নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রক্ত জবা

২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৮



জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। এককালে গ্রামের প্রতিটি বাড়িতে এই জবা ফুলের গাছ দেখতে পাওয়া যেত। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে এই গাছ থাকতোই। কারণ তাদের বিভিন্ন পূজায় এই জবা ফুল লাগে।

জবা
অন্যান্য ও আঞ্চলিক নাম : জবা কুসুম, জবাপুস্প,জপা, ত্রিসন্ধ্যা, অরুণা, সিতা।
Common Name : Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus, shoeblackplant ইত্যাদি
Scientific Name : Hibiscus rosa-sinensis



রক্তজবা
জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, মরিচা জবা, ঝুমকা জবা ইত্যাদি। এদের মধ্যে একটি বিশেষ জবা হচ্ছে রক্তজবা। এই রক্তজবাই সবচেয়ে বেশী ব্যবহার হয় হিন্দুদের নানান পূজায়।



জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে। এছাড়াও বাভিন্ন ধরনের জবা বিভিন্ন রকমের হয়। কিছু কিছু জবা আছে যেগুলি সম্পূর্ন ভিন্ন রকমের হয়। যেমন ঝুমকা জবা ও মরিচা জবা সম্পূর্ণ ভিন্ন রকমের। জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ, কমলা, লাল, এমনকি মিশ্রও হতে দেখা যায়।


জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে। ফুল, পাপড়ি ও গাছের ছালও ঔষধি গুনসম্পন্ন। চোখ ওঠা রোগ দূর করতে, সর্দি ও কাশিতে, চুলের বৃদ্ধির জন্য, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগের ঔষধি গুনাগুণ রয়েছে।



এটি একটি চিরসবুজ গুল্ম বা ঝোপ জতীয় গাছ। সাধারণত সাত আট ফুট উচ্চতায় হয় থাকে। এর পাতাগুলি চকচকে ও করাতের মত খাজকাটা হয়। জবা গাছের ডাল বর্ষা কালে স্যাঁত স্যাঁতে মাটিতে রোপন করে সহজেই বংশবিস্তার করা সম্ভব। জবা গাছ আবাদী ও অনাবাদী, বনজ সব ধরনের হয়ে থাক।




ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২ই মার্চ, ২০১৭ খ্রিষ্টাব্দ।
তথ্য সূত্র : বাংলাপিডিয়া, উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।

=================================================================
আরো কিছু জবা-
জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা
=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




পূজা অর্চনায় বেশীন ভাগ ফুল - জবা ফুল। খুব সম্ভব এটি লাল রঙের হয়ে থাকে তাই, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে আমার সঠিক জানা নেই।

২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লাল রঙের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা তা আমার জানা নেই। তবে নানান পূজাতেই এই লাল রঙের রক্তজবার উপস্থিত দেখেছি আমি।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য প্রিয় ঠাকুরমাহমুদ।

২| ২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২২

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের বাইলজির বিদ্যার সহজ প্রাকটিক্যাল হলো এই জবা ফুল।

২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও এর ব্যবচ্ছেদের ছবি এঁকেছিলাম এখন মনে পড়লো।

৩| ২৭ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জবা ফুল সুন্দর ফুল। ছোটোবেলা থেকে এ ফুলটাই মোটামুটি একটু চিনি :) ক্লাস নাইন-টেনে এটার উপর প্র্যাক্টিক্যাল হতো।

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, ক্লাস নাইন-টেনে আমিও এর ব্যবচ্ছেদের ছবি এঁকেছিলাম এখন মনে পরছে।

৪| ২৭ শে জুলাই, ২০২৩ রাত ৯:১৪

শায়মা বলেছেন: জবা ফুলের অন্য রঙগুলোও সুন্দর! যেমন গোলাপী হলুদ কমলা.....

২৭ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: - আমি জবার অনেকগুলি রঙের ফুলের ছবিই এখন পর্যন্ত পোস্ট করেছি।

৫| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন আশ্রমের গল্প বলেন না।
আমি মনে মনে আশ্রমের গল্প শোনার অপেক্ষায় আছি।

২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর্থিক সংকটের কারণে মানুসিক ভাবে কিছুটা খারাপ অবস্থায় আছি। তেমন ভাবে কোনো কিছুতে মনযোগ দিতে পারছি না। তাই নতুন কোনো লেখা বা পোস্টও আসছে না। আশা করছি আগষ্টের শেষ নাগাদ কিছুটা গুছিয়ে উঠতে পারবো।

৬| ২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৪

অপু তানভীর বলেছেন: এই মাসে ফুলের ছবি পোস্ট দিয়েছেন কম অন্য মাসের তুলনাতে । এই মাসে অবশ্য আপনার পোস্টের সংখ্যাও কম অনেক ।

২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর্থিক সংকটের কারণে মানুসিক ভাবে কিছুটা খারাপ অবস্থায় আছি। তেমন ভাবে কোনো কিছুতে মনযোগ দিতে পারছি না। তাই নতুন কোনো লেখা বা পোস্টও আসছে না। আশা করছি আগষ্টের শেষ নাগাদ কিছুটা গুছিয়ে উঠতে পারবো।

৭| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১১:০৬

জগতারন বলেছেন:

সুন্দর!
লাইক!!

২৮ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্য ও লাইকের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.