নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ১০টি এলাকার কাল্পনিক চিত্র

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০



কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংক্ষেপে AI ব্যবহার করে অনেক প্রযুক্তিপ্রেমিরা অসাধারণ সুন্দর সুন্দর সব ছবি তৈরি করছেন। তাদেরকে এআই শিল্পী বলা যায় অনায়াসেই।

এর আগে আমরা বাংলা সাহিত্যের কিছু চরিত্র পোস্টে দেখেছি AI এর Midjourney ব্যবহার করে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী চরিত্রকে ফুটিয়ে তুলা হয়েছে। আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেত্রীরা যখন সন্ন্যাসীনি হয়ে উঠেছেন। আরো দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেতারা যখন সন্ন্যাসী হয়ে যান তার রূপ।

এই সিরিজের প্রথম পোস্টে আমরা দেখেছি কয়েকটি জেলার কাল্পনিক চিত্র, দ্বিতীয় পোস্টে দেখেছি কয়েকটি বিশেষ এলাকার কাল্পনিক চিত্র, আর আজকে আমরা দেখতে চলেছি ঢাকার ১০টি এলাকার কাল্পনিক চিত্র
ছবিগুলি এলাকা গুলির নামের সাথে মিল রেখে তৈরি করেছেন কোনো একজন এআই শিল্পী




























ছবিগুলি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৮

জুন বলেছেন: অনেক ভালো লাগলো তো। লক্ষীবাজারটা খুব সুন্দর। বংশালটা বুঝলাম না দস্যু।
+

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লক্ষীবাজারটা আরো অনেক বেশী সুন্দর হতে পারতো।
- বংশালএর শাল বা চাদরটাই হয়তো এখানে প্রকাশ করেছে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মালিটোলাটা সবচেয়ে সুন্দর। এআইকে যদি বনানীর চিত্র দেখাতে বলে তাহলে নিশ্চয়ই বন দেখাবে। আর রামপুরা বললে রামকে দেখাতো নিশ্চয়ই।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার মনে হয় ধোলাই খালটাই সবচেয়ে পারফেক্ট হয়েছে।
- বনানী, রামপুরা ও নিশ্চয়ই কয়েক দিনের মধ্যে তৈরি করে ফেলবে কোউ না কেউ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।
উপভোগ্য।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

ইসিয়াক বলেছেন: ভালো।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২

মোগল সম্রাট বলেছেন:



লক্ষীরে হিজাব পড়ায়া দিসে দেহি...!

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই কারণেই প্রথম প্রতিমন্তব্যে লিখেছি লক্ষীবাজারটা আরো অনেক বেশী সুন্দর হতে পারতো।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

করুণাধারা বলেছেন: বংশাল ছাড়া বাকি প্রায় সবগুলোই ভালো লাগলো। চকবাজার তেমন স্পষ্ট হয়নি, আর লক্ষীবাজার যেহেতু লক্ষ্মীর নামে তাই কিছু লক্ষী প্রতিমার ছবি থাকলে বেশি ভালো হতো।

সবচেয়ে সহজ হতো মগবাজার। কেন এটা বাদ হলো বুঝলাম না।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
- লক্ষীবাজারটা ঠিক হয়নি।
- আগামি আরো আসবে, হয়তো মগবাজারও।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এবারের গুলো তো আমার কাছে বেশি ভালো লাগলো।

আলুবাজার বলে কি কোনো জায়গার নাম আছে? কোথায় এটা?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হায় হায়!! আলু বাজারের নাম শুনেন নাই!! পুরান থাকাতে আলু বাজার। নানান জিনিসের পাইকারি মার্কেট। বিশেষ করে স্যানেটারি ফিটিংস।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ ছবিগুলো যতবার দেখি, স্বপ্নের কোনো এক দেশ মনে হয়। শুধু সুখী মানুষের বসবাস দেখা যায় সেখানে। আহা, যদি ওরকম কোনো দেশের বাসিন্দা হতে পারতেম :)

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু কিছু ছবি আসলেই স্বপ্নের মতো হয়।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

মিরোরডডল বলেছেন:




সবগুলো ছবি অপূর্ব!!!
বংশাল বুঝিনি।

মালিটোলা স্বপ্নের মতো সুন্দর!!!!

ছবিগুলো দেখতে যেমন সুন্দর, আবার মজার :)
ধোলাইখালতো সেইরকম হয়েছে!


৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- শালটাকে গুরত্ব দিয়ে ছবিটি তৈরি করেছে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৩

কামাল১৮ বলেছেন: ছবি দেখলাম এবং মন্তব্যগুলো পড়লাম।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
সবগুলি ছবিই সুন্দর ।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালো লাগছে, ইন্টারনেটে জেলা সম্পর্কিত খুব চলছে এখন।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিও সেগুলি দেখেছি এবং সামুতে শেয়ারও করেছি।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২

ভুয়া মফিজ বলেছেন: লক্ষীবাজারে জায়গার দাম কেমন? সেইখানে একটা বাড়ি বানাইলে কোন সুবিধা পাওয়া যাবে?

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দাম যাইোক, সুবিধা অনেক।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৪

জনারণ্যে একজন বলেছেন: মালিটোলা'র ছবি দেখে মন ভরে গেলো। খুব সুন্দর, দেখে মনে হলো ইউরোপের ছোট্ট কোনো এক গ্রাম। এরকম কোনো এক গ্রামে বসবাস করার আমার আজন্ম স্বপ্ন।

ঘি পট্টি নামে কোনো জায়গা আছে ঢাকাতে, জানতাম না।

বংশালের ছবি দেখে প্রথমে বুঝিনি, পরে 'গায়ে দেয়ার শালের কথা মনে পড়াতে বুঝলাম। বহু বহু বছর হলো এই বস্তু গায়ে দেয়া হতে বঞ্চিত।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঘি পট্টি আমিও চিনি না।
- শাল আমি ব্যবহার করতেই পারি না।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

জনারণ্যে একজন বলেছেন: দু'টি ছবি শেয়ার করলাম আপনার সাথে।

প্রথম ছবিটা "সেভেন মাউন্টেইনস", নেভাদা থেকে তোলা।

দ্বিতীয় ছবি দু'টি আমার ছোট্ট শহর (আদি এবং অকৃত্রিম) থেকে তোলা:







৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:

- আহা!! খুবই সুন্দর যায়গা!!

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫০

কালো যাদুকর বলেছেন: আপনাকে বিশেষ ধন্যবাদ এরকম পোস্ট এর জন্য। ব্যাপক আনন্দ পেলাম। আমি বেড়ে উঠেছি এই এলাকাতে। লক্ষী বাজার সবচেয়ে কঠিন হয়েছে বুঝতে। তবে লালবাগ সহজে বুঝেছি। ইসলামপুর আর বংশাল সেরকম হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লক্ষী বাজার আরো অন্যরকম হতে পারবো।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৮

হাসান রাজু বলেছেন: এআই কি ভুলে শাড়ি পরিয়ে দিয়েছে, নাকি দাড়ি-গোঁফ ?!?! (আলু বাজার)

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আগেতো লক্ষ্য করি নাই!!

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

জনারণ্যে একজন বলেছেন: হ্যাঁ, জলদস্যু - খুবই সুন্দর জায়গা।

এবং মজার ব্যাপার হলো, এই সুন্দর জায়গাটার সাথে আপনি সহ সামু'র অনেক ব্লগার এবং পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ সুপরিচিত।

কিছু কিছু ব্যাপার নাহয় অপ্রকাশিতই থাকুক। হা হা হা।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি পরিচিত!! মনে হয় না।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: এক কথায় অসাধারন

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

মিরোরডডল বলেছেন:




@জনারণ্যে একজন

এটা কি এরিজোনা গ্র্যান্ড ক্যানিয়নের আশেপাশে কোথাও?
সাউথ রিম বা সেরকম কোথাও।


২১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসলামপুর, ধোলাইখাল, লালবাগ দারুণ হয়েছে। ++++

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্য ও + এর জন্য।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: যে করেই হোক এ.আই. হিজড়াও চিনতে পারে মনে হয়। =p~

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

মাজহার পিন্টু বলেছেন: ভালো লাগলো।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। ভালোলাগা ।

পীরগঞ্জ কেমন হতে পারে??

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
- পীরগঞ্জ পাওয়া যায় কিনা খোঁজ নিয়ে দেখি।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

জনারণ্যে একজন বলেছেন: @ মিররডডল, নাহ। এটা এরিজোনা নয়।

তবে হ্যাঁ, এটাকে গ্রান্ড ক্যানিয়নের ছোট্ট ভার্সন বলা যেতে পারে। আমার বাসা থেকে গ্রান্ড ক্যানিয়ন কাছেই, মাত্র আট ঘন্টা ড্রাইভিং ডিসটেন্স।

এই ছোট্ট শহরকে পৃথিবীর সব মানুষ চেনে অন্য কারণে। সেই কারণটা আপনি-আমি-সবাই জানি।

২৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৬

মিরোরডডল বলেছেন:




তাই, হয়নি? এখন ধাঁধাঁ মনে হচ্ছে অরণ্য।
Las Vegas, New Mexico?


২৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৬

জনারণ্যে একজন বলেছেন: @ মিররডডল, লাস ভেগাস থেকে গ্রান্ড ক্যানিয়ন যেতে চার ঘন্টার মতো সময় লাগে। গত সপ্তাহে ছিলাম ওখানে তিন দিন।

নিউ মেক্সিকো বেশ বড়ো একটা স্টেট, আয়তন বাংলাদেশের দ্বিগুনেরও বেশি। আর আমি থাকি ছোট্ট এক শহরে। মেরে-কেটে জনসংখ্যা তেরো-চোদ্দ হাজার হবে।

অনেক গুলি ক্লুজ কিন্তু দিয়েছি। তবে ডিরেক্ট কোনোটাই ছিল না। আরেকটা ক্লু দিলাম - এই শহরের সাথে আমাদের সবার সেই ছোটবেলা থেকেই পরিচয় যেকোনো এক ঘটনার মাধ্যমে।

ভালো থাকবেন। দুঃখিত আপনাকে বিভ্রান্ত করার জন্য।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:



- Rocky Beach এর কাছে Los Leones Canyon কি?

২৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

মিরোরডডল বলেছেন:




দুঃখিত হবার কিছু নেই।
আমিতো ধাঁধার মতো এটা বের করার চেষ্টা করছি।

Los Alamos, small town
max population nearly 14k

UFO এর জন্য ফেমাস, গ্র্যান্ড ক্যানিয়নে থেকে 7 ঘন্টার বেশি ড্রাইভ।

say yes!
এবার হতেই হবে :)


২৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

মিরোরডডল বলেছেন:
হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট ওখানে হয়েছিলো।
দেখতে হবে আর কি আছে।



৩০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮

করুণাধারা বলেছেন: @ মিরোরডডল, তুমি কি কখনো তিন গোয়েন্দা পড়েছ? B-)

৩১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

মিরোরডডল বলেছেন:




সেবার তিন গোয়েন্দা? সেতো পড়েছিলাম অনেক বছর আগে।
কেনো ধারাপু? এবারও উত্তর হয়নি? :)

৩২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

করুণাধারা বলেছেন: @ মিরোরডডল, সামু'র অনেক ব্লগার এবং পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ সুপরিচিত। লরা মেরীর বাড়ি আর কিশোর পাশার বাড়ি ছাড়া আমেরিকার আর কোন জায়গার বর্ণনা বার বার পড়ি নি। গুগল করে দেখলাম rocky beach to grand canyon সাত ঘণ্টা ৪৫ মিনিট। তাই মনে হলো তিন গোয়েন্দার বাড়ির অকুস্থল এটা।

৩৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

জনারণ্যে একজন বলেছেন: @ মিররডডল, আপনার এই প্রশ্নের উত্তর এবার সরাসরি দেয়া যাবে না। আমার সীমাবদ্ধতা অনেক।

তবে এটুকু বলি, আপনার এনালাইটিক্যাল এবিলিটি অসাধারণ। সাচ এ স্মার্ট লেডি!

এই শহর অনেক কারণেই বিখ্যাত; যার দু'একটা আপনি অলরেডি উল্লেখ করেছেন। সমস্ত পৃথিবীতে ডেনটিসি অফ পিএইচডি এই শহরেই সবচেয়ে বেশি।

যাই হোক, ও*পে$ন?হে&ই*মা%র মুভিটা দেখেছিলেন? আমার ধারণা @ জলদস্যু মুভিটা দেখেছিলেন। এই ব্লগেই দেখলাম কয়েকজন আলোচনা করছিলেন। দ্যাট ওয়াস এ ট্রুলি ফানি ডিসকাশন ফর মি।

দুঃখিত @ জলদস্যু এবং করুনাধারা।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- Oppenheimer এখনো দেখি নাই আমি। দেখবো আরো পরে।

৩৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

মিরোরডডল বলেছেন:




জনারণ্যে একজন বলেছেন:আমার সীমাবদ্ধতা অনেক।
No problem, I understood.

নাহ, Oppenheimer দেখিনি, ইচ্ছে আছে দেখার।
Emily Blunt, Matt Damon, Cillian Murphy তিনজন প্রিয় তারকা আছে।
এই সিক্রেট ল্যাবরেটরিও ওখানেই। এক কথায় এটম বোম্ব তৈরির কারখানা :)

যাই হোক অনুমান কাছাকাছি হয়েছে, আই'ম হ্যাপি।
থ্যাংকস অরণ্য।

ধারাপুকেও থ্যাংকস।

৩৫| ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: আমারও মনে হয় ধোলাই খালটাই সবচেয়ে পারফেক্ট হয়েছে।
মানুষগুলোকে বড্ডো অচেনা মনে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.