, শামুক ইত্যাদিও খেয়ে থাকে।
স্ত্রী পাখিটি সাধারণত দুই বা তিনটি ডিম পারে। স্ত্রী পাখিটি প্রায় ২৮ দিন ধরে ডিমে তা দেয়। সাধারণত প্রথম ডিম ফুটে যে ছানাটি বের হয় সেটি বেশী এ্যাক্টিভ হয় এবং খাবারের বেশী অংশ পায়। অন্য ডিমগুলি থেকে যে ছানারা জন্ম নেয় সাধারণত তারা নীড়েই মারা যায়। বাচ্চাগুলি জন্ম নেয়ার প্রায় ৯৭ দিন পর বাসা থেকে উড়ে প্রকৃতিতে বেরিয়ে যায়। এদের বয়স ৩ থেকে ৬ বছর হলেই এরা বংশবিস্তারের জন্য প্রস্তুত হয়। পুরুষ পাখির রং সাধারণত উজ্জ্বল এবং গাঢ় রং থাকে। এই সৌন্দর্য তাকে ভাল একটি স্ত্রী সঙ্গী পাওয়ার সুযোগ করে দেয়। ম্যাকাও বন্য অবস্থায় সাধারনত ৩০ থেকে ৩৫ ইঞ্চি লম্বা হতে পারে। এদের ওজন ১ থেকে ১.৫ কেজি হতে পারে। ম্যাকাওরা সাধারণত ৬৫ থেকে ৭০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
ম্যাকাওরা ভার্জিয়া, গ্রীষ্মমন্ডলীয় দক্ষিণ আমেরিকার বনভূমি এবং সাভানারা বনভূমিতে বাস করে। এই প্রজাতিটি কলম্বিয়া, ভেনিজুয়েলা, পেরু, ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর এবং প্যারাগুয়েতে দেখা যায়।
তাদের আকর্ষণীয় রঙ, কথা বলার ক্ষমতা, বিশাল আকার, পোষ মানার প্রবণতা এবং মানুষের সাথে ঘনিষ্ঠতার স্বভাবের কারণে পোষা পাখি হিসেবে এরা খুবাই আকর্ষণীয় ও জনপ্রিয়। তবে এদের দাম তুলনামূলক অন্যান্য পোষা পাখির তুলনায় অনেক বেশী।
সুইডিশ প্রকৃতিবিদ কার্ল লিনিয়াস ১৭৫৮ সালে তার Systema Naturae-এর দশম সংস্করণে এই ম্যাকাওদের আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করেছিলেন।
শিক্ষক ও শিষ্য
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪ই জানুয়ারি, ২০১৪ খ্রীষ্টাব্দ।
তথ্য সূত্র : অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাখ-পাখালি - ০১, পাখ-পাখালি - ০২, পাখ-পাখালি - ০৩, পাখ-পাখালি - ০৪, পাখ-পাখালি - ০৫
পাখ-পাখালি - ০৬, পাখ-পাখালি - ০৭, পাখ-পাখালি - ০৮, পাখ-পাখালি - ০৯ পাখ-পাখালি - ১০
পাখ-পাখালি - ১১, পাখ-পাখালি - ১২, পাখ-পাখালি - ১৩, পাখ-পাখালি - ১৪, পাখ-পাখালি - ১৫
পাখ-পাখালি - ১৬, পাখ-পাখালি - ১৭, পাখ-পাখালি - ১৮, পাখ-পাখালি - ১৯, পাখ-পাখালি - ২০
পাখ-পাখালি - ২১, পাখ-পাখালি - ২২, পাখ-পাখালি - ২৩, পাখ-পাখালি - ২৪, পাখ-পাখালি - ২৫
পাখ-পাখালি - ২৬, পাখ-পাখালি - ২৭
০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
কথা বলার ক্ষেত্রে দেশী টিয়া থেকে ওরা ভালো হয় নাকি?
০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো কথা বলার ক্ষেত্রে দেশী টিয়া থেকে ওরা ভালো হয়।
৩| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৯:১৩
মামুinসামু বলেছেন: macaw নিয়ে একটা animated মুভি আছে, RIO (2011)
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখেছি আমি। এর একাধীক পার্ট আছে।
৪| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৯:১৬
জগতারন বলেছেন:
ম্যাকাও অতি সুন্দর ও বন্ধুসুলভ পাখি ।
পোষ্টে লাইক দিলাম ও আপনার প্রতি শুভেচ্ছা জানাইলাম ।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে পোস্টে লাইক প্রদান ও মন্তবের জন্য।
৫| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:০১
কামাল১৮ বলেছেন: আমার ছোট মেয়ে ও লেবেল পরীক্ষার প্রস্তুতির সময় এক শিক্ষকের কাছে অংক শিখতে যেতো।এক ঘন্টা অংক শিখতো।এই এক ঘন্টা আমি শিক্ষকের ড্রইং রুমে বসে বসে গৃহকর্ত্রীর সাথে পাখির কথা বলা শুনতাম।স্পষ্ট ভাষায় কথা বসতো এই তোতা পাখিটি।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো এরা সবচেয়ে বড় বাক্য এবং সবচেয়ে পরিষ্কার ভাবে বলতে পারে।
৬| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:৩৫
শাওন আহমাদ বলেছেন: ম্যাকাও আসলেই দেখতে সুন্দর এক পাখি।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ম্যাকাও আর খুব পছন্দ, তবে দামের কারণে দূরে থাকতে হয়।
৭| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:৩৫
শাওন আহমাদ বলেছেন: ম্যাকাও আসলেই দেখতে সুন্দর এক পাখি।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ম্যাকাও আর খুব পছন্দ, তবে দামের কারণে দূরে থাকতে হয়।
৮| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:৩৭
শেরজা তপন বলেছেন: ম্যাকাও-এর আস্ত ডাব খুঁড়ে পানি পান করার এই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছিল।
Macaw Drinking Coconut
পোষ্ট ভাল লেগেছেন
* কিছু মনে করবেন না- সম্ভবত লেখাটা তাড়াহুড়ো করে লিখেছেন। আপনার এত সহজ বানানে ভুল হবার কথা নয়। রি-চেক করুণ।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে।
- ভিডিওটা আমিও দেখেছি।
- যা যা ভুল চোখে পরেছে তা ঠিক করে নিয়েছি। আরো কিছু রয়ে গেছে কিনা কে জানে।
৯| ০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৫:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
তোতা পাখি অনেক রঙ বেরঙের হয়। দেখতেও খুব সুন্দর। আমাদের পুরান বাড়িতে কামরাঙা গাছ আছে, গাছে কামরাঙা থাকলে প্রতিদিন টিয়া পাখি আসে।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঢাকায় টিয়া পাখি এখন একেবারেই দেখা যায় না। তবে রমনা এবং বোটানিক্যালে এখনো বিকেল বেলায় প্রচুর টিয়া উড়ে আসতে দেখা যায়। কখনো কখনো ওদের দেখা যায় বিশাল বিশাল দলে উড়ে যেতে।
১০| ০৩ রা জুলাই, ২০২৩ সকাল ৮:১৯
নাহল তরকারি বলেছেন: ওয়াও। কি সুন্দর ম্যাকাও পাখি।
০৩ রা জুলাই, ২০২৩ সকাল ১০:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ম্যাকাও আসলেই সুন্দর
১১| ০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: খাচায় পশু পাখিকে বন্ধী করে রাখা হয়। এই বিষয়টা আমার ভালো লাগে না।
ঢাকা চিড়িয়াখানার পশু পাখি গুলোর অনেক কষ্ট। এদের কি মখেতে দেওয়া হয় না। বাঘ সিংহ শুকিয়ে গেছে। হাঁটা চলা পর্যন্ত করতে পারে না। দুঃখ হয় আমার।
এর আগেও আপনি ম্যাকাও পাখি নিয়ে লিখেছেন।
অনেকদিন আশ্রমের কথা লিখেন না।
০৩ রা জুলাই, ২০২৩ দুপুর ১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি একটি হাতির বাচ্চা কিনতে চেয়েছিলেন, এখন সেই শখ আছে?
- ম্যাকাও নিয়ে আগেও লিখেছি। এরপরের পোস্টেও ম্যাকাও থাকতে, লাল ম্যাকাও।
- ঈদের পরদিন আশমে গিয়েছিলাম, এক রাত থেকে এসেছি। আশ্রমে গাড়ল কুরবানীর প্রকল্পটা বেশ সাড়া ফেলেছে। আমার বাসায় গাড়ল দেখে অনেকেও চমৎকৃতি হয়েছে। বেশ কয়েকজনকে গাড়লের মাংস পাঠাতে হয়েছে। আমি হয়তো আগামী বছরও একটি গাড়ল কুরবানী দিবো।
১২| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৯:৫৪
এইযেদুনিয়া বলেছেন: +
০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
মুজাহিদুর রহমান বলেছেন: দারুণ!