নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সারা রাত ঘুম হয়নি। ভোর সাড়ে ছয়টার দিকে ঘুমিয়েছি। সকাল সাড়ে নয়টার দিকে গিন্নী ডেকে বললো আমার এক চাচাতো ভাইয়ের ছেলে এসেছে দেখা করতে। মুখ ধুয়ে, চোখ মুছে একটি টি-শার্ট গায়ে চড়িয়ে ড্রইং রুমে গিয়ে বসলাম। ভাতিজা জানালো ওর এলাকার একজন অতি দরিদ্র রিকসাচালক হাসপাতালে মারা গেছে। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার খরচ অনেক। তাই আমাদের এলাকাতেই কবর দিবে।
এলাকার কবরস্থানের পরিচালনা পর্ষদের আমিও একজন সদস্য। তাই আমি সেক্রেটারি সাহেবকে ফোন করে বললাম একজন দরিদ্র রিকসাচালক হাসপাতালে মারা গেছে তাকে ফ্রী কবর দেয়ার অনুমতি দেয়ার যায় কিনা। তিনি সাথে সাথে কবরস্থানের ফি ফ্রী করে দেন। যারা কবর খোঁড়ে আমি তাদেরকেও ফোন করে জানিয়ে দেই। ভাতিজার হাতে ৫০০ টাকাও দিয়ে দেই অন্যান্য খরচের জন্য।
ঘটনাটা এখানেই শেষ হতে পারতো। কিন্তু শেষ হয়নি।
বিকেলে একটি কাজে আমি আমার এক চাচাতো ভাইকে ফোন দেই। সে জানায় এলাকা থেকে বেশ কিছু ছেলেপেলে বোট পিকনিকে গিয়ে মদ খেয়ে অসুস্থ হয়েছে। তাদের মধ্যে ২ জন মারা গেছে। আরো কয়েকজন হাসপাতালে আছে।
সন্ধ্যার পরে কবরস্থানের সেক্রেটারি সাহেব আমাকে ফোন দিয়ে জানালেন আমি যাকে ফ্রী কবর দেয়ার ব্যবস্থা করে দিয়েছি সে ঐ মদ খেয়ে মারা যাওয়াদের একজন। অলরেডি ২ জনের কবর হয়েছে। আরেক জনের কবর দেয়ার সময় পুলিশ লাশ নিয়ে গেছে। রিকসাচালক যাকে কবর দেয়া হয়েছে তার মৃত্যুসনদ বা ময়নাতদন্তের রিপোর্ট আছে কিনা সেটা জানতে চাইলেন তিনি।
যেহেতু ঐ লাশটি হাসপাতালে ছিলো সেইহেতু মৃত্যুসনদ বা ময়নাতদন্তের রিপোর্ট থাকা উচিত। আমি সাথে সাথে ভাতিজাকে কল করে ধমক দিলাম। আমাকে মৃত্যুর কারণ কেনো জানালো না। ভাতিজা বললো বিষয়টা সে নিজেও জানতো না। আমি সাথে সাথে ওকে মৃত্যুসনদ বা ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে রাখতে বললা।
শেষ পর্যন্ত সম্ভবতো ৫ বা ৬ জন মারা গেছে।
ফেসবুকে এই রিপোর্টটা দেখলাম আজকে।
view this link
মৃত্যুর কারণ জানতে না চাওয়াটা আমার চরম বোকামি হয়েছে। এবং শিক্ষাও হয়েছে-
ঠিকমতো খোঁজ খবর না নিয়ে ভালো কাজ করা যাবে না।
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু ক্ষেত্রে আসলেই বিপদ।
২| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৩
রানার ব্লগ বলেছেন: মদ খেয়ে মরে যাওয়া টা ভালো কথা না । মদ বিক্রেতা কে ধড়ে নে প্যাদানো দরকার ।
আপনি ভালো কাজ করেছেন । এটা প্রশংসার দাবী রাখে ।
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিন্তু, মিত্যুর কারণটা জিজ্ঞাসা না করাটা অতি বড় বোকামি হয়েছে আমার।
৩| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৬
শাওন আহমাদ বলেছেন: আহা জীবন! কোথায় যাচ্ছি আমরা! আমার এলাকাতেও এমন একটা ঘটনা ঘটেছিলো। বন্ধুর বিয়েতে দলবেঁধে মদ খেয়ে ৩-৪ জন সাথে সাথেই মারা গিয়েছিলো, বাকিরা হাসপাতালে ভর্তি ছিলেন কেউ কেউ পঙ্গু হয়েছেন, একজন এই পঙ্গু জীবন মেনে না নিতে পেরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। রুপকথার রাজপুত্রের মতো দেখতে ছিলো ছেলেটি। কিভাবে কি হয়ে গেলো! কি হয়ে যায়!
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামান্য আনন্দ করতে গিয়ে অনেক সময়ই বেশ বড় ক্ষতি হয়ে যায়।
৪| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১২
মিরোরডডল বলেছেন:
ডোন্ট রিগ্রেট পাগলা।
you did a good job.
মৃত্যুর কারণ যাই হোক, কবর দিতে সাহায্য করা নাথিং রং।
এভাবে মৃত্যু কখনোই কাম্য না কিন্তু এলকোহলে যে ভেজাল ছিলো এটাই মুল কারণ।
এসব ভেজাল প্রোডাক্ট সাপ্লাইয়ারদের শাস্তি হওয়া উচিৎ।
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এরপরে মৃত্যুর কারণ না জেনে কোনো কাজ করা যাবে না। ভালো শিক্ষা হয়েছে আমার। সমস্যা হচ্ছে, এর পরে আবার যখন কারো জন্য সুপারিস করবো তখন সেই সুপারিসের কার্যকারিতা কমে যাবে।
- কেউ বলে ৬ জন মারা গেছে, কেউ বলে ৯ জন। আমাদের কাছে শুধু মাত্র সংখ্যা। আসলে তো ওরা দুদিন আগেই তরতাজা তরুণপ্রাণ ছিলো। বাবা মায়ের আদরের সন্তান ছিলো।
- যে ছেলেটি মদের তল গুলি জোগাড় করেছে পুলিশ তাকে খুঁজে। ধরেও ফেলবে। কিন্তু যারা এই জিনিস তৈরি করেছে তাদের ধরার পরে তেমন কোনো শাস্তি হতে দেখি না।
৫| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৬
শেরজা তপন বলেছেন: আহারে জীবন!!আমরাও ই বয়সে এভাবে মারা যেতে পারতাম বহুবার। ভাবতেই শিউড়ে উঠেছি।
যাই হোক মোবাইলে লিখছেন মনে হয় বেশ সহজ কিছু বানান ভুল দেখলাম; যেটা আপনার লেখায় সাধারণত দেখা যায় না! ইদানিং বেশি অনিয়মিত হয়ে গেছেন।
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথা সত্যি। এই বয়সে আরাও অনেক বার পিকনিকে গেছি। মদ্যপানও করেছি অল্প-স্বল্প। তবে তখন এভাবে এতো মৃত্যুর ঘটনা খুব একটা দেখা যেতো না।
- কম্পিউটারেই লিখেছি। কাজের চাঁপে থাকি, সময় করে উঠতে পারি না। ভুলগুলি (যে কয়টা চোখে পড়েছে) ঠিক করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে।
- আশা করছি আবার কিছুটা নিয়োমিত হবো আগামিতে।
৬| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩০
ফেনা বলেছেন: আহারে ভাল কাজ!!!!!........
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসলে বোকামি।
৭| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৫
মোগল সম্রাট বলেছেন:
সরকারী মদ প্রস্তুতকারক কেরু কোম্পানী থেকে মদ কিন্না খাওয়া উচিৎ। সরকারেরও উচিৎ এটা ওপেন করে দেয়া তাহলে ভেজাল মদ খাইয়া আর কেউ মরবে না।
আপনে কবরস্থান কমিটির সেক্রেটারি এইটা উত্তম পদবী মাশাল্লাহ ।
২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং কেরুর মদ বিক্রি খুব বেড়েছে। বিদেশী মদের বতল সর্ব নিম্ন মনে হয় ৮০০০ টাকা। কেরু মনে হয় ২০০০ হাজার।
- আমি এলাকার কবরস্থানের পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেছি। সেক্রেটারি নই।
৮| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: কেরু এ্যান্ড কোম্পানি ভালো ব্যবসা করছে ইদানিং! কম্পানির জন্য দুঃখজনক যে তাদের কিছু (সম্ভাব্য) কাষ্টমার কমে গেলো! দেশে এখন নাকি অন এভারেজে অনেক মানুষ মদ খায়।
ইদানিং মদ মনে হয় অনেক মানুষই খায়। এটা উন্নতির একটা লক্ষ্যণ বলা চলে, উন্নতদেশে প্রায় সবাই মদ খায়।
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেশে মানুষ আগেও মদ খেতো এখনো খায়। তবে এখন মদের চেয়ে অন্য জিনিস বেশী চলে।
৯| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি জনসেবা করছেন শুনে খুব ভালো লাগলো।
এলাকার কবরস্থানের পরিচালনা পর্ষদের একজন সদস্য।
তবে একটু খটকা লাগলো।
আমি ১৯৮০ সালে ঢাকার বাইরে একটি জেলা মাইজদীতে একজনকে কবর দিতে যেয়ে ডেথ সার্টিফিকেট ছাড়া কবর দেওয়া সম্ভব হয়নি। লাশ রেখে ডেথ সার্টিফিকেট এনে তারপর কবর দিতে হয়েছিল।
আর এখন ২০২৩ সালে ঢাকা জেলায় কবর দিচ্ছেন মৃত্যুর কারণ না জেনেই। ইহা কি সম্ভব?
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১৯৮০ সালে মাইজদীতে ডেথ সার্টিফিকেট লেগেছে কবর দিতে এটা আমাকে অবাক করলো!!
- ২০২৩ সালে ঢাকা জেলায় কবর দিচ্ছেন মৃত্যুর কারণ না জেনেই। ইহা কি সম্ভব?
অনেকের পক্ষেই সম্ভব নয়। আমারপক্ষে সম্ভব ছিলো। এবং সেই সম্ভবটি করে বোকামি করেছি। অবশ্য পরে সেই ময়নাতদন্তের রিপটটি সংগ্রহ করে রেখেছি।
১০| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: বাড়ী বানানোতে ব্যস্থ? কতোদুর হলো।ব্লগে কম দেখছি।
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্যবস্ততা খুব বেশী না। আর্থিক সংকটে ছিলাম এতোদিন। কয়েকদিন আগে ব্যাংকলোন পাশ হয়েছে। আর্থিক সংকট কেটেছে।
- ৩ তলার ছাদ দেয়া শেষ হয়েছে। ৪ তলার ছাদের রড বিছাচ্ছে। ১ থেকে ৩ তলা পর্যন্ত গাথুনি আর আস্তরের কাজ চলছে।
- মনযোগের অভাবে সমুতে সময় কম দিতে পারছি ইদানিং।
১১| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৮
জ্যাক স্মিথ বলেছেন: শুনে মর্মাহত হলাম, দুই টাকার মদ খেতে গিয়ে এতগুলো প্রাণ ঝড়ে গেলো!! মাঝে মাঝেই এমন ঘটনা পত্রিকায় দেখতে পাই তবুও মানুষের হুশ হয় না।
শুনেছি উত্তর বঙ্গের এক মহিলা এক দোকানীর নামে থানায় মামলা করতে গিয়েছিলো, তার কাছে ভেজাল ইদুরের বিষ বিক্রি করার অভিযোগে। উক্ত মহিলা দুই প্যাকেট করে দুই দিনে মোট চার প্যাকেট ইদুরের বিষ খেয়েও মরে নাই। কিয়্যাক্টা অবস্থা দেশের সবকিছুতেই ভেজাল।
উপকারীকে সর্বদা বাঘে খায় এটাই বাংলার নিয়ম, কিন্তু তাই বলে উপকার করা বন্ধ করা যাবে না।
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো লিখেছেন।
- হে উপকার করতে হবে আরো সতর্ক হয়ে।
১২| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো কাজ বলে কিছু নেই।
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাই নাকি!!!
১৩| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৩
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
এটা ঠিক, ভালো কাজ করতে গেলেও ফেঁসে যাওয়ার বা অস্বস্তিতে পড়ার সম্ভাবনা থেকে।
আপনার ঘটনাটি বুঝিয়ে দিলো - আসলেই ভালো কিম্বা মন্দ, যে কোনও কাজ করতে গেলে অনেক জেনে-বুঝে আর ভেবেচিন্তেই করা উচিৎ।
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক তাই। আমি যদি মৃত্যুর কারণটা জানতাম তারপরেও তার দাফনের ব্যবস্থা অবশ্যই করে দিতাম। তবে তখন দরকারী কাগজপত্রগুলি হাতে নিয়ে নিতাম।
১৪| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩১
কাছের-মানুষ বলেছেন: আপনার উদ্দেশ্য অবশ্যই কাবিলে তারিফ তবে অনেক সময় ভাল কাজ করেও ধরা খেতে হয়!
কয়েক মাস আগে এক বিদেশী (সম্ভবত পাকিস্তানী) আমার গাড়িতে পিছনে বাড়ি দেয় তার গাড়ি দেয়, আমার কাছে অনুনয় বিনয় করে যাতে পুলিশ কল না করি তবে আমি ভিডিও করে রাখি সব কিছু! সে মাফ চেয়ে চলে যায়, আমি ওর ইন্সুরেন্সের তথ্য রেখে দেই, কয়েকদিন পর বুঝতে পারি এই ধান্দাবাজ উল্টো আমার ইন্সুরেন্স থেকে টাকা খাওয়ার ধান্দা করেছে। প্রায় ২ মাস চেষ্টা করেছে তবে আমার ইন্সুরেন্স আমার পক্ষে ছিল তাই কোন টাকা খসাতে পারেনি!
মদ বিক্রেতাকে ধরা উচিৎ! এখন বিয়ে বাড়িতে মদ খাওয়া রেওয়াজে পরিনত হয়েছে, আমি মদতারির দারেকাছেও কখনও যাইনি তবে আমার বিয়ের সময় আমার বন্ধুবান্ধবদের জোরাজুরি কাছে পরাজিত হয়ে মদ খাওয়ার জন্য আমিও মালপানি দিয়েছিলাম!
২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিয়ে, অনুষ্ঠান, নববর্ষ, পিকনিকে মদ্যপান অনেক আগে থেকেই চলে আসছে। মদ্যপানে মারা যাওয়ার এমন ঘটনাও অনেক ঘটেছে। তবে সেগুলি আমার এমন কাছাকাছি ঘটেনি।
১৫| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:১৫
অপু তানভীর বলেছেন: বর্তমান সময় এমন হয়েছে যে মানুষের উপকার করাও বিপদ । ভাল করে খোজ খবর নিয়েই তারপর সব কিছু করা উচিৎ !
আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখা গেল ! আশা করি আপনার সেই সমস্যার সমাধান হয়েছে !
২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমস্যার সমাধান কিছুটা হয়েছে। সেই সাথে কাজের চাঁপ আরো বেড়েছে।
১৬| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক এ যাত্রায় তাহলে বেঁচে গেলেন।
২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশা করা যায় কোনো সমস্যা হবে না।
১৭| ২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
আজকাল ভালো কাজ করেও শান্তি নেই। সবাই নিজের ফায়দার জন্য ব্যবহার করে।
২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটাও সত্যি, ফায়দা ছাড়া কেউ কিছু করতে চায় না।
১৮| ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৩
করুণাধারা বলেছেন: খবরে দেখলাম রিক্সাওয়ালার নাম মনির, বয়স ৩৫। বুঝতে পারছি না খোঁজখবর না নিয়ে রিক্সাওয়ালাকে কবর দেবার ব্যবস্থা করায় আপনার কোন অসুবিধা হলো কিনা। লোকটা যে দরিদ্র ছিল তাতে তো সন্দেহ নেই।
আপনার বাড়ি নির্মাণের কতদূর হলো। এ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট দিন।
২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সঠিক দেখেছেন। এই মনিরের ময়না তদন্তের রিপোর্ট এখন আমার কাছে আছে। ফলে আমার বা কবরস্থান পরিচালনা পর্ষদের তেমন কোনো সমস্যা হওয়ার চান্স নেই।
- লোক মুখে শুনতে পাই ৮জন মারা গেছে। তাদের সকলে কিন্তু দরিদ্র নয়।
- বাড়ির ৪র্থ ছাদের শাটারিং শেষ হয়ে এখন রড বাধার কাজ চলছে। ১ম, ২য় ও ৩য় তলায় গাথুনির কাজ চলছে।
১৯| ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই এখন যে সময় এসেছে খোজখবর না নিয়ে ভাল কাজ করাও রিক্স। ভাল থাকবেন।
২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবার আমার শিক্ষা হয়েছে।
২০| ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর এলেন।
মিস করেছি।
২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- যে অনেক দিন পরে পোস্ট করলাম।
২১| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:২৯
সোহানী বলেছেন: আপনার কাজকে সাধুবাদ জানাই। তবে আমাদের দেশ এতো বেশী ভয়ংকর হয়ে উঠছে যে যেকোন কিছু করার আগে আমাদেরকে বার বার ভাবতে হয়।
২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেটাই এবার শিক্ষা হয়েছে।
২২| ২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪১
মেহবুবা বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করে ভাল করেছেন। সময়টা টাল মাতাল, নিজেদের সাবধানে পা ফেলতে হবে।
২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি সাবধান হয়ে গেছি বলতে পারেন।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: "কিন্তু, মিত্যুর কারণটা জিজ্ঞাসা না করাটা অতি বড় বোকামি হয়েছে আমার" (২ নং প্রতিমন্তব্য) - কথাটা অবশ্যই ঠিক, তবে ঠকে শিখে জনসচেতনতামূলক পোস্ট দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।
দেশে তরুণ সমাজে মদ্যপানের প্রবণতা মারাত্মক ভাবে বেড়ে চলেছে, বেশিরভাগ ক্ষেত্রে তথাকথিত স্মার্টনেস প্রমাণ করার জন্য।
আপনি বাড়ী নির্মাণ করছেন জেনে খুশি হলাম। করুণাধারা এর কথাটা আমিও বলছিঃ এ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট দিন। হয়তো এ কারণেই গত ১৯ দিন ধরে আপনার কোন নতুন পোস্ট নেই, যা আগে কখনো হতো না।
আল্লাহতায়ালা আপনার এ প্রয়াসটাকে ক্ববুল করে নিন এবং আপনার কাজকে সহজসাধ্য করে দিন!
পোস্টে প্লাস। + +
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। এবং এটাও সত্যি যে আমি ঠেকলে শিখি। তবে কিছু কিছু সময় ও ক্ষেত্রে সেই শিক্ষ্যাটা কাজে লাগাতে পারি না।
- দেশে তরুণ সমাজে মদ্যপানের প্রবণতার চেয়ে বরং ইয়াবার প্রতি আষক্তি বেশী বেড়েছে বলেই আমার মনে হয়।
- অনেক দিন ধরে আমার পোস্ট সামুতে আসছে না সত্যি। তারপরেও আমি মোটামুটি নিয়োমিতই সামুতে উপস্থিত ছিলাম। তবে পোস্ট করিনি, মন্তব্যও করিনি। তবে শেষ বেশ কিছুদিন সামুতে উপস্থিতও হওয়া হয়নি।
কাজের চাঁপ এবং টেনশন ও ক্লান্তি এর মূল কারণ।
- বাড়ি নির্মাণ নিয়ে আসলেই কয়েকটি পোস্ট করা যায়। আমি একটি পোস্ট তৈরিও করে রেখেছিলাম কিছুদূর পর্যন্ত।
আবার হয়তো নিয়মিতো হয়ে সেই সব পোস্ট করবো।
আবারও ধন্যবাদ জানাই আপনাকে।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো কাজ করতে গেলেও বিপদ।