নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নন্দিত নরকে – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৫

বইয়ের নাম : নন্দিত নরকে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ১৯৭২
প্রকাশক : খান ব্রাদার্স
পৃষ্ঠা সংখ্যা : ৭০ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস নন্দিত নরকে। লেখক নন্দিত নরকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের গল্প বলেছেন।

পরিবারটিতে আছেন বাবা, মা আর চার ভাই বোন। তাদের সাথেই থাকে বাবার স্কুল লাইফের বন্ধু মাষ্টার কাকাও। বাবার একার সামান্য আয়ে কোন মতে চলে পরিবারটি। বাড়ির বড় মেয়েটি যুবতী,দেখতে খুবই সুশ্রী, তবে বুদ্ধি প্রতিবন্ধী।
বড় ছেলেটি পড়াশোনা শেষ করে একটি চাকুরি পেয়েছে। ঠিক সেই সময় প্রতিবন্ধী মেয়েটি কিভাবে যেনো প্রেগনেন্ট হয়ে পরে। লোকলজ্জার ভয়ে বাড়িতেই তাকে গর্ভপাতের ঔষধ খাওয়ানো হয়। কিন্তু দুঃখজনক ভাবে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি মারা যায়।
তারপরেই ইউনিভার্সিটিতে পড়া ছোট ছেলেটি ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে মাষ্টারকে।
----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


হুমায়নের লেখা দিয়ে বানানো মুভিগুলো দেখেছিলেন?

০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ কিছু মুভি দেখেছি, তবে সবগুলি এখনো দেখা হয়নি।

২| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫০

মোগল সম্রাট বলেছেন:




এটা নিয়ে সম্ভাবত একটা মুভি হুমায়ুন আহমেদ তৈরি করেছিলেন। মুভিটা দেখেছিলাম।

০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, নন্দিত নরকে সিনেমা হয়েছিলো। আমি মুভিটি দেখি নাই। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০১ লা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

কামাল১৮ বলেছেন: আপনি কেমন হুমায়ূন প্রেমিক? মুভিটি দেখেন নাই।আমি সিনেমা খুব কম দেখি।তার পরও এই ছবিটি একাধিক বার দেখেছি।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কেনো মনে হলো আমি হুমায়ূন প্রেমিক?? আমি কখনো বলি নাই আমি হুমায়ূন প্রেমিক, কারণ আমি তা নই।

৪| ০১ লা আগস্ট, ২০২৩ রাত ৮:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হুমায়ুন আহমেদ এর লেখা প্রথম উপন্যাস খুব সম্ভব এটি। এক কথায় অসাধারণ

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটি হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ০১ লা আগস্ট, ২০২৩ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: হুমায়ূনকে নিয়ে এতো লেখালেখি করেন তাই মনে হলো।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১০:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি হুমায়ূন আহমেদ সম্পর্কে কখনো কিছু লেখি নাই সম্ভবতো। তবে আমি একটানা হুমায়ূন আহমেদর উপন্যাসগুলির রিভিউ লিখে যাচ্ছি। আপনি সরলিকরণ করেছেন। বিষয়টি তা নয়।

৬| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:০১

ধুলো মেঘ বলেছেন: নন্দিত নরকে চলচ্চিত্রটি হুমায়ূন আহমেদ বানাননি। এটির সাথে হুমায়ূন আহমেদের কোন প্রত্যক্ষ যোগাযোগও ছিলনা। এজন্য হুমায়ূনের বাছাই করা অভিনেতাদের কাউকে কোন চরিত্রে দেখা যায়নি।

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি সিনেমাটি দেখিনি, তাই বিষটা সম্পর্কে কিছুই জানা ছিলো না।

৭| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:১৪

অপু তানভীর বলেছেন: এই বইটার শেষের দিকে মন্টুর সাথে কলেজে পড়া ইয়াসমিন আসলো মন্টুদের বাসায় । বইয়ের এই অংশ টুকু আমার মনে কেন জানি অন্য রকম দাগ কেটেছিলো । বারবার মনে হচ্ছিলো মন্টু আর ইয়াসমিনের ভেতরের দৃশ্য আরো একটু লিখতে পারতেন লেখক । তাহলে হয়তো আরো একটু ভাল লাগতো !

হুমায়ূন আহমেদের প্রথম বই হলেও আমি এটা পড়েছি শেষের দিকে । অনেক পড়ে জেনেছি এটা তার প্রথম বই ছিল !

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম বই থেকেই হুমায়ূন আহমেদ তার লেখায় নিজের ছাপ রেখেছেন। ফলে না বলে দিলে বুঝা মুশকিল যে এই বইটি তার প্রথম বই।

৮| ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৯

কাছের-মানুষ বলেছেন: উপন্যাসটির নাম শুনেছি অনেক তবে পড়া হয়নি!

০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাদামাটা কাহিনী, কিন্তু হুমায়ূন আহমেদের কলমের জাদুর ছোঁয়া এখানেও দেখতে পাবেন।

৯| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: বাংলা সাহিত্যের একটা সেরা বই।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাংলা সাহিত্যের সেরা বই বলে আমার মনে হয়নি।

১০| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: বইটি প্রকাশিত হবার কিছুদিন পরই আমার হাতে এসেছিল। মনে আছে, এক রাতেই বইটি পড়ে শেষ করেছিলাম। ঐ বয়সে খুব ভালো লেগেছিল। এই বইটি পড়েই তো গুলতেকিন হুমায়ুনের প্রেমে পড়ে সরাসরি তার সাথে দেখা করেন।

১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বইটি প্রকাশ হয় আমার জন্মের ও প্রায় এক দশক আগে। অনেক অনেক পরে আমি পড়েছি এই বইটি। এটি একজন লেখকের প্রথম লেখা উপন্যাস ভাবতেই অবাক লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.