নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দুপুরের রাণী দুপুরমনি

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৭


দুপুরমনি
অন্যান্য ও আঞ্চলিক নাম : কটলতা, বন্ধু, বন্ধুক বন্ধুলী, বন্ধুজীব, কুপুরিয়া দুপুরিয়া, দুপারশেন্দ্রী, দুপাহরিয়া, দুপুর মালতি, দুপুরচণ্ডি, বনদুলি, বন্দুক, বন্দুকা, বন্ধুক, বাধুলিপুষ্প, মধ্যদিনা, রক্তক, শরৎপুষ্প, সূর্য মনি।

Common Name : Copper Cups, Duparshendri, Florimpia, Midday Flower, Noon Flower, Scarlet Mallow, Scarlet Mallow, Scarlet Pentapetes, Scarlet Phoenician

Scientific Name : Pentapetes phoenicea (পেন্টাপেতেস ফেনিসিয়া)।



দুপুরমনি, দুপুরিয়া, দুপারশেন্দ্রী, দুপুর মালতি, দুপুরচণ্ডি, মধ্যদিনা, সূর্য মনি ইত্যাদি বাংলা, হিন্দী, সংস্কৃতি নামগুলি থেকে সহজেই বুঝা যায় এই ফুলের সাথে দুপুরের কোনো সম্পর্ক আছে। তাছাড়া ইংরেজী নাম Midday Flower, Noon Flower থেকেও একই ধরনের ইংগিত পাওয়া যায়। মূলত দৃষ্টি নন্দন এই চমৎকার ফুলটি দুপুর বেলায় তার রূপের ডালি সাজিয়ে বসে। দুপুর গড়িয়ে বিকল হলেই যৌবন হারিয়ে চুপসে যেতে শুরু করে। তাই আমার মতে দুপুরমনি নাম এই ফুলটির শতভাগ যথার্থ হয়েছে।



দুপুরমনি Malvaceae (মালবাসেই) পরিবারের একটি একবর্ষজীবি গুল্মজাতীয় উদ্ভিদ। দুপুরমনি গাছের আদিনিবাস দক্ষিণ এশিয়া; পরে এটি সমগ্র দুনিয়াতে ছড়িয়ে পরেছে। গাছটি একহারা লম্বা, ১ থেকে ৪ ফুট উঁচু হতে দেখা যায়। গাছে খুবই কম ডালপালা থাকে। শাখাগুলি হয় লম্বাটে। গাছে ২ থেকে ৪ ইঞ্চি লম্বা সরু চোখা পাতা হয়। পাতাগুলির কিনারা করাতের দাঁতের মতো খাঁচকাটা হয়।

দুপুরমনি ফুলটি দেখতে খুবই সুন্দর। সাধারনত ফুল গুলি উজ্জ্বল সিঁদুরে লাল রঙের হয়। তবে কখনো কখনো হালকা গোলাপী এবং সাদা রঙের দুপুরমনি ফুলও চোখে পড়ে। তবে আমাদের দেশে লাল রঙের ফুলের দেখা মিলে বেশি। অনিন্দ্য সুন্দর এই ফুলটি চোখে পড়লে পথিক দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য। তবে ফুলগুলি দেখতে যত সুন্দরই হোক এদের কিন্তু কোন ঘ্রাণ নেই।



দুপরমনি ফুল খুব বেশী বড় হয় না, আবার একেবারে খুব ছোটও নয়। ফুলের পাপড়ি প্রায় ২ সেন্টিমিটার চওড়া হয়। প্রতিটি ফুলে পাঁচটি করে চ্যাপ্টা পাপড়ি থাকে। পাপড়িগুলি নরম আর কোমল । ফুলের কেন্দ্র থেকে কয়েকটি উপাঙ্গ পরাগদণ্ডকে ঘিরে পাপড়ির বাইরে বেরিয়ে থাকে। সেগুলিতে হলদে রঙের পরাগরেণু লেগে থাকে। সব মিলিয়ে ফুলটির রূপ যেনো আর বেড়ে যায়।



দুপরমনি বর্ষার ফুল। ফুল ফোটার প্রধান মৌসুম বর্ষা কাল হলেও এর ব্যাপ্তি হেমন্তকাল অবধি হয়ে থাকে। ফুল শেষে গাছে খাওয়ার অযোগ্য ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট প্রায় গোলাকার ফল হয়। রং প্রথমে সবুজ এবং পরিপক্ব ফল কালচে রং ধারণ করে। পরিপক্ব ফলের প্রতিটি প্রকোষ্ঠে ৮ থেকে ১২ টি করে বীজ থাকে। বীজ থেকে খুব সহজেই চারা জন্মে। অতিতে গ্রামাঞ্চলে পথের ধারে, ঝোপ-জঙ্গলে কোনো রকম যত্ন ছাড়াই দুপুরমনি গাছ দেখা যেতো। তবে বর্তমানে আগের মতো প্রকৃতিতে এদের অহরহ দেখা মেলে না। আজকাল শহরের শৌখিন বাগানে শোভা বর্ধনের জন্য এদের লাগানো হয়।

ভেষজ চিকিৎসায় দুপুরমনি গাছের পাতা, মূল, ফুল ব্যবহার হয়।



ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২রা নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ।
তথ্য সূত্র : উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।

এবং গোলাপি ফুলটির
ছবি তোলার স্থান : মুনসিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ফুলের ছবি দেখে লগ ইন করলাম, অনিদ্রম সুন্দর

০৩ রা আগস্ট, ২০২৩ রাত ৯:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফুলটি আসলেই খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবিগুলো।

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: যে ফুলের ঘ্রান নেই সে ফুলের দাম নেই।

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই বিষয়ে আপনার মূল্যায় আমার কাছে মূল্যহীন। সম্ভবতো আরো সকলের কাছেই মূল্যহীন প্রতিয়মান হবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: দুপুরের রাণী দুপুরমনি'র ছবি দেখে এবং বর্ণনা পড়ে মুগ্ধ হলাম। ফুল নিয়ে আপনার ফার্স্ট হ্যান্ড নলেজ অগাধ এবং ফুলের ছবির সংগ্রহ ঈর্ষণীয়।
আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত কিংবা অনিয়মিত। ভালো আছেন তো?

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফুল সম্পর্কে অতি অল্পই আমি জানি। অল্প কিছু ফুলের ছবিও আমি তুলেছি।

- বাড়ির কাজের বেশ চাঁপ তাই একটু পিছিয়ে আছি। আবার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !!!

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকরিয়া

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: "ফুল সম্পর্কে অতি অল্পই আমি জানি। অল্প কিছু ফুলের ছবিও আমি তুলেছি" - এটা আপনার বিনয় বই কিছু নয়। আপনার পোস্ট পড়ে ও দেখে তা মনে হয় না।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: - সত্যি সত্যিই খুব বেশি কিছু জানি না। ফুলদের বা গাছেদের Scientific Name আমি মনে রাখতে পারি না। দুই একটা বাংলা নাম শুধু মনে থাকে। পাতা দেখে অনেক সময় গাছ চিনতে পারি না। এতে অবশ্য গাছেদের বা ফুলেদের কিছু যায় আসে না। আমিও গায়ে মাখি না।

বাংলাদেশে কিছু কিছু গাছ বা ফুল আছে যা বেশ রেয়ার। তাদের কিছু কিছুর নামধাম আর খোঁজ আমি জানি। কারো কারো ছবি তোলার সুযোগও আমার হয়েছে। তাদের একটি হচ্ছে পারুল। আরেকটি আছে পালাম। এতোদিন শুধু একটি পালাম গাছ দেখেছিলাম রমনায়। গত বছর দেখলাম হাতির ঝিলে বেশ কয়েকটি গাছ আছে। ফুল ফুটেছে। আজ বা আগামী কাল ছবি তুলতে যাবো।

এইরকম জ্ঞান জাহির করি বলেই আপনার মনে হয়েছে আমি অনেক জানি, আসে তা নয়।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

মিরোরডডল বলেছেন:


দুপুরচণ্ডি নামে এই ফুলটাকে চিনতাম।
খুব ছোটবেলায় ক্লাস ফাইভ সিক্সে পড়ি, তখন আমাদের বাসায় আরও অনেক ফুলের সাথে এই গাছ একটা ছিলো।
কি সুন্দর! অনেক বেশি হতো না, অল্প কয়টা কিন্তু খুব ভালো লাগতো।
কোথায় গেলো সেই দিনগুলো !!!!!

তবে দুপুরমনি নামটা বেশি সুন্দর।
আদর আদর।



২২ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোথা থেকে যেনো কয়েকটি বীজ এনে ফেলে ছিলাম বারান্দার টবে। সেখানে একটি চারা হয়েছে। বেশ কয়েক বছর ধরে সেটি ফুল দিয়ে যাচ্ছে। এখনো গাছে ফুল আছে।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

মেহবুবা বলেছেন: দুপুরমণি আর দোপাটি ফুল নিয়ে আমার ঝামেলা বাঁধে, দোপাটির ছবি দিবেন সময় করে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই হচ্ছে দোপাটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.