নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পছন্দের মুভি সিরিজ গুলির মধ্যে একটি হচ্ছে X-Men মুভি সিরিজ। মূলতো মার্ভেল কমিকস এর X-Men নামক কমিকসের সুপার হিরোদের নিয়ে 20th Century Fox এর নির্মাণ করা আমেরিকান সুপার হিরো মুভি সিরিজ এই X-Men সিরিজটি। এই সিরিজের সুপর হিরোরা হচ্ছে মিউটেন্ট। এরা মানুষ হলেও জিনগত কিছু পার্থক্যের কারণে তাদের কিছু অতিপ্রাকৃতিক ক্ষমতা রয়েছে।
২০০০ সালের X-Men মুভি দিয়ে এই সিরিজটি শুরু হয় এবং ২০২০ সাল পর্যন্ত এই সিরিজের মোট ১৩টি মুভি রিলিজ হয়। মুভিগুলি হচ্ছে-
১। X-Men (2000)
২। X-Men 2 (2003)
৩। X-Men : The Last Stand (2006)
৪। X-Men Origins : Wolverine (2009)
৫। X-Men : First Class (2011)
৬। The Wolverine (2013)
৭। X-Men : Days of Future Past (2014)
৮। Deadpool (2016)
৯। X-Men : Apocalypse (2016)
১০। Logan (2017)
১১। Deadpool 2 (2018)
১২। Dark Phoenix (2019)
১৩। The New Mutants (2020)
সমস্যা হচ্ছে সিরিজের প্রথম কয়েকটি সিনেমাতে সিরিজ, কাহিনী এবং চরিত্রগুলি সম্পর্কে বেশ কিছু প্রশ্নের জন্ম নেয়। প্রশ্নগুলির উদ্ভব হয় কারণ সিরিজের শুরুর কাহিনী প্রথম মুভিতে দেখানো হয়নি। শুরুর কাহিনী দেখানো হয়েছে বেশ কয়েকটি মুভি রিলিজ হওয়ার পরের সিনেমাগুলিতে। অর্থাৎ টাইমলাইন অনুযায়ী সিরিজের মুভিগুলি রিজিল দেয়া হয়নি। ফলে রিলিজ ডেট অনুযায়ী মুভিগুলি দেখতে নিলে বেশ কিছুটা এলোমেলো লাগে। তাছাড়া টাইমলাইনের বিষয়টা ঠিক করে নিলেও কিছু কিছু জিনিস খটকা থেকে যায়। বেশ কয়েকটা কমিকসের কাহিনী এই সিনেমাগুলিতে ক্রসওভার হওয়াতে এই খটকাগুলি তৈরি হয়েছে। তারপরেও টাইমলাইন অনুযায়ী সিনেমাগুলি দেখতে চাইলে আমি নিচে তাদের তালিকা দিয়ে দিচ্ছি।
সিরিজের ১৩টি সিনেমার সঠিক টাইমলাইন হচ্ছে -
১। X-Men: First Class (2011)
২। X-Men: Days of Future Past (2014)
৩। X-Men Origins: Wolverine (2009)
৪। X-Men: Apocalypse (2016)
৫। X-Men: Dark Phoenix (2019)
৬। X-Men (2000)
৭। X-Men 2 (2003)
৮। X-Men: The Last Stand (2006)
৯। The Wolverine (2013)
১০। Deadpool (2016)
১১। The New Mutants (2020)
১২। Deadpool 2 (2018)
১৩। Logan (2017)
এবার হাতে অলস সময় থাকল বসে যেতে পারেন সিনেমা দেখতে।
আরো দেখতে পারেন-
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপাহিরো মুভি
Batman মুভি সিরিজ
স্পাইডার ম্যান মুভি সিরিজ
সাই-ফাই মুভি সিরিজ Alien
১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- The New Mutants এই সিরিজের সবচেয়ে আন্ডার রেটেড মুভি। শুধু মাত্র একটি বৈজ্ঞানিক সংস্থা ছাড়া আর কোনো কিছুই এই মুভিটিকে এক্স-ম্যান সিরেজের সাথে যুক্ত করে না।
২| ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৮
অপু তানভীর বলেছেন: এক্স ম্যান আমার পছন্দের সিরিজ গুলোর একটা । আমাদের বাসায় যখন প্রথম ডিভিডি প্লেয়ার কেনা হল তখন প্রথম ডিভিডিটা ছিল এই এক্স ম্যানের । অবশ্য তার আগেই আমি এই এনিম্যানেশন সিরিজ দেখতাম । সেগুলো আমার বেশি পছন্দ ছিল ।
আমি সব গুলো মুভি দেখেছি ।
নিউমিউট্যান্ট কি এই সিরিজের !
কয়েকদিন আপনাকে দেখি ব্লগে ? শরীর ভাল আছে তো নাকি কাজ কর্মে ব্যস্ত ?
১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- The New Mutants এই সিরিজের সবচেয়ে আন্ডার রেটেড মুভি। শুধু মাত্র একটি বৈজ্ঞানিক সংস্থা ছাড়া আর কোনো কিছুই এই মুভিটিকে এক্স-ম্যান সিরেজের সাথে যুক্ত করে না।
- আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে আমার। কাজেরও কোনো চাঁপ নেই। ঈদের পরে গতকাল থেকেই আবার বাড়ির কাজ অল্প করে শুরু করেছি। আর্থিক সংকটের কারণে মানুষিক প্রশান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে। ফলে কোনো কিছুতেই মন বসাতে পারছি না। ব্লগে আমি প্রতিদিনই আসছি, তবে কোনো পোস্ট বা মন্তব্য করছি না।
৩| ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ
১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে।
- ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৭
রিফাত হোসেন বলেছেন: The New Mutants দেখা হয়নি। হয়তো রিভিউ পড়ে তখনকার সময় দেখাই হয়নি।
১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- The New Mutants এই সিরিজের সবচেয়ে আন্ডার রেটেড মুভি। শুধু মাত্র একটি বৈজ্ঞানিক সংস্থা ছাড়া আর কোনো কিছুই এই মুভিটিকে এক্স-ম্যান সিরেজের সাথে যুক্ত করে না।
৫| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: এই সব সিরিজ আমার দেখা হয় না।
সময় এত কম, কোনটা দেখব? এতে ভালো ভালো সিরিজ। তার উপর অনেকে গুলো আপড়া বই জমে আছে।
১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সিনেমা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। দুনিয়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ পরে আছে।
- তবে আমার অলস সময়ের অভাব নেই আর গুরুত্বপূর্ণ কাজে আগ্রহ নেই। তাই সিনেমা দেখতে ভালোই লাগে।
৬| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এইসব সিরিজ সম্পর্কে আপনার ধারণা অনেক ভালো।
১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাইন্স ফিকশন মুভি গুলি আমি খুব আগ্রহ নিয়ে দেখি। এগুলি অবশ্য ঠিক পুরপুরি সাইন্স ফিকশন বলা যাবে না।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:০৪
কাছের-মানুষ বলেছেন: এক্সমেন আমারো প্রিয় সিরিজ। উপরে দু একটা বাদে প্রায় সবগুলোই আমার দেখা! দ্যা নিউ মিউট্যান্ট আমার দেখা হয়নি!