নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নবনী – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:২২

বইয়ের নাম : নবনী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ১৯৯৩
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১২৮ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
নবনীর কলেজের এক মাউলানা শিক্ষক আছেন। ক্লাসের সব মেয়েরাই তাকে নিয়ে কিছুটা ঠাট্টা তামাশা করে। মাউলানা তেমন কিছু বলেন না। একদিন নবনী দেখে তার শিক্ষক তাদের বাসায় ভাড়াটিয়া হয়ে এসেছে। এক সময় নবনী মাউলানার প্রতি আগ্রহ বোধ করতে থাকে, এবং অবধারিত ভাবে তার প্রেমে পরে যায়। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। মাউলানা নবনীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। নবনীর বাবা প্রচন্ড রেগে গিয়ে মাউলানাকে বাড়ি থেকে বের করে দেয় আর তার সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে ছুড়ে ছুড়ে ফেলে দেয়।

এলাকার লোকজন জড়ো হয় রাস্তায়। লোকজনের মাঝে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। তারা মাউলানাকে খুব পিটানি দিয়ে মেরে ফেলে। এরপরেই নবনীর মানুষিক রোগ দেখা দেয়। চিকিৎসার জন্য নবনীর বড় মামা তাকে নিয়ে ঢাকায় চলে যায়। অনেক দিন ধরে নবনীর চিকিৎসা চলে। সে সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। চিকিৎসা চলাকালিন সময়ের কথা কিছুই নবনীর মনে থাকে না।

বড় মামার চেষ্টাতেই নোমান নামের একটি খুবই সাদাসিদা দরিদ্র ছেলের সাথে নবীর বিয়ে হয়। নোমান তার বাল্যবন্ধু শফিকের অফিসে কাজ করে। আসলে সে বন্ধু ও বন্ধু পত্নির ফাই-ফরমায়েস খাটে। শফিক আর তার স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়ন চলছে। এদের মাঝখানে পরে গেছে নোমান।

নবনী প্রেগনেন্ট হয়। তিন মাস পরে এক রাতে শফিক আর তার স্ত্রীর সাথে নবনী ও নোমান একটি নৌভ্রমণে যায়। সেখানে শফিকের স্ত্রী তার স্বামীর সাথে রাগারাগি করে নোমানকে সাথে নিয়ে ঢাকার পথে রওনা হয়ে যায় আর তখনই নবনী অসুস্থ হয়ে পরে। নবনীর রক্তক্ষরণ শুরু হয়। তখন নবনীর তার মানুসিক অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসা চলাকালিন সময়ের ভুলে যাওয়া সব কথা মনে পরে যায়। মনে পরে যায় তার একটি কন্যা সন্তান জন্মের কথা, সেই মেয়েটি হয়তো কোন এক এতিমখানায় এখন বড় হচ্ছে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: রিভিউ টা অতি মণোরম হয়নি।
রিভিউ এমন ভাবে লিখতে হয়- যেন রিভিউ পরে পুরো বইটা পড়ার জন্য মনটা আকুপাকু করে।
আপনি দায়সারা ভাবে লিখেছেন।

যাইহোক, নবনী আমি বহু বছর আগে পড়েছি। তখন আমার অল্প বয়স ছিলো।

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সামান্য ভুল করেছেন। আমি আমার পোস্টের কোথাও বলি নাই এটি বুক রিভিউ!! বুক রিভিউ হচ্ছে বইয়ের পর্যালোচনা, সেখানি কাহিনীর আভাস থাকে। আমি লিখেছি কাহিনী সংক্ষেপ, এখানে পুরো কাহিনীটাই সংক্ষেপে আছে।

২| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

অপু তানভীর বলেছেন: নবনীর গল্পটা ভাল ছিল ।

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সংক্ষেপে জানা হলো।

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- - ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

সোনাগাজী বলেছেন:



আপনার আশ্রমের খবর কি, কি আছে, কি নেই? মাছ ধরেছেন?

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অপ্রাসঙ্গিক মন্তব্য করার স্বভাব আপনার গেলো না।
- আশ্রমের খবর খুব একটা ভালো না।
- মাছ ধরার সময় এখনো হয় নাই।

৫| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: এই গল্পের একটা অংশ নবমী ও মাওলানা সাহেবের কেমিস্ট্রি। সমাজ পরিবেশের শিকার নোমানীর ভাগ্যের পরিহাসে জীবন বদলে যাওয়া ও নোমানীর আবির্ভাব।
অন্য একটা অংশে শফিক ও তার স্ত্রীর মধ্যে ফাইফরমাস খাটা নোমান।যে নোমান হবে কাহিনী বিনির্মাণে নবমীর পরিণতির সহায়ক। এখানে বেশ অপ্রত্যাশিত ভাবে নবমীর মানসিক অসুস্থতা থেকে কাটিয়ে উঠবে এবং ট্রাজিক ভাবে নবমীর সন্তানের কথা মনে পড়বে। সময়টা দারুণ আবেগময় হয়ে উঠবে। সবমিলিয়ে খুব ভালো একটা উপন্যাস++। আপনি সংক্ষেপে বেশ গুছিয়ে লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার লিখেছেন আপনি। অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।

৬| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আপনি সামান্য ভুল করেছেন। আমি আমার পোস্টের কোথাও বলি নাই এটি বুক রিভিউ!! বুক রিভিউ হচ্ছে বইয়ের পর্যালোচনা, সেখানি কাহিনীর আভাস থাকে। আমি লিখেছি কাহিনী সংক্ষেপ, এখানে পুরো কাহিনীটাই সংক্ষেপে আছে।

সারাটা জীবন ভুলে ভুলেই পার করে দিলাম রে ভাই।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সমস্যা নাই। শুধরে দেয়ার জন্য গুরুজ্বী আছেন।

৭| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:১৩

কামাল১৮ বলেছেন: তার অনেক চরিত্রেই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে।এটা তার একটা প্রিয় বিষয়।এসম্পর্কে তার প্রচুর পড়া শুনা আছে।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে তার প্রচুর পড়া শুনা সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই।

৮| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১

কামাল১৮ বলেছেন: তার গল্প,উপন্যাস ,নাটক ও সিনেমাগুলো দেখলে বুঝা যায়।পান্ডিত্য না থাকলে এমন করে কেউ বলতে পারে না।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটা ঠিক বলেছেন।
- তবে সামুর কেউ কেউ পান্ডিত্য না থাকলে অনেক কিছু বলতে পারেন।

৯| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- সমস্যা নাই। শুধরে দেয়ার জন্য গুরুজ্বী আছেন।

হ্যা তিনি আছেন।
এটাই আমার ভরসা। উনি না থাকলে কতিপয় ব্লগার আমাকে সামু ছাড়া করতো।

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গুরুজীর জয় হোক, জয় গুরুজী।

১০| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৭

সোহানী বলেছেন: পড়েছিলাম বইটা। আবারো মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

আপনার বাড়ির কাজ কেমন চলছে? কাজ শেষ হলে মিলাদে দাওয়াত দিবেন ;)

০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- বাড়ির কাজ আলহামদুলিল্লাহ ভালো চলছে। আর্থিক সংকটে যদিও গতি কিছটা মন্থর। গতকাল পঞ্চম তলার ছাদ ঢালাই দিলাম। আশা করছি ডিসেম্বরের ২৫ তারিখের দিকে ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই দিবো। ইচ্ছে আছে জানুয়ারির ১ তারিখে ১ম+২য়+৩য় তলা ভাড়া দেয়ার।
- আমি মিলাদে খুব একটা আগ্রহী লোক নই। তবে ৩১শে ডিসেম্বর রাতে ৬ষ্ঠ তলার ছাদে বাবীকিও পার্টি হতে পারে, কিছুটা পটকাবাজীও হবে। সেটির দাওয়াত রইলো। !:#P

১১| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪

জনারণ্যে একজন বলেছেন: @জলদস্যু, ৩১শে ডিসেম্বর দেশে থাকলেও থাকতে পারি।

হঠাৎ করে হাজির হলে অনাহুত বলে তাড়িয়ে-টাড়িয়ে দিয়েন না আবার।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোনো সমস্যা নাই। খোলা ছাদে বসে মাছ পোড়া খেতে খেতে দুই একটা পটকা ফাটিয়ে যাবেন।

১২| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: সোহানীপুর কমেন্টের উত্তরে্র পরিপ্রেক্ষিতে আবার আসতেই হলো।আপনি ডিসেম্বরের শেষ দিনে চুপিসারে গৃহপ্রবেশের পার্টি দিলেন আর আমি ভূয়া ভাই তখন ভাই জুনাপুরা বাদ যাবো এ কোনো কেমন কথা!!!আমরা ৩০ তারিখের আপনার বাসায় সামনে ধর্না দিবো। ব্লগারদের ধর্না।দেখি আপনে কেমনে আমাদের বাদ দেন :)

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ডিসেম্বরের শেষ দিনে গৃহপ্রবেশের পার্টি হচ্ছে না। বোমা ফাটানো পার্টি হবে।
- সামুর অনেকে বোমা ফাটানোটা ভালো চোখে দেখেন না।
- সব ঠিকঠাক থাকলে আমার ছয় তলার ছাদের উপরে এই পটকাবাজী হবে। উন্মুক্ত ছাদ আপনাদের জন্য উন্মুক্তই রইবে।
- আর যদি তার আগে ছাদ ঢালাই না হয়, তাহলে শ্বশুর মশায়ের ছাদে চলে যাবো।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: উপন্যাসটি পড়া হয়নি সম্ভবতঃ, তবে আপনার স্পয়লার-দুষ্ট সার-সংক্ষেপ পড়েই আপাততঃ তুষ্ট হ'লাম। জীবন ঘনিষ্ঠ কাহিনী নিয়ে লেখা উপন্যাস নিশ্চয়ই, লেখকের অন্যান্য উপন্যাসের মতই।
আপনি 'মানসিক' (এটাই শুদ্ধ বানান) শব্দটা দু'জায়গায় দুু'রকমভাবে লিখেছেনে; মানুষিক এবং মানুসিক। মূল শব্দটা হচ্ছে মানস, যার অর্থ মন, মনের অবস্থা, চিন্তা ইত্যাদি। মূল শব্দটা মানুষ নয়।

১৭ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সন্দর মন্তব্যের জন্য।
- আগে আমি মানুষিক লিখতাম। ভাবতাম মানুষ থেকে মানুষিক। পরে দেখলাম সঠিক বানান মানুসিক। এখনো পুরনো অভ্যাসের কারণে কখনো কখনো ভুল লিখে ফেলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.