নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ৪০, ৪৩, ৪৫, ৪৭ ও ৪৮

১৮ ই জুন, ২০২৪ রাত ১০:২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু



এই পর্বে স্প্রিং মোল্লা সূরা আল-বাকারার ৪০ থেকে ৪৮ নাম্বার আয়াত পর্যন্ত পড়ে যা উপলব্ধি করতে পেরেছিলো বা তার মনে যেসব উদ্ভট প্রশ্ন জেগেছিলো সেগুলি তুলে ধরবো।


২-৪০: হে বনী ইসরাঈল, তোমরা আমার নিআমতকে স্মরণ কর, যে নিআমত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ কর, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় কর। আল-বায়ানআল-বায়ান
স্প্রিং মোল্লা বলে - আল্লামিয়া বনী ইসরাইলগো খুব পেয়ার করতো। হেদের নানান সবময় নানান নেয়ামত দিছে। এই আয়াতে দুই পক্ষের দুইটা অঙ্গীকারের কথা কওয়া হইছে। আল্লামিয়ার অঙ্গীকার আল্লামিয়া রাখছেন, বনী ইসরাইলগো বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিছেন। কিন্তু এই বনী ইসরাইলরা আল্লামিয়ার কাছে কি অঙ্গীকার করছিলো সেইটা জানা গেলো না।


২-৪৩ : আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রুকূকারীদের সাথে রুকূ কর।আল-বায়ান
স্প্রিং মোল্লা বলে - ভাইটি এই আয়াতটায় আল্লামিয়া বনী ইসরাইলগো কইতেছে সালাত কায়েম করতে, যাকাত দিতে আর রুকূকারীগো লগে রুকূ করতে। তাইলে বুঝা যায় সেই আমলেও নামাজ ছিলো। নামাজ কায়েম করলেতো এমনিতেই রুকূকারীগো লগে রুকূ করা হয়। আলাদা কইরা বলার দরকারটা কি কারণে পরলো? আরেকটা জিনিস খেয়াল করবা ভাইটি, নামাজ কায়েম করার কথা বইলাই বলছে যাকাত দিতে


২-৪৫ : আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। আল-বায়ান
স্প্রিং মোল্লা বলে - ৪৫ নাম্বার আয়াতে বুঝা গেলে আল্লামিয়ার সাহায্য চাইতে হইলে ধৈর্য ধইরা সালাত কায়েম করন লাগবো। আবার আল্লামিয়াই কইয়া দিলো এইটা করা বিনয়ী ছাড়া অন্যগো লেইগা কঠিন


২-৪৭ : হে বনী ইসরাঈল, তোমরা আমার নিআমতকে স্মরণ কর, যে নিআমত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি।আল-বায়ান
স্প্রিং মোল্লা বলে - আগেই কইছি, আল্লামিয়া বনী ইসরাইলগো খুব পেয়ার করতো, আর হেরলাইগাই তাগো অনেক নেয়ামত দিছিলো। এমনকি বনী ইসরাইলগো বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিছেন। ভাইটি, "কোকাকোলা বয়কট করতে পারবা, আল্লামিয়ার দেয়া নিয়ামত আর শ্রেষ্ঠত্বরে কি করন যাইবো?"


২-৪৮ : আর তোমরা সে দিনকে ভয় কর, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না। আর কারো পক্ষ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারও কাছ থেকে কোন বিনিময় নেয়া হবে না। আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।আল-বায়ান
স্প্রিং মোল্লা বলে - এই ৪৮ নাম্বার আয়াতটা দেশের মানুষরা কেন পড়ে দেখেনা সেইটা আমি বুঝি না। আল্লামিয়া পরিষ্কার ঘোষণা দিল "আর তোমরা সে দিনকে ভয় কর, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না। আর কারো পক্ষ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না"। তাইলে কিসের আশায় তারা পীর বাবার দরবারে যায়?




বিশেষ ঘোষণা :
স্প্রিং মোল্লা কি : গাড়ির ড্যাশবোর্ডে ছোট কিছু পুতুল রাখে অনেকেই, যেগুলির ঘাড়ে স্প্রিং লাগানো থাকে। একটু নাড়া খেলেই মাথাটি ডাইনে-বামে-সামনে-পিছে দুলতে থাকে। স্প্রিং মোল্লার অবস্থা তেমনই। একটু নাড়া খেলেই টালমাটাল হয়ে যায়।

স্প্রিং মোল্লা কে : এখানে কোনো নির্দিষ্ট শ্রেণীকে কটাক্ষ করে স্প্রিং মোল্লা বলা হয় নাই। স্প্রিং মোল্লা বিশেষ একজন ব্যক্তি।
স্বীকারোক্তি : স্প্রিং মোল্লা আরবী ভাষার কিছু জানে না। সে কোরআনের বাংলা অনুবাদ পাঠ করে মাত্র।

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১
স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ৩ এবং ২৫
স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ৩০ থেকে ৩৭

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.