নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে শীতের সময়টা ফুলেরও সময় বলা চলে। শীতে নানার রং বেরঙের ফুল ফোটে বাগানে। শীতের হরেক রকম ফুলের মাঝে বাগানের ফুল না হয়েও বিশেষ স্থান দখল করে রেখেছে সরষে বা সর্ষে বা সরিষা ফুল। গ্রামে কেউ কেউ বলেন কৌরা ফুল।
যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা!
খুঁজে মরি রূপ, ছায়াধূপ জুড়ি,
রঙের মাঝারে হেরি রঙডুবি!
পরাগের ঠোঁটে পরিমল-গুঁড়ি,-
হারায়ে ফেলি গো দিশা!
আমি প্রজাপতি-মিঠা মাঠে মাঠে সোঁদালে সর্ষেক্ষেতে;
-রোদের সফরে খুঁজি নাকো ঘর,
বাঁধি নাকো বাসা-কাঁপি থরথর।
----- জীবনানন্দ দাশ -----
বাংলা ভাষায় প্রচলিত একটি প্রবাদ হচ্ছে - চোখে সর্ষে ফুল দেখা। প্রবাদের এই চোখে সরষে ফুল কেউ দেখতে না চাইলেও শীতের সময় দিগন্তজোড়া সর্ষে ক্ষেতে হলদে সর্ষে ফুল দেখে মুগ্ধ হবেনা এমন মানুষ মেলা ভার। নিজ চোখে শীতের প্রকৃতিতে সরষে ক্ষেতে সরষে ফুল দেখার অভিজ্ঞতা যার হয়েছে, সেটি তার মানসপটে চিরস্থায়ী হয়ে রবে।
সর্ষে ক্ষেতে ফুল ফুটে হলদে হয়ে যাওয়া মাঠে যখন হাওয়া খেলে যায় তার রূপ বর্ননা করার ভাষা আমার জানা নাই। তবে রবীন্দ্রনাথ ঠাকুর তার এক কবিতায় লিখেছেন সেই রূপেরই কথা।
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল॥
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা ॥
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥
নীল দিগন্তে মোর বেদনখানি লাগল,
অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া কোন্ ফাগুনের পাগল হাওয়া।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
সরিষা একটি তৈলফসল অর্থাৎ তেল বীজ। সরিষা বর্ষজীবী উদ্ভিদ। এর আদি নিবাস আমাদের এশিয়াতেই। সরিষা দানা পিষে সরিষার তেল বের করা হয়। সরিষার দানা মশলা হিসেবে ব্যবহার হয়। সরিষা পাতা শাক হিসেবে বেশ জনপ্রিয়।
ভারতীয় উপমহাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শীতকালীন রবি শস্য হিসেবে সরিষার চাষ করা হয়। সরিষা ফুলে স্ব-পরাগায়ন ঘটে থাকে। সরিষার গাছ দৈর্ঘ্যে ১ মিটার মত হয়, তবে রাই সরিষা ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে
শীতকালে বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে (২০২০) এর সরিষা আবাদ করা হয়। বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় ৪০-৪৪% তেল থাকে। বাংলাদেশে সরিষার তেলের উৎপাদনের বাৎসরিক পরিমাণ প্রায় আড়াই লক্ষ টন (২০২০)। সরিষার খৈলে প্রায় ৪০% আমিষ থাকে। বাংলাদেশে ৩ প্রকার সরিষার চাষ করা হয় যথা মাঘী সরিষা, রাই সরিষা ও ধলি সরিষা।
তথ্য সূত্র : উইকিপিডিয়া
আমি ময়নামতীর শাড়ি দেবো, চলো আমার বাড়ি
ওগো ভিনগেরামের নারী
তোরে সোনাল ফুলের বাজু দেবো চুড়ি বেলোয়ারি।।
তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেবো কলমিলতার বালা,
রক্ত-শালুক দিবো পায়ে, পরবে আলতা তা'রি।।
হলুদ-চাঁপার বরণ কন্যা এসো আমার নায়
সরষে ফুলের সোনার রেণু মাখাবো ওই গায়!
----- কাজী নজরুল ইসলাম -----
প্রতি বছরের মতোই এবছরও আমাদের আশ্রমের ঠিক পাশেই এক খন্ড জমিতে অল্প কিছু সর্ষে চাষ করেছে কেউ একজন। শীতের রাতে আশ্রমে রাত কাটানোর আনন্দই আলাদা। সেই সাথে বোনাস হচ্ছে সকাল সকাল বাংলার গ্রামের অপরূপ দৃশ্যে চোখ জোড়ানোর সুযোগ।
অন্যান্য ও আঞ্চলিক নাম : সরষে, সর্ষে, সরিষা কৌরা,
Common Name : Mustard Flower
Scientific Name : Brassica campestris
ছবি ও বর্ননা : নিজ
গুগল ম্যাপ : আশ্রম
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ।
২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কবিতায় সর্ষে থাকলেও সেটি আমার নজরে পরেনি বা পরলেও স্মরণে নেই। কবিতাটির লিংক দিলে আনন্দিত হবো।
২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২
কামাল১৮ বলেছেন: গ্রাম বাংলার এ এক অপরূপ রূপ।চোখ জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে।ট্রেনে যেতে যেতে বহুবার দেখেছি এই দৃশ্য।মধু সংগ্রহ করতেও দেখেছি কোথাও কেথাও।
সরিষা ফুলের রং আর সূর্য় মুখী ফুলের রং কি এক?
২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গত ২৩ তারিখে গিয়েছিলাম ভাংগা, সেখান থেকে আটরশি ও বাইশরশি। পথে বেশ কিছু সর্ষে ক্ষেত দেখেছি। একটি খেতে নেমে কিছু ছুবিও তুলেছিলাম।
- সরিষা ফুলের রং আর সূর্য় মুখী ফুলের রং কি এক?
দুটি ফুলের পাপড়ির রং একই।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯
বাকপ্রবাস বলেছেন: এতো সুন্দর দৃশ্য, অথচ চোখে শর্ষে ফুল দেখা মানে বারটা বেজে যাওয়া, কারণটা কী?
২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি জানি চোখে সর্ষে ফুল দেখা আসলেই বারোটা বাজা। একবারের বাস্তব অভিজ্ঞতা আমার আছে।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
না.... চোখে সর্ষে ফুল দেখছিনে, দেখছি কবিতা সহ পোস্টের নান্দনিকতা!
এক পাষন্ড ছাড়া সর্ষে ফুলে ভরা মাঠের সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়নি এমন লোক মনে হয় নেই!
২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
- আমাদের শহুরে লোকের চোখে সর্ষে মাঠের সৌন্দর্য্য একজিনিস আর কৃষকের চোখে সেই মাঠে ফটোসেশন করতে গিয়ে ফসল নষ্ট করা আরেক জিনিস। আমাদের চোখে তখন সেই তেড়ে আসা কৃষককে সৌন্দর্য্যবিমুখ মনে হয়।
-
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো আগে দেখেছি।
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- না দেখেন নি। একই সময়ে একই ক্ষেতের অন্য ছবি দেখেছেন।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪২
সোহানী বলেছেন: খুব ইচ্ছে হচ্ছে শর্ষে ক্ষেতে বসে ছবি তুলি
ভালোলাগা পোস্টে।
২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেশেতো এখনই সময়, বিদেশের খবর জানা নাই।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৯
খায়রুল আহসান বলেছেন: সর্ষে ক্ষেতে বসে থেকে সর্ষে ফুল আর তার উপর মৌমাছির আনাগোনা দেখে দেখে মুগ্ধ হবার অভিজ্ঞতা আমার আছে।
সরিষা শাক আমার খুব প্রিয়। আমার বাসায় রান্না বান্নাও সরিষার তেলে হয়।
আপনার ছবিগুলো খুব উজ্জ্বল এবং সুন্দর হয়েছে, যথারীতি। তবে তৃতীয় ছবিটা একটু ঝাপসা এসেছে।
ফুলেল পোস্টে সপ্তম প্লাস। + +
৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
- আমার এলাকায় কখনোই তেমন ভাবে সর্ষে চাষ হয়নি। তাই এর প্রতি আমার একটা আলাদা টান আছে, কাছে না পাওয়ার টান।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: জীবনান্দ কাজী নজরুল কবি গুরু সবাই আছে আমি শুধু নাই ।
দারুন কবিতা আর ছবিতে সুন্দর পোস্ট।
হলুদ সরিষা ক্ষেত এখানে নেই ।